
11/10/2025
১৫ দিনের হাতি শাবকের জীবন বাঁচাল বনদফতর, জলদাপাড়ায় বিশেষ যত্ন।দলছুট হয়ে পড়ার পর বনদফতরের কর্মীদের তৎপরতায় মনিরাম অঞ্চল থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।বর্তমানে মা-হারা এই হস্তিশাবকটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং সেন্ট্রাল পিলখানায় রাখা হয়েছে।