Itsmefoodiepanda

Itsmefoodiepanda Food lover and travel enthusiast from Siliguri, sharing tasty bites and fun foodie adventures!✌🏻😋

23/09/2025

আমাদের শহর শিলিগুড়িতে এরম খুব কম সংখ্যক চাইনিজ ফুড কুইসিন রয়েছে। আর সেগুলোর মধ্যেই অন্যতম সেরা কিন্তু শিলিগুড়ি ডন বস্কো মোড়ের এই হাক্কা ফিউশন নামক চাইনিজ ফুড ডেস্টিনেশন। যেখানকার এথেন্টিক চাইনিজ খবর গুলোর কোনও তুলনা হয় না। আর এবার পুজোয় চমকে দিয়েছে তারা সকল শহরবাসিদের কারণ, হাক্কা ফিউশন সেজে উঠেছে পুজোর সাজে আর নিয়ে এসেছে পুজো স্পেশাল মেনু। বাকি সব ডিটেইলস রিলটায় শেয়ার করা রইল। তবে তোমরা কিন্তু নিজেদের মতামত শেয়ার করতে ভুললে একদম চলবে না। তাই এবার তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার টা করে ফেলো এবং এখনও আমার এই পেজ টা লাইক কিংবা ফলো না করে থাকলে করে ফেলো। নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে। 😋

23/09/2025

শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার মাঝে ফাটাপুকুরের এই হোটেল ১৬ আনা বাঙালি নিয়ে এসেছে এমন এক পুজো স্পেশাল মেনু যা দেখলে তুমিও অবাক হবে আর মনে হবে সত্যি পাগলামো। আর বেস্ট ব্যাপার টা হলো থালির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ১৬০ টাকা। আর শুধু তাই নয় অ্যাভেলেবেল থাকবে আলাচার্টে মেনু টাও। বাকি ডেটালিস ভিডিও টায় রইল এবার তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে ফেলো এবং অবশ্যই আমার এই ফেসবুক পেজ এখনও লাইক কিংবা ফলো না করে থাকলে তাড়াতাড়ি করে ফেলো। নাহলে ঠাকুর কিন্তু ভীষণ পাপ দেবে। 😋

19/09/2025

শিলিগুড়ি বিধান মার্কেট এর এই দোকান নিয়ে এসেছে এবার দুর্গা পুজোয় দারুন কিছু অফার। দারুণ অফার গুলো এমন যে শুনলে তুমিও বেশ আনন্দ পাবে আর এবার পুজোর শপিং এর জন্য নিশ্চয়ই বেছে নেবে এই লোকেশন টা। কারণ শুধু ব্র্যান্ডেড প্রোডাক্টসে অফার ই নয় রয়েছে চোখ ধাদানও কালেকশনো। এবার অফার গুলো জানতে ভিডিও টা পুরো টা দেখুন এবং কোনও প্রশ্ন থাকলে নিশ্চই কমেন্ট এ জিগেস করুন। আর বাকি এবার ভিডিও টা লাইক শেয়ার কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি আর আমার এই পেজ টা এখনও লাইক কিংবা ফলো না করে থাকলে সিকগিরই করে ফেলো নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে।

14/09/2025

✨ নতুন দোকান, নতুন পোশাক! ✨
♻️ আপনার পুরোনো পোশাক দিন আর পান ভাউচার – সর্বোচ্চ ₹৪০০ পর্যন্ত।
🛍️ সর্বশেষ ফ্যাশন শপিং করুন ৫০% পর্যন্ত ছাড়ে!
শুধুমাত্র Fashion Factory, ডন বস্কো ক্রসিং, সেভক রোড, শিলিগুড়ি 📍
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৭৫৬৯০৩০৪৪৪৭

11/09/2025

আমাদের শিলিগুড়ির এই জুতোর দোকানটা আর চারটি দোকানের মতো কোনো সাধারণ জুতোর দোকান নয়। কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলে একমাত্র শিলিগুড়ির এই দোকানে রয়েছে ফিনল্যান্ড টেকনলজির এমন একটা মেশিন যা বাঁচাতে লাখ লাখ টাকার সার্জারির মতো ঝুট ঝামেলা থেকে। আর শুধু তাই নয় রয়েছে চোখ ধাদানও দুর্গা পুজো স্পেশাল এমন কিছু অফার যা শুনলে রীতি মতো অবাক হতে হবে। এই অফারে আপ টু ৬০% ডিসকাউন্ট তো রয়েইছে সঙ্গে রয়েছে এমন কিছু জুতোর কালেকশন যা কিন্তু সব মিলিয় এক কথায় সোনায় সোহাগ। আর বেস্ট ব্যাপারটা হলো এই ফিনল্যান্ড টেকনোলজির মাধ্যমে লো আর্চ, হাই আর্চ এবং ফ্ল্যাট ফিট রিলেটেড প্রায় ১০ টিরও বেশি অর্থোপেডিক ইসুর সমাধান করা যেতে পারে কাস্টমাইজ সোলের মাধ্যমে।

09/09/2025

আমি খোঁজ পেয়েছি আমাদের শহর শিলিগুড়ির বুকে মতিগড়াতে এমন এক পকেট ফ্রেন্ডলি ফুড প্লাসের যা কিন্তু একজন শিলিগুড়ির ফেমাস ইউটিউবারের স্ট্যাটআপ। যার নাম সুজিত। এবং বেস্ট ব্যাপারটা হলো এখানে কম্বর স্টার্টিং প্রাইস মাত্র ৯৯ টাকা। আর শুধু তাই নয়, এখানে কাস্টমার সার্ভিস ভিষণে ফ্রেন্ডলি এবং ভালো তো বটেই সঙ্গে কিন্তু খেয়াল রাখা হয়েছে হাইজিনের দিক টাও। তবে তোমরা অবশ্যই জানাবে এই খাবারের ডেস্টিনেশনটার ব্যাপারে আগে থেকে জানতে কিনা অথবা আগে কখনও ভিজিট করে থাকলে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারো। এবার ভিডিও টা তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে ফেলো আর আমার এই ফেসবুক পেজ লাইক অথবা ফলো না করে থাকলে এখনই করে ফেলো। নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে।

06/09/2025

আমি তো আমার শহর শিলিগুড়িতে বেস্ট সিঙ্গার ট্রাই করেছি শিবমন্দিরের কাছে দুর্গামন্দিরের গুপ্তা সুইটস নামক এক সনামধন্য এবং বেশ পুরাতন এই মিষ্টির দোকানে। তবে তুমি কোথায় সব চাইতে সেরা সিঙ্গারা ট্রাই করেছো কমেন্টে জানাও ঠিকানা সহ। আর অন্যের কমেন্ট থেকে জেনে নাও বেস্ট কিছু ঠিকানা। এবার ভিডিও টা লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে সঙ্গে কিন্তু লাইক এবং ফলো করতে হবে আমার এই ফেসবুক পেজ টা নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে। 😋

06/09/2025

আমাদের শহর শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে অবস্থিত এই খাবারের ঠিকানার বয়স বেশি না হলেও খুব কম সময়ের মধ্যেই জয় করেছে অজস্র মানুষের মন তাদের স্বাদের মধ্য দিয়ে। হ্যাঁ আর সবচাইতে দারুণ ব্যাপারটা হলো তাদের পকেট ফ্রেন্ডলি মেনু এবং হাইজিন মেনটেন। যা তোমায়ও ভীষণ ভাবে ইমপ্রেস করবে। তবে আমিও সেটাই যাচাই করতে পৌছে গেছিলাম এই স্বাদের ঠিকানায় যেখানে ছোটর মধ্যে সুন্দর এম্বিয়ান্স থেকে শুরু করে ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস যেমন আমায় ইমপ্রেস করেছিল ঠিক তেমনি কমপ্রেস করেছিল তাদের অসাধারণ নিউলি লঞ্চড মেনুর আইটেম গুলো। আর স্পেশাল নজর কেড়েছিল তাদের মোস্ট অ্যাফরেডবল বেঙ্গলি থালি গুলো। আর বাকি মোগলাই থেকে কুরকুরে মোমো হোক কিংবা বির্যাণী থেকে চিকেন এগ ডেভিল প্রতিটি আইটেম কিন্তু এখানে আমার মন জয় করেছিল। সত্যি বলতে আমার সব মিলিয়ে সেরা একটা এক্সপেরিয়েন্স হয়েছে এই মানচিং অ্যাফেয়ার্স নামক খাবারের ঠিকানায়। বাকি তোমরাও যদি শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে লোকেটেড এই খবরের ঠিকানা আগে ভিজিট করে থাকো অবশ্যই নিজের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানাবে। আর জানাবে কোন খাবারটা তোমার এখানকার সবচাইতে প্রিয় বাকি আড্ডা হোক কিংবা অ্যাফর্ডেবল ভুরি ভোজ এই ঠিকানা কিন্তু একটা সেরা অপসন বটে। এবার ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলো। আর আমার এই পেজ টা এখনও লাইক এবং ফলো না করে থাকলে তাড়াতাড়ি চট জলদি করে ফেলো নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে।

01/09/2025

দ্য ফায়ারফ্লাই রিসোর্ট – এটি উত্তরবঙ্গের এক লুকোনো রত্ন, যা লাটাগুড়ি অরণ্যের মাঝে অবস্থিত। ভ্রমণ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এটি একদম সেরা একটা ঠিকানা বলা যেতে পারে।
এখানে আপনি উপভোগ করতে পারবেন সুইমিং পুল, বনফায়ার, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুস্বাদু লাঞ্চ ও ডিনারের সুবিধা। এছাড়াও লাটাগুড়ির দ্য ফায়ারফ্লাই রিসোর্টে থেকে আপনি হাতি ও ময়ূরের মতো বন্যপ্রাণীও দেখতে পেতে পারেন।
সবচেয়ে ভালো দিক হলো, এখানে নিরাপত্তার জন্য সমস্ত সরকারি নিয়ম-কানুন ও সুরক্ষামূলক ব্যবস্থা সম্পূর্ণভাবে মেনে চলা হয়।
এই রিসোর্ট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন - 8509683226
খাবার, অগ্নি ও অন্যান্য সুরক্ষা সংক্রান্ত সরকারি সার্টিফিকেশনের জন্য কল করুন - 9609030832 অথবা 9609030927

Big shout out to my newest top fans! 💎Rani Bag, Avijit Dutta, Digbijoy Chowdhury, Ajay Sharma, Sonalika Mallick, Amarnat...
30/08/2025

Big shout out to my newest top fans! 💎

Rani Bag, Avijit Dutta, Digbijoy Chowdhury, Ajay Sharma, Sonalika Mallick, Amarnath Das, Aparajita Ganguly Dhar, Kamalesh Adhikary, Raj Thapa, Narendra Sunwar, Tulika Das, Ajit Sarkar, Ankita Ghosh, Nandini Guria Dey, Romi Bhujel, Santasree Mukherjee

Drop a comment to welcome them to our community, fans

28/08/2025

গত রবিবার ২৪ শে অগাস্ট ২০২৫ শিলিগুড়ি মাটিগাড়ার সামনে দুর থেকে পথের খারাপ অবস্তার কারণে এক ছোট্ট বাচ্চা সহ স্কুটি থেকে পরে যাওয়া এক পুরুষ ও মহিলা কে দেখে আমার পুরনো সমাজ সচেতনমূলক ভিডিওর মতো এবার তোমাদের সবার সামনে তুলে ধরতে চাইছিলাম যেন সবাই জানে এবং বুঝতে পারে শিলিগুড়ির রাস্তার অবস্তা কতটা শোচনীয় অবস্থায় দাড়িয়ে আছে। যাই হোক যেহেতু তারা আগেই উঠে দাঁড়িয়েছিল তাই র গাড়ি থাকে নেমে আলদা করে সাহায্য করতে হয়নি তবে পরে যাওয়ার কারণ জানতে চাওয়ার আগে বাচ্চা টা ঠিক আছে কিনা সেটা জানতে চাই এরপর যথা যথ পরে যাওয়ার কারণ জানতে চাই এবং জানতে পারি সেটা রাস্তার দুরবস্তা। কিন্তু এরম সময়ে এক অটো ভর্তি এক দল ছেলে জোরে চেচাতে চেচাতে কুরুচিকর মন্তব্য করে পেরিয়ে যায় এবং তা শুনে যথাযথ ভাবে খারাপ লাগে এবং প্রতিবাদ মূলক ভিডিওতে এরম কিছু জিনিস একদম মেনে নেওয়া যায় না তাই আমরা অটোর পেছন পেছন গিয়ে জিগেস করি এবং প্রথমে তার ব্যাপার টা অশিকার করে। এরপর বাজে রকম ভাষা ও হাত দিয়ে নোংরা নোংরা ইশারা করে। এবং এর কিছু পরে তার বলতে থাকে এরম একটা সিচুয়েশন এ ভিডিও কেন করবা এন্ড অল। তোমাদের সামনে এই ভিডিও টা এ কারণেই তুলে ধারা যে সমাজে যারা নিজেদের কাজ ঠিক করে করছে না সেটা নেতা মন্ত্রী হোক কিংবা রাস্তার কন্ট্রাকটর তার চাইতে বেশি ক্ষতিকারক এই মানুষ গুলো যাদের নিজেদের মেরুদণ্ড বাক এবং অন্য কাউ কে প্রতিবাদ করতে দেখলে এই মানুষ গুলোর বাজে মানসিকতা এবং নিজেদের প্রাথমিক শিল্খা ভুলে গিয়ে রাস্তা ঘাটে অসাভাবিক আচরণের মাধ্যমে নিজের বাস্তবিক রূপের পরিচয় দেয়। আর আমি বাংলা সেই প্রবাদ টা শুনেছিলাম যেখানে বলা হয়েছিল ভালো কাজে বাধা বিপত্তি আসবেই। ঠিক তেমন টা বুঝতে পারলাম সেইদিন। কিছু দিন কাজের দরুন ব্যাপার টা শেয়ার করে ওঠা হয়নি তবে প্রতিবাদের সুর আমার শান্ত হবে না কারণ শহর টা আমার ভীষণ প্রিয়। তাই নিঃসাস যত দিন ভয় না করে এভাবেই অন্যায়ের প্রতিবাদ করে যাব। এসব বাজে মানুষ দের কুরুচিকর মন্তব্য এবং তাদের কুশিক্ষা আমার প্রাথমিক দায় দায়িত্ব থেকে আমি রত রাখতে পারবে না। তোমাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে নিজে সাপোর্ট দেখানোর। এবং পেজ টা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুললে চলবে না বন্ধুরা।

Address

Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itsmefoodiepanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share