Headline News- শিলিগুড়ি

Headline News- শিলিগুড়ি `` আমরা সবার পক্ষে``

This online portal is efforts of young Journalist.
(3)

10/10/2025

⭕চলন্ত স্কুটিতে বের হলো সাপ
⭕সামান্য আহত হল স্কুটি চালক
⭕ শিলিগুড়ির ফুলবাড়ীতে এই ঘটনা

10/10/2025

জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা
পালটা সাংবাদিক বৈঠক

10/10/2025

⭕সোশ্যাল মিডিয়ায় খবরের
⭕জেরে নিখোঁজ বৃদ্ধাকে খুঁজে পেল পরিবার

10/10/2025

ফুলবাড়িতে অবাক করা ঘটনা

🔴এক মামাকে বাঁচাতে গিয়ে অন্য মামার হাতে ভাগ্নে খু%ন মামার হাতে মৃ%ত্যু হল ভাগ্নের। ‌শুক্রবার ঘটনাটি ঘটে মালদার মানিকচকে...
10/10/2025

🔴এক মামাকে বাঁচাতে গিয়ে অন্য মামার হাতে ভাগ্নে খু%ন

মামার হাতে মৃ%ত্যু হল ভাগ্নের। ‌শুক্রবার ঘটনাটি ঘটে মালদার মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায়।‌
জানা গিয়েছে, বাড়ির সামনে ইট রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব'চসা শুরু হয়। ‌সেই ব'চসা পৌঁছায় হা'তাহা'তিতে।‌ ওই হা'তাহাতি'র মধ্যে রাজা মন্ডল তার দাদা জীবন মণ্ডলকে হা/সু/য়া দিয়ে কো/প মা'রতে উদ্যত হয়, আর সেই সময় মামাকে বাঁচাতে এগিয়ে আসেন ভাগ্নে হীরেন কুন্ডু ( ২৪ )। ফলে ওই হা'সুয়া'র কো/প লাগে ভাগ্নের মাথায়। ‌ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃ%ত্যু হয় ভাগ্নের। অন্যদিকে, ওই হা'তাহা'তিতে রাজা মন্ডল আ/হত হলেও তাকে হাসপাতাল থেকে আটক করে মানিকচক থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পাহাড়ের রাস্তায় বিরাট জ্যাম লেগেছে।১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় ধসের কারণে রাস্তায় দুই দিকে যানজট।
10/10/2025

পাহাড়ের রাস্তায় বিরাট জ্যাম লেগেছে।
১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় ধসের কারণে রাস্তায় দুই দিকে যানজট।

10/10/2025

জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা
সাংবাদিক বৈঠক

🔴প*রকীয়া*য় জড়িয়ে পড়ে বিয়াই - বিয়াইনের বিয়েবিধবা বিয়াইনের সঙ্গে প*রকী*য়া বিবাহিত ব্যক্তির। ‌  উভয়ের সন্তান রয়...
10/10/2025

🔴প*রকীয়া*য় জড়িয়ে পড়ে বিয়াই - বিয়াইনের বিয়ে

বিধবা বিয়াইনের সঙ্গে প*রকী*য়া বিবাহিত ব্যক্তির। ‌ উভয়ের সন্তান রয়েছে। ‌ রাতের বেলা প'রকী'য়া করতে এসে হাতেনাতে ধরে দুজনের বিয়ে দিলেন গ্রামবাসিরা।‌ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ‌হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বসরাজবালা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাচাপাড়া এলাকার ওই বিধবা মহিলার নাম হাজরা বেগম ( ৪০ )। তার স্বামী মা/রা গিয়েছেন প্রায় ৭ বছর আগে।‌ বাড়িতে তিনি একাই থাকতেন।
অপরদিকে, মির্ধাপাড়া এলাকার ওই বিবাহিত ব্যক্তির নাম মহম্মদ শরীফ। কয়েক বছর আগে দুজনে প'রকীয়া'য় জড়িয়ে পড়েন। মাঝেমধ্যেই ওই ব্যক্তি মহিলার বাড়িতে আসতেন। বুধবার রাতে মহিলার ঘরে তাদের আ*পত্তি*ক*র অবস্থায় ধরে ফেলেন গ্রামবাসিরা। এরপর চলে কিছু উ'ত্তম'মধ্য'ম। বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিম ধর্মমতে তাদের বিয়ে দেওয়া হয়। তবে দুজনেই এই বিয়েতে রাজি বলে জানান।

10/10/2025

⭕নিখোঁজ এই বৃদ্ধাকে কোথাও
⭕দেখে থাকলে পরিবারকে জানাতে
⭕পারেন 6297630488, 7318667353-

10/10/2025

ফুলবাড়িতে ডাম্পার বাইক সং//ঘ/র্ষ

🔴 বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে...
10/10/2025

🔴 বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয়। ধ্বসে যায় জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। পুলিশ প্রশাসনের তরফে ধস কবলিত ওই পথে ব্যারিকেড লাগিয়ে ব্যারিকেড লাগিয়ে সংস্কারের কাজ চলছে। ফলে অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। পশ্চিমবঙ্গ থেকে সিকিম গরুবাথান রোড ব্যবহার করে যাতায়াত করছে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। সিকিমে এবং পশ্চিমবঙ্গের প্রচুর গাড়ি অপেক্ষারত কখন এই সড়ক খুলবে সেই ঘোষণার।

10/10/2025

বন্যায় প্লাবিত মানুষের পাশে দিনরাত এক করে
থাকছেন সমাজকর্মীরা
শিলিগুড়ির কাছে পোড়াঝাড়ে, পাহাড়ে দুধিয়াতে খাবার, ট্রেন5, বস্ত্র বিতরণ করছেন ওরা।

Address

Siliguri

Alerts

Be the first to know and let us send you an email when Headline News- শিলিগুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Headline News- শিলিগুড়ি:

Share