05/09/2025
আজ ৫ ই সেপ্টেম্বর,শিক্ষক দিবস ,
শিক্ষক দিবস, বিশ্বের প্রত্যেক শিক্ষার গুরুদেবদের সম্মান জানানোর জন্য প্রতিবছর এই ৫ সেপ্টেম্বর পালন করা হয় তবে শিক্ষক দিবস যে মানুষটির জন্মদিন উপলক্ষে পালন করা হয়, তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ছোটবেলায় প্রথম যে মানুষটা আমার হাত ধরে হাটতে,চলতে , কথা বলতে
হাতে খড়ির প্রথম 'অ' 'আ' যিনি শিখিয়েছিলেন , তিনি আমার *মা*।
তিনি শুধু অক্ষর শেখাননি—
শিখিয়েছিলেন মানুষ হতে গেলে কেমন হতে হয়, কেমন করে জীবনের সাথে লড়তে হয়।
জীবনের প্রতি মুহূর্তে এই পাঠ তিনি দিয়েছেন,
সেই তো আমার প্রথম *শিক্ষক*।
তারপর জীবনে এলো স্কুল…
স্কুল ড্রেস, বইয়ের ব্যাগ, চোখে ভয়, মুখে কৌতূহল,
প্রথম ক্লাসে বসে মনে হচ্ছিল— পুরো দুনিয়া যেন নতুন!
ক্লাসে ঢুকেই এক ম্যাডাম হেসে বললেন,
*“ভয় পেও না, আমরা সবাই একসাথে শিখবো।”*
তখন না বুঝলেও, এখন বুঝি—
সেই কথায় লুকিয়ে ছিল ভালোবাসা, আশ্বাস আর নির্ভরতা।
*"হাইস্কুলে গিয়ে জীবনের আরেক লড়াই শুরু।*
বন্ধু বদল হলো, বইয়ের চাপ বাড়লো, কত টিউশন, পরীক্ষা
দিন শুরু হতো টিউশন পড়া দিয়ে , শেষ হতো পড়া দিয়েই
আর নিজেকে প্রমাণ করার চাপও যেন প্রতিদিন বাড়তে থাকলো।
ক্লাসে কেউ ছিল ফার্স্ট, কেউ সেরা খেলোয়াড়,
এই সব কিছু নিয়েই ছিল লড়াই , নিজেকে প্রতিষ্ঠিত করা।
ঐ সমস্ত
শিক্ষক-শিক্ষিকাদের রাগ, বকা, গম্ভীর মুখ—
তার মাঝেও ছিল অদ্ভুত একটা ভালোবাসা,
যেটা আমাকে একটু একটু করে গড়ে তুলেছে।
রেজাল্ট, প্রতি যোগিতা, সবার থেকে ভালো করার চাপ, তার মাঝেও কিছু আনন্দ, কান্না।
ক্লাস টিচার, অঙ্ক স্যার, ইংরেজি স্যার—
প্রত্যেকে আলাদা, কিন্তু লক্ষ্য একটাই—
আমায় গড়ে তোলা।
তাঁদের ধৈর্য, ভালোবাসা, বকা, রাগ—
সবকিছুর মধ্যে ছিল নিঃস্বার্থ মমতা।
আজ ভাবলে মনে হয়,
স্কুল শুধুমাত্র একটা পড়াশোনার জায়গা নয়,
এটা ছিল একটা জীবনের স্কুল—
যেখানে প্রতিটা দিন ছিল নিজের সঙ্গে একেকটা নতুন পাঠ নতুন দিন।"
আজ আমি হয়তো নিজের জগতে কিছু একটা করি,
অনেক মানুষ চেনে, ভালোবাসে—
কিন্তু তার পেছনে ছায়ার মতো আছেন তাঁরা,
যারা আমায় *ভুল করতে দিয়েছিলেন*…
তারপর সেই ভুল থেকেই *শিখিয়েছিলেন*।
পড়াশোনা শেষ করে আবার জীবনের একটা নতুন যুদ্ধের শুরু।
* কিন্তুআমি ঐ সমস্ত দিনগুলোকে বড্ড মিস করি।* 💭
আজ শিক্ষক দিবসে
তাঁদের জানাই অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা।
শত বকুনি, শাসন—সব ছিল আমার ভবিষ্যতের জন্য।
তাঁদের ঋণ কোনোদিন শোধ হবার নয়।
আজ আমি যেটুকুই বড়ো হতে পেরেছি সব আপনাদের সেদিনের সেই স্নেহ ও শাসনের ফলাফল
জানি না ভালো মনের মানুষ কতটুকু হতে পেরেছি, কিন্তু যা হয়েছি সব আপনাদের জন্যই।
তাই, অন্তর থেকে এটুকুই চাই যে,
আমার সমস্ত শিক্ষক/শিক্ষিকা
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।।
শুভ শিক্ষক দিবস
Happy Teacher's Day 😊🙏🙏