
15/07/2025
যৌ**ন হে*ন*স্তা*র বিচার চেয়ে গা*য়ে আ*গু*ন দেওয়া ছাত্রীর মৃ*ত্যু*তে ক্ষোভে ফুঁসছে ওড়িশা। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবি করে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। আগামী ১৭ জুলাই আটটি দল একসঙ্গে মিলে রাজ্যজুড়ে ‘ওড়িশা বন্ধ’ ডেকেছে। গোটা ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হ**ত্যা’ বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।