
29/06/2025
🔴 আলোক সংঘ ক্লাবের জয়! সিলিগুড়ি খো-খো প্রিমিয়ার লিগ ২০২৫-এ চ্যাম্পিয়ন হল আলোক সংঘ
২৯ জুন, ২০২৫ | সিলিগুড়ি
শিলিগুড়ি: তিন দিনব্যাপী উত্তেজনার পর পর্দা নামল সিলিগুড়ি খো-খো প্রিমিয়ার লিগ ২০২৫-এর। শহরের রামকৃষ্ণ সারদামণি বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে আলোক সংঘ (AS) জয়লাভ করে জুয়েল অ্যাথলেটিক ক্লাবকে (JAC) পরাজিত করে, ছিনিয়ে নিল এবারের খো-খো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ।
ফাইনালে রোমাঞ্চকর লড়াই:
সকাল থেকেই উৎসবের মেজাজে ছিল গোটা খেলার মাঠ। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলোক সংঘ বনাম জুয়েল অ্যাথলেটিক ক্লাব। ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস এবং উত্তেজনায় ভরপুর। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক কৌশলে খেলে গেলেও শেষ পর্যন্ত আলোক সংঘ ক্লাব কৌশল ও দৌড় শক্তির জোরে এগিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পয়েন্ট সংগ্রহ করে জয় নিশ্চিত করে।
লিগের সংক্ষিপ্ত বিবরণ:
সিলিগুড়ি মহকুমা খো-খো অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রিমিয়ার লিগে পুরুষ ও মহিলা বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরু হয় ২৭ জুন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ২৯ জুন। লিগ পর্যায়ে চমৎকার খেলার মাধ্যমে উঠে আসে সেমিফাইনাল ও ফাইনালের যোগ্য দলগুলো।
📌 পুরুষ বিভাগের অংশগ্রহণকারী দল:
কাচারী রোড যুব সংঘ (KYS)
জুয়েল অ্যাথলেটিক ক্লাব (JAC)
আলোকে সংঘ (AS)
সিলিগুড়ি খো-খো লাভার্স (SKKL)
📌 মহিলা বিভাগের অংশগ্রহণকারী দল:
কাচারী রোড যুব সংঘ (KYS)
পানু দত্ত মজুমদার এসএসপিএ (PDMSSPA)
চৌরঙ্গী মোড় যুবক সংঘ (CMYS)
তাসংমো (TM)