Uttarer aalo

Uttarer aalo Latest news , events , pictures , live updates, updated 24×7 for any promotion DM or contact us 7076655820

বিরাট কোহলি কেন বারবার বিশ্রাম চাইছেন, সেই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Kohli) নিজের অপছন্দের কথা জানিয়ে দিলেন। বোর্...
09/07/2022

বিরাট কোহলি কেন বারবার বিশ্রাম চাইছেন, সেই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Kohli) নিজের অপছন্দের কথা জানিয়ে দিলেন। বোর্ড (BCCI) প্রেসিডেন্ট জন্মদিনের দিনেই সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘সারা জীবন আমি একটা বিষয়ে বিশ্বাস করে এসেছি। যত বেশি খেলব, তত ভাল ছন্দে থাকব এবং ফিট হয়ে উঠব। এই পর্যায়ে বেশি ম্যাচ খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীরও শক্তিশালী হয়ে উঠবে।’’
বহুদিন ধরে নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন বিরাট। সে কারণেই বিভিন্ন সময়ে বহু বিশেষজ্ঞ তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমন অবস্থা রবি শাস্ত্রী থেকে মাইকেল ভন সামনে এসে এই প্রসঙ্গে কথা বলেছেন। কিন্তু সৌরভ খুশি নন কোহেলির বাড়তি বিশ্রাম চাওয়ার চিন্তাকে নিয়ে।সৌরভ জানালেন এইভাবে কোন ক্রিকেটার বিশ্রাম চাইলে মনে করতে হবে যে তার ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই।

যাত্রায় গিয়ে আটকে পড়লেন ধূপগুড়ির ছয় যুবক৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে খলাইগ্রাম এলাকার অপু ভাওয়াল এবং নেতাজিপাড়া এলাকার বা...
09/07/2022

যাত্রায় গিয়ে আটকে পড়লেন ধূপগুড়ির ছয় যুবক৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে খলাইগ্রাম এলাকার অপু ভাওয়াল এবং নেতাজিপাড়া এলাকার বাসিন্দা দেবব্রত সরকার ক্যাম্পে ফিরে আসতে পেরেছেন। বাকি চারজন নেতাজিপাড়ার বিধান সাহা, শুভজিৎ পাল, অজয় ঘোষ এবং হাসপাতাল পাড়া এলাকার অপু পাল এখনও ফেরেননি। সোমবার রওনা দিয়েছিলেন তাঁরা। অপু ভাওয়াল জানিয়েছেন, ঘটনার পর দীর্ঘ সময় তাঁরা আটকে পড়েছিলেন। বাকি চারজনের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগাযোগ সম্ভব হয়েছে। তাঁরা ক্যাম্পে ফিরলেই বাড়ি ফেএক্সরার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার কালীমাতা ও অমরনাথ গুহার মাঝে মেঘভাঙা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে ভেসে যায় পুণ্যার্থীদের অন্তত ২৫টি ক্যাম্প। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জন। বহু পুণ্যার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। বিপর্যয় মোকাবিলায় নেমেছে আইটিবিপির জওয়ানরাও।যাত্রীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং সংগঠনগুলিও।নিখোজ যাত্রীদের জন্য দিন রাত তল্লাশি চালানো হচ্ছে।

: ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পর্ব মিটতেই যেন সংক্রমণ ছড়াচ্ছে । তাহলে কি...
09/07/2022

: ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পর্ব মিটতেই যেন সংক্রমণ ছড়াচ্ছে । তাহলে কি চতুর্থ ঢেউয়ের কবলে শিলিগুড়ি আসছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কোভিড ব্লকেই অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে । এছাড়া বেসরকারি হাসপাতালে ও চিকিৎসা চলছে আক্রান্তদের ।

মেডিকেল কলেজ এর এক পড়ুয়াও আক্রান্ত হয়েছেন করোনায় । তার সংস্পর্শে আসা অন্যদের ও সোয়াবের নমুনা নেওয়া হবে । এখনও পর্যন্ত মেডিকেলে ১০ জন আক্রান্ত হয়েছে । যদিও তারা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান , কোভিড বিধি কার্যত উধাও হয়ে গিয়েছে । সবাইকে মাস্ক পরেই বাইরে বের হতে হবে । হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতে হবে । আবারও তা অভ্যেসে পরিণত করতে হবে । ভিড় এড়িয়ে চলার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তারা।

একজন ঝাপসা দেখেন। আর একজন কিছুই দেখেন না। দুজনেই ধূপকাঠির ব্যবসায়ী। ধূপকাঠির মাথায় যে ক্ষীণ আলো জ্বলে, অনেকটা সেরকম আলো ...
09/07/2022

একজন ঝাপসা দেখেন। আর একজন কিছুই দেখেন না। দুজনেই ধূপকাঠির ব্যবসায়ী। ধূপকাঠির মাথায় যে ক্ষীণ আলো জ্বলে, অনেকটা সেরকম আলো চোখে নিয়ে ঝাপসা লোক পথ দেখান দৃষ্টিহীনকে।

দুজনেই বন্ধু। চোখে আলো নেই, তবু আলোর পথযাত্রী। যিনি ঝাপসা দেখেন তাঁর নাম অভয় মাহিলি। দৃষ্টিহীনের নাম মিন্টু রায়। দুজনে পাশাপাশি চলেন। কখনও ঝাপসার ভরসায় আঁধার। কখনও আঁধারের ভরসায় ঝাপসা। রোদ-বৃষ্টি-জলে একে অন্যের আঙুল ছুঁয়ে থাকেন। চোখে দেখেন না তো কী, মনের ভিতর যে কথার আঁকিবুকি চলে তা ঠিক ঠাহর করতে পারেন দুজনেই। ৯ বছরের বন্ধুত্ব। মান-অভিমান যে হয়নি তা নয়। কিন্তু ওই ছুঁয়ে থাকা আঙুল ছাড়াছাড়ি হয়নি। ছোটবেলায় টাইফয়েডের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বছর বত্রিশের মিন্টু। নিজের জীবনকে যখন বোঝা মনে হচ্ছে, তখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন অভয়, যিনি শুধু ঝাপসা রাস্তা দেখতে পান, ঝাপসা দেখেন আকাশ-নদী। শুরু হয় বন্ধুর হাত ধরে ধূপকাঠি বিক্রি। রোজ তাঁরা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন বাজারে ছুটে যান ধূপকাঠি বিক্রি করতে। তাঁদের এই বন্ধুত্বের কাহিনী গল্পকেও হার মানায়।


কোচবিহারের পেস্টারঝাড় এলাকার বাসিন্দা মিন্টু। কিশোর বয়সেই শিলিগুড়ির একটি ব্লাইন্ড স্কুলে পড়ার সময় পরিচয় হয় বানারহাট ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগান এলাকার বাসিন্দা অভয়ের সঙ্গে। উচ্চমাধ্যমিক পাশ করার পর মিন্টু রায়ের জীবনে হতাশা নেমে এসেছিল। ঠিক সেই সময় হাত বাড়িয়ে দেন অভয়। তিনি বলেন, আমি তো তবু ঝাপসা দেখতে পাই। ওতেই হবে। ওই দিয়ে শুরু হবে ধূপকাঠির ব্যবসা। কারও কাছে হাত তো পাততে হবে না। শুরু হল ধূপকাঠি বিক্রি। এখন তাঁরা বিভিন্ন বাজারে, দোকানে দোকানে ধূপকাঠি বিক্রি করেন। আয় মন্দ নয়। মিন্টু বিয়ে করেছেন বছর কয়েক আগে। একটি সন্তানও আছে। এখন তিনি অভয়ে বিয়ে কথা ভাবছেন।


মিন্টু বলেন, বন্ধু অভয় না থাকলে হয়তো আমি হারিয়ে যেতাম। বাজারে বাজারে ঘুরে ধূপকাঠি বিক্রি করতে পারতাম না। আর অভয়ের কথায়, সবকিছু পরিষ্কার দেখতে না পেলেও আমি ঝাপসা আলোয় রাস্তা চিনতে পারি। এভাবেই দুজন দুজনের হাত ধরে বাজারে বাজারে ছুটে যাই ধূপকাঠি বিক্রি করতে। দুজনে ঠুকঠুক করে হাঁটছেন। আঙুল ছুঁয়ে আছেন একে অন্যের। আঙুলের মাথায় ধূপের আলোর মতো টিমটিম করছে ভালোবাসা। ঝড়-বৃষ্টি হয় বটে, কিন্তু আলো নেভে না।

রাস্তা তৈরির কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তার জন্যই রাস্তার পাশে পড়ে ছিল পিচের  ড্রাম। সেই গলানো পিচেই এবার আটকে গেল পূর্ণ...
09/07/2022

রাস্তা তৈরির কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তার জন্যই রাস্তার পাশে পড়ে ছিল পিচের ড্রাম। সেই গলানো পিচেই এবার আটকে গেল পূর্ণবয়স্ক গোখরো সাপ । হইহই কাণ্ড জলপাইগুড়িতে!
ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে বড়ুয়া পাড়ায়। জানা গেছে, ওই অঞ্চলে কয়েকদিন ধরেই রাস্তা তৈরির কাজ চলছিল। পাশেই পড়ে ছিল পিচ। গরমে সেই পিচ গোলে যায়। তাতেই আটকে যায় গোখরো সাপটি। এরপরেই খবর দেওয়া হয় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিসিশনের অফিসে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই সাপটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়। একে তীব্র গরম তার উপরে গরম পিচ,সাপটির দেহে শুধুমাত্র প্রানটিই ছিল।আশেপাশের লোকজন এসে ওই সাপটিকে প্রথমে জল খাওয়ানোর ব্যাবস্থা করে,তারপরে এক সাপুরেকে ডেকে তার পুর্নবাসনের ব্যাবস্থা করে।এলাকার মানুষের অভিযোগ শুধু সাপ কেন এই ভয়ঙ্কর গরম পিচে আটকে ক্ষতি হতে পারে অনেক প্রানীরই।যারা না বুঝতে পেরে চলে যান পিচের মাঝখানে।

জল্পনা যা নিয়ে চলছিল, সেটাই হল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ক্ষেত্রে। ত্রিপুরার ক্রিকেটার কাম মেন্টর হলেন বাংলার সদ...
08/07/2022

জল্পনা যা নিয়ে চলছিল, সেটাই হল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ক্ষেত্রে। ত্রিপুরার ক্রিকেটার কাম মেন্টর হলেন বাংলার সদ্য প্রাক্তন এই কিপার ব্যাটসম্যান। শুক্রবারই চুক্তিপত্রে সই করে দিয়েছেন।
গত সপ্তাহেই সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। তারপর আভাস দেন ত্রিপুরায় সই করার কথা। বাংলার প্রতি একরাশ অভিমান ছিল তাঁর। ঋদ্ধি মনে করেছেন আরও সম্মান প্রাপ্য ছিল বাংলা ক্রিকেট থেকে।এক সময় অনেক করেছেন তিনি বাংলার জন্য,যার প্রাপ্য সন্মান তিনি পেলেন না শেষ পযর্ন্ত।তাই তিনি জানালেন আপাতত ত্রিপুরার ক্রিকেট নিয়ে ভাবতে চান।কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়েই তিনি চলতে চান জানালেন শিলিগুড়ির পাপালি।

লাগাতার রান্নার গ্যাসের দাম বাড়ায় নাজেহাল রাজ্য তথা দেশবাসী। বর্ধিত দামে গ্যাস কিনতে না পেরে অনেকেই আবার ফিরে যাচ্ছেন কা...
08/07/2022

লাগাতার রান্নার গ্যাসের দাম বাড়ায় নাজেহাল রাজ্য তথা দেশবাসী। বর্ধিত দামে গ্যাস কিনতে না পেরে অনেকেই আবার ফিরে যাচ্ছেন কাঠ কুড়িয়ে রান্না করায়। কেউ বা জ্বলানি হিসাবে গোবরের তৈরি ঘুঁটে ব্যবহার করছেন। সব মিলিয়ে পুরোনো দিনে ফিরে যাওয়ার জোগাড়!
বুধবার এক ধাক্কায় 50 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।এর ফলে বাড়িতে ব্যবহার করার এলপিজির সিলিন্ডার পিছু নতুন দাম হয়েছে 1079 টাকা 50 পয়সা। দামের জ্বালায় জেরবার দেশবাসী। সূত্রের খবর, এই দাম দিয়ে সিলিন্ডার কেনার ক্ষমতা নেই, এমন পরিবারের সংখ্যা অজস্র। এলপিজির বিকল্প হিসাবে কাঠ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অনেকে। মাঠ কিংবা বাগান থেকেও কাঠ আনছেন অনেকে।

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নামকরণ করা হলো শিলার চার শাবকেরশিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বাঘিনী শিলার চারটি শাবকের ...
08/07/2022

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নামকরণ করা হলো শিলার চার শাবকের

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বাঘিনী শিলার চারটি শাবকের নামকরণ করা হলো। নামকরণ করেছে বেঙ্গলি সাফারি পার্ক কর্তৃপক্ষ। গত ১০ই মার্চ পাঁচটি শাবকের জন্ম দেয় শীলা। কিন্তু অপুষ্ট জনিত কারণে একটি শাবকের মৃত্যু হয়। এরপর বাদবাকি শাবকদের উপর বাড়তি নজর রাখা হয়েছিল, যাতে তারা কোনোভাবেই অসুস্থ হয়ে না পড়ে।

মায়ের কাছে থাকার কারণে তাদের লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছিল না। লিঙ্গ নির্ধারণ করার পর দ্রুত তাদের নামকরণ করে দেওয়া হলো। এর মধ্যে রয়েছে দুটি পুরুষ ও দুটি মহিলা । শিলার ৪ শাবকের নামকরণ রাখা হয়েছে যথাক্রমে সেরা, শিবা,তেজল,তারা।

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ । খুঁজে বের করলেন বাসিন্দাকে । হারিয়ে যাওয়া টাকা সহ জরুরী নথি ফিরে পেয়...
08/07/2022

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ । খুঁজে বের করলেন বাসিন্দাকে । হারিয়ে যাওয়া টাকা সহ জরুরী নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন সেই ব্যক্তি । জলপাইগুড়িতে টোটোতে এক যাত্রীর মানিব্যাগ পায় টোটো চালক । মানিব্যাগের মালিক কে খুঁজে না পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন তিনি ।

এরপর ম্যানি ব্যাগে থাকা নথি দেখে ম্যানি ব্যাগের মালিককে খোঁজে কোতোয়ালি থানার পুলিশ । অবশেষে খুঁজে পাওয়া যায় মানি ব্যাগের মালিককে ৷ তার নাম কৌশিক দুবে। জলপাইগুড়ির বাসিন্দা ।


ড্রাইভিং লাইসেন্স , এটিএম কার্ড , জরুরী কাগজপত্র সহ টাকা ভর্তি মানিব্যাগ সঠিক মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি প্রকাশ করে টোটো চালক ও পুলিশ ।

ওয়ার্ডে অন্ধকারে থাকা বাসিন্দাদের জন্য বিদ্যুতের ব্যাবস্থা করলেন শিলিগুড়ি পুরনিগমের 46নং ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন...
08/07/2022

ওয়ার্ডে অন্ধকারে থাকা বাসিন্দাদের জন্য বিদ্যুতের ব্যাবস্থা করলেন শিলিগুড়ি পুরনিগমের 46নং ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন।আজ তিনি ওয়ার্ডের 5জন বাসিন্দাদের ঘরে পৌছে দিলেন বিদ্যুত।আজ দিলীপ বর্মন নিজে দাড়িয়ে থেকে তার বাসিন্দাদের ঘরে ঘরে বিদ্যুতের ব্যাবস্থা করলেন।সেই সব হতভাগ্য বাসিন্দাদের মধ্যে একজন হলেন জিতনী সিং বয়স 65সাথে থাকেন তার মেয়ে।তাদের ঘরে 30বছর ধরে বিদ্যুত নেই শুধুমাত্র আর্থিক অনটনের কারনে। আজ তাদের ঘরে বিদ্যুত পৌছে দিয়ে কাউন্সিলার দিলীপ বর্মন জানান,আলো না থাকলে কি অবস্থা হয় জানি আমরা,আর এই হতভাগ্য পরিবারগুলি আর্থিক অভাবের কারনেই অন্ধকারে বসবাস করছিল।তাই ওদের বিদ্যুত সংযোগ করে দিলাম। শুধুমাত্র তাই নয় যতদিন না ওদের ঠিকমত আর্থিক সংস্থান হচ্ছে ততদিন মাসের বিল আমিই দেব। আমার ভাল লাগছে ওরা এখন আলোর মধ্যে থাকবে।শুধুমাত্র তাই নয় দিলীপ বর্মন প্রত্যেকটি বাড়িতে টিভি এবং কেবল কানেকসন করে দেবেন নিজের দায়িত্বে।তিনি জানালেন মানুষের জন্যই আমার এই পদ আর আমি যদি একটু হলেও মানুষের জন্য করতে পারি তাহলে আনন্দিত হব।

নজরুল জন্মজয়ন্তীআয়োজন করা হয়েছিল  তথ্য সংস্কৃতি  দপ্তরের উদ্যেগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।শিলিগুড়ি নেতাজী গার্লস ইষ্কু...
08/07/2022

নজরুল জন্মজয়ন্তী
আয়োজন করা হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যেগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।শিলিগুড়ি নেতাজী গার্লস ইষ্কুলের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সঙ্গিত মুখর সন্ধার আয়োজন করা হয়েছিল।অংশগ্রহন করেছিলেন শিলিগুড়ির নেতাজী গার্লস ইষ্কুলের শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। দীনবন্ধু মঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সঙ্গিত জগতের প্রায় সব শিল্পী এবং আবৃত্তিকার।

নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী । গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ান নকশালবাড়ির ...
08/07/2022

নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী । গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ান নকশালবাড়ির অটল সংলগ্ন এলাকায় অভিযান চালায় । সন্দেহজনক তিন ব্যক্তিকে তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয় । পরে ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় ।

ধৃতরা হল মোনাফ আলি (৩৬), মহম্মদ জাহির উদ্দিন (৫৬), ইউনিস আলি (৫৭) । ধৃতদের মধ্যে দু’জন অসমের বাসিন্দা ও একজন জলপাইগুড়ি জেলার শালুগাড়ার বাসিন্দা । বনবিভাগ সূত্রে খবর ধৃতরা তক্ষকগুলিকে নেপালের পাচারের ছক কষেছিল । উদ্ধার তক্ষকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে । গত সপ্তাহেই ধরা পড়েছিল তক্ষক, আবার এই সপ্তাহে তক্ষক ধরা পড়ায় সীমান্তে এবার থেকে কড়া পাহাড়ার দাবী জানালেন স্থানীয় বাসিন্দারা। এত দামী তক্ষককে কোথায় কিভাবে পাচার করা হচ্ছে সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। নেপালের নয়াবাজরা এবং খিদাগাওতে তক্ষকের মুল্য প্রচুর সেখানেই সব জায়গা থেকে পাচার করা তক্ষক নিয়ে এসে চড়া দামে বিক্রি করে দাওয়া হয় বলে জানিয়েছে বন দপ্তর।

Address

Siliguri
734001

Telephone

+917076655820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttarer aalo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share