Bengalee Nationalist Appa

Bengalee Nationalist Appa শাসকপক্ষ বিরোধীপক্ষ, সবার উপরে বাংলা পক্ষ

05/09/2025

বাংলা পক্ষের সহযোদ্ধার জন্য "A" NEGATIVE রক্তের প্রয়োজন শিলিগুড়িতে অতি শীঘ্রই।
দয়া করে কেউ এগিয়ে আসুন

দিন শেষে সব বৃথা আলোচনা হতে পারে তুমি আমি দুর্ঘটনা আমি হারিয়ে গিয়েছি মিছিলেআর হলোনা আমার ঘরে ফেরা
28/08/2025

দিন শেষে সব বৃথা আলোচনা
হতে পারে তুমি আমি দুর্ঘটনা
আমি হারিয়ে গিয়েছি মিছিলে
আর হলোনা আমার ঘরে ফেরা

বিজেপি শাসিত ভারত সরকারের কাছে সাভারকার বড়, বাঙালির বীর সুভাষ সবথেকে ছোটো। ভাবতে পারছেন? আর কত কিছু দেখতে হবে আমাদের? ২৩...
15/08/2025

বিজেপি শাসিত ভারত সরকারের কাছে সাভারকার বড়, বাঙালির বীর সুভাষ সবথেকে ছোটো। ভাবতে পারছেন? আর কত কিছু দেখতে হবে আমাদের? ২৩ জানুয়ারী না থাকলে ১৫ ই আগস্ট আসতো না। এটা তো সবাই জানে।

আসলে এটাই বিজেপির চরিত্র৷ বিজেপি মানেই সুভাষ বিরোধী৷ বিজেপি মানেই বাঙালি বিরোধী৷
ধিক্কার বিজেপিকে।
এরপরও কি চুপ থাকবেন? বাংলা তথা ভারতের ইতিহাস ওরা ধ্বংস করে দিতে চায়। আমাদের লড়তে হবে একসাথে৷

পরিযায়ী বাঙালি ফিরছে ঘরঘরে জায়গা খালি কর*বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে অত্যাচারের বিরুদ্ধ রাখি পূর্ণিম...
10/08/2025

পরিযায়ী বাঙালি ফিরছে ঘর
ঘরে জায়গা খালি কর

*বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে অত্যাচারের বিরুদ্ধ রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে বাংলায় সব কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে কলকাতার রাজপথে বিরাট মিছিল বাংলা পক্ষ*

ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ‍্যে বাংলায় কথা বলায় হিন্দু- মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর "বাংলাদেশী" তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার। বিজেপি শাসিত রাজ‍্যগুলোয় প্রশাসন সরাসরি হিন্দু- মুসলিম সকল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত‍্যাচার করছে, ডিটেনশন ক‍্যাম্পে বন্দি করছে। হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি কাজ হারিয়ে, মার খেয়ে রাজ‍্যে ফিরছে। অথচ এখানকার কাজ সব বহিরাগতদের দখলে। বাংলায় সমস্ত শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের কোটি কোটি কাজ বহিরাগতদের দখলে। কলকাতা সহ সব শহর দখল হয়ে গেছে।

বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির উপর এই অত‍্যাচারের বিরুদ্ধে আজ রাখি পূর্ণিমার দিন কলকাতায় মিছিল করল বাংলা পক্ষ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন কবিগুরু রবি ঠাকুর৷ তাই এই ঐতিহাসিক রাখি বন্ধনের দিনই কলেজ স্ট্রীট থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় শ‍্যামবাজারে বীর সুভাষের মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের মাধ‍্যমে বাঙালির ঐক‍্যের যে বার্তা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে রাখি বন্ধনের মাধ‍্যমেই বাঙালির ঐক‍্যবদ্ধ প্রতিরোধের ডাক দিল বাংলা পক্ষ।
সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন " হিন্দি সাম্রাজ‍্যবাদী বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির মুখের ভাষা থেকে নাগরিকত্ব সব কিছুই কাড়তে চায়। বিজেপি চায় বাঙালি জাতিকে ধ্বংস করতে। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না, বাঙালি জেগে উঠেছে, বাঙালি জাতীয়তাবাদের ঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমরা ভারতের মাটিতে প্রথম সারির নাগরিক হয়ে মাথা উঁচু করেই বাঁচব।" তিনি বা‌ংলার সরকারের কাছে দাবি করেন, "অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন করে, ভিন রাজ‍্য থেকে ফিরে আসা বাঙালিদের কাজের ব‍্যবস্থা করার। বাঙালি কাজ হারিয়ে ঘরে বসে থাকবে আর বাংলায় দু কোটি বহিরাগত কাজ করবে এটা চলতে পারেনা, বলেই তিনি উল্লেখ করেন।"
সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি বলেন " মুসলমান অনুপ্রেবশকারী, রোহিঙ্গা তাড়ানোর নাম করে বিজেপি বাঙালি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বিজেপি শাসিত রাজ‍্যগুলোয় হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি আক্রান্ত। আক্রমণের কারণ ধর্ম নয়, মাতৃভাষা। কারণ বাবাই সর্দার থেকে বুদ্ধদেব বারিকের মতো হাজার হাজার হিন্দু বাঙালিকে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যম্পে ঢুকিয়ে। আমরা বাঙালি জাতি হিসেবে আক্রান্ত, তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই।"

এদিনের মিছিলে বাংলা পক্ষর শীর্ষ পরিষদের অরিন্দম চট্টোপাধ্যায়, আব্দুল লতিফ, সম্রাট কর, মহ সাহীন, সৌম্য কান্তি ঘোড়ই ও বিভিন্ন জেলা সম্পাদক সহ জেলা নেতৃত্ব অংশ নেন। হাজার হাজার বাঙালি এই মিছিলে হাঁটে। মিছিলে বাঙালির উপর অত্যাচার বন্ধের দাবি ওঠে এবং দাবি ওঠে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করে বাঙালিকে চাকরি- কাজ দেওয়ার৷ বাংলা পক্ষর মিছিল ঘিরে বাঙালির উৎসাহ তাক লাগিয়ে দেবে৷
জয় বাংলা

26/07/2025

১৯৪১ সালের ব্রিটিশ সময়ের দলিল আছে। মালদার কালিয়াচকের ছেলে আমির শেখ রাজস্থানে গেছিল কাজ করতে৷ বাঙালি হওয়ায় প্রথমে রাজস্থানে পুলিস ডিটেন করে, ২ মাস ডিটেনশন ক্যাম্পে রাখে, তারপর বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় BSF.
এখন কি অবস্থায় আছে কেউ জানে না৷ বাবা জিয়েম শেখ কাঁদছে।
১৯৪১ সালের দলিল থাকা বাঙালি বাংলাদেশী?

বাংলার সরকারের পঞ্চম শ্রেণীর হিন্দি বই, তাতে লেখা যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। ভাবুন!কেউ এসব বই কি চেকও করে না? যা ইচ্ছ...
04/07/2025

বাংলার সরকারের পঞ্চম শ্রেণীর হিন্দি বই, তাতে লেখা যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। ভাবুন!
কেউ এসব বই কি চেকও করে না?
যা ইচ্ছে লেখা থাকবে এই হিন্দি বইগুলোয়?
হিন্দি ভারতের রাষ্ট্রভাষা বলে মিথ্যে ছড়ানো হবে সরকারি বইয়ে?
মেনে নেওয়া যায় না। বাংলা পক্ষ এই বইয়ের লেখা চেঞ্জ করিয়ে ছাড়বে।
জেনে রাখুন- ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়।
ধন্যবাদ বর্তমান পত্রিকা ও সাংবাদিক অর্পণ সেনগুপ্ত কে এত গুরুত্ব দিয়ে খবরটা করার জন্য।
জয় বাংলা

জলপাইগুড়ির দোমোহনীতে রাজ্যের দ্বিতীয় এইমস্ চাই  #বাংলাপক্ষ
03/07/2025

জলপাইগুড়ির দোমোহনীতে রাজ্যের দ্বিতীয় এইমস্ চাই

#বাংলাপক্ষ

হিন্দি লেখা এই প্লাকার্ডগুলি ধরে থাকা লোকগুলি বিহারের MLA নয়, এরা পশ্চিমবঙ্গের বিজেপি। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিম...
23/06/2025

হিন্দি লেখা এই প্লাকার্ডগুলি ধরে থাকা লোকগুলি বিহারের MLA নয়, এরা পশ্চিমবঙ্গের বিজেপি। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার সামনে পশ্চিমবঙ্গের বিরোধী দলের বিক্ষোভ। এই রাজ্যের শাসক দল তৃণমূল WBCS-এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে হিন্দি উর্দু ঢোকায়।
বাংলার পবিত্র মাটিকে ইউপি বিহার বানানো হচ্ছে। শাসক বিরোধী বহিরাগত তোষণে এককাট্টা।
পশ্চিমবঙ্গের সর্বস্তরের বাঙালি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে বাংলা পক্ষর হাত শক্ত করুন।
আমার মাটি আমার মা,
ইউপি বিহার হবে না!
জয় বাংলা

১৪৩২ নিয়ে আসুক সম্প্রীতি, অবসান হোক অশুভ শক্তির, সাফল্য আসুক সকলের জীবনে।শুভ নববর্ষের পবিত্র প্রভাতে জানাই আন্তরিক প্রী...
15/04/2025

১৪৩২ নিয়ে আসুক সম্প্রীতি,
অবসান হোক অশুভ শক্তির,
সাফল্য আসুক সকলের জীবনে।
শুভ নববর্ষের পবিত্র প্রভাতে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা,❤❤❤
শুভ সকাল 🌹🌹🌹

বাসন্তী পুজোর নবমীর শুভেচ্ছা জানাই সকলকে।
06/04/2025

বাসন্তী পুজোর নবমীর শুভেচ্ছা জানাই সকলকে।

16/02/2025

মমতা ব্যানার্জি আজ যা বলছেন বাংলা পক্ষ সেটা অনেক আগেই বুঝতে পেরেছে।

15/02/2025

যারা বাঙালি হয়ে বাংলা পড়তে পারে না তাদের লজ্জিত হওয়া উচিত৷
কি বলছেন বাঙালির জাতীয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়? কথা গুলো মন দিয়ে শুনুন।

Address

Siliguri
Siliguri
734004

Alerts

Be the first to know and let us send you an email when Bengalee Nationalist Appa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengalee Nationalist Appa:

Share