
07/01/2025
এবার তো অনেক বড় হয়ে গেলাম চলো এবার ছোটবেলা একটু ফিরে যাই |
ছোটবেলার আমাদের শৈশবটার স্মৃতি ♥🌸😌
ঠিক এমনই ছিল, 2001-2005 পর্যন্ত |
এরাই জানবে ছোটবেলার শৈশবটা কেমন ছিল, খুব স্মৃতিময় ও মধুর ছিল.
ছোট্টবেলা
ছোট্ট আমার ছেলেবেলা, আর দামাল দলের মেলা, আর ওই বিকালের খেলা; আজও অমলিন এ অন্তরে, থাকি না যতই বহু বাহুতু দূরে, বাজাই বাঁশি করুন এ সুরে।
সেই ছোট স্কুল, আর বড় বট, আর কত ঘনঘটার মানস পট, আমাদের আড্ডার শান্তির মঠ; আজও অনুভব করি এ শিরায়, দেহখানি যদিও ভঙ্গুর পীড়ায়, এ জীবনের অন্তিম বিদায় বেলায়।
কত স্মৃতি চাপা পরে আমার অন্তরে, কলেবর ভারী বুজি শেষ বেলান্তরে, স্মৃতির আদুনি জমেছে মন ভাণ্ডারে; কত কলতান, ভান্ডারে বাজে প্রাণ, স্মৃতিভ্রংশের বিকালের কুহু তান, নীরবে বাজায় আরোগ্যের জীবন গান।