12/10/2025
বন্যার মধ্যেও মানবতার বার্তা — ত্রাণ ও চিকিৎসা পরিষেবায় জলপাইগুড়ি অভয়া মঞ্চের অনন্য উদ্যোগ
*ত্রাণ কাজে জলপাইগুড়ি অভয়া মঞ্চ*
শুধু অভয়া'র ন্যায়বিচারের দাবীতে আন্দোলন নয়, গোটা রাজ্যজুড়ে থ্রেট কালচার প্রতিহত করবার দাবীতে আন্দোলন নয়, উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ধারাবাহিক ভাবে ' অভয়া ক্লিনিক' সংগঠিত করে চলেছে জলপাইগুড়ি অভয়া মঞ্চ।
সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হচ্ছে। অভয়া মঞ্চের স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই পরিষেবা দিয়ে চলেছেন।
আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের মন্দোলবাড়ি, কাঠরবাড়ি, টুসিরবাড়ি ও জলদানপাড়া ইত্যাদি গ্রাম এলাকায় জলপাইগুড়ি অভয়া মঞ্চের ২৫ জন সদস্য / সদস্যা ও ০৬ জন চিকিৎসক সারাদিন ধরে পরিষেবা প্রদান করেন। অভয়া মঞ্চের পক্ষ থেকে ডাঃ সুদীপন মিত্র, ডাঃ নিরঞ্জন হালদার এবং এসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস এর পক্ষ থেকে ডাঃ অমিত হালদার ও ডাঃ কল্যাণ মন্ডল উপস্থিত ছিলেন। শুধু স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়া নয়, স্বেচ্ছাসেবক বাহিনী ঘরে ঘরে গিয়ে বন্যা পরবর্তী সময়ে কি কি প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা দরকার সেই নিয়ে ও সচেতনতা মূলক প্রচার চালান। কিছু বয়স্ক ও ছোটো বাচ্চাদের মধ্যে বন্যার ট্রমা কাটাতে চিকিৎসক রা প্রয়াস নেন। এই রকম বন্যা- বিধ্বস্থ প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষ হাতের কাছে চিকিৎসক দের পেয়ে খুব খুশি হন। শুধু স্বাস্থ্য পরিষেবা প্রদান ই নয়, আজ প্রতিটি শিবিরেই মহিলাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে স্যানিটারি প্যাড ও তুলে দেওয়া হয়। ঐ সমস্ত এলাকার বাচ্চাদের হাতে কিছু খেলনা ও তুলে দেওয়া হয় অভয়া মঞ্চের পক্ষ থেকে। অসহায় মানুষের পাশে যেভাবে অভয়া মঞ্চ নিজেদের উদ্যোগে ক্রমাগত দাঁড়াচ্ছেন, তাকে নিছক প্রশংসা করলে ছোটো করা হবে।
জলপাইগুড়ি অভয়া মঞ্চের তিন আহ্বায়ক দেবপ্রিয়া সেন, শুভঙ্কর সিনহা ও অনন্যা সেন একযোগে দৃঢ় প্রত্যয়ের সাথে জানান, " আমরা ধারাবাহিক ভাবে বন্যাক্লিষ্ট মানুষের পাশে থাকবো এবং আরও বৃহত্তর ভাবে কিভাবে এত বিপুল সংখ্যক মানুষের পাশে থাকতে পারি, তার জন্য আরও বড় উদ্যোগ গ্ৰহণ করবো। "
জলপাইগুড়ি অভয়া মঞ্চ যেভাবে একেবারে প্রত্যন্ত এলাকায় ছুটে বেড়াচ্ছেন, সেখানে এখনও অনেকে পৌঁছাতেই পারেন নি। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে,অদম্য ইচ্ছাশক্তি ও সেবা করবার সমষ্টি গত মনোভাবের জন্যই এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, জলপাইগুড়ি অভয়া মঞ্চ আজ তা প্রমাণ করে দিয়েছে।