04/10/2025
অতিবৃষ্টিতে ভেস্তে যেতে বসেছে পূজো কার্নিভালের প্রস্তুতি।
আকাশে কালো ঘনও মেঘ রয়েছে, শুরু হয়েছে ভারি বৃষ্টি।এর মধ্যেই আজ বিকেল পাঁচটা থেকে শিলিগুড়ি পুজোর কার্নিভাল।বৃষ্টির ফলে রাস্তার অলংকরণ (আলপনা) জলের তরে ভেসে যাচ্ছে ।