CCTV NEWS.

CCTV NEWS. News Portal

First Batch of Kailash Manasarovar Yatris returned to Gangtok todayToday, the first batch of Kailash Manasarovar Yatra (...
01/07/2025

First Batch of Kailash Manasarovar Yatris returned to Gangtok today

Today, the first batch of Kailash Manasarovar Yatra (KMY) 2025 pilgrims successfully returned to Gangtok after completing their sacred pilgrimage to Mount Kailash and Manasarovar. The batch reached Nathula at around 12:45 PM, where they completed all the necessary customs and immigration formalities.

Following the formalities, the yatris were taken to Sherethang, where ITBP authorities joined them in lunch. Then, the yatris proceeded to Gangtok, for their stay.

In the evening, a formal Certificate Distribution Ceremony was organized by the Sikkim Tourism Development Corporation (STDC) at the hotel to felicitate the returning yatris. The program was graced by C.S. Rao, Additional Chief Secretary, Tourism and Civil Aviation Department, Government of Sikkim, as the Chief Guest; accompanied by Rajendra Chhetri, Principal Director-cum-CEO, Sikkim Tourism Development Corporation (STDC)

Additional Chief Secretary C.S Rao congratulated the yatris for successfully completing this spiritually significant pilgrimage. He also appreciated the CEO and General Manager of STDC for their meticulous arrangements and hospitality. The ACS specially acknowledged the continuous support of the Government of Sikkim, led Chief Minister Prem Singh Tamang, and commended the contributions of all line departments, particularly the Indo-Tibetan Border Police, for their unwavering support throughout the yatra.

A few yatris were invited to share their personal experiences of the sacred journey. They expressed their gratitude and happiness, feeling blessed for completing the yatra under the care of the Liaison Officer and the organising teams. They thanked STDC and the Government of Sikkim for providing them with a comfortable stay, warm hospitality, and nutritious satvik meals.

The first batch yatris will be returning to their respective states tomorrow morning at 8:00 AM by SNT buses, carrying cherished memories of their sa

আজ রথযাত্রা, ইসকনের রথ কোথা দিয়ে ঘুরবে, তার সম্পূর্ণ তালিকা দেওয়া হলবেলা ১২.৩০ মিনিটে পাহুন্ডি বিজয় যাত্রা,বেলা ১.০০ টা...
26/06/2025

আজ রথযাত্রা, ইসকনের রথ কোথা দিয়ে ঘুরবে, তার সম্পূর্ণ তালিকা দেওয়া হল

বেলা ১২.৩০ মিনিটে পাহুন্ডি বিজয় যাত্রা,
বেলা ১.০০ টায় উদ্বোধনী অনুষ্ঠান, এবং
বেলা ২.০০ টায় রথের দড়ি টানের মাধ্যমে রথযাত্রার শুভারম্ভ।
🛕 ইস্কন শিলিগুড়ি রথযাত্রার পথরেখা

শ্রীজগন্নাথদেবের রথযাত্রা শিলিগুড়ি ইস্ককন মন্দির থেকে শুরু হয়ে পুনরায় ইস্কন মন্দিরেই সমাপ্ত হবে। শোভাযাত্রাটি শিলিগুড়ি শহরের নিম্নলিখিত পথ অনুসরণ করবে:

ইস্কন মন্দির ➡️ ইস্কন রোড হয়ে ➡️ সেভক রোড➡️ পানিট্যাঙ্কি মোড় ➡️ সেভক মোড় ➡️ হিলকার্ট রোড ➡️ ভেনাস মোড় ➡️ হাসপাতাল মোড় ➡️ ভুটিয়া মার্কেট ➡️ হরেন মুখার্জি রোড ➡️ পাকুরতলা মোড় ➡️ নজরুল সরণি ➡️ স্বামীজী মোড় ➡️ হায়দারপাড়া মেইন রোড ➡️ ইস্কন রোড ➡️ পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবে।
---------------------------------

তারিখ: ৫ই জুলাই
🌸 উল্টোরথ

পবিত্র উল্টোরথ যাত্রা ৫ই জুলাই অনুষ্ঠিত হবে।
সেই দিন, রথটি ইস্কন মোড় থেকে যাত্রা শুরু করে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবে।

স্কুলের মিড ডে মিলের ঘর উদ্বোধন মেয়রের👆শিলিগুড়ি পুরনিগমের ৬,৫৯,০৯১.০০টাকা অর্থানুকূল্যে ফণী ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের ...
24/06/2025

স্কুলের মিড ডে মিলের ঘর উদ্বোধন মেয়রের

👆
শিলিগুড়ি পুরনিগমের ৬,৫৯,০৯১.০০টাকা অর্থানুকূল্যে ফণী ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল - এর পুনঃ সংস্কার রান্নাঘর এবং ভোজন কক্ষের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।

24/06/2025

মাটিগাড়ার রাস্তা নিয়ে বিধানসভায় সওয়াল বিধায়ক আনন্দ বর্মনের

মাটিগাড়া থেকে ঝংকার মোড় ও মাটিগাড়া থেকে কলাবাগান পর্যন্ত রাস্তা দুটি দ্রুত তৈরির দাবিতে বিধানসভায় বক্তব্য পেশ করলেন মাটিগাড়া নকশাল বাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। দীর্ঘদিন ধরেই রাস্তা দুটি অত্যন্ত বেহাল হয়ে পড়ে রয়েছে। যা দ্রুত ভিত্তিতে পুনর নির্মাণ না করা হলে ভোগান্তি বাড়তেই থাকবে বিধায়ক এর দাবি।

ইস্কন শিলিগুড়ি রথযাত্রা প্রস্তুতি ও রথপথ পরিদর্শনইস্কন শিলিগুড়ির রথযাত্রা ও রথের যাত্রাপথ নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি...
24/06/2025

ইস্কন শিলিগুড়ি রথযাত্রা প্রস্তুতি ও রথপথ পরিদর্শন

ইস্কন শিলিগুড়ির রথযাত্রা ও রথের যাত্রাপথ নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এক যৌথ পরিদর্শন সম্পন্ন হয়েছে। রথযাত্রার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে গতকাল পুলিশ কমিশনার Sri C. Sudhakar, IPS–এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় রথযাত্রার রুটে বেহাল রাস্তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। উক্ত রাস্তায় অ্যাম্বুলেন্স, স্কুল বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যা রথযাত্রার মতো বৃহৎ ধর্মীয় উৎসবেও সমস্যা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত রাস্তার সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

22/06/2025

রথের বাজনা বাজে

শিলিগুড়ি ইসকন মন্দিরে শুরু হয়ে গেল রথ প্রস্তুতি। রবিবার হায়দার পাড়ার ইসকন মন্দিরে রথের সংস্কারের কাজ শুরু করলো ইন্টারন্যাশনাল শ্রীকৃষ্ণ কনসাসনেস কর্তৃপক্ষের রাধামাধব সুন্দর মন্দির কর্তৃপক্ষ। ইসকনের উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানিয়েছেন এবার জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি ইসকন মন্দির অডিটোরিয়াম হলেই করা হচ্ছে। চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, যথাযোগ্য মর্যাদায় পুজোর প্রস্তুতি করা হচ্ছে। রথ উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন তারা।

জেলা ভিত্তিক চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন বাদ, প্রি কোয়ার্টারে প্রায় একই দলের কাছে হেরে ভূত শিলিগুড়ি
13/06/2025

জেলা ভিত্তিক চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন বাদ, প্রি কোয়ার্টারে প্রায় একই দলের কাছে হেরে ভূত শিলিগুড়ি

জেলা ভিত্তিক চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন বাদ, প্রি কোয়ার্টারে প্রায় একই দলের কাছে হেরে ভূত শিলিগুড়ি

কৌশিক অধিকারী/ শিলিগুড়ি

মাত্র কয়েকদিন আগে সিএবি পরিচালিত আন্তঃ জেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ি দল। যদিও সেই দল ছিল পুরনো ক্রিকেট সম্পাদকের আমলে তৈরি। তাই চ্যাম্পিয়ন হওয়ার পরও ওই জেতা দল থেকে ৫ জন ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ক্রীড়া পরিষদ। আর তারপরই হেরে গিয়ে মুখ পুড়ল শিলিগুড়ির। শিলিগুড়ির মহকুমা আর জেলা হিসেবে একই এরিয়া কভার করে। তাই দলও প্রায় একই রাখা যায়। অন্যান্য জেলার ক্ষেত্রে তা নয়। কারণ অন্যান্য জেলায় অনেকগুলি মহকুমা রয়েছে। তাই যারা জেলা ভিত্তিক দলকে চ্যাম্পিয়ন করল তাদের মহকুমা দল থেকে কেন বাদ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে জানতে চেয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সম্পাদক ভাস্কর দত্ত মজুমদারকে ফোন করা হলে তিনি সিসিটিভির সাংবাদিক শুনেই কোনও কথার উত্তর না দিয়ে ফোন কেটে দেন। উত্তর তৈরি নেই বলেই বোধহয় তিনি ভয়ে ফোন কেটে দেন। শিলিগুড়ির ক্রিকেটকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠছে। এর দায় গোটা ক্রীড়া পরিষদের। অভিযোগ, একটি ক্লাবের খেলোয়াড় কম হয়ে যাওয়ায় সেই কোটা পূরণ করতে বলি হতে হয় ওই খেলোয়াড়দের।

শুক্রবার খড়্গপুর মহকুমার সঙ্গে খেলা ছিল শিলিগুড়ির। সেখানে শিলিগুড়ি হেরে যায়। অথচ ওই মহকুমা যে জেলায়, সেই মেদিনীপুরকেও এক সপ্তাহ আগেই হারিয়েছে শিলিগুড়ি। অথচ সেই অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন দলের ৫ জনকে সিলেক্টই করা হয়নি এই সাব ভিভিশন সাব জুনিয়র খেলার জন্য। তাদের নাম গৌরব দত্ত, রোহিত শাহ, কৌশল আগরওয়াল, গগন প্রধান এবং অঙ্কিত রায়। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মেদিনীপুর দলে খড়্গপুর মহকুমার প্রচুর খেলোয়াড় ছিল। ফলে তারাই এদিন শিলিগুড়িকে হারিয়ে দিল। এ বিষয়ে চ্যাম্পিয়ন হওয়া দলের কোচ মহম্মদ আক্রম রাজাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চ্যাম্পিয়ন দলের ৫ জনকে কেন বাদ দেওয়া হল আমি জানি না। আমাকে কোচও রাখা হয়নি। যাঁরা নতুন কোচ, ম্যানেজার রয়েছে বা ক্রীড়া পরিষদ তাঁরাই বলতে পারবে এ বিষয়ে। প্রাক্তন ক্রীড়া পরিষদ ক্রিকেট সাব কমিটি সদস্য সৌম্যদীপ রায় বলেন, আমার বিশেষ কিছু বলার নেই। যা হয়েছে সবাই দেখতে পাচ্ছে। কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন খেলোয়াড়দের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে ক্রীড়া পরিষদ তা তাঁরাই জানেন।

মহা ধুম ধাম করে পালিত হলো স্নান যাত্রা মহা উৎসব। দুধ, দই, ঘি, মধু,বিভিন্ন ফলের জুস এবং সহস্র  তীর্থের পবিত্র জল দিয়ে জগন...
11/06/2025

মহা ধুম ধাম করে পালিত হলো স্নান যাত্রা মহা উৎসব। দুধ, দই, ঘি, মধু,বিভিন্ন ফলের জুস এবং সহস্র তীর্থের পবিত্র জল দিয়ে জগন্নাথ, বলদেব সুভদ্রা দেবীর স্নান করানো হলো। আজকে থেকে প্রভু জগন্নাথ অনবসর লীলা করবেন (অসুস্থ লীলা ) তাই ১৫ দিন মন্দির বন্ধ থাকবে দেওয়া হবে আয়ুবেদিক ওষুধ। মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস প্রভু জগন্নাথ লীলা কথা প্রবচন করেন। জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানান আজকে প্রচুর ভক্ত অভিষেক করেন এবং সকলকে প্রাসাদ দেওয়া হয়ে।

"অপারেশন সিঁদুর"-কে উৎসর্গ করে ইস্কন শিলিগুড়ির এক অনন্য মানবিক উদ্যোগ  আয়োজি  হলো এক বৃহৎ রক্তদান শিবির। আজকের প্রদান অত...
08/06/2025

"অপারেশন সিঁদুর"-কে উৎসর্গ করে ইস্কন শিলিগুড়ির এক অনন্য মানবিক উদ্যোগ আয়োজি হলো এক বৃহৎ রক্তদান শিবির।

আজকের প্রদান অতিথি ছিলেন Sri AKC Singh, DIG SSB,
Guest of Honor Lion Dipak Agarwal, District Governor, Lion Pankaj Maskara, 2nd Vice District Governor, PMCC Lion Nirmal Gidra ji, Sri Akhil Atma Priya Das,.উপস্থিত ছিলেন দুই জন.মহিলা সৈনিক 1.পায়েল কুমারী, SSB,
2.প্রিন্সি শুক্লা, SSB. তাদেরকে বিশেষ সন্মান দেওয়া হয়ে।।

ইস্কন শিলিগুড়ি সবসময় মানবতার পাশে থেকেছে — করোনা মহামারীর সময়েও, যখন সাধু-সন্তরা 45 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে শহরের করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সুস্থ জীবনের রসদ — খাবার।

ইস্কন শিলিগুড়ির সভাপতি অখিল আত্মাপ্রিয় দাস বলেন, "এটি শুধুই একটি রক্তদান কর্মসূচি নয় — এটি আমাদের কর্তব্য, দেশের জন্য, মানুষের জন্য।"
আজ সেই একই মানবিকতার সুরে, দেশের সাহসী সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং গ্রীষ্মকালীন রক্তের তীব্র সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিতে,

আয়োজিত হলো এই মহৎ রক্তদান শিবির। ১৫ জন ব্রাহ্মচারী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলেন, দুপুর ১. ৩০ মধ্যেই ৫০ উনি দেওয়া হয়েছে বিকাল ৪ তা পযন্ত চলবে। ১৫০ উনি মতো টার্গেট আছে।
প্রধান অতিথি DIG AKC Singh,
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন দীপক আগরওয়াল এবং প্রাপ্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নির্মল গিদ্রা, Lion Manish Agarwal, Sarita Jain. বাবু ইস্কনের রক্তদান শিবিরের উষ্ণ প্রসংসা করেন।।

এই রক্তদান শিবির আয়োজনে ইস্কন শিলিগুড়ির সহযোগী — মহারাজা অগ্রসরসেন ম্যাগনাম ব্লাড সেন্টার।

এই শিবির শুধুমাত্র রক্তের সংকট মেটানোর প্রয়াস নয়, বরং এটি এক সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি আমাদের দেশের সীমান্তে দিনরাত পাহারা দেওয়া বীর জওয়ানদের প্রতি।

এ বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানান, "ইস্কন কেবল ধর্ম প্রচারেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বজুড়েই আমরা সমাজসেবামূলক বহু কাজের সঙ্গে যুক্ত। শিলিগুড়িতেও ভবিষ্যতে আরও বহু মানবিক প্রকল্প গ্রহণ করা হবে।"

বৃষ্টি ধস ও মৃত্যুর ঘটনাকে বিপর্যয় ঘোষণা সিকিম সরকারের
02/06/2025

বৃষ্টি ধস ও মৃত্যুর ঘটনাকে বিপর্যয় ঘোষণা সিকিম সরকারের

02/06/2025

ভয়ংকর লাচুং থেকে পর্যটকদের ধীরে ধীরে বের করে আনা হচ্ছে

01/06/2025

তিস্তায় বিপদ সংকেত মিরিকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন

Address

Siliguri

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919002142594

Website

Alerts

Be the first to know and let us send you an email when CCTV NEWS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCTV NEWS.:

Share