05/01/2023
Home Delivery Air & Train Ticket India And Bangladesh:
আপনি কি ইন্ডিয়ার ভেলর /চেন্নাই / দিল্লি/ কাশ্মির/ শিমলা যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিয়ে চিন্তিত? আজই টিকিট বুকিং দিন। ঘরে বসে টিকিট নিন।
যারা ইন্ডিয়া ঘুরতে বা চিকিৎসার জন্য যেতে চান তারা সাধারনত ট্রেনে করেই বেশি সংখ্যক লোক যেতে ইচ্ছুক আর সেটা কলকাতার হাওড়া স্টেশন থেকেই বাংলাদেশের ৮০% লোক যাতায়াত করে বিভিন্ন গন্তব্যের দিকে যেমন হাওড়া টু চেন্নাই, হাওড়া টু দিল্লি, হাওড়া টু আগ্রা, হাওড়া টু গোয়া ইত্যাদি। আসুন জেনে নেই কিভাবে যাবেন এবং ট্রেনের বিস্তারিত আপডেট তথ্য।
ইন্ডিয়ার আয়তন প্রায় ৩২ লাখ বর্গকিমি এবং ২৯ টি রাজ্য আর ৭ টি টেরিটোরি অঞ্চল নিয়ে গঠিত। ইন্ডিয়ার প্রধান যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। এই ট্রেন দিয়েই প্রায় ১২৫ কোটি লোকের দেশে বিভিন্ন রাজ্যে যাতায়াত করে। আর তাই ট্রেনের টিকিট নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়। আসুন জেনে নেই কোন ট্রেন কখন ছাড়ে, কখন পৌঁছায়, ভাড়া কত ইত্যাদি।
#ট্রেনের গন্তব্য, সময় ও ভাড়া :
কলকাতার হাওড়া, কলকাতা এবং শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন ৬০০ এর উপর ট্রেন যাওয়া আসা করে বিভিন্ন রাজ্যের দিকে.
যেমন:
১। হাওড়া টু চেন্নাই
২। হাওড়া টু বেংগালুর
৩। শিয়ালদাহ টু দিল্লি
৪। হাওড়া টু মুম্বাই
৫। শিয়ালদাহ টু নিউ জলপাইগুড়ি (দার্জিলিং)
৬। হাওড়া টু গোয়া
৭। হাওড়া টু আগ্রার তাজমহল
৮। হাওড়া টু শীমলা/মানালি
৯। শিয়ালদাহ টু আজমির শরিফ ( রাজস্থান )
১০। হাওড়া টু কাশ্মির
১১। হাওড়া টু ইরনাকুলাম (কেরালা)
১২। হাওড়া টু গোয়াহাটি (শিলং)
১৩। হাওড়া টু ভেলর ( কাটপাডি স্টেশন )
১৪। চেন্নাই টু বেংগালুর/ভেলর
এবং আরো অনেক স্থানে যাওয়া আসা করে। মুলত ইন্ডিয়ানরা এক যায়গা থেকে আর এক যায়গা যেতে ট্রেন ব্যবহার করে থাকে। কারণ ট্রেনের যাতায়াত ব্যবস্থা খুব ভালো এবং ভাড়াও তুলনামূলক কম।
** একটা ট্রেনের সিটের ধরণ :
১। AC ( 1A ) মানে First AC
2। AC ( 2A ) 2 tier
৩। AC ( 3A ) 3 tier
৪। Sleeper Non AC
৫। CC ( Chair Car AC)
৬। 2S (Second Sitting Normal )
দুরপাল্লা যাওয়ার জন্য একটা ট্রেনের অনেক গুলি বড় বগি থাকে যেমন ২০/২২ টা বগি বা আরো বেশি। আর প্রতিটি ট্রেনের কিছু এসি বগি থাকে যেখানে প্রতি বগিতে ৮ টা করে রুম থাকে। প্রতি রুমে ৮ করে সিট থাকে যদি সিটের ধরণ 3A হয়ে থাকে। 3A তে তিনটি বগি যেমন বগি B1, B2, B3, B4 আর প্রতিটি সিটে আপনি বসে, শুয়ে আরাম করে যেতে পারবেন যেহেতু লং জার্নি তাই ট্রেনের সিটের ব্যবস্থাও খুব সুন্দর। প্রতিটি সিটের সাথে বালিশ, চাদর থাকে যাতে ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন।
এখানে উপর নিচ করে ৩ টা করে মোট ৬ টা সিট এবং পাশে উপর নিচ করে ২ টা মোট ৮ টি সিট থাকে। আর চলাচলের জন্য ২ ফুটের মত ফাকা জায়গা থাকে। মানে ওই রুমে ওই ৮ জনের বেশি থাকতে পারবে না। প্রতিজনের আলাদা আলাদা সিট। এসি সিটের ভাড়া বেশি হয়ে থাকে। এটা মুলত 3A Tier বা Sleeper বগির কথা উল্লেখ করলাম।
আর যদি সিটের ধরণ 2A হয় তাহলে প্রতি রুমে ৪ টা করে সিট থাকে আর এক রুম থেকে আর এক রুম দেখা যায় না কারণ পরদা দিয়ে ঢাকা থাকে। সিট থাকে উপর ও নিচ সিস্টেমে অর্থাৎ উপরে পাশাপাশি দুইটা এবং নিচে পাশাপাশি দুইটা মাঝখানে ২ ফুটের মতো ফাকা থাকে নিজেদের চলাচলের জন্য। আর পরদার পাশে সাধারণ মানুষ এর যাতায়াতের জন্য রাস্তা থাকে এবং অপর পাশে উপর নিচ করে ২ টা সিট থাকে যা পরদা দেওয়া থাকে। তাহলে 2A tier এ এক রুমে ৪ টা + অন্য পাশে ২ টা মোট ৬ টি সিট থাকে।
আর সিটের ধরণ 1A হচ্ছে একদম প্রথম শ্রেণী। চরম ভি আই পি সিস্টেম। একবার গেলেই বুঝবেন, ট্রেনেও এতো VIP ব্যবস্থা থাকতে পারে। এক রুমে ২ জন থাকতে পারবে মানে ২ টা সিট থাকবে।
আপনার মোবাইল বা ল্যাপ্টপে চারজও দিতে পারবেন। প্রতি রুমে সেই ব্যবস্থা করা থাকে তবে থ্রি প্লাগ নিয়ে গেলে আপনার জন্য বেটার বা মাল্টিপ্লাগ।
আর নন এসি যে বগি গুলো সেগুলোকে স্লিপার( Sleeper) বলা হয়ে থাকে মানে S1, S2, S3, S4, S5, S6, S7 বগি নামে পরিচিত। এই বগির যে সিট তাতেও আপনি শুয়ে, বসে, আরামে যেতে পারবেন কিন্তু এসি নেই। আর আপনার ব্যাগ বা লাগেজ আপনার ওই রুমের সিটের নিচে রাখবেন। কোন সমস্যা তেমন হয়না, তারপরও সাবধান রাখবেন। স্লিপারের সিটের ভাড়া কম।
** টিকিটের দাম:
এক এক রুটের ভাড়া এক এক রকম হয়ে থাকে এখানে আমরা হাওড়া টু চেন্নাই ও অন্যান্য রাজ্যে যাওয়ার ভাড়া নিয়ে বিস্তারিত লিখছি (১১/০৮/২০১৭ ইং তারিখ পর্যন্ত আপডেট তথ্য)। সাধারনত এই ভাড়াই ফিক্সড থাকে তবে ২ বছর অন্তর অন্তর সামান্য ভাড়া বাড়ে বা কমে তবে এই ভাড়া ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে নিশ্চিত।
১। AC (1A) —- ১৭২৫ / ২০০০ রুপি মত প্রতি টিকিট তবে সেটা General প্রাইস ক্যাটাগরিতে মানে আপনি তিন সপ্তাহ বা ৩০ দিন পরে যাবেন কিন্তু আজ টিকিট কেটে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্রাইস।
আর একটা ক্যাটাগরি আছে সেটা হলো Tatkal ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে টিকিট ম্যাক্সিমাম সময় পাওয়া খুব কঠিন।Tatkal ক্যাটাগরি মানে হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে যেতে চান সেক্ষেত্রে একদিন আগেই কাটা সম্ভব তবে ২৪ ঘণ্টার মধ্যেই যেতে হবে।
ধরুন, আপনি হাওড়া থেকে চেন্নাই যাবেন ১৯ তারিখ রাতের/দুপুরের ট্রেনে তাহলে ওই তারিখের টিকিট ছাড়বে ১৮ তারিখ সকাল ১০ টায় আর শেষ হবে ১২ টায় মানে ২ ঘন্টার মধ্যে সেল হয়ে যাবে। তারমানে ১৮ তারিখ দুপুর ১২ টার পর আপনি টিকিট পাবেন যা দিয়ে ১৯ তারিখ দুপুরে বা রাতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু এই টিকিটের কোন নিশ্চয়তা নেই কারণ টিকিট না পেলে পরের দিন একই ভাবে চেষ্টা করা ছাড়া উপায় নেই তাই জাওয়ার ১৫ দিন আগে অগ্রীম টিকিট নিয়ে রাখা বেটার। অনেক রুটের টিকিট ৩০ দিন আগেও প্রায় শেষ হয়ে যায়।
Tatkal ক্যাটাগরিতে টিকিটের দাম একটু বেশি হয়ে থাকে। ৩০০/ ৪০০ রুপি এক্সট্রা আ্যড হবে যেহেতু ইমারজেন্সি। আর ভারত/বাংলাদেশের ৭০% মানুষ এই সিস্টেমে টিকিট এর জন্য চেষ্টা করে থাকে। তাই আপনাদের বলছি টিকিট বিড়ম্ববা কি সেটা যিনি পড়েছেন তিনি বুঝেছেন। তাই অগ্রীম টিকিট নিয়ে রাখা উচিত নতুবা টিকিটের জন্য কলকাতা ১/২ দিন থাকা লাগতে পারে।
# #আসুন কিছু ট্রেনের গন্তব্য, সময় ও ভাড়া তুলে ধরি:
————————————————————————–
আপনি যেহেতু নতুন তাই কিছুই জানার তেমন কথা না। টিকিট হলেই হলো সে আপনি স্লিপারে বা এসি যাতে যেতে চান। তারপরও জেনে রাখা ভালো:
১। গন্তব্য Howra station to Chennai:
ট্রেনের নাম : চেন্নাই মেইল
ছাড়ার সময়: রাত ১১:৪৫ মিনিট
পৌছাবে: ২৮ ঘণ্টা ৫ মিনিটে
পৌঁছাবে: রাত ৩:৫০ মিনিটে
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি (1A) = ৪১০০ রুপি/৫০০০টাকা প্রতি সিট
এসি ( 2A)=২৪৫০রুপি / ৩০০০ টাকা
এসি (3A) = ১৭০০রুপি/২১০০ টাকা
স্লিপার = ৭০০রুপি/8৫০ টাকা
#ট্রেনের নাম: Coromondal express
ছাড়ার টাইম: দুপুর ২:৪০ মিনিটে
পৌছাবে = ২৬ ঘণ্টা ১০ মিনিটে
পৌঁছাবে: বিকেল ৫ টায়
রেগুলার যাতায়াত করে
টিকিটের দাম: ১০০% একই
#ট্রেনের নাম: SRC MASS AC Express
ছাড়বে: সন্ধ্যা ৭ টায়
পৌঁছাবে: রাত ১০ টা ৪৫ মিনিটে
সময় লাগবে: ২৭ ঘণ্টা ৪৫ মিনিটে
ট্রেন নাম্বার: ২২৮০৭ ( ছত্রাগাছি থেকে ছাড়বে )
#ভাড়ার তালিকা:
এসি ( 1A First ): ৪৫১০ রুপি /৫৫০০ টাকা
এসি ( 2A tier ): ২৭০০ রুপি/৩৩০০ টাকা
এসি ( 3A tier ):১৯০০রুপি/ ২৩৫০ টাকা
সপ্তাহে ২ দিন চলে ( মংগল ও শুক্রবার )
এরকম আরো ৩/৪ টা ট্রেন ছেড়ে যায় সাপ্তাহিক শুধু চেন্নাইতে। তারমানে প্রতিদিন হাওড়া থেকে চেন্নাইতে ৫/৬ টা ট্রেন যাওয়া আসা করে।
………………………………………………..
২। গন্তব্য Howra station to Kalka ( Shimla )
ট্রেনের নাম : Netaji Express
ছাড়ার সময়: সন্ধ্যা ২১:৫৫ মিনিট
পৌছাবে: রাত ৩:০০ মিনিটে।
ভাড়ার তালিকা:
এসি (1A) =৪৬০০ রুপি/ ৫৬৫০ টাকা
এসি ( 2A)=২৭৫০ রুপি/ ৩৪০০ টাকা
এসি (3A) = ১৯২৫ রুপি/২৩৫০ টাকা
স্লিপার = ৭৬০ রুপি/ ৯৫০ টাকা
……………………………………………
৩। গন্তব্য Sealdah/Howra station to Delhi
ট্রেনের নাম :শিয়ালদাহ রাজধানি এক্সপ্রেস
ছাড়ার সময়: বিকেল ৪:৫০ মিনিট
পৌঁছাবে: সকাল ১০:২৫মিনিটে
ভাড়ার তালিকা:
এসি (1A) =৫২৫০ রুপি/ ৬৪২৫ টাকা
এসি ( 2A)=৪২০০ রুপি/ ৫১৫০ টাকা
এসি (3A) =৩১০০ রুপি/ ৩৮০০ টাকা
ট্রেনের নাম: Duronto
ছাড়বে: সন্ধ্যা ১৭:৩০ মিনিটে
ট্রেন নাম্বার: ১২২৫৯
#ভাড়ার তালিকা:
এসি ( 1A First AC ) = ৫২৫০ রুপি/ ৬৪২৫ টাকা
এসি ( 2A tier ) = ৪২৫০ রুপি/ ৫২৫০ টাকা
এসি ( 3A tier ) = ৩১৫০ রুপি/ ৩৮৭৫ টাকা
ট্রেনের নাম: Poorva Express
ছাড়বে: সকাল ২০:১৫ মিনিটে
পৌঁছাবে: ভোর ০৬:০৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৩৮১
#ভাড়ার তালিকা:
এসি ( 1A First ): ৩৬৯৯ রুপি/৪৫৫৫ টাকা
এসি ( 2A tier ): ২৪২৫ রুপি/২৯৯৯ টাকা
এসি ( 3A tier ): ১৬৯৯ রুপি/২০৯৯ টাকা
নন এসি Sleeper: ৬২৫ রুপি/৭৬৫ টাকা
ট্রেনের নাম: Delhi Kalka Mail
ছাড়বে: সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে
সময় লাগবে: ২৫ ঘণ্টা ৫ মিনিট
পৌঁছাবে: রাত ৮ টা ৪৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৩১১ ( Howra থেকে ছাড়বে )
ট্রেনের নাম : Netaji Express
ছাড়ার সময়: সন্ধ্যা ২১:৫৫ মিনিট
পৌছাবে: রাত ৩:০০ মিনিটে।
ভাড়ার তালিকা:
এসি (1A) =৪৬০০ রুপি/ ৫৬৫০ টাকা
এসি ( 2A)=২৭৫০ রুপি/ ৩৪০০ টাকা
এসি (3A) = ১৯২৫ রুপি/২৩৫০ টাকা
স্লিপার = ৭৬০ রুপি/ ৯৫০ টাকা
তবে ৩০ দিন আগে যদি টিকিট নেন তাহলে প্রতি টিকিটে দাম কম থাকে শুধু কিছু ট্রেনের ক্ষেত্রে যেমন রাজধানী /দুরন্ত এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস ইত্যাদি।
…………………………………………………..
৪। গন্তব্য Sealdah to Agra fort ( তাজমহল )
ট্রেনের নাম: Sealdah Ajmer express
ছাড়ার সময়: রাত ১১:৫৫ মিনিটে
পৌঁছাবে: সন্ধ্যা ১৮:৩৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৯৮৭
ভাড়ার তালিকা:
এসি ( 2A tier) =২২৫০ রুপি/ ২৭৯৯ টাকা
এসি (3A) = ১৫৯৯ রুপি/১৯৯৯ টাকা
নন এসি স্লিপার =৬৫৫ রুপি/৭৯৯ টাকা
ট্রেনের নাম: Howra JU Express
ছাড়বে: ২৩:২৫ মিনিটে
পৌঁছাবে: ১৯:২৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৩০৭
রেগুলার হাওড়া থেকে যাতায়াত করে
#ভাড়া উপরের ট্রেনের মত একই
………………………………………
৫। গন্তব্য Howra JN to Katpadi ( Vellore )
ট্রেনের নাম: HWH YPR EXPRESS
ট্রেন নাম্বার: ১২৮৬৩
ছাড়ার সময়: ২২:৫৫ মিনিটে
পৌঁছাবে: ০২:৫০ মিনিটে
নামতে হবে: Katpadi ( কাটপাডি স্টেশন ) তারপর একটা অটো নিয়ে Vellore CMC Hospital, সময় লাগবে ২৫/৩০ মিনিটস
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি ( 2A)= ২৭৯৯ রুপি/৩৪৫৫ টাকা
এসি (3A) =১৯৫৯ রুপি/ ২৩৯৯ টাকা
নন এসি স্লিপার = ৭৮০ রুপি/ ৯৯৯ টাকা
ট্রেনের নাম: HUMSAFAR EXPRESS
ছাড়বে: দুপুর ১২ টা ৪০ মিনিটে
সময় লাগবে: ২৭ ঘণ্টা ২৮ মিনিট
পৌঁছাবে: বিকেল ৪ টা ৮ মিনিটে
ট্রেন নাম্বার: ২২৮৮৭
সাপ্তাহিক ( শুধু মংগলবার চলে )
#ভাড়ার তালিকা:
এসি ( 3A tier ): ২১৭৫ রুপি /২৬৫৫ টাকা থেকে ২২২৫ রুপি/২৭৯৯ টাকা পর্যন্ত হতে পারে মানে এয়ারের ভাড়ার মত বাড়ে আর কমে এই ট্রেনের ক্ষেত্রে এরকম ই হয়ে সচিত
—————————————————-
৬। গন্তব্য Sealdah to New Jalpaiguri (Darjeling)
ট্রেনের নাম: Sotabdi express
ছাড়ার সময়: ১৪:১৫ মিনিটে
পৌছাবে: রাত ২২:২৫ মিনিটে
ভাড়ার তালিকা:
এসি (EC) =২৫৫৫ রুপি/ ৩১৫৫ টাকা
CC = ১৬৯৯ রুপি/২০৯৯ টাকা
#ট্রেনের নাম: Kachankannya (কাঞ্চনকন্যা)
ছাড়ার সময়: ২০:৩০ মিনিটে
পৌঁছাবে: ৭:৩০ মিনিটে
ট্রেন নাম্বার: ১৩১৪৯ (শিয়ালদাহ থেকে ছাড়বে)
ভাড়ার তালিকা:
এসি (1A ): ২২১৫ রুপি/২৭০৫ টাকা
এসি (2A) =১৩৫০ রুপি/ ১৬৫০ টাকা
এসি (3A) =৯৪৯ রুপি/ ১১৫৯ টাকা
স্লিপার = ৩৯৯ রুপি/৪৯৯ টাকা
ট্রেনের নাম: Kachanjanga express ( কাঞ্চনজংগা)
ছাড়ার সময়:২০:৩৫ মিনিটে
পৌঁছাবে: সকাল ৬:১৫ মিনিটে
ট্রেন নাম্বার: ২৫৬৫৭ (শিয়ালদাহ ষ্টেশন)
#ভাড়ার তালিকা:
এসি (2A) = ১৩১৫ রুপি/১৬০৫ টাকা
এসি (3A) =৯২৫ রুপি / ১১২৫ টাকা
স্লিপার =৩৫৫ রুপি/ ৪৩৫ টাকা
#ট্রেনের নাম: দার্জিলিং মেইল
ছাড়ার সময়: ২২:০৫ মিনিটে
পৌঁছাবে: ০৮:১৫ টায়
সময় লাগবে: ১০ ঘণ্টার মত
ট্রেন নাম্বার: ১২৩৪৩ (শিয়ালদাহ থেকে ছাড়বে)
#ভাড়ার তালিকা:
এসি (1A First ): ২২৩৫ রুপি/২৭২৫ টাকা
এসি ( 2A tier ): ১৩৫৫ রুপি/ ১৬৫৫ টাকা
এসি ( 3A tier ):৯৭৫ রুপি /১১৮৫ টাকা
নন এসি স্লিপার:৩৮৫ রুপি/৪৭৫ টাকা
ট্রেনের নাম: Padatik Express
ছাড়বে: ২৩:২০ মিনিটে
সময় লাগবে: ১০ ঘণ্টা
পৌঁছাবে: ৯:১৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৩৭৭
#ভাড়ার তালিকা:
এসি (1A First ): ২২৩৫ রুপি/২৭২৫ টাকা
এসি ( 2A tier ): ১৩৫৫ রুপি/ ১৬৫৫ টাকা
এসি ( 3A tier ):৯৭৫ রুপি /১১৮৫ টাকা
নন এসি স্লিপার:৩৮৫ রুপি/৪৭৫ টাকা
ট্রেনের নাম: UTTAR BANGA EXPRESS
ছাড়বে: সন্ধ্যা ১৯:৪০ মিনিটে
পৌঁছাবে: ৬: ৪৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১৩১৪৭
#ভাড়ার তালিকা:
এসি (1A First ): ২২৩৫ রুপি/২৭২৫ টাকা
এসি ( 2A tier ): ১৩৫৫ রুপি/ ১৬৫৫ টাকা
এসি ( 3A tier ):৯৭৫ রুপি /১১৮৫ টাকা
নন এসি স্লিপার:৩৮৫ রুপি/৪৭৫ টাকা
ট্রেনের নাম: KAMRUP EXPRESS
ছাড়বে: বিকেল ৫ টা ৩৫ মিনিটে
সময় লাগবে: ১২ ঘন্টা ৪৫ মিনিটে
পৌঁছাবে: ভোর ৬ টা ২০ মিনিটে
ট্রেন নাম্বার: ১৫৯৫৯ ( হাওড়া থেকে )
#ভাড়ার তালিকা:
এসি ( 2A tier ): ১৩৫৫ রুপি/ ১৬৫৫ টাকা
এসি ( 3A tier ):৯৭৫ রুপি /১১৮৫ টাকা
নন এসি স্লিপার:৩৮৫ রুপি/৪৭৫ টাকা
………………………………………….
৭। গন্তব্য Dhaka to Kolkata চিতপুর ষ্টেশন
ট্রেনের নাম: Maitree express
ছাড়ার সময়: সকাল ৮:১০ মিনিটে
পৌঁছাবে: সন্ধ্যা ৭:১০ মিনিটে
সময় লাগবে = ১১ ঘণ্টার মতো
ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছাড়বে।
ভাড়ার তালিকা:
এসি চেয়ার = ১৬৩৩ টাকা ( ট্রাভেল ট্যাক্স সহ )
———————————————————-
৮। গন্তব্য Howra to Bangalore station
ট্রেনের নাম: HWH YPR EXPRESS
ছাড়ার সময়: ২০:৫৫ মিনিটে
পৌঁছাবে: ০৬:৪৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৮৬৩
প্রতিদিন যাতায়াত করে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৭৯৫ রুপি/৯৭৫ টাকা
এসি চেয়ার 3E :১৯৩৫ রুপি /২৩৬৫ টাকা
এসি 3A : ২০৩৫ রুপি/২৪৯৫ টাকা
এসি 2A:২৯৩৫ রুপি/৩৫৭৫ টাকা
ট্রেনের নাম: HWH YPR DURONTO
ছাড়ার সময়: ১০:৫৫ মিনিটে
পৌঁছাবে: ১৫:৫০ টায়
সময় লাগবে: ২৯ ঘণ্টা ৫ মিনিট
(শুক্র, শনি, রবি, মংগল ও বুধবার)
ভাড়ার তালিকা:
নন এসি চেয়ার:৪২৫ রুপি/১০০০ টাকা
নন এসি স্লিপার: ১৬৭৫ রুপি/২০৫০ টাকা
এসি 1A : ৬৭০০ রুপি/৮১৭৫ টাকা
এসি 2A: ৫৩৭৫ রুপি/৬৫৫৫ টাকা
এসি 3A : ৩৯২৫ রুপি /৪৭৮৫ টাকা
……………………………………
৯। গন্তব্য Howra JN to Mumbai
ট্রেনের নাম: Gitanjali express
ছাড়ার সময়: ১৪:০৫ মিনিটে
পৌঁছাবে: ২১:২০ মিনিটে
সময় লাগবে: ৩১ ঘণ্টা ৩০ মিনিট
ট্রেন নাম্বার: ১২৮৬০
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮০৫ রুপি/৯৮৫ টাকা
এসি চেয়ার:১৯৫৫ রুপি/২৩৮৫ টাকা
এসি 3A :১৮৭৫ রুপি/২২৮৫ টাকা
এসি 2A:২৬৮৫ রুপি/৩২৭৬ টাকা
ট্রেনের নাম: HWH Mumbai Mail
ছাড়ার সময়: ২৩:৩৫ মিনিটে
পৌঁছাবে: ১৩:১৫ মিনিটে
সময় লাগবে: ৩৭ ঘণ্টা ৪০ মিনিট
ট্রেন নাম্বার: ১২৩২১
রেগুলার যাতায়াত করে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮৫৫ রুপি/ ১০৪৫ টাকা
এসি 3A :২১৫৫ রুপি/২৬২৫ টাকা
এসি 2A: ৩১১৫ রুপি/৩৭৯৫ টাকা
এসি 1A First: ৫২৮৫ রুপি/৬৪৪৫ টাকা
ট্রেনের নাম: JNANESWARISUPDLX
ছাড়ার সময়: ২৩:৩৫ মিনিটে
পৌঁছাবে: ০৩:৫৫ মিনিটে
সময় লাগবে: ৩১ ঘণ্টা
ট্রেন নাম্বার: ১২১০২
(জাতায়াত করে রবি, সোম, বুধবার)
হাওড়া থেকে ছাড়বে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৭৯৫ রুপি/৯৭৫ টাকা
এসি 3A :২০৪৫ রুপি/২৪৯৫ টাকা
এসি 2A: ২৯৩৫ রুপি/৩৫৭৫ টাকা
এসি 1A First: ৪৯৮৫ রুপি/৬০৭৫
……………………………………
১০। গন্তব্য Howra JN to Ernakulam ( কেরালা )
ট্রেনের নাম: GURUDEV EXPRESS
ছাড়ার সময়: ০০:০৫ মিনিটে
পৌঁছাবে: ১৫:০৫ মিনিটে
সময় লাগবে: ৪০ ঘণ্টা ১০ মিনিট
ট্রেন নাম্বার ১২৬৪২
(যাতায়াত করে শুধু বুধবার)
পৌঁছাবে ইরনাকুলাম টাউন স্টেশনে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮৭৫ রুপি/১০৭৫ টাকা
এসি 3A :২২৩৫ রুপি/২৭২৫ টাকা
এসি 2A: ২৯২৫ রুপি/৩৫৬৫ টাকা
ট্রেনের নাম: SHALIMAR TVC EXPRESS
ছাড়ার সময়: ২৩:৫০ মিনিটে
পৌঁছাবে: ১৩:০৫ মিনিটে
সময় লাগবে: ৪১ ঘণ্টা
ট্রেন নাম্বার ২২৬৪২
(যাতায়াত করে শুধু রবি এবং মংগলবার)
পৌঁছাবে ইরনাকুলাম জংশনে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮৮৫ রুপি/১০৭৫ টাকা
এসি 3A :২২৫৫ রুপি/২৭৫৫ টাকা
এসি 2A: ৩২৫৫ রুপি/৩৯৭৫ টাকা
………………………………………
১১। গন্তব্য Kolkata to Jammu ( কাশ্মির )
ট্রেনের নাম: JAMMU TAWI EXP
ছাড়ার সময়: ২৩:৪৫ মিনিটে
পৌঁছাবে: ০৮:৫০ মিনিটে
সময় লাগবে: ৪৫ ঘণ্টা ৫ মিনিট
ট্রেন নাম্বার ১৩১৫১
(যাতায়াত করে প্রতিদিন)
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৭০৫ রুপি/৮৬৫ টাকা
এসি 3A :১৮৪৫ রুপি/২২৫৫ টাকা
এসি 2A: ২৬৬৫ রুপি/৩২৫৫ টাকা
ট্রেনের নাম: Himigiri Express
ছাড়ার সময়: ২২:৫৫ মিনিটে
পৌঁছাবে: ১২:৩৫ মিনিটে
সময় লাগবে: ৩৬ ঘণ্টা ৪০ মিনিট
ট্রেন নাম্বার ১২৩৩১
(যাতায়াত করে শুক্র, শনি ও মংগলবার)
হাওড়া জংশন থেকে ছাড়বে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮২৫ রুপি/১০০৫ টাকা
এসি 3A : ২০৯৫ রুপি/২৫৫৫ টাকা
এসি 2A: ৩০১৫ রুপি/৩৬৭৫ টাকা
এসি 1A First: ৫১১৫ রুপি/৬২৪৫ টাকা
………………………………………
১২। গন্তব্য RADHIKAPUR to KOLKATA
ট্রেনের নাম: রাধিকাপুর এক্সপ্রেস
ছাড়ার সময়: ২১:০০ মিনিটে
পৌঁছাবে: ০৭:৪৫ মিনিটে
সময় লাগবে: ১১ ঘণ্টা ৪৫ মিনিট
ট্রেন নাম্বার ১৩১৪৬
(যাতায়াত করে প্রতিদিন)
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৩১৫ রুপি/৩৮৫ টাকা
এসি 3A :৮০০ রুপি/৯৭৫ টাকা
এসি 2A: ১১২৫ রুপি/১৩৭৫ টাকা
………………………………………
১৩। গন্তব্য HOWRA TO GUWAHATI
ট্রেনের নাম: SARAIGHAT EXP
ছাড়ার সময়: ১৫:৫৫ মিনিটে
পৌঁছাবে: ১০:০৫ মিনিটে
সময় লাগবে: ১৭ ঘণ্টা ৫০ মিনিট
ট্রেন নাম্বার ১২৩৪৫
(যাতায়াত করে প্রতিদিন)
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৫৫৫ রুপি/৬৭৫ টাকা
এসি 3A : ১৪০০ রুপি/১৭০৫ টাকা
এসি 2A: ১৯৭৫ রুপি/২৪১৫ টাকা
এসি 1A First: ৩৩০৫ রুপি/৪০৩৫ টাকা
ট্রেনের নাম: GHY GARIB RATH
ছাড়ার সময়: ২১:৪০ মিনিটে
পৌঁছাবে: ১৬:১৫ মিনিটে
সময় লাগবে: ১৮ ঘণ্টা
ট্রেন নাম্বার ০২৫১৭
(যাতায়াত করে রবি ও ব্রহস্পতিবার)
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৭০৫ রুপি/৮৬৫ টাকা
এসি 3A : ১৭৭৫ রুপি/২১৭৫ টাকা
এসি 2A: ২৪০৫ রুপি/২৯৩৫ টাকা
এসি 1A First: ৩৭৭৫ রুপি/৪৬০৫ টাকা
………………………………………………
১৪। গন্তব্য HOWRA TO SURAT ( GUJARAT )
ট্রেনের নাম: HWH ADI EXPRESS
ছাড়ার সময়: ২৩:৪০ মিনিটে
পৌঁছাবে: ০৭:৫৫ মিনিটে
সময় লাগবে: ৩৩ ঘণ্টা ৭ মিনিট
ট্রেন নাম্বার ১২৮৩৪
(যাতায়াত করে প্রতিদিন)
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৭৭৫ রুপি/৯৫৫ টাকা
এসি 3A : ১৯৯৫ রুপি/২৪৩৫ টাকা
এসি 2A: ২৮৬৫ রুপি/৩৪৯৫ টাকা
ট্রেনের নাম: PBR KAVIGURU EXP
ছাড়ার সময়: ২০:১০ মিনিটে
পৌঁছাবে: ০৩:৪৭ মিনিটে
সময় লাগবে: ৩২ ঘণ্টা ৫০ মিনিট
ট্রেন নাম্বার ১২৯৫০
( সাপ্তাহিক শুধু রবিবার চলে )
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৮১৫ রুপি/৯৯৫ টাকা
এসি 3A : ২০০০ রুপি/ ২৪৪৫ টাকা
এসি 2A: ৩০০০ রুপি/৩৬৫৫ টাকা
…………………………………………
১৫। গন্তব্য NJP to Darjeling
ট্রেনের নাম: NJP DJ PASSENGER
ছাড়ার সময়: ১০:০০ মিনিটে
পৌঁছাবে: ১৭:৩০ মিনিটে
সময় লাগবে: ৭ ঘণ্টা ৫ মিনিট
ট্রেন নাম্বার ৫২৫৪১
( প্রতিদিন যাতায়াত করে )
রুট: NJP, SILIGURI, SUKNA, RANGTONG, KURESONG, TUNG, SONDHA, GHUM, DARJELING)
#ভাড়ার তালিকা:
FC =১৪৩৫ রুপি/ ১৭৫৫ টাকা
CC = ১৫৩৫ রুপি/ ১৮৭৫ টাকা
………………………………………
১৬। গন্তব্য CHENNAI EGMORE to RAMESWARAM
ট্রেনের নাম: RAMESWARAM EXP
ছাড়ার সময়: ১৭:৪৫ মিনিটে
পৌঁছাবে: ০২:৪৮ মিনিটে
সময় লাগবে: ১০ ঘণ্টা ৫০ মিনিট
ট্রেন নাম্বার ২২৬৬১
( প্রতিদিন যাতায়াত করে )
রুট: MAS EGMORE, TAMBARAM, VILLUPURAM, SIVAGANGA, MANDAPAM, RAMESWARAM
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার: ৩৮৫ রুপি/৪৭৫ টাকা
এসি 3A : ৯৫৫ রুপি/১১৬৫ টাকা
এসি 2A: ১৩২৫ রুপি/১৬২৫ টাকা
এসি 1A First: ৩৪৩৮ টাকা
……………………………………….
১৭। গন্তব্য Chennai central to Agra (তাজমহল)
ট্রেনের নাম: Nizamuddin Garib Rath
ছাড়ার সময়: ০৬:১০ মিনিটে
পৌঁছাবে: ০৭:৫০ মিনিটে
সময় লাগবে: ২৫ ঘণ্টা ৪৫ মিনিট
ভাড়ার তালিকা:
3A (এসি):১৪১৫ রুপি/১৭২৫ টাকা
……………………………………
১৮। গন্তব্য Sealdah to Allahabad
ট্রেনের নাম: Sealdah Ajmer express
ছাড়ার সময়: রাত ১১:৫৫ মিনিটে
পৌঁছাবে: সন্ধ্যা ১৮:৩৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৯৮৭
ভাড়ার তালিকা:
এসি ( 2A tier) =২২৫০ রুপি/ ২৭৯৯ টাকা
এসি (3A) = ১৫৯৯ রুপি/১৯৯৯ টাকা
নন এসি স্লিপার =৬৫৫ রুপি/৭৯৯ টাকা
ট্রেনের নাম: Howra JU Express
ছাড়বে: ২৩:২৫ মিনিটে
পৌঁছাবে: ১৯:২৫ মিনিটে
ট্রেন নাম্বার: ১২৩০৭
রেগুলার হাওড়া থেকে যাতায়াত করে
ট্রেনের নাম: GARBAH EXPRESS
ছাড়ার সময়: ২৩:০০ টায়
পৌঁছাবে: ১১:৩০ মিনিটে
সময় লাগবে: ১২ ঘন্টা ৩০ মিনিট
ট্রেন নাম্বার: ১২৯৩৮
সাপ্তাহিক ট্রেন শুধু সোমবার চলে
ভাড়ার তালিকা:
এসি ( 2A tier) = ১৭০৫ রুপি/২০৮৫ টাকা
এসি (3A) = ১২০৫ রুপি/১৪৭৫ টাকা
নন এসি স্লিপার =৪৭৫ রুপি/ ৫৮৫ টাকা
——————————————–
১৯।গন্তব্য Delhi to Jaipur City ( রাজস্থান রাজ্য )
ট্রেনের নাম: YOGA EXP
ছাড়ার সময়: ২২:২৫ মিনিট
পৌঁছাবে: ০৩:০০ মিনিটে
সময় লাগবে: ৫ ঘন্টা ৪০ মিনিট
ট্রেন নাম্বার: ১৯০৩২
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি ( 2A tier) = ৮২৫ রুপি/১০১৫ টাকা
এসি (3A) = ৫৯৫ রুপি/ ৭২৫ টাকা
নন এসি স্লিপার = ২৩৫ রুপি/২৮৫ টাকা
ট্রেনের নাম: DEE BDTSVG RATH
ছাড়ার সময়: ০৮:৫৫ মিনিট
পৌঁছাবে: ১৪:১০ মিনিটে
সময় লাগবে: ৪ ঘন্টা ৫০ মিনিট
ট্রেন নাম্বার: ১২২১৫
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি (3A) =৫২৫ রুপি/ ৬৫০ টাকা
——————————————
২০। গন্তব্য Delhi to Jammu ( Kashmir )
ট্রেনের নাম: JAMMU MAIL
ছাড়ার সময়: ২০:০৫ মিনিট
পৌঁছাবে: ০৮:৩৫ মিনিটে
সময় লাগবে: ১১ ঘন্টা ৫৫ মিনিট
ট্রেন নাম্বার: ১৪০৩৩
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি ( 1A tier) = ২৩৯৫ রুপি /২৯২৫ টাকা
এসি ( 2A tier) = ১৪৩৫ রুপি /১৭৫০ টাকা
এসি (3A) =১০২৫ রুপি / ১২৫০ টাকা
নন এসি স্লিপার =৩৯৫ রুপি/ ৪৮৫ টাকা
ট্রেনের নাম: UTTAR KRANTI
ছাড়ার সময়: ২০: ৫০ মিনিট
পৌঁছাবে: সকাল ০৭:৫৫ মিনিটে
সময় লাগবে: ৯ ঘন্টা ২৫ মিনিট
ট্রেন নাম্বার: ১২৪৪৫
রেগুলার যাতায়াত করে
ভাড়ার তালিকা:
এসি ( 1A tier) = ২৪৭৫ রুপি /৩০২৫ টাকা
এসি ( 2A tier) = ১৪৯৫ রুপি/১৮২৫ টাকা
এসি (3A) =১০৭৫ রুপি/১৩২৫ টাকা
নন এসি স্লিপার = ৪২৫ রুপি/৫২৫ টাকা
———————————————-
২১। গন্তব্য Mumbai to Howra (হাওড়া)
ট্রেনের নাম: HOWRA MAIL
ছাড়বে: ২১:১০মিনিটে
সময় লাগবে: ৩৩ ঘণ্টা ১৫ মিনিট
পৌঁছাবে: ০৬:০০ মিনিট্র
ট্রেনের নাম্বার: ১২২৯০
প্রতিদিন যাতায়াত করে
#ভাড়ার তালিকা:
নন এসি স্লিপার:৮০৫ রুপি/৯৮৫ টাকা
এসি 3A: ২০৬৫ রুপি/২৫২৫ টাকা
এসি 2A: ২৯৬৫ রুপি/৩৬১৫ টাকা
এসি (1A tier) = ৫০৩৫ রুপি /৬১৪৫ টাকা
এই হলো ম্যাক্সিমাম ইন্ডিয়ার ট্রেন রুটের বিস্তারিত যা আপনাদের উপকারে আসবে বলে মনে করছি। কারো যদি কোন রুটের বিস্তারিত জানার আগ্রহ থাকে দয়াকরে মেসেস ইনবক্সে জানাবেন। আমরা দ্রুত জানিয়ে দিবো।
যদি General এ পাওয়া যায় তাহলে প্রতি টিকিটের এই প্রাইস কিন্তু না পাওয়া গেলে Tatkal এ কিনতে হবে সেক্ষেত্রে টিকিটের ধরণ অনুযায়ী ২৫০/৪০০ রুপি বেশি হবে যা টিকিটে সরাসরি দাম শো করবে এবং Tatkal এ টিকিট পাওয়া সত্যি অনেক ঝমালের সাথে অনিশ্চিত।
ট্রেন টিকিট /এয়ার টিকিট সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা জানার থাকলে কমেন্টস বা মেসেস করে জানাতে পারেন, সঠিক তথ্য দেওয়ার চেস্টা করবো। আর আমরা আপনার ঘরে ইন্ডিয়ার ট্রেনের/এয়ার টিকিট পৌঁছে দিব অথবা ইমেইলে পাঠিয়ে দিব।
————————————————–
Flyme tour & travel,
Book Indian Train Ticket & Air Ticket From India And Bangladesh.
Cont: +917908921769,+919547989023
Email: [email protected]
079089 21769