মথ।। MOTH

মথ।। MOTH কবিতা ও কবিতা বিষয়ক ত্রৈমাসিক...

মথ - এর কথা মানে মিথ -এর কথা। রেশমবৃত্তের প্রতিষ্ঠার সুতো ছিঁড়ে উড়ে যাবার স্বপ্ন। রাত্রিবেলা মসজিদ মোড়ে উড়ে বেড়ানো। ডানা মেলা বইয়ের মতন করে বসা। মথ-এর জন্মলগ্ন থেকে বৃষ্টির খুব যোগ আছে। তাই আজও এর কোনও কিছু, কোনও ভাবনা ডানা মেলতে শুরু করলেই মেঘ করে। বৃষ্টি-সম্ভাবনা দেখা যায়। মথ স্বল্পায়ু। তাই প্রতিটি জন্মই তার নতুন জন্ম। ছাপার অক্ষরে সে নয়টা বছর পেড়িয়ে এলেও তার প্রতিটি সংখ্যায় মৃত্যু,

জন্ম প্রতিটি সংখ্যায়। নিজের ধ্বংসের ছাই থেকে তার রেজারেকশন হয়। ফিনিক্স পাখির মতো। জিশাশ ক্রাইষ্টের মতো। মথ-এর পাখা বহুবর্ণ -লাঞ্ছিত। তাই সে অনেকরকম উড়ানে বিশ্বাস করে। লয়ং ফ্লাইট। শর্ট ফ্লাইট। অবশ্য দীর্ঘ উড়ানপথের জেটল্যাগ সে নিতে পারে না। মথ তাই মাঝে মাঝে অনিয়মিত হয়। আবার, সেই ধ্বংসের মধ্যে থেকে সে জেগে ওঠে, অগ্ন্যুৎপাতসমেত।

সৌম্যদ্বীপ চক্রবর্তীর গুচ্ছ কবিতা
22/05/2025

সৌম্যদ্বীপ চক্রবর্তীর গুচ্ছ কবিতা

ছক খাটকে চেয়ার চেয়ারকে আলমারি ঘরকে টেবিল টেবিলকে ফুলদানি এমন করতে করতে যখন লোকটা একসময় ভুলে গেল কোনটা আসলে কী ....

শুভদীপ ঘোষাল এর গুচ্ছ কবিতা, এবারের মথের হাওয়া ঘরে
10/05/2025

শুভদীপ ঘোষাল এর গুচ্ছ কবিতা, এবারের মথের হাওয়া ঘরে

টোটেম পোড়ামাটির ঘোড়া দেখে মাঝে মাঝে ঘোড়া মাংসের লোভ হয় শুনেছি সুস্বাদু দূর থেকে দেখল...

30/04/2025
কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা নিয়ে লিখতে গিয়ে কবি অচিন্ত্য মাজী লিখেছেন "দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কবিতায় বারবার সত্তার...
01/04/2025

কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা নিয়ে লিখতে গিয়ে কবি অচিন্ত্য মাজী লিখেছেন "দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কবিতায় বারবার সত্তার ফিরে আসাকে লক্ষ্য করি নিজের মাটির কাছে, সংস্কৃতির কাছে, শেকড়ের কাছে। 'গ্রামদেবতা'তে এই ফিরে আসা তাৎপর্যময়। মনখারাপের কোনো মুহূর্তে অবসাদ অথবা বিচ্যুতি যখন ঘিরে ধরে তখন এই আশ্রয়ই কবিকে শান্ত করে। মাটির গন্ধে যে ডাক মিশে আছে তা রূপকথা দিয়ে গড়া, মাটির গানে যে প্রণয় মিশে আছে তা লোককাহিনির লাবণ্যে বাঙময়। "

মথ-এর নতুন সংখ্যায় থাকছে দিলীপ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা, সাক্ষাৎকার( সাক্ষাৎকার-টি গ্রহণ ও নির্মাণ করেছেন কবি প্রদীপ সিংহ ), কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়-এর কবিতাভাবনা আর তাঁর কবিতা নিয়ে কবি অচিন্ত্য মাজী এবং কবি উজ্জ্বল মাজীর প্রবন্ধ ।

সংখ্যাটি পাওয়া যাবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলায়

কয়েকদিন থাকব মেলায়, বন্ধুরা
11/01/2024

কয়েকদিন থাকব মেলায়, বন্ধুরা

"লেখা না এলেই বিষাদের কালো মেঘ ঘনিয়ে আসত একদিন। আর বুঝি কোনোকালে লেখা হবে না। হতাশা ঘিরে ধরত আমায়। নারায়ণ মুখোপাধ্যায়ের ...
08/12/2023

"লেখা না এলেই বিষাদের কালো মেঘ ঘনিয়ে আসত একদিন। আর বুঝি কোনোকালে লেখা হবে না। হতাশা ঘিরে ধরত আমায়। নারায়ণ মুখোপাধ্যায়ের 'বাঁকে বাঁকে ছোটো নদী' গ্রন্থের 'না-লেখা' গদ্যটি পড়ে এখন আশ্বস্ত হই- 'লেখার সময় যেমন আছে, না-লেখারও সময় আছে।... একজন লেখক যদি খুব লঘু হন, তাহলে তাঁর না-লেখার সময়কে দুঃসময় বলে ভাববেন। লেখক যদি, তবে তার না-লেখা সময়ের মধ্যেও একটি লেখা। সীমাহীন নিরবচ্ছিন্ন লেখা। লক্ষ লক্ষ লেখা হারিয়ে গিয়ে মরে গিয়ে একটি লেখা যা হারিয়ে যেতে পারত; লেখকের সাধ্য ছিল না তাকে হাজির করা।' তাই হারিয়ে যাওয়া লেখা নিয়ে দুঃখ করে লাভ নেই। যাকে আমার করে নিতে পারিনি, তার চলে যাওয়াকে মেনে নিতে হয়।"

মথ-এর সাম্প্রতিক সংখ্যায় তরুণ কবি উজ্জ্বল মাজী র কবিতাগুচ্ছ, কবিতাভাবনা সাক্ষাৎকার প্রকাশিত হবে ।

আপনার অপেক্ষায়, পাঠক

বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় আমরা । পাঁচ নম্বর টেবিলে । আমাদের বইপত্র নিয়ে বসে আছে রাতুল । ও সাহিত্যের ছাত্র । ইংরাজি স...
24/11/2023

বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় আমরা । পাঁচ নম্বর টেবিলে । আমাদের বইপত্র নিয়ে বসে আছে রাতুল । ও সাহিত্যের ছাত্র । ইংরাজি সাহিত্য ওর পড়াশোনার বিষয় । বন্ধুরা, আপনাদের প্রতীক্ষায় আমরা ...আসুন

কবিতা বিষয়ক মথ সবসময়েই প্রকাশের স্বাতন্ত্র্য চায় । ফলে এই পত্রিকা কবির গুচ্ছ কবিতাই নয়, তাঁর কবিতাভাবনা , তাঁর সাক্ষাৎকা...
11/11/2023

কবিতা বিষয়ক মথ সবসময়েই প্রকাশের স্বাতন্ত্র্য চায় । ফলে এই পত্রিকা কবির গুচ্ছ কবিতাই নয়, তাঁর কবিতাভাবনা , তাঁর সাক্ষাৎকারের মাধ্যমে তাঁকে জানতে আর তাঁর জগতের মধ্যে প্রবেশ করতে চায় । মথমিত্রেরা সবসময়ই তারুণ্যকে গুরুত্ব দিয়ে এসেছেন, যদিও অগ্রজেরাও বর্তমান তাঁদের ভাবনায়, প্রকাশে আর গভীর নির্দেশনায় ।

এবারে মথ পত্রিকায় লিখছেন বাংলা কবিতার অতিতরুণ কবি মহিউদ্দিন সাইফ । নিরীশ্বর মাহির অন্বেষণ বাংলা কবিতার পাঠকদের তাঁকে জানার আগ্রহ তৈরি করবে , কারণ ঐতিহ্যকে স্বীকার করেই এই তরুণ অর্জন করেছেন মৌলিকতা ।মাহিউদ্দিন আসলে এক আশ্চর্য অন্বেষণ করে চলেছেন আর আমরা পাঠকেরা অনুমান করে নিতে পারছি একজন অসামান্য কবির আগমন-বার্তা । আসুন, মাহি-র অসংখ্য ভাবনার মধ্যে একটি ভাবনার দিকে যাই-

"আরেকটি ধারণা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে আমি ভাবি। সেটি হল, ভাষা নাকি ভাবের মাধ্যম। কিন্তু ভাষা কোনো মাধ্যম নয়, কোনো উপকরণও নয়, ভাষা একটি সম্ভাবনা, এক অন্তহীন সম্ভাবনার নামই ভাষা। কবিতায় সেই সম্ভাবনা আরও নিবিষ্ট। সার্থক রচনার মধ্যে এই সম্ভাবনার আভাস আমরা পেয়ে থাকি। একটি লেখার মধ্য দিয়ে যেমন কবির মনোভূমির সাক্ষাৎ পাই, তেমনি লক্ষিত হয় ভাষার অনন্ত প্রবাহটির বিচিত্রগামী তরঙ্গের ছলকানি। ভাষা একটি অবশ্য সম্ভাবনা। এই অ-বশ্যতা'কে আমরা পরমও বলতে পারি। সেই অধরা পরম, মনের মানুষ, সম্ভাবনা। এই সম্ভাবনার সার্থকতা তখনই যখন শব্দ তার পূর্বাপর অর্থসমূহকে অতিক্রম করে রসের সমার্থক হতে পারে। আমরা যদি এরকম ভাবতে পারি তাহলে হয়তো অনুধাবন করতে সক্ষম হব যে, ভাষা অর্থের বাহক কখনোই নয়, বরং সে অর্থের জন্মদাতা। তার ব্যবহারের গরিমায় সে সম্পূর্ণ একটি নতুন অর্থের আভাসকে ত্বরান্বিত করে থাকে, কবিতাতে তো বটেই। সেক্ষেত্রে একই শব্দকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে দেখেছি যে সেই শব্দ তথাকথিত শুদ্ধতম রূপে একরকম দ্যোতনা তৈরি করে, অপভ্রংশ রূপে করে আরেক রকম, আবার আংশিক উচ্চারিত রূপে আরও অন্যরকম বিভা ছড়ায়। এই সূক্ষ্ম পরিবর্তন কী তুমুলভাবে যে প্রভাবিত করে কবিতাকে তা বলে বোঝানো আসান কাজ নয়।"

হে পাঠক, মহিউদ্দিন-কে পড়ুন , মথ- এর সাম্প্রতিক সংখ্যায় ...

Address

Siuri
731103

Alerts

Be the first to know and let us send you an email when মথ।। MOTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মথ।। MOTH:

Share

Category