Venomic maniac/বিষাক্ত পাগল

Venomic maniac/বিষাক্ত পাগল হাইফাই সোসাইটি আমার জন্য নয়

তুমি বলেছিলে আমি নাকি তোমার খাঁটি ভালোবাসা দুই নয়ন চেয়ে আমায় দেখতে চাওয়া নাকি তোমার একমাত্র আশা শুরুর দিকে তুমি আমায় বলত...
03/06/2025

তুমি বলেছিলে আমি নাকি তোমার খাঁটি ভালোবাসা
দুই নয়ন চেয়ে আমায় দেখতে চাওয়া নাকি তোমার একমাত্র আশা
শুরুর দিকে তুমি আমায় বলতে শুধু ভালো
বছর ঘুরতেই আমি তখন তোমার কাছে কালো
এক লহমায় প্রেম নিবেদন সুখে পলক ভারী
মিষ্টি ভাবে বলতে শুধু তোমার সাথে আড়ি
হা করে শুধু থাকতে চেঁয়ে গিলতে কথা রোজ
এখন তোমার সময় ভালো স্বার্থ যে শেষ
রূপের মায়ার ভাব ভালোবাসা কিনতে চাওয়া আশা
এসব দেখে গুনছি দিন আমার দূরের ভালোবাসা
এক ঝটকায় হলো শুরু তবে এখন সব শেষ
তোমার সাথে আরেক জন মানায় বড়ো বেশ
একটু খানি ঘ্রান চেয়েছি সুখ চেয়েছি চেয়েছি তোমার কেশ
সবশেষে দিলে আমায় মিথ্যে গল্পের দেশ
হারাই নি আমি পেয়েছি ভীষণ ব্যাথা
ব্যাথার তারায় ভুলতে বসেছি তোমার আসল সাঁজা |
তুমি বলেছিলে অন্যের কাঁধে কখনো হাত রাখবে না
তুমি বলেছিলে অন্যের পাশে গিয়ে প্রেম ভাব জাগাবে না
তুমি বলেছিলে তার পাশে গিয়ে আর দাঁড়াবে না
তুমি বলেছিলে অন্য কাউকে আর জড়িয়ে ধরবে না
তুমি বলেছিলে এক বিছানায় তার সাথে আর ঘুমোবে না, এক সাথে কোথাও আর হাতে হাত রেখে ঘুরতে যাবে না |
তোমার কাছে এই অন্যায় দাবি করার সাজা আমি পাচ্ছি |
তুমি বলেছিলে আরো কত কি
সেই সবের উত্তর খোঁজা এক বিরাট যন্ত্রণার বিষয় |
তোমার ঠোঁট ছুঁয়েছে তার বারে বারে
আমার শেষ অবসাদ টাও তুমি বলেছিলে |
আমি যে হেরে যাবো, আমি যে ভেঙে যাবো সেটাও তুমি বলেছিলে |
তুমি বলেছিলে তাকে ছাড়া তোমার দিন চলেনা আমাকে মিথ্যে গুলো তুমিই বলেছিলে |

তুমি বলেছিলে
কলমে - সুব্রত বিশ্বাস

আমরা যতই ছটফট করি বিলাসিতার তাসের বাড়ি ভেঙে যায় ততো !ঠিক যেন নির্দিষ্ট ঘুমের মতো |তেতুল বীজ হাতে নিয়ে চলতে থাকা শৈশব ব্র...
03/06/2025

আমরা যতই ছটফট করি
বিলাসিতার তাসের বাড়ি ভেঙে যায় ততো !
ঠিক যেন নির্দিষ্ট ঘুমের মতো |

তেতুল বীজ হাতে নিয়ে চলতে থাকা শৈশব
ব্রত পালনের অনিয়ম আর ভিক্ষুক অভিনয়ের উদযাপন,
সমস্ত মিলিয়ে যায় শহরের কোনো এক নামি রেস্তোরায় |

কচুরিপানার সন্ধির মাথায় একপাল গঙ্গাফড়িং
গভীর জলের মাছ তখন তীরে এসে চুমু খায় প্রাচীন প্রেমের মুখে,
তাই দেখে বৃদ্ধ মাথা নতুন ফন্দি আঁটে |

তলিয়ে যাওয়া এক শহর হঠাৎ জেগে ওঠে
দাবি জানায় নীরবতার |
পাণ্ডুলিপি সস্তায় বিক্রি হয়ে নতুন যুগ বানায়
চলতে থাকা নারদ নারদ খেলায় কে যেনো আগুন জ্বলায় |

এক বক্র নিয়ন্ত্রণ রেখা কুঁকিয়ে কেঁদে ওঠে
শুরু হয় বিলাসিতার খেলা ভেঙে যায় আবার তাসের ঘর, ভাঙে মস্তিষ্কে চলা বিনয়ের দল |
রাহাজানি একতরফা হলেই কাপড় খোলে অনুমানের বল |

বহিষ্কারের শিলালিপি তর্কে জুড়িয়ে থাকে
পাল্টা প্রভাব হিসেব গোনে মোহরের গগনে বসে |
সমাজ বাহক শীতের সকালে আবির্ভূত হয়
খেঁজুর রস হাঁড়িতে করে উল্টো পথে বয় |

মগজ রাজা ঠান্ডা ঘরে হালকা বেঁকে দেখায় শুধু ভয়
উজাড় করে স্বপ্ন দেখায়, রাস্তা বানায়
সেই রাস্তায় ঝড় |
ঝড় এসে গুড়িয়ে দেয়, বানানো তাসের ঘর |

বিলাসিতা আর তাসের ঘর
কলমে - সুব্রত বিশ্বাস

চারটে দেয়াল মানেই যে সেটা ঘর নয় এটা শতাব্দী থেকেই জানার ইচ্ছে মরে গেছে মানুষের মনে |চারটে দেয়ালে যে দরজা আর জানালা থাকে ...
24/05/2025

চারটে দেয়াল মানেই যে সেটা ঘর নয় এটা শতাব্দী থেকেই জানার ইচ্ছে মরে গেছে মানুষের মনে |

চারটে দেয়ালে যে দরজা আর জানালা থাকে সেটা দিয়ে আলো বাতাসের অভিসন্ধির খেলায় কত ঘরে যে শান্তি নিরুদ্দেশ সেটা বলাবাহুল্য |

সেই ঘরের সব কিছু একদিন মরচে ধরে, ভেঙে যায় আসবাবপত্র, ঘুন ধরে কাঠে কাঠে, দরজা ভেঙে যায় ঠিক যেন মানুষের মনের মতো |

কিছু মানুষের উপায় থাকলে সেগুলো পরিবর্তন করে আর কিছু মানুষ সেই ভাঙা জিনিস গুলোর সাথেই নতুন করে বন্ধুত্ব করে নেয় |

সেই দরজা দিয়ে রোজ মানুষের আনাগোনার ভিড় লেগে থাকে, নিরূপ দৃষ্টিতে ঘরের মানুষ গুলো চেয়ে চেয়ে দেখে ঘরের চারটে দেয়াল কে আর স্বপ্ন বোনে মনের সুখে অন্ধকার কে ঠেলে |

নতুন আরো একটা দিনে আবার ঘরের সেই দরজা জানালা খোলা হয় | খোলা হয় মনের সব কালিমা, কত কিছুর সাক্ষী থাকে চারটে দেয়াল, কত সহজ শোষন, কত মুক্ত শাসন, কত রক্তের দাগ যে দেয়ালে মিশে থাকে সেটা মনকেন্দ্রিক কোনো এক কোণে ঠাসা থাকে |

দিন যায় রাত যায় একদিন দরজা ভেঙে যায় কেউ আবার ইচ্ছে করে দরজা ভাঙে, নতুন প্রবেশদ্বার বানায় কিন্তু প্রবেশের অনুমুতি পেলেও বাহিরে যাবার অনুমুতি পায় না সেই নতুন প্রবেশের রাস্তায় |

একদিন আলো বাতাস আসা বন্ধ হয়ে যায় ঘরে, অন্য কেউ আবার আরেকটা চারটে দেয়াল তোলে সেই দেয়ালে আবার বিষ মাখানো গন্ধ থাকে সেই বিষ আবার অন্য ঘরের দরজা ঠেলে ঢোকে আর একদিন আবার দরজা ভেঙে যায় |

এই মরন বাচনের ভাঙা খেলায় কেবল সাক্ষী থাকে চারটে দেয়ালের দরজা, এই ভাবেই সহ্য ক্ষমতা তীরে এসে তরী ডুবালেই আবার সেই দরজা নিজেকে ভাঙে |

চারটে দেয়ালের দারুন খেলায় শোকপালন করে কিছু বোবা মানুষ আর মরে যায় কেউ কেউ দরজা ভেঙে গেলেই |

ভাঙা দরজা
কলমে - সুব্রত বিশ্বাস

আজকাল বিকেল হলেই বৃষ্টি আসে বৃষ্টি আসে আকাশ ভেঙে, বৃষ্টির জল ভিজিয়ে দেয় আমার চোখের পাতা ভিজিয়ে দেয় আমার কাগজ কলম বৃষ্টির...
21/05/2025

আজকাল বিকেল হলেই বৃষ্টি আসে
বৃষ্টি আসে আকাশ ভেঙে, বৃষ্টির জল ভিজিয়ে দেয় আমার চোখের পাতা
ভিজিয়ে দেয় আমার কাগজ কলম

বৃষ্টির মায়াবী শব্দ কেমন যেনো আমাকে চেপে ধরে
আমার আর্তনাদ তখন মিলিয়ে যায় আর বয়ে যায় কত কণ্ঠের বাতাস
বৃষ্টির ওজন কখনো দুঃখ শোষন করে |

প্রাচীন কষ্ট গুলো বড্ডো একরোখা তিলে তিলে বাড়তে থাকে
যতবার কাগজে কলম চলে মনে হয় এক বিষের রেখা ইনিয়ে বিনিয়ে চলছে এক সমতলের দিকে |

আমার আর কবি হওয়া হলো না
হাজার হাজার শব্দ দিয়ে কবিতা লেখা হলো না
কেমন যেন কলম কষ্ট পেতে ভালোবাসে
বৃষ্টি দেখি, আলোতে ডুবে গিয়ে অন্ধকার খুঁজি

মাঝে মাঝে ঝড়ো হাওয়া বয়, লুন্ঠিত হয় আমার বোধময়
স্বীকারোক্তি চাই না কিন্তু কলম খোঁজে অন্য কিছু
কিছুতেই সন্ধ্যাতারার আকাশ খুঁজে পাই না
পাই না ঝড়ো হওয়াতে দাঁড়িয়ে থাকা কোনো এক হাত
পাই না বৃষ্টিতে ভিজে থাকা কোনো এক মন |

ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি শুধু
পাবার আশায় মন মেজাজ কেমন যেন খিটখিটে নোন বালি
খুঁজেই পাই না প্রেমের ভাষা
উত্তর খুঁজে পাই না কোনো প্রশ্নের
সত্যি আমার কবি হওয়া আর হলো না |

কত স্বাদ কত আকাঙ্খা সব যেন তীরের আগায় বিষ মাখিয়ে শুন্যে ছুঁড়ে দিয়েছি
এবারে হালকা হিমেল হাওয়া বইছে
আমি ছুটছি সেই হওয়ার পেছনে
কখন ফিরবে আমার শরীরে এই মন সেটা জানি না
আমার কবিতা লেখা আর হলো না |

আমার কবি হওয়া আর হলো না
কলমে - সুব্রত বিশ্বাস

রক্তের রং টা লাল, রক্তে দাগ লাগিয়ে ঘুরতে থাকা টাই কাল কোন দূর্গা কবে জাগবে ? কবে আসবে মহাকাল ?নিউস টাইমলাইন এখন সুতির বস...
29/04/2025

রক্তের রং টা লাল, রক্তে দাগ লাগিয়ে ঘুরতে থাকা টাই কাল
কোন দূর্গা কবে জাগবে ? কবে আসবে মহাকাল ?
নিউস টাইমলাইন এখন সুতির বস্ত্র
কারন গ্রীষ্মকাল |
দরজায় টোকা দেওয়া জীবন্ত হায়না
তারা নাকি মানুষ মারতে চায় না
এদিকে মানুষ না মারলে নাকি জান্নাত নাসিব হয় না |
কথার নানা প্যাঁচ
হত্যা করে, কিন্তু মানুষ হত্যার সাজা কাটে না |
তারা যুদ্ধ করে অধর্মের অস্ত্র দিয়ে
বন্দি করে হাজার কুশিক্ষার স্তম্ভ দিয়ে
নিয়তির শেষ চিঠি তারাই নাকি লেখে |

তাহলে বলি
ধর্ম মানুষ মারে না, কারন ধর্মের নেই কোনো বাঁধন, আসবে একদিন ললাট লিখন, গর্জে উঠবে আকাশ তখন
সঙ্গে থাকবে ধর্মের অস্ত্র, অস্ত্রের গায়ে ন্যায়ের রক্ত,
জাগবে দূর্গা ঘরে ঘরে
টের পাবে সেই ভয়ে
ধরবে টুটি চেপে মহাকাল
হাসবে সব জীবন্ত কঙ্কাল
প্রাণ বায়ু করবে আর্তচিৎকার
শুরু হবে মহা যুদ্ধ
এবার অধর্ম আর ধর্ম হবে ক্রুদ্ধ
হিসেবের গায়ে লেগে থাকবে রক্ত
মুন্ডপাত হবে শরীর চিরবে
শেষ হবে সব এটা নিশ্চিত
করুনার দৃষ্টি শেষ হলেই
দেখতে পাবে এই করুণ সৃষ্টি
তুমিও পাবে সাজা কারন কেটেছ যে কারোর গলা,
নিস্তার নেই কারোর
অধর্মের অস্ত্র তোলা বারন |

ধর্মের রক্ত
কলমে - সুব্রত বিশ্বাস

যাচ্ছো দূরে যাও তবে সুযোগ পেলে এসো হাতের কাজ গুটিয়ে রেখে বাসবো আবার ভালো এই দেখো কান্ড আবার ফিরে এলে বলোনা যেন কেমন আছো ...
07/02/2025

যাচ্ছো দূরে যাও তবে
সুযোগ পেলে এসো
হাতের কাজ গুটিয়ে রেখে
বাসবো আবার ভালো

এই দেখো কান্ড আবার
ফিরে এলে বলোনা যেন
কেমন আছো বলো এবার ?

হা হা হা হাসতে হাসতে
বলবো মনের কথা শেষে
গভীর সুখে একলা জেগে
কেটে যায় যে বেলা |

হৃদয় মাঝে পুকুর ধারে
জ্বলছে হাজার প্রদীপ
মনে মনে বলবো তখন
আবার এলে ফিরে যখন
থেকে যেও এদিক |

বেল গাছের গোড়ায় বসে
করবো সাধন ভজন
সবশেষে তে তুলবো জুঁই
জোয়ার আসবে যখন |

বড়শি গেঁথে তুলবো মাছ
তুমি থেকো তখন
আনন্দে যখন কাটবে দিন
বয়স বাড়বে এমন |

তুমি হবে পাকা গিন্নি
আমি হবো রাখাল
বাজাবো বাঁশি রোজ বিকেলে
নামবে তখন আধার |

এক ঘরেতে তুমি আমি
থাকবে না যে আর কেহ
হঠাৎ ঝরে বৃষ্টি এলে
আম কুড়োতে যেয়ো |

এমনি করে কাটবে জীবন
বইবে সুখের মেলা
তাল পাকলে এনে দেবো
রেঁধো রাত্রি বেলা |

খুব গোপনে যত্ন করে
গাঁথবো ফুলের মালা
আয়না দেখে মুচকি হেসো
তুমি আমার মালা |

অথিতিরা বাড়ি এলে
পিড়ি পেতে দেবো
তোমায় দেখে বাহবা দিবে
আমি খুশি হবো |

বুঝলে এবার ফিরে এলে
কত কি ভেবেছি ফেলে
আসতে চাইলে আসো
আমার কথা ভেবো |

যাচ্ছো দূরে যাও তবে
সুযোগ পেলে এসো
হাতের কাজ গুটিয়ে রেখে
বাসবো আবার ভালো |

সুযোগ পেলে এসো
কলমে - সুব্রত বিশ্বাস

এই যে প্রিয় সাহস আর ক্ষমতা দুটোই আছে তোমার নইলে কলম ধারি কে কেউ এত্ত ভালোবাসতে পারে ?তুমি কাছে থাকলে মনে হয় সব যেন নীল ত...
07/02/2025

এই যে প্রিয়
সাহস আর ক্ষমতা দুটোই আছে তোমার
নইলে কলম ধারি কে কেউ এত্ত ভালোবাসতে পারে ?

তুমি কাছে থাকলে মনে হয় সব যেন নীল
তুমি হাসলে মনে হয় এই সব কি সত্যি ?
তুমি জানলে আমি বোধহয় হিংসুটে
দূরত্ব বেরে যাবার পরেও তোমার আমার খুব মিল

অনেকবার ভালোবাসি বলেও হাপিয়ে যাই না
কতবার আড় চোখে তাকিয়ে থাকি তোমার দিকে
তোমার সেই দুচোখ দেখবো বলে
পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে রাস্তা পারাপার টা কেমন যেন স্বপ্ন বোনে মেঘের চাদরে

আমি তোমায় ভালোবাসি
তোমাতেই আটকে থাকি
রীতিমত রোজ নতুন লাগে তোমায়
আমি তোমায় নিয়ে কাব্য করি

আমার তুমি ভীষণ দামি
আমার তুমি হবে ?এটাও মানি
আমার রোদের সুক্ষ আলো
তোমার থাকি এটাই ভালো

নৈবিদ্দের কর্ম সাধন
নিরাপদে আমি এখন
হাত টা ধরে বলবে যখন
আমি তোমায় ভালোবাসি |

দেখা হলে বলবো, প্রিয়
আর একবার না হয়
আমায় ছুঁয়ে নিও
পুতুল নাচের পোশাক গুলো
যত্ন করে রেখো
প্রাচীন শহর ধ্বংস হলে
আমায় খুঁজে নিও |

শীতের আধারে বনে বাদাড়ে
নেমেছে হাসনুহানা
তারই মাঝে একলা পেলে
মেলবো হেসে ডানা
কবিতায় সুর ছন্দ পাবে
পাবে তোমার নাম
তুমি আমার ভালোবাসা
তুমি আমার দাম |

স্বপ্নতেও তুমি এলে
বইলে বিরাট ঢেউ
সত্যি তোমার সাহস আছে
বুঝলো না আর কেউ
তুমি আমার ভালোবাসা
তুমি আমার সব
সঙ্গে রেখো সারাজীবন
বিদায়ে পরুক রব |

তুমি আমার ভালোবাসা
কলমে - সুব্রত বিশ্বাস

যেই নেশা তুমি লাগিয়ে দিয়েছো আমি সেই নেশাতেই আবদ্ধ এখনো সেই নেশার চাদর পেতে ঘুমোই রোজ আর তোমার স্পর্শের উত্তরীয়র খোঁজ তোম...
02/02/2025

যেই নেশা তুমি লাগিয়ে দিয়েছো
আমি সেই নেশাতেই আবদ্ধ এখনো
সেই নেশার চাদর পেতে ঘুমোই রোজ
আর তোমার স্পর্শের উত্তরীয়র খোঁজ

তোমার প্রতি আসক্ত হয়ে কত কি না করেছি
তোমাকে দেখার নেশায় প্রান্ত থেকে প্রান্ত ছুটে গেছি
তোমাকে জড়িয়ে ধরার নেশা টাই এক প্রবল উন্মাদনার সাক্ষী
হার না মেনে একসাথে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি

এক সন্ধ্যে তুমি আমার বুকে মাথা রেখে প্রেমের জোয়ারে ভেসে গেছিলে
তারপর থেকে সেই সন্ধ্যের নেশায় রোজ নিজেকে বাঁচিয়ে রেখেছি
তোমাকে হারাতে হবে জেনে তোমার প্রতি অন্যায় আবদার করেছি
ঘরে চাল বারন্ত জেনেও তোমাকে পাবার নেশায় ছুটেছি|

এক পক্ষ কাল পরেও তোমার প্রতি আমার নেশা একটুও কমেনি
হাজার ঝড় ঝাপ্টা সামলেও তুমি আমার এটাই মেনেছি
কারন আমি তোমার নেশা করেছি
হৃদয় চূরমারের ঘন্টা বেজেছিল
ঘটেছিল কত শত নিন্দের কারবার
তবুও তোমার প্রতি আমার নেশা কমে নি

ভালোছিলো সেই সমস্ত দিন
ভালোছিলো ওই আমাদের মিল
ভালোছিলো তেমনি করে পাবার নেশা
ভালোছিলো তোমাকে নিজের ভাবা

অঙ্গীকার ছিলে তুমি আমার এখনো আছো
কেন তাহলে অন্যের মিছে ভালোবাসা খোঁজো ?
বিরহের দাসত্ব করতে চাই নি
তাহলে আজ, কার গন্ধ গায়ে মাখো ?

আমি তো তোমার নেশা করেছিলাম

আমি তোমার নেশা করেছিলাম
কলমে - সুব্রত বিশ্বাস

Picture Collected

দুয়ার খুলিয়া বসিয়া আছি তাহার দেখা নাই সেই যে গেলো জল আনিতে গৃহেতে আলো নাই আঁধার আসিলো  মুর্খ ভাবিয়া বর্ষা আসিলো ঝাঁপিয়া ...
31/01/2025

দুয়ার খুলিয়া বসিয়া আছি
তাহার দেখা নাই
সেই যে গেলো জল আনিতে
গৃহেতে আলো নাই

আঁধার আসিলো মুর্খ ভাবিয়া
বর্ষা আসিলো ঝাঁপিয়া
হৃদয় তাহারে ডাকিছে গোপনে
হাঁপিয়া উঠিলো প্রাণ টা

আঁধার যখন মধ্যে গগনে
বর্ষা থামিছে খানিক টা
বাহিরেতে খুঁজিয়া আসিলাম
ভীত ভিন্ন কাল টা

নিদ্রা দেবী ফাঁকি দিয়াছে
গোপনে অন্য কারোর গৃহে
দিবা রজনি কাঁদিয়া কহে
মোর রাত্রি কেন পুড়ে

সুপ্রভাতের গুমোট আলোয়
পাইনি তাহাকে খুঁজিয়া
উহাকে সরল ভাবিয়া করিলাম আপন
উহাই টানিলো ইতি টা

দিন কাটিয়া যায় আঁধারেতে তবু আঁধার কাটিতে চাইলো না
দীর্ঘ মেয়াদ পরেও মন তাহাকে ভুলিলো না
শেষের পথে অধিক লাজে হইলো প্রেমের উদ্যাপন
নিদ্রা দেবী দিয়াছে ফাঁকি আর ফাঁকি দিয়াছে আপন |

ফাঁকি দিয়েছে আপন
সুব্রত বিশ্বাস

একদল মানুষ আরেকদল মানুষকে যে শোষণ করার  উন্মুক্ত  চিন্তায় দিনরাত শুষে নিচ্ছে, আমিও সেই নষ্ট সমাজের আরেক আলো |বাকিদের মতো...
25/01/2025

একদল মানুষ আরেকদল মানুষকে যে শোষণ করার উন্মুক্ত চিন্তায় দিনরাত শুষে নিচ্ছে, আমিও সেই নষ্ট সমাজের আরেক আলো |

বাকিদের মতো আমাকে নিয়তি কোনো আশ্রয় বা প্রশ্রয় দেয় নি,অন্যকে লুটে নেবার ক্ষমতা দেয় নি,অন্যকে লোভ - লালসায় বন্দি করে নিজের কার্য সিদ্ধির গুন্ দেয়নি |

রোমান্টিসিজমের নাম করে প্রলোভনের ফাঁদ তৈরী করার ক্ষমতা দেয় নি | আমাকে রোজ সকালে উঠে কোনো বিনোদনের মাধ্যমে শিকার খুঁজতে হয় না | আমাকে দিতে হয় না কোনো অসাধু সমাবেশে
হাততালি |

নিয়ম করে কারোর গোপনাঙ্গ ছুঁয়ে দেখতে হয় না, কোনো বেনিয়মের কারবারে ইতি টেনে ঘুমোতে যেতে হয়
না, অন্যের ঘর-সংসারে আবদ্ধ কোনো মাধবীলতার ঠোঁট কামড়ে ধরতে হয় না |

নিজেকে গুণী দেখাতে কোনো নকল সাঁজে সাঁজাতে হয় না, টানটান ও সাদা চামড়ার গন্ধ আমাকে পাগল করে না, প্রভাবশালীর দ্বারা বস্ত্রহীন করে কামরস ঝরাতে হয় না |

আমাকে কোনো প্রশংসাপত্রের লিপি দ্বারা কাবু করা যায় না, মেরুদন্ড সোজা রাখতে আরেকটা মেরুদন্ড কে পিষতে হয় না | উপমা গুলোকে নিকোটিনের নামে চালিয়ে দিতে হয় না |

কম্বল জড়িয়ে, চশমার নিচে পৈশাচিক চোখ নিয়ে দুয়ারে দুয়ারে মানুষের মনের আনাচে কানাচে ঘুরে ঘুরে সাপোর্ট ভিক্ষে চাইতে হয়না !

আমাকে এক নাটক ঢাকতে আর একটা
নাটক করতে হয়না | নিতম্বের গুণগানে আমাকে দেখতে পাওয়া যায় না | কবিদের আসরে আমাকে খুঁজে পাওয়া যায় না | সবার স্বাদে স্বাদ নেবার নেশা আমাকে গিলে খায় না |

মিষ্টি কথার ছুড়ি চালিয়ে কাউকে নগ্ন করতে হয় না, আমাকে তৈলমর্দন করে পা দুলিয়ে ঝালমুড়ি খেতে হয় না | আমাকে প্রলোভনের ফাঁদে উলঙ্গ করা যায় না | এই নষ্ট সমাজের (আলগা পিঁড়িত) এ ভাষণ ও মঞ্চ কাঁপাতে হয় না |

নষ্ট সমাজ
কলমে - সুব্রত বিশ্বাস

তুমি অন্যকারোর মান, সম্মান এবং সোহাগে জড়িয়ে আছো জেনেও তোমাকে চেয়েছিলাম |তোমার কথা, তোমার ভালোবাসা, আমার প্রতি মাধুর্য্য,...
25/01/2025

তুমি অন্যকারোর মান, সম্মান এবং সোহাগে জড়িয়ে আছো জেনেও তোমাকে চেয়েছিলাম |

তোমার কথা, তোমার ভালোবাসা, আমার প্রতি মাধুর্য্য, সবটাই থাকবে জেনেই তোমাকে চেয়েছিলাম |

তোমার মাথায় অন্যের সিঁদুর থাকা সত্ত্বেও নিজের করে পাবার নেশায় তোমাকে চেয়েছিলাম |

কোনো এক পরন্ত বিকেলে আমিও তোমার মাথায় সিঁদুর উঠিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, বলেছিলাম আজ থেকে আমরা স্বামী-স্ত্রী |

কোনো অন্যায়ের পর আমার চোখের জল দিয়ে তোমার পাদুখানি ধুঁয়ে ছিলাম, মাঝে মধ্যে তোমার আমার বীরত্বের কথা ভেবে কতোই না হেসেছিলাম |

আমার সকল বদভ্যাস ছেড়ে দেবার কারন ছিলে তুমি | আমাকে ঐশরিক সকল সুখ দিয়েছিলে তুমি | আমার প্রস্তাবে রাজি হয়ে মেতে ছিলে এক প্রাচীন সুখে |

মাঝে মধ্যে তোমাকে যখন কাঁদিয়ে মেজাজ দেখাতাম তখনও তুমি আমার বুকটা খুঁজে বেড়াতে, কত আলিঙ্গনের প্রতিচ্ছবিকে আমরা একসাথে মনে করতাম |

সেবারে যখন ভীষণ শরীর খারাপ করলো,তুমি থাকলে আমার পাশে, রাত জেগে আমাকে মাতিয়ে রাখলে এক প্রকার আনন্দের গন্ডি তে |

আজ কষ্ট হলে খুঁজে বেড়াই তোমার বুক,খুঁজে বেড়াই সেই সমস্ত সুখ, ভেবে বেড়াই সেই ঝলমলে আমাদের প্রেম, আজ কিচ্ছু বেঁচে নেই, বেঁচে নেই স্বাদ, গন্ধ, বিষ, আমিষের শীষ |

সকল প্রজাদের মতো বুক ধড়ফড় করে, আমি জল পান করে নিদ্রার আহ্বানের প্রস্তুতি নেই, নিদ্রা দেবী রুষ্ট হয়েছেন | কত স্বপ্ন তাহলে স্বপ্নই রয়ে গেলো দোষ গুনের অভাবে |

সেদিন মুখে কেরোসিন নিয়ে ছিলাম আগুন জ্বালাবো বলে, আগুনের ফুলকির মধ্যে তোমার মুখ টা একজলক দেখতে পেলাম, দেখতে পেলাম সেই মুখ, সেই কান্না, সেই বারণ আর সেই আয়না | ঘুম টা ভেঙে গেলো !

আমাকে লোকে এখন পাগল বলে, সেদিন খাবারের থালা থেকে ভাত গুলো আকাশে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, কে যেন অন্ধকারে ঢিল ছুঁড়ে ছিল আমি অজ্ঞান হয়েছিলাম |

এক মজার স্বপ্ন দেখলাম !
স্বেতা তোমার আমার সংসার হয়েছে, আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে, মেয়েটা তোমার মতো অবিকল আমাকে ডাকছে, আমার খোঁচা খোঁচা দাড়ি গুলো টানছে, তুমি আমি ঘুরতে গেছি পাহাড়ে, সেখানে অনেক বরফ পড়েছে, তুমি বরফে খেলা করছো, বাড়িতে কার কার যেন ঝগড়া লেগেছে টেলিফোন এলো |

ঘুম টা ভেঙে গেলো আমি জল পান করলাম, আমার চোখে জল কেন এমা|
আমার ঘরটায় অনেক মাকড়শা এসেছে,এখন তাদের রাজত্ব,রোজ দিন তাদের জাল দিয়ে ঘর বানানো দেখি, দেয়ালে লেখা বিষাক্ত পাগল |

সেদিন একটা বাঁশিওয়ালা এলো !
বাঁশি শুনতে শুনতে আমি তোমার বুকে মাথা রাখবো তোমার বুক টা খুজছিলাম খুঁজছিলাম |

আমার এক বন্ধু এলো কিন্তু আমার তো কোনো বন্ধু নেই, শুধু তুমি ছিলে
আমাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে গেলো | আমি বাড়ি যাই নি, আমি বাড়ি যাবো, আমাকে আটকে রেখেছে, এখানে সবাই আমাকে কামড়ে দিয়েছে, আমার শরীরে কাটা দাগ, তোমার দাগ গুলো মুছে গেছে, একজন আসে রোজ একটা করে সুই দিয়ে যায় |

আমি বাড়ি যাবো বলে কাঁদি, কেউ শোনে না, কেউ আসে না দেখতে আমায় | সারাদিন পাগল গুলো আমাকে পাগল করে দিচ্ছে | আমি কাগজ পেয়েছি কলম পেয়েছি , তোমাকে চিঠি লিখছি | তোমার নতুন ঠিকানা আমি জানি না, জানি না আমি| আমাকে বাঁচাও ওরা মেরে ফেলবে আমাকে কামড়ে কামড়ে |

আমি তো তোমাকে চেয়েছিলাম তাহলে এরা কারা ?

তোমাকে চেয়েছিলাম ( বিষাক্ত পাগল )
কলমে - সুব্রত বিশ্বাস

Address

West Bengal/North Bengal
Siliguri
734004

Telephone

+918348239777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venomic maniac/বিষাক্ত পাগল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Venomic maniac/বিষাক্ত পাগল:

Share