Global News

Global News Media-News-Publishing Hello Friends,
Would you mind leaving as a quick review by clicking the link below. Thanks really appreciate it.
(10)

It really helps us and can be a big help to your neighbors. Share your experience :
https://www.facebook.com/profile.php?id=100083060480919&sk=reviews
Regards,
Sunny Das

23/08/2025

পুজো আসতে আর মাত্র চার সপ্তাহ কিংবা তার থেকে একটু বেশি, জামা কাপড় এর দোকান এবং অন্যান্য দোকান একেবারে খা খা করছে। দোকানে বিক্রি নেই একেবারেই, বিক্রেতারা জানিয়েছেন এতটা খারাপ হওয়ার তো কথা না, মানছি মানুষের সমস্যা প্রচুর চাকরি চলে যাচ্ছে, ব্যবসাও একেবারে নেই তবুও এতটা খারাপ। বিক্রেতারা এর জন্য দায়ী করছেন অনলাইনকে। ঘরে বসেই অর্ডার করে জিনিস পেয়ে যাওয়ায় আর মার্কেটে আসছেন না প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ। আমাদের প্রচন্ড খারাপ অবস্থা, জানালেন শিলিগুড়ির বিধান মার্কেটের এক শাড়ির দোকানের মালিক। তিনি জানালেন কিছু মানুষ অনলাইনে জিনিস কিনছে, আবার অন্যরা মলে যাচ্ছে, আমাদের ওখানে লোক হবে কিভাবে? দিনের পর দিন আমাদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। আগে চা বাগান, এবং অন্যান্য জায়গা থেকে মানুষ আসতো, এখন সেটাও আসে না কিভাবে আমরা ব্যবসা করব বুঝতে পারছি না। পুজো আসতে আর বেশি দেরি নেই, ব্যবসার অবস্থা প্রচন্ড খারাপ। আগে বিধান মার্কেট বিখ্যাত ছিল, এখন সন্ধ্যায় মানুষ খুঁজে পাওয়া যায় না। এভাবে চলতে যখন আমাদের হবে তখন আর ব্যবসা করে কি হবে? মহাজনকেও তো টাকা দিতে হবে , দোলা চলে এখন বিধান মার্কেট এবং অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা। তারা জানালেন মানুষের মন উঠে গিয়েছে, আমাদের না খেয়ে থাকতে হবে।

23/08/2025

বীরভূমের বক্রেশ্বরে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল নাট মন্দির।

বীরভূমের বক্রেশ্বর : পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত।এটি সিউড়ি শহর থেকে ২৪ কিমি এবং কলকাতা থেকে ২৪০ কিলোমিটার দূরে । মন্দির স্থাপত্য দেউলরীতির। মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিশমর্দিনী ও বক্রেশ্ব‌র মন্দির। প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত। মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, যাকে একটি শিব লিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাদেরও বাসস্থান রয়েছে, যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। ভারতজুড়ে আধ্যাত্মিক ভ্রমণে ভক্তদের কাছে, বিশেষ করে যারা এই অঞ্চলের অসংখ্য শিব মন্দির পরিদর্শন করেন, তাদের কাছে মন্দিরটি একটি জনপ্রিয় গন্তব্য। আর এবার দেখা গেলো, বীরভূমের বক্রেশ্বর ধামে বহু প্রাচীন মন্দির যেটি নাট মন্দির নামে পরিচিত আর সেই বহু প্রাচীর নাট মন্দিরটি ভগ্নদশায় পরিণত হয়েছে। জরাজীর্ণ সেই নাট মন্দিরটি টানা বৃষ্টিতে ভেঙে পরে। ইতিমধ্যেই বক্রেশ্বর মন্দিরের সেবাইত আমাদের জানিয়েছেন নাট মন্দিরটি ভেঙ্গে পড়ায় কারো ক্ষয়ক্ষতি হয়নি কেউ থাকলে হয়তো বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হতো।

22/08/2025

টানা বৃষ্টিতে ময়ূরেশ্বরের বিভিন্ন দোকান সহ বাড়ির মধ্যে জমছে জল |

দুইদিন ধরে টানা বৃষ্টিপাতের পর ড্রেনের জল ছাপিয়ে পড়ছে রাস্তার উপর সেই জল আবার বিভিন্ন ঘর সহ ঢুকছে দোকানে। শুক্রবার সকালে সেই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর বাজার এলাকায়। উল্লেখ্য বৃহস্পতি ও শুক্র বার দুই দিনব্যাপী টানা বৃষ্টিপাতের জেরে শুক্রবার সকাল থেকে ময়ূরেশ্বরের বিভিন্ন ড্রেনের জল উপচে পড়ছে রাস্তার উপর। আর সেই জল ডুবছে দোকান সহ বিভিন্ন বাড়িতে যার ফলে একরকম ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে ময়ূরেশ্বর বাজার এলাকা। মূলত দুই দিনব্যাপী টানা বৃষ্টিপাতের পরেই জলমগ্ন হয়ে পড়েছে ময়ূরেশ্বর এলাকা, রাস্তাঘাট সহ গ্রামের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। আর সেই জল ঢুকছে বাড়ির মধ্যে। বৃষ্টির জল ও ড্রেনের জল সর্বত্রই বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে।

22/08/2025

শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে

বৃষ্টির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দুবরাজপুরে সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট দেখলেন ফুটবলপ্রেমীরা। বর্তমানে যুব সমাজ খেলার মাঠ থেকে দূরেই রয়েছে। পাশাপাশি এই ডিজিটাল যুগে যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ৬২ তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো। সারদা ফুটবল ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ও পাণ্ডবেশ্বরের যীশু ইলেভেন। বৃষ্টির মধ্যে টান টান উত্তেজনায় শেষ মুহূর্তে ১-০ গোলে জয়লাভ করে জামুরিয়ার শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। এই খেলা এতটাই জনপ্রিয় যে বৃষ্টির মধ্যেও দূরদূরান্ত থেকে প্রায় কুড়ি হাজার ফুটবলপ্রেমী ছুটে আসেন। গত ১০ই আগস্ট ৮টি ফুটবল টিমকে নিয়ে এই খেলা শুরু হয়েছিল। ফাইনালে বিজয়ী দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয় এবং বিজিত দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। তাছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট গোলকিপার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে স্বামী ভুপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলার শুরু করেছিলেন।
আজকের ফাইনাল খেলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য চিত্তরঞ্জন দাস মজুমদার, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার সরকার আইনজীবী মলয় মুখার্জী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, বিশিষ্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরী, কাউন্সিলর সাগর কুন্ডু, শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ আরও অনেকে।
এদিন মাঠের চারপাশ জুড়ে দর্শকাসনে ছিল বহু ফুটবলপ্রেমীদের ভিড়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শিল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৬২ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এক অনন্য নজির।

কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে নতুন ছবি রাজের |রাজ চক্রবর্তী বরাবর নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। দিয়েছেন নতুনদের সুযো...
21/08/2025

কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে নতুন ছবি রাজের |

রাজ চক্রবর্তী বরাবর নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। দিয়েছেন নতুনদের সুযোগ। বড় পর্দায় তাঁর প্রথম ছবিই তৈরি করেছিলেন স্টার পাওয়ার ছাড়াই- ‘চিরদিনই তুমি যে আমার’। দেব এবং জিৎকে সঙ্গে নিয়ে করেছিলেন ‘দুই পৃথিবী’ কিংবা বিদেশের অলি-গলির ডান্স নাম্বার থেকে দেবকে নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার গলিতে- ‘লে ছক্কা’য় । ‘প্রলয়’ তৈরি করে চমকে দিয়েছিলেন। তাই পরিচালকের সোশ্যাল মিডিয়াতে যখন একঝাঁক নতুনদের মহড়া দেওয়ার ভূমিকায় দেখা যায়, তখন তরুণ রক্তের প্রয়োজন বোঝা যায়।

‘ঘরের ছেলে’র গোলেই কুপোকাত ইস্টবেঙ্গল |ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। চিরপ্রচলিত এই প্রবাদটিকে সত্যি প্রমাণিত কর...
21/08/2025

‘ঘরের ছেলে’র গোলেই কুপোকাত ইস্টবেঙ্গল |

ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। চিরপ্রচলিত এই প্রবাদটিকে সত্যি প্রমাণিত করল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ১-২ গোলে হেরে গেল অস্কার ব্রুজোর ছেলেরা। একটা সময় ইস্টবেঙ্গলে খেলতেন জবি জাস্টিন। সেই ‘ঘরের ছেলে’র জয়সূচক গোলেই কুপোকাত হতে হল ইস্টবেঙ্গলকে। আর অভিষেকেই মাঠে ফুল ফুটিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দলের সামনে শনিবার ফাইনালে প্রতিপক্ষ নর্থইস্ট।

বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া?বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিশেষ প্রভাব না পড়লেও ...
21/08/2025

বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিশেষ প্রভাব না পড়লেও সপ্তাহজুড়ে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। একই অবস্থা থাকবে উত্তরেও।বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে ও হালকা বৃষ্টি চলবে।

বেঙ্গল প্র লিগে  শিলিগুড়ির মেন্টর  ঋদ্ধিমান সাহা |আগামী জুন মাস থেকে কলকাতায় শুরু হচ্ছে  বেঙ্গল প্র লিগ । আর এই প্র লী...
21/08/2025

বেঙ্গল প্র লিগে শিলিগুড়ির মেন্টর ঋদ্ধিমান সাহা |

আগামী জুন মাস থেকে কলকাতায় শুরু হচ্ছে বেঙ্গল প্র লিগ । আর এই প্র লীগে শিলিগুড়ির মেন্টর হচ্ছেন ঋদ্ধিমান সাহা। এ কথা জানানো হয়েছে ঋদ্ধ বরাবরই ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসেন। আর তিনি জানিয়েছেন , শিলিগুড়ি আমার শৈশবের শহর। তাই আমার প্রচন্ড ভালো লাগবে যদি আমি সত্যি সত্যি শিলিগুড়ির জন্য কিছু করতে পারি। ঋদ্ধি আরো জানিয়েছেন শিলিগুড়ির দলটা এবার যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে। আশা করি ওরা ভালো ফলাফল করবে। গতবার বেঙ্গল প্রো লিগে শিলিগুড়ি অসাধারণ পারফরম্যান্স না করতে পারলেও মনে গেঁথে গিয়েছিল শিলিগুড়ির খেলা। আর এবারও শিলিগুড়ি ভালো খেলবে , জানালেন পাপালি। তিনি আরো জানালেন এখন শিলিগুড়ি ক্রিকেটার মান অনেক বেড়ে গেছে , তাই ভালো খেলা আশা করছি আমরা । আমি আমার সর্বোচ্চ দিয়ে দেব, শিলিগুড়ির জন্য , জানালেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহা আরো জানালেন প ্রলিগ যথেষ্ট আকর্ষণীয় হবে। এবং শিলিগুড়ি এবার নজর কারা ক্রিকেট খেলবে।

ফের চুরি শিলিগুড়িতে ঘরে ঢুকে টাকাপয়সা সোনা গয়না নিয়ে চম্পট দিল চোর |আবার চুরি  শিলিগুড়িতে এবারের সেন্ট্রাল কলনিতে, ঘরে ...
21/08/2025

ফের চুরি শিলিগুড়িতে ঘরে ঢুকে টাকাপয়সা সোনা গয়না নিয়ে চম্পট দিল চোর |

আবার চুরি শিলিগুড়িতে এবারের সেন্ট্রাল কলনিতে, ঘরে ঢুকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু নিয়ে চম্পট দিয়েছে চোর। সবচাইতে বড় কথা গৃহকর্তা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একেবারেই বুঝতে পারেননি। সকালে উঠে দেখেন তারা জানলা দরজা খোলা। ঘরের সমস্ত জিনিস একেবারে ওল ট পালট হয়ে আছে। তখনই তারা বুঝতে পারেন বাড়িতে চুরি হয়ে গেছে। চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা, ক্ষুদ্ধ হয়ে যান তারা , এলাকার মানুষ জানাচ্ছেন শিলিগুড়িতে এখন চুরি হওয়াটা একেবারেই বড় ব্যাপার নয়। কারণ দিনে একটা করে চুরি হচ্ছে। সবচাইতে বড় কথা দিনরাত যে কোন সময় চুরি হয়ে যাচ্ছে। ধরা পড়ার ভয় আছে তারপর কেউ এইভাবে চুরি করতে আসে এটা জেনেই অবাক হচ্ছেন সকলে। অনেকেই জানিয়েছেন টাকা-পয়সা সোনার গয়না মূল্যবান কোন কিছুই ঘরে রাখা যাচ্ছে না, সবচাইতে বড় সমস্যা হয়েছে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে। জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং সাথে আঘাত করে যাচ্ছে সকলে। আপাতত এটাই কারন সকলের কাছে।

20/08/2025

হঠাৎ করে বৃষ্টি নামলো শিলিগুড়িতে। বুধবার কাজের দিন সকালে বৃষ্টি নামায় কিছুটা হলেও হতচকিত হয়ে গেলেন পথ চলতি মানুষ। যদিও আবহাওয়া দপ্তরের আগের থেকেই পূর্বাভাস ছিল আজকে বৃষ্টি হবে। হঠাৎ করে বৃষ্টি নামায় অনেকেই আটকে পড়লেন রাস্তায়। কাজে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে অনেকেই ঠিক সময় ঠিক জায়গায় আসতে পারলেন না। পূজো আসতে আর ৩৯ দিন বাকি। বৃষ্টি এর মধ্য নিঃসন্দেহে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি করবে এই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোর সময় আকাশ পরিষ্কার থাকবে।

20/08/2025

মালদা: হাতমুখ বেঁধে নৃশংস ভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আর্তসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেপ্তার করেছে। জানা যায় গতকাল রাত্রে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর ধারালো কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। আজ সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।

বাইট-
১) অনিতা মন্ডল গ্রামবাসী।
২) বলরাম রাজপুত গ্রামবাসী।
৩) প্রতিমা মন্ডল গ্রামবাসী।
৪) সুজিত সাহা (স্থানীয় কাউন্সিলর)।

মাটিগাড়ায়  খুন এবং ধর্ষণ মামলায়  মোহাম্মদ আব্বাসের  ফাসির সাজা কমিয়ে  কুড়ি বছর করলো হাইকোর্ট।                      ...
20/08/2025

মাটিগাড়ায় খুন এবং ধর্ষণ মামলায় মোহাম্মদ আব্বাসের ফাসির সাজা কমিয়ে কুড়ি বছর করলো হাইকোর্ট।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when Global News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global News:

Share