Dosor Tv Bangla
বর্মন নেটওয়ার্ক এর প্রধান কার্যালয় শিলিগুড়ি লাগোয়া শিবমন্দিরে হলেও বর্মন নেটওয়ার্কের ছড়িয়ে পড়া শুরু হয়েছে গোটা বাংলাতেই। লড়াইটা শুরু হয়েছিল 2017 সালে, আইনি স্বীকৃতি এবং তথ্যপ্রযুক্তিগত সমস্ত রকম উন্নতি ঘটিয়ে পথে নামা 2018 সালে। গ্রাহককে সুষ্ঠ পরিষেবা দিতে বদ্ধপরিকর বর্মন নেটওয়ার্ক। আর সেই কারণেই টানা 1 বছর অক্লান্ত পরিশ্রম করে নেটওয়ার্কিং এর সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছতে শুরু করেছে বর্মন নেটওয়ার্কের সেটাপ বক্স। ডিজিটাল ব্রেক ছবি আর নয়, ঝাঁ-চকচকে ছবি দিতে বর্মন নেটওয়ার্ক এর জুড়ি মেলা। আর সার্ভিস?তা নিয়ে তো কথাই নেই। কারণ বাংলার দক্ষ টেকনিশিয়ান দের দ্বারা পরিচালিত বর্মন নেটওয়ার্কের নেটওয়ার্কিং। দক্ষতা সব সময় সেরা টাই উপহার দেয়। আর সেই কারণেই বর্মন নেটওয়ার্কের সেট অফ বক্স আপনার ড্রয়িং রুমে ঝা চকচকে ছবি উপহার দিতে তৈরি। ফ্রি টু এয়ার চ্যানেল ই বলুন বা পে চ্যানেল, আপনার পছন্দের বাছাই করা চ্যানেল ভারত সরকারের ট্রাই এর নিয়ম মেনে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বর্মন নেটওয়ার্ক। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন শহরে এবং গ্রামে বর্মন নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আসলে ভালো কে কাছে করে নিতে সবাই চায়। আর ভালো জিনিসটি খুঁজে নিতে মানুষের একটু সময় লাগে বটে, কিন্তু একবার ভালো জিনিস হাতে এলে তা হয়ে ওঠে পরিবারের সদস্য। ঠিক তেমনই বর্মন নেটওয়ার্ক এখন বাংলার বিভিন্ন গ্রাম এবং শহরের দোসর হয়ে উঠেছে। দোসর শব্দটির অর্থ কামতাপুরী রাজবংশী ভাষায় বন্ধু। আর সেই কারণেই বর্মন নেটওয়ার্কের কেবল লাইন ও সেট অফ বক্স আপনি সংযুক্ত করলে আপনি পাচ্ছেন স্থানীয় সংবাদ এবং বিনোদন মূলক দুটি চ্যানেল, যার নাম দোসর। বর্মন নেটওয়ার্ক ভারত সরকারের ট্রাই এর সমস্ত রকম নিয়ম নীতি মেনে গ্রাহক পরিষেবা দিতে 24 ঘন্টা 365 দিন তৈরি। গ্রাহককে সুষ্ঠু পরিষেবা দেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হেল্পলাইন নম্বর এর ট্রাই এর নিয়ম নীতি মেনে বর্মন নেটওয়ার্কের রয়েছে হেল্পলাইন নম্বর এবং দক্ষ টেকনিশিয়ান যারা যে কোন সমস্যায় আপনার ঘরে সমস্যাহীন ছবি পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে। ফলে বর্মন নেটওয়ার্কে দোসর করছে বাংলা।