Headline News- শিলিগুড়ি

Headline News- শিলিগুড়ি `` আমরা সবার পক্ষে``

This online portal is efforts of young Journalist.
(6)

22/11/2025

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং হাতে ধরা পরল

22/11/2025

⭕গাছ কাটতে গিয়ে বিপাকে রেল পুলিশ

22/11/2025

এই মুহূর্তে ফুলবাড়ি মেলার উদ্বোধন চলছে
আগামীকাল পালাটিয়া গান, বেহানির গলায় মুক্তার মালা। বেহাইর গলায় ভিক্ষার ঝুলি

🔴বিএলও'র ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারাএসআইআর ফর্মের অঙ্গীকার লেখা লাইনটি কেটে দিয়ে ফর্ম জমা নিচ্ছেন বিএলও'র।‌ জলপাইগুড়ি ...
22/11/2025

🔴বিএলও'র ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা

এসআইআর ফর্মের অঙ্গীকার লেখা লাইনটি কেটে দিয়ে ফর্ম জমা নিচ্ছেন বিএলও'র।‌ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির সাহেবপাড়া এলাকায় ঘটনায় আতঙ্কিত ভোটাররা।‌

অভিযোগ, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বুথ লেভেল অফিসার (BLO) অঙ্গীকারপত্রের একটি গুরুত্বপূর্ণ লাইন কেটে দিয়ে তবে ফর্ম গ্রহণ করছেন।
স্থানীয়দের দাবি, ফর্মে কাটাকাটি করার কোনো নিয়ম নেই। ফর্মের নিচে বিএলও'র স্বাক্ষরের জায়গায় লেখা রয়েছে - বিএলও'র অঙ্গীকার পত্র: সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। কিন্তু বিএলও ওই লাইনটি কেটে দিচ্ছেন। এর ফলে ভোটাধিকার নিয়ে বড়সড় জটিলতায় পড়বেন এমনই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে বিডিও'র দারস্থ হবেন বলে ভোটাররা জানান।

তবে এবিষয়ে এলাকার বিএলও দুলাল মন্ডলের দাবি, আমি ফর্মগুলি ভেরিফাই করে জমা নেইনি। তাই লাইনটি কেটে দিয়েছি। আমাদের নির্দেশিকাও রয়েছে, এই লাইটি কেটে দিয়ে ফর্ম গ্রহণ করতে পারি। এতে কোনো আতঙ্কের কারণ নেই।

🔴হাত-পা বেঁ'ধে‌ মু'খে ও'ড়না গুজে পা*শবি*ক অ*ত্যাচা*র ঘরে ঢুকে হাত - পা বেঁধে নাবা'লিকাকে ধ**র্ষ**ণে দোষী সাব্যস্ত যুবকক...
22/11/2025

🔴হাত-পা বেঁ'ধে‌ মু'খে ও'ড়না গুজে পা*শবি*ক অ*ত্যাচা*র

ঘরে ঢুকে হাত - পা বেঁধে নাবা'লিকাকে ধ**র্ষ**ণে দোষী সাব্যস্ত যুবককে যা'বজ্জী'বন সা*জা ঘোষণা করল মালদা জেলা আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অর্থ অনাদায়ে আরও দুই বছর সা'জা ঘোষণা করা হয়।

আইনজীবী সার্থক দাস জানান, ২০২২ সালের ২৭ মার্চের ঘটনা। মালদার ইংরেজবাজার থানা এলাকার রায়হান শেখ নামে এক তরুণ পার্শ্ববর্তী এক নাবা'লিকার বাড়িতে ঢুকে তার হাত-পা বেঁধে এবং মু'খে ওড়'না গু'জে পা*শবি*ক অ/ত্যাচা/র করে। ‌ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে শ্রমিকের কাজ করত। সেই থেকেই ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল রায়হানের। ওই ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। ১৭ জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা ওই যুবককে দো'ষী সা'ব্যস্ত করে যা'বজ্জী'বন সা/জা ঘোষণা করেন।

🔴 বাংলায় পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান আমাজনের জঙ্গল এবং কিছু নির্দিষ্ট জঙ্গলে মাংসাশী উদ্ভিদ জন্মায়। ‌এবার পশ্চিমবঙ্গের ‌প...
22/11/2025

🔴 বাংলায় পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান

আমাজনের জঙ্গল এবং কিছু নির্দিষ্ট জঙ্গলে মাংসাশী উদ্ভিদ জন্মায়। ‌এবার পশ্চিমবঙ্গের ‌পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড়ের জঙ্গলে দেখা মিলল মাংসাশী উদ্ভিদ বা সূর্যশিশির উদ্ভিদের। এছাড়া ‌বাঁকুড়া জেলার সোনামুখী, জয়পুর ও বিষ্ণুপুরের মতো অঞ্চলে এর উপস্থিতি গবেষকদের কৌতূহল সৃষ্টি করেছে।

এই উদ্ভিদটি পতঙ্গভুক। এর পাতাগুলো আঠালো হওয়ায়, পোকামাকড় ধরতে সাহায্য করে।সূর্যশিশিরের বৈজ্ঞানিক নাম Drosera rotundi folia । সূর্যশিশিরের পাতাগুলো ছোট এবং গোলাকার। পাতার উপরিভাগে থাকা ডাঁটাযুক্ত গ্রন্থিগুলো থেকে এক ধরনের আঠালো শ্লেষ্মা (mucilage) নিঃসৃত হয়, যা দেখতে শিশিরের মতো। তাই ‌এর নামকরণ করা হয়েছে সূর্যশিশির উদ্ভিদ। এটি মূলত নিম্নমানের খনিজ পুষ্টি সম্পন্ন মাটিতে জন্মে। তাই পোকামাকড় থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। সূর্যশিশিরের আঠা শুধু শিকারকে আটকে রাখাই নয়, একটি বিশেষ গন্ধও রয়েছে যা পোকামাকড়কে আকর্ষণ করে। যখন কোনো পতঙ্গ আঠায় আটকে যায়, তখন পাতাগুলো ধীরে ধীরে বেঁকে গিয়ে পতঙ্গটিকে সম্পূর্ণভাবে আবদ্ধ করে ফেলে।‌

সূর্যশিশির জীববিজ্ঞানের একটি আকর্ষণীয় উদাহরণ যা প্রমাণ করে কীভাবে উদ্ভিদও শিকার করতে পারে।
এর উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।এই উদ্ভিদটি আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অদ্ভুত উদ্ভিদগুলির মধ্যে সূর্যশিশির একটি উদ্ভিদ।

22/11/2025

⭕শিলিগুড়ির কাছে গ্লাস
⭕টাওয়ারে ভিড় করছে পর্যটকরা

SIR সংক্রান্ত নানান সমস্যার সমাধান করার জন্য  HELP DESK । শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে  চলছে।
22/11/2025

SIR সংক্রান্ত নানান সমস্যার সমাধান করার জন্য HELP DESK । শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে চলছে।

স্বামী-স্ত্রীর মধ্যে দা/ম্পত্যকলহ। যার জেরে প্রায় দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়েছেন স্ত্রী। দু’জনের দাম্পত্যকলহের মীমাংস...
22/11/2025

স্বামী-স্ত্রীর মধ্যে দা/ম্পত্যকলহ। যার জেরে প্রায় দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়েছেন স্ত্রী। দু’জনের দাম্পত্যকলহের মীমাংসার বিষয়টি একাধিকবার থানা-পুলিশ এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে শেষ পর্যন্ত কোনও ভাবেই স্ত্রীকে ‘শিক্ষা’ দিতে না পেরে এবার তাকে ‘মৃ/ত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিএলও হিসেবে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিল্কি গ্রামে। ভোটার তালিকায় ‘মৃ/ত’ বলে ঘোষিত ওই মহিলার নাম টুম্পা দাস মণ্ডল। তিনি গোটা বিষয়টি লিখিত আকারে সাগরদিঘির বিডিও, জঙ্গিপুরের মহকুমাশাসক এবং মুর্শিদাবাদ জেলাশাসকে জানিয়েছেন। এবার “ইআরও-র তরফ থেকে ওই বিএলও-কে কারণ দর্শানোর নোটিশ জারি করা হচ্ছে। বিএলও-র উত্তর পাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে। মহিলাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে ফের তিনি নিজের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন।

22/11/2025

🔴কেপিপির সাংস্কৃতিক অনুষ্ঠান

22/11/2025

কাল আসবে গাইনো ডাক্তার
ফোন করে নাম লেখাতে পারবেন

আলিপুরদুয়ার হোটেলে এসে ওঠে। সেখান থেকে  আইপিএল সেজে বিভিন্ন ব্যাবসায়ীর সঙ্গে প্রতারণার ছক কসছিল। সন্দেহবশত খবর যায় পুল...
22/11/2025

আলিপুরদুয়ার হোটেলে এসে ওঠে। সেখান থেকে আইপিএল সেজে বিভিন্ন ব্যাবসায়ীর সঙ্গে প্রতারণার ছক কসছিল। সন্দেহবশত খবর যায় পুলিশের কাছে। শেষে ধরে ফেলা হয় ওই ভুয়ো আই পি এস এ কে। নাম বিশ্বজিৎ বিশ্বাস বাড়ি বিধাননগর।

Address

Siliguri

Alerts

Be the first to know and let us send you an email when Headline News- শিলিগুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Headline News- শিলিগুড়ি:

Share