27/06/2025
"জার্মানির ডায়েরি ---- বিলাস ইতিহাস আর নদীর কাব্য"
দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন চার্চের ছায়ায়, যেখানে গম্বুজের নিচে এখনো গুঞ্জরিত হয় শতাব্দীর প্রার্থনা। রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল একটি লিমুজিন ----বিলাস আর বিনোদনের চলন্ত প্রাসাদ, যেন আধুনিক স্বপ্নের প্রতীক। এই গাড়িগুলো স্বাভাবিক গাড়ি থেকে অনেক বেশি লম্বা হয়, বিলাসবহুল আভ্যন্তরীণ সজ্জা, আরামদায়ক বসার ব্যবস্থা, বিনোদনের সরঞ্জাম থাকে । যাত্রী এবং চালকের বগির মধ্যে একটি পার্টিশন থাকে যা যাত্রীদের গোপনীয়তা নিশ্চিত করে। এগুলো সাধারণত বিবাহ, পার্টি, ভিআইপি পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপর এলবে নদীর বুকে দাঁড়িয়ে দেখি--- পেছনে স্নিগ্ধ জলের বুকে একখানি জাহাজ ভ্রমণপিপাসুদের নিয়ে রূপকথার মত এগিয়ে চলেছে। এই শহর শুধু ইতিহাস নয়, সময়ের স্রোতে ভেসে চলা এক জীবন-গান।