পুকুরঘাট পত্রিকা

পুকুরঘাট পত্রিকা পুকুরঘাট পত্রিকা মেয়েমানুষের জীবনের আশা-আকাঙ্খা, সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনার কথা প্রকাশ করে

বাংলায় মেয়েদের মনের কথা বলার জায়গা ছিল পুকুরঘাট। সেখানে মেয়েরা ঘরের কথা, মনের কথা, সুখের কথা অসুখের কথার সঙ্গে কখনও হয়ত দেশের কথাও বলত।

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে

না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

পুকুরঘাট পত্রিকা সাধারণত মেয়েদের অপ্রাপ্তি, প্রাপ্তি, চাহিদা, চাহিদা পূরণ, সমাজে মেয়েদের অবস্থান ইত্যাদির কথাই বলে। সেখানে হঠাৎ পরপুরুষ ও বরপুরুষ বিষয় কেন! আপাত দৃষ্টিতে বিষয়টি রসাল, মুচমুচে।পরপুরুষ ও বরপুরুষের অবস্থান বা যুযুধান নিয়ে মেয়েদের কী যায় আসে, কী উন্নতি হয় মেয়েদের তাতে, কিছুই নয়! তবু আমরা এমন একটা বিষয় বাছার পেছনের গল্পটি বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছে।

Website: https://www.pukurghat.in/

07/03/2023

আজ দোল পূর্ণিমা (Dol Purnima 2023)। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সবার হৃদয়, প্রাণ।
শুভ দোলযাত্রা আর হোলির রঙ্গিন শুভেচ্ছা রইলো সবার জন্য।
🙂🙂


সরস্বতী পুজো, বইমেলা, প্রেমদিবস সব শেষ, এবার একটু ভাল লেখা পড়বেন তো? বেশ তাহলে পড়ুন প্রতিভা সরকারের লেখা Prativa Sarker ...
15/02/2023

সরস্বতী পুজো, বইমেলা, প্রেমদিবস সব শেষ, এবার একটু ভাল লেখা পড়বেন তো? বেশ তাহলে পড়ুন প্রতিভা সরকারের লেখা Prativa Sarker "মহেঞ্জোদারো সুতা"

প্রতিভা সরকারের লেখার দক্ষতা নিয়ে, বিষয় নির্বাচন নিয়ে আলাদা করে বলার মানে নেই। আপনারা যারা প্রতিভাদির লেখার ইতমধ্যেই ভক্ত, পছন্দ করেন তাঁরা তো পড়বেনই, যাঁরা এখনও পড়েননি ওঁর লেখা অবশ্য পড়ুন। চার পর্বের গল্পে আজ প্রথম পর্ব পুকুরঘাট পত্রিকায়। এখানে লিঙ্ক দেওয়া হল। অবশ্য পড়ে মত জানান।
চারপর্বের গল্পে লেখা দেওয়ার জন্য পুকুরঘাট কৃতজ্ঞতা জানাল প্রতিভা দি।

মহেঞ্জদারো সুতা (পর্ব ১) প্রতিভা সরকার মেয়েটা হঠাতই সাদা একটা গাড়ি থেকে নামল। একটা নীল

24/10/2022

পুকুরঘাট পত্রিকার পক্ষ থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা। আমাদের অন্তরের আলো জ্বলে থাক আজীবন।

17/10/2022

পুজোয় আমরা খুব সাজুগুজু করলাম কদিন ধরে। সেসব সাজের ছবি নিয়ে হাজির পুকুরঘাট পত্রিকা। আজকে আমাদের কাছে সাজের ডালি নিয়ে এলেন সুকন্যা রক্ষিত গুপ্তা। সুকন্যা পুকুরঘাটের সদস্য বহুদিন। তাছাড়াও তাঁর নানা পরিচয়। দেখুন, মন্তব্য করুন সাইটে গিয়ে

11/09/2022

পুকুরঘাট পত্রিকায় আসছে চার পর্বের গল্প।

প্রকাশিত হলো Sanghamitra Roychowdhury Dasgupta-র ধারাবাহিক কুয়ো দর্শ্ন। পত্রিকায় গিয়ে মন্তব্য করল্রে আমাদের খুব ভালো লাগ...
21/08/2022

প্রকাশিত হলো Sanghamitra Roychowdhury Dasgupta-র ধারাবাহিক কুয়ো দর্শ্ন। পত্রিকায় গিয়ে মন্তব্য করল্রে আমাদের খুব ভালো লাগবে
https://www.pukurghat.in/kuyo-darshan-porbo-2/

সঙ্ঘমিত্রা রায়চৌধুরী দাশগুপ্ত   পরীক্ষা এলেই তেড়েফুঁড়ে জ্বর আসতো আমার। প্রত্যেকবার। হাফ-ইয়ার্লি হত ভরা গ্রীষ্ম....

এ গল্প পয়লা আষাঢ় দিলে মন্দ হতনা। ঘাট বাঁধাইয়ের কাজে দেরি হল আমাদের। তবু এ গল্প আপলোডের পর আমরা দেখছিলাম বাইরে সত্যিই অঝো...
21/08/2022

এ গল্প পয়লা আষাঢ় দিলে মন্দ হতনা। ঘাট বাঁধাইয়ের কাজে দেরি হল আমাদের। তবু এ গল্প আপলোডের পর আমরা দেখছিলাম বাইরে সত্যিই অঝোরে বৃষ্টি পড়ছে। এই এখনও তাই দেখছি। পড়ুন রোহিণী ধর্মপাল -এর গল্প মেঘদূতম

রোহিণী ধর্মপাল   জুনের শুরুতেই সেবার বর্ষা ঘন ঘন গর্জন সহ ঢুকে পড়ল বাংলাতে। বৈশাখ-জৈষ্ঠের

15/08/2022
15/08/2022

সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পুকুরঘাট পত্রিকার পক্ষ থেকে।

কস্তুরী চট্ট্যোপাধ্যায় দেশে বিদেশের বিচিত্র জীবন দেখেছেন, নিজে সংবাদে ছিলেন দীর্ঘদিন, সংবাদের সঙ্গে জীবন যাপন করেছে আরও ...
21/07/2022

কস্তুরী চট্ট্যোপাধ্যায় দেশে বিদেশের বিচিত্র জীবন দেখেছেন, নিজে সংবাদে ছিলেন দীর্ঘদিন, সংবাদের সঙ্গে জীবন যাপন করেছে আরও বেশি, বালুরঘাটের ছোট্ট শহর, কলকাতা, দিল্লি তিনটি সম্পূর্ণ ভিন্ন জায়গায় বাস করেছেন। জীবনে উত্থান পতন দেখেছেন বিস্তর তাই নিয়ে লড়েও গেছেন। এই সব অভিজ্ঞতা তাঁর কবিতায়, গদ্যে গপ্পে স্পষ্ট। বাংলাটিও চমৎকার। কাজেই কস্তুরীদির উপন্যাস পুকুরঘাটে একটি অন্য আকর্ষণ তৈরি করবে বলাই বাহুল্য।
ওঁর উপন্যাসের প্রথম পর্বটি প্রকাশিত হয়ে পুকুরঘাটের সারাই কর্মের জন্য বন্ধ ছিল দীর্ঘদিন। এবার নিয়মিত হবেন। আপনাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক আবার দিলুম। আর কবে কবে আমাদের পুকুরঘাট পত্রিকায় অন্যান্য পর্ব পাবেন তার হদিশ দিলুম।
https://www.pukurghat.in/ashrito-sukh-porbo-1/

Address

Singur

Alerts

Be the first to know and let us send you an email when পুকুরঘাট পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুকুরঘাট পত্রিকা:

Share

Category