Ekhon Siliguri

Ekhon Siliguri EkhonSiliguri, a news portal that focuses on providing updated news & information about Siliguri city

"Ekhon Siliguri" sounds like a news portal that focuses on providing updated news and information about Siliguri city. Such portals play a crucial role in keeping the local community informed about current events, developments, and issues that affect the city and its residents. If you are looking for news and updates related to Siliguri, "Ekhon Siliguri" would likely be a valuable source for stayi

ng informed about the latest happenings in the region. You can visit their social pages or follow their updates to access the latest news and information about Siliguri city. "Ekhon Siliguri" will be helpful for individuals interested in staying updated on news and events related to Siliguri city. You can visit their page and subscribe to their YouTube channel to access their latest news updates and content. It's a convenient way to stay informed about what's happening in the city.

ফুলবাড়িতে হেলিপ্যাডের পাশে হাট বসা নিয়ে ফের উত্তেজনা, বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা।
31/01/2024

ফুলবাড়িতে হেলিপ্যাডের পাশে হাট বসা নিয়ে ফের উত্তেজনা, বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা।

31/01/2024

আজকের শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বাবুপাড়া বয়েস ক্লাবের যৌথ উদ্যোগে বয়েস ক্লাব মাঠে দুদিনব্যাপী শর্ট পিচ ক্রি...
28/01/2024

শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বাবুপাড়া বয়েস ক্লাবের যৌথ উদ্যোগে বয়েস ক্লাব মাঠে দুদিনব্যাপী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।শনিবার শুরু হয়েছে টুর্নামেন্ট।গতকাল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শিক্তা দে বসু রায় সহ অন্যান্যরা। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।দুদিনের এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২২,২২২ হাজার টাকা ও রানার্স দলকে ১৪,৪৪৪ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। এই ধরনের উৎসাহ মূলক টুর্নামেন্ট শিলিগুড়ির প্লেয়ারদের মনে অনুপ্রেরণা জাগায়।

28/01/2024

আজকের শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

“হায়দার পাড়ায় ঘটে গেল ভয়ংকর অগ্নিকাণ্ড"। শনিবার সকালে শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া বিবাদী সরণীতে একটি...
27/01/2024

“হায়দার পাড়ায় ঘটে গেল ভয়ংকর অগ্নিকাণ্ড"।

শনিবার সকালে শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া বিবাদী সরণীতে একটি বাড়িতে বিকট শব্দ এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।বিষয়টি স্থানীয়রা দেখতে পাওয়া মাত্র তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন তারা।পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে।পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। দমকলের অনুমান, ঠাকুর ঘরে থাকা পুজোর প্রদীপ বা শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।ঘটনায় কাঠের ঘরটি এবং তার ভেতরে থাকা সমস্ত আসবাবপত্রের বেশ ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

“উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী"ফের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ শে ...
27/01/2024

“উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী"

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ শে জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যার কাছে ফুলবাড়ির ভিডিওকন মাঠে সভা করবেন বলে জানা গিয়েছে।তার জন্য জোর কদমে চলছে তার প্রস্তুতি। এবার উত্তরবঙ্গ সফরে এসে তিনি বিভিন্ন জায়গায় সভা করে একাধিক সুবিধা মানুষকে প্রদান করবেন।তার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও একাধিক কর্মসূচি রয়েছে তার। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সীমহীন তৎপরতা প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে।

প্রবল তুষারপাতের কারণে জমে গেল সিকিমের ছাঙ্গু লেক। বিকট ঠাণ্ডায় অতিষ্ট সিকিম বাসী।
27/01/2024

প্রবল তুষারপাতের কারণে জমে গেল সিকিমের ছাঙ্গু লেক। বিকট ঠাণ্ডায় অতিষ্ট সিকিম বাসী।

27/01/2024

আজকের শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

সগৌরবের সাথে পালিত হয়েছে এবারের শিলিগুড়ি পুলিশ কমিশনারেট প্যারেড গ্রাউন্ডে ৭৫তম প্রজাতন্ত্র দিবস ।
27/01/2024

সগৌরবের সাথে পালিত হয়েছে এবারের শিলিগুড়ি পুলিশ কমিশনারেট প্যারেড গ্রাউন্ডে ৭৫তম প্রজাতন্ত্র দিবস ।

26/01/2024

আজকের শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

“Safe Drive, Save Life"শিলিগুড়ি  ট্রাফিক পুলিশ সালুগাড়া বাজারের পথচারীদের কাছে ট্র্যাফিক সিগন্যাল এবং রাস্তায় নিরাপত্...
25/01/2024

“Safe Drive, Save Life"

শিলিগুড়ি ট্রাফিক পুলিশ সালুগাড়া বাজারের পথচারীদের কাছে ট্র্যাফিক সিগন্যাল এবং রাস্তায় নিরাপত্তা সম্বন্ধে সতর্কতা জারি করছে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা ছড়িয়ে দিচ্ছে…

25/01/2024

আজকের শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২২ডিগ্ৰি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবার খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ২০ টি গরু সহ গ্রেফতার পাঁচ ব্যক্তি। ধৃতদের নাম অনিল কুমার (৫৪), পবন কুমার(৪৩),অরুণ ...
24/01/2024

আবার খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ২০ টি গরু সহ গ্রেফতার পাঁচ ব্যক্তি। ধৃতদের নাম অনিল কুমার (৫৪), পবন কুমার(৪৩),অরুণ ভোলা(২০),বিকাশ রাঠোর(২৩) এবং রফিউল ইসলাম (৩৩)।ধৃতদের মধ্যে চারজন হরিয়ানার বাসিন্দা এবং একজন অসমের বাসিন্দা। প্রতিদিনের মত খড়িবাড়ির চক্করমারিতে নাকা চেকিংয়ের সময় বাংলা বিহার সীমান্তের দুটি ট্রাক আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২০টি গরু।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

24/01/2024

পিছিয়ে যাচ্ছে শিলিগুড়ির কম্পিউটার মেলা।

মেলা শুরু হওয়ার কথা ছিল ৩১ শে জানুয়ারি থেকে , কিন্তু বিশেষ কারণবশত পিছিয়ে যাচ্ছে এই মেলা। NITO এর সদস্যরা জানিয়েছেন এই মেলা পিছিয়ে আবার এপ্রিল মাসের দিকে হতে পারে।

আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নকশালবাড়ি ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগডোগরার বিহার মোড়ে রক্ত...
23/01/2024

আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নকশালবাড়ি ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগডোগরার বিহার মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।শিবিরে ১৫০ ইউনিটের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।রক্তদান শিবিরে উপস্থিত থেকে আগামী দিনে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার বার্তা দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

শিলিগুড়িতে সগৌরবে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী।
23/01/2024

শিলিগুড়িতে সগৌরবে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী।

23/01/2024

আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্ৰি সেলসিয়াস।

22/01/2024

আজ শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

Address

Siliguri

Website

https://twitter.com/ekhonsiliguri

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Siliguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Siliguri:

Share