23/09/2025
আমাদের শহর শিলিগুড়িতে এরম খুব কম সংখ্যক চাইনিজ ফুড কুইসিন রয়েছে। আর সেগুলোর মধ্যেই অন্যতম সেরা কিন্তু শিলিগুড়ি ডন বস্কো মোড়ের এই হাক্কা ফিউশন নামক চাইনিজ ফুড ডেস্টিনেশন। যেখানকার এথেন্টিক চাইনিজ খবর গুলোর কোনও তুলনা হয় না। আর এবার পুজোয় চমকে দিয়েছে তারা সকল শহরবাসিদের কারণ, হাক্কা ফিউশন সেজে উঠেছে পুজোর সাজে আর নিয়ে এসেছে পুজো স্পেশাল মেনু। বাকি সব ডিটেইলস রিলটায় শেয়ার করা রইল। তবে তোমরা কিন্তু নিজেদের মতামত শেয়ার করতে ভুললে একদম চলবে না। তাই এবার তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার টা করে ফেলো এবং এখনও আমার এই পেজ টা লাইক কিংবা ফলো না করে থাকলে করে ফেলো। নইলে কিন্তু ঠাকুর ভীষণ পাপ দেবে। 😋