
03/06/2025
তুমি বলেছিলে আমি নাকি তোমার খাঁটি ভালোবাসা
দুই নয়ন চেয়ে আমায় দেখতে চাওয়া নাকি তোমার একমাত্র আশা
শুরুর দিকে তুমি আমায় বলতে শুধু ভালো
বছর ঘুরতেই আমি তখন তোমার কাছে কালো
এক লহমায় প্রেম নিবেদন সুখে পলক ভারী
মিষ্টি ভাবে বলতে শুধু তোমার সাথে আড়ি
হা করে শুধু থাকতে চেঁয়ে গিলতে কথা রোজ
এখন তোমার সময় ভালো স্বার্থ যে শেষ
রূপের মায়ার ভাব ভালোবাসা কিনতে চাওয়া আশা
এসব দেখে গুনছি দিন আমার দূরের ভালোবাসা
এক ঝটকায় হলো শুরু তবে এখন সব শেষ
তোমার সাথে আরেক জন মানায় বড়ো বেশ
একটু খানি ঘ্রান চেয়েছি সুখ চেয়েছি চেয়েছি তোমার কেশ
সবশেষে দিলে আমায় মিথ্যে গল্পের দেশ
হারাই নি আমি পেয়েছি ভীষণ ব্যাথা
ব্যাথার তারায় ভুলতে বসেছি তোমার আসল সাঁজা |
তুমি বলেছিলে অন্যের কাঁধে কখনো হাত রাখবে না
তুমি বলেছিলে অন্যের পাশে গিয়ে প্রেম ভাব জাগাবে না
তুমি বলেছিলে তার পাশে গিয়ে আর দাঁড়াবে না
তুমি বলেছিলে অন্য কাউকে আর জড়িয়ে ধরবে না
তুমি বলেছিলে এক বিছানায় তার সাথে আর ঘুমোবে না, এক সাথে কোথাও আর হাতে হাত রেখে ঘুরতে যাবে না |
তোমার কাছে এই অন্যায় দাবি করার সাজা আমি পাচ্ছি |
তুমি বলেছিলে আরো কত কি
সেই সবের উত্তর খোঁজা এক বিরাট যন্ত্রণার বিষয় |
তোমার ঠোঁট ছুঁয়েছে তার বারে বারে
আমার শেষ অবসাদ টাও তুমি বলেছিলে |
আমি যে হেরে যাবো, আমি যে ভেঙে যাবো সেটাও তুমি বলেছিলে |
তুমি বলেছিলে তাকে ছাড়া তোমার দিন চলেনা আমাকে মিথ্যে গুলো তুমিই বলেছিলে |
তুমি বলেছিলে
কলমে - সুব্রত বিশ্বাস