Ss News

Ss News Sangbad Shikhar News Portal is a modern and trusted media that publishes news on all major topics.
(3)

10/02/2025

ननी छी: छी: ननी
ননী ছি: ছি: ননী

বিশ্ববিখ্যাত তবলা শিল্পী জাকির হুসেন ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে প্রয়াত হয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিসকোর...
15/12/2024

বিশ্ববিখ্যাত তবলা শিল্পী জাকির হুসেন ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে প্রয়াত হয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। জাকির হুসেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীতের মেলবন্ধনের জন্য খ্যাতি অর্জন করেন। তাঁর দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি গ্র্যামি-সহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।

02/09/2024

First Look of Vande Bharat Express Sleeper Version.




14/07/2024






ভাইরাল খবর (বন্দে ভারত এক্সপ্রেসে ‘হালাল চা’ বিতর্ক)

সম্প্রতি, বন্দে ভারত এক্সপ্রেসে একটি যাত্রী 'হালাল চা' গ্রহণে অস্বীকার করেন। নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী 'হালাল' শব্দে বিরক্ত হচ্ছেন, যখন কর্মী তাঁকে বোঝানোর চেষ্টা করছেন যে চা শাকাহারী।

প্রশ্ন উঠছে, IRCTC কেন ভারতীয় রেলওয়ে হালাল সার্টিফিকেটযুক্ত পণ্যকে প্রচার করছে? FSSAI সার্টিফিকেটযুক্ত পণ্যগুলিকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না?

আমরা আশা করি, এই ভিডিওটি ভাইরাল হবে এবং এটি রেলমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে, যাতে রেলযাত্রীদের ধর্মভিত্তিক সার্টিফিকেটযুক্ত খাবার সরবরাহ বন্ধ করা হয়।

11/07/2024

ট্রেনের ধাক্কায় একটি হাতির গুরুতর আহত হওয়ার ভিডিও সোসাল মিডিয়ার ভাইরাল। ঘটনাটি ঘটেছে শিয়ালদা থেকে আগরতলা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় , হাতিটি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের যোগীরোড এবং আজুরি রেল স্টেশানের মধ্যবর্তী জায়গায় Ajuri Rd, Jagiroad, Assam.

25/03/2024

সোমবার দোলপূর্ণিমার পূণ্য অবসরে শহরের ২৯ নম্বর ওয়ার্ডেও দোল উপলক্ষ্যে আয়োজিত হয়েছিলো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে প্রভাতফেরীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলো প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন বয়সীর নাগরিকেরা। এই অনুষ্ঠানে সমস্ত নাগরিকদের সঙ্গে পা মেলান ওয়ার্ড কাউন্সিলর শরদীন্দু চক্রবর্তী এরপর ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত হয় সাস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলো কচিকাচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের সাংস্কৃতিক মনস্করা এই উৎসবে ওয়ার্ডের সমস্ত নাগরিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

14/10/2023

দুর্গার মৃন্ময়ী মূর্তিতে চক্ষু দান করে চিন্ময়ী রূপ দেওয়া হয়। শুক্রবার ছিল পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। সেই দিনে মাকে চক্ষুদান করার রীতি রয়েছে। দেবীর চক্ষুদানের মধ্যে দিয়ে দেবীর আগমনের বার্তা দেওয়া হয়। সেই রীতি অনুসারে এদিন আজ কুমোরটুলিতে গিয়ে চক্ষু দানের দেবীর আগমনী বার্তা দিলেন শিলিগুড়ির পুর কর্পোরশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

14/10/2023

পিতৃপক্ষের অবসান হয়ে শুরু দেবীপক্ষের। মহালয়ার পূর্ণ তিথিতে শিলিগুড়ি জলপাইগুড়ি সহ সমস্ত জায়গাতেই তর্পন করতে দেখা গেল পূণ্যার্থীদের। মহালয়া উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় শোভাযাত্রার।...... শহর শিলিগুড়ির মহানন্দা নদীতে দেখা গেল তর্পনের উদ্দেশ্যে পূণ্যার্থীদের ভিড়। এদিনের পূর্ণ্য তিথিতে ভোর বেলায় স্বর্গীয় পিতৃপুরুষদের তিল-জল অর্পনের উদ্দেশ্যে পুণ্যার্থীরা মহানন্দা নদীর ঘাটে এসে উপস্থিত হন। এদিন মহানন্দা নদীর ঘাটে নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়। সকাল থেকে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পুলিশ কমিশনার সি. সুধাকরের নেতৃত্বে সুষ্ঠ ভাবে চলে মহানন্দা ঘাটে তর্পন পর্ব।

14/10/2023

দুর্গাপূজোর সময় শহরকে নিরাপদ রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দুর্গা পূজোর আগে নিরাপত্তা বাড়ানোর জন্য ভক্তিনগর এবং শিলিগুড়ি থানার অধীনে বেশ কয়েকটি এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। শনিবার ভক্তিনগর থানায় সিসিটিভি ক্যামেরা এবং নজরদারি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তাঁর সঙ্গে ছিলেন এডিসিপি শুভেন্দ্র কুমার, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্ত, ডিসিপি হেডকোয়ার্টার জয় টুডু প্রমুখ। এদিন পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, পূজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেজন্য এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে নজরদারি বাড়বে। এদিন দুই থানার মোট ৮০টি ক্যামেরা উদ্বোধন করা হয়।

14/10/2023

হাওড়ার ধুলাগড়ে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় ইমামি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনা কীভাবে ঘটল তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় 11 টি দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পার্শবর্তী এলাকায় আগুন ছড়িয়ে না পরে সেদিকে নজর রেখে আগুন নেভাবার কাজ চালাচ্ছে দমকল বাহিনী। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিদ্যুৎ সংযোগ।

Address

D. B. C Road, DESHBANDHU PARA
Siliguri
734004

Alerts

Be the first to know and let us send you an email when Ss News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share