Siliguri Canvas

Siliguri Canvas Call/ WhatsApp 8918270320
কোন কিছু জানতে চাইলে আমাকেPhone বা WhatsApp করতে পারেন

01/07/2025

জার্মানির এক ঐতিহাসিক রত্ন " ড্রেসডেন ওল্ড টাউন "

A Royal Walk Through Dresden Old Town | Dresden Old Town Tour | Siliguri Canvas | Europe Tour | Germany Tour | Germany Dresden | Dresden The City of History | Dresden Old Town

জার্মানির ড্রেসডেন শহরের বুকে, দুই ট্রাম বিপরীত পথের যাত্রী--- যেন জীবনের দুই ধারার প্রতিচ্ছবি। এক পথ এগিয়ে চলে অতীতের ...
01/07/2025

জার্মানির ড্রেসডেন শহরের বুকে, দুই ট্রাম বিপরীত পথের যাত্রী--- যেন জীবনের দুই ধারার প্রতিচ্ছবি। এক পথ এগিয়ে চলে অতীতের স্মৃতির পানে, আরেকটি ভেসে চলে ভবিষ্যতের স্বপ্নে। মাঝখানে শহর দাঁড়িয়ে-- নিঃশব্দ সৌন্দর্য।
তারপর রয়েছে ইতিহাসের আবরণে মোরা ড্রেসডেন ক্যাসেল--রাজকীয় অতীতের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও।
শেষে জুইঙ্গর প্যালেসের প্রাচীন গেট-- শিল্প, সংস্কৃতি আর স্থাপত্যের রাজকীয় প্রবেশদ্বার।

#ঘুরে_দেখি #জার্মান

30/06/2025

Good Evening Everyone...
বিভিন্ন স্থানে আর বিভিন্ন সময়ে তোলা ফটো আর reel এর মাধ্যমে আপনাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে ধরছি.. কেমন লাগছে আপনাদের ?

জার্মানির প্রান্তরে যেখানে শহরের গতি থেমে যায়, সেখানে শুরু হয় প্রকৃতির ছন্দ। প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গনে, চারিদিকে শুধু ...
30/06/2025

জার্মানির প্রান্তরে যেখানে শহরের গতি থেমে যায়, সেখানে শুরু হয় প্রকৃতির ছন্দ। প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গনে, চারিদিকে শুধু সবুজ। এ যেন ছবির ভেতরে বেঁচে থাকা।
Follow Siliguri Canvas

#ঘুরে_দেখি #সবুজের_ছোঁয়া

জার্মানির পাহাড়ে ট্রেকিং এর পথে কিছু মুহূর্ত.....সবুজে মোড়ানো পথ, পাখির ডাক আর দূরে পাহাড়ি নদীর মৃদু কলতান---পাহাড় ব...
29/06/2025

জার্মানির পাহাড়ে ট্রেকিং এর পথে কিছু মুহূর্ত.....

সবুজে মোড়ানো পথ, পাখির ডাক আর দূরে পাহাড়ি নদীর মৃদু কলতান---পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে চোখের সামনে খুলে গিয়েছিল বিস্ময়কর এক চিত্রপট--নিচে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা, মাঝেমাঝে দেখা দিচ্ছিল ছোট ছোট গ্রাম ও ঐতিহ্যবাহী কাঠের ঘর। সেই পথেই কিছু মুহূর্ত ধরে রাখতে তুলেছিলাম কিছু ছবি। এক একটি ছবি যেন শুধুই প্রকৃতির নয়, সেই মুহূর্তের অনুভূতিরও প্রতিচ্ছবি। ছবিগুলো শুধু দৃশ্য নয়, তারা আমার হাঁটার ক্লান্তির গল্প। এই পথ চলতে চলতে শুধু পাহাড় নয় নিজেরও অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি।

#জার্মানি #ট্রেকিং

জার্মানির ডাইরি Dresden জার্মানির Saxony রাজ্যের রাজধানী। এলবে নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রাচীন স্থাপত্য ও রাজকীয় ঐতি...
28/06/2025

জার্মানির ডাইরি
Dresden জার্মানির Saxony রাজ্যের রাজধানী। এলবে নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রাচীন স্থাপত্য ও রাজকীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই শহর "এলবে নদীর ফ্লোরেন্স" নামেও পরিচিত।

রথযাত্রার এই শুভ দিনটিতে আপনারা সবাই খুব ভালো থাকুন.. জয় জগন্নাথ 🙏🙏🙏🙏
27/06/2025

রথযাত্রার এই শুভ দিনটিতে আপনারা সবাই খুব ভালো থাকুন.. জয় জগন্নাথ 🙏🙏🙏🙏

"জার্মানির ডায়েরি ---- বিলাস ইতিহাস আর নদীর কাব্য"দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন চার্চের ছায়ায়, যেখানে গম্বুজের নিচে এখন...
27/06/2025

"জার্মানির ডায়েরি ---- বিলাস ইতিহাস আর নদীর কাব্য"
দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন চার্চের ছায়ায়, যেখানে গম্বুজের নিচে এখনো গুঞ্জরিত হয় শতাব্দীর প্রার্থনা। রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল একটি লিমুজিন ----বিলাস আর বিনোদনের চলন্ত প্রাসাদ, যেন আধুনিক স্বপ্নের প্রতীক। এই গাড়িগুলো স্বাভাবিক গাড়ি থেকে অনেক বেশি লম্বা হয়, বিলাসবহুল আভ্যন্তরীণ সজ্জা, আরামদায়ক বসার ব্যবস্থা, বিনোদনের সরঞ্জাম থাকে । যাত্রী এবং চালকের বগির মধ্যে একটি পার্টিশন থাকে যা যাত্রীদের গোপনীয়তা নিশ্চিত করে। এগুলো সাধারণত বিবাহ, পার্টি, ভিআইপি পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপর এলবে নদীর বুকে দাঁড়িয়ে দেখি--- পেছনে স্নিগ্ধ জলের বুকে একখানি জাহাজ ভ্রমণপিপাসুদের নিয়ে রূপকথার মত এগিয়ে চলেছে। এই শহর শুধু ইতিহাস নয়, সময়ের স্রোতে ভেসে চলা এক জীবন-গান।

পেছনে জার্মানির ঐতিহ্যের ছাপ--সাম্প্রতিক আধুনিকতার সঙ্গে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা সেই রাজপ্রাসাদ ও গির্জা । আমরা ...
26/06/2025

পেছনে জার্মানির ঐতিহ্যের ছাপ--সাম্প্রতিক আধুনিকতার সঙ্গে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা সেই রাজপ্রাসাদ ও গির্জা । আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের মঞ্চে--পেছনে জুইঙ্গার প্রাসাদ, সেকশন রাজাদের রাজকীয় ছায়া, অপেরা হাউসের সুরে মোরা অতীতের গর্ব। প্রতিটি ইট যেন বলে চলে এক একটি গল্প। ড্রেসডেন তুমি সত্যিই এক জীবন্ত যাদুঘর। এক শহর, অগণিত গল্প।

Address

Siliguri

Telephone

+918918270320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share