
06/02/2024
১২ বছর পর ফিরে রুপোর পদক জিতলেন শিলিগুড়ির কারাতে শিক্ষিকা রূপা শীল । কারাতে গুরু ভারত শর্মার উদ্যোগে প্রথম বার দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে ঘটে যাওয়া Seiko-kai karate National championship ২০২৪এর শিক্ষকদের জন্য অনুষ্ঠিত মাস্টার্স কাপে রুপোর পদক জিতে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন করাতের শিক্ষিকা রূপা শীল মহাশয়া।
উল্লেখ্য অর্থের অভাবে ২০১২ সালে ২৪ বছর বয়সে খেলার থেকে অবসর নিতে হয়েছিল তাকে তখন তিনি তার অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করতে কচি কাচাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। কিন্তু পুনরায় ১২ বছর পরে ২০২৪ সালে সেই অসম্পূর্ণ স্বপ্ন কে বাস্তবায়িত করার সুযোগ আসে ।