22/07/2025
কিছু পুরুষ আছে ভালোবেসে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর সেই নারীকে এবং সেই বাচ্চাকে তুলে ফেলে দিতে ২ সেকেন্ড ও সময় লাগে না। তার কাছে তো অন্য রাই জীবনের সব তাই বলছি যদি তার জীবনে অন্যরাই সব থাকতো তাহলে ভালবাসতেই বা কেন কেন গেল এবং বিয়েই বা কেন করল এবং একটা বাচ্চাই বা জন্ম দিল কেন।
আর কিছু পুরুষ আছে যে সে তার জীবন থেকেও তার জীবন সঙ্গীকে এবং তার বাচ্চাকে এতটাই ভালবাসে তুলনার বাইরে। ছোট মাইন্ডেড নোংরা পুরুষদের সঙ্গে ভালো পুরুষদের তুলনা করায় বেকার তাদের পা ধুয়ে জল খেলেও সেই নোংরা পুরুষগুলো হয়তো তাদের মত এক কোনাও হতে পারবে না।