11/11/2023
কবিতা বিষয়ক মথ সবসময়েই প্রকাশের স্বাতন্ত্র্য চায় । ফলে এই পত্রিকা কবির গুচ্ছ কবিতাই নয়, তাঁর কবিতাভাবনা , তাঁর সাক্ষাৎকারের মাধ্যমে তাঁকে জানতে আর তাঁর জগতের মধ্যে প্রবেশ করতে চায় । মথমিত্রেরা সবসময়ই তারুণ্যকে গুরুত্ব দিয়ে এসেছেন, যদিও অগ্রজেরাও বর্তমান তাঁদের ভাবনায়, প্রকাশে আর গভীর নির্দেশনায় ।
এবারে মথ পত্রিকায় লিখছেন বাংলা কবিতার অতিতরুণ কবি মহিউদ্দিন সাইফ । নিরীশ্বর মাহির অন্বেষণ বাংলা কবিতার পাঠকদের তাঁকে জানার আগ্রহ তৈরি করবে , কারণ ঐতিহ্যকে স্বীকার করেই এই তরুণ অর্জন করেছেন মৌলিকতা ।মাহিউদ্দিন আসলে এক আশ্চর্য অন্বেষণ করে চলেছেন আর আমরা পাঠকেরা অনুমান করে নিতে পারছি একজন অসামান্য কবির আগমন-বার্তা । আসুন, মাহি-র অসংখ্য ভাবনার মধ্যে একটি ভাবনার দিকে যাই-
"আরেকটি ধারণা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে আমি ভাবি। সেটি হল, ভাষা নাকি ভাবের মাধ্যম। কিন্তু ভাষা কোনো মাধ্যম নয়, কোনো উপকরণও নয়, ভাষা একটি সম্ভাবনা, এক অন্তহীন সম্ভাবনার নামই ভাষা। কবিতায় সেই সম্ভাবনা আরও নিবিষ্ট। সার্থক রচনার মধ্যে এই সম্ভাবনার আভাস আমরা পেয়ে থাকি। একটি লেখার মধ্য দিয়ে যেমন কবির মনোভূমির সাক্ষাৎ পাই, তেমনি লক্ষিত হয় ভাষার অনন্ত প্রবাহটির বিচিত্রগামী তরঙ্গের ছলকানি। ভাষা একটি অবশ্য সম্ভাবনা। এই অ-বশ্যতা'কে আমরা পরমও বলতে পারি। সেই অধরা পরম, মনের মানুষ, সম্ভাবনা। এই সম্ভাবনার সার্থকতা তখনই যখন শব্দ তার পূর্বাপর অর্থসমূহকে অতিক্রম করে রসের সমার্থক হতে পারে। আমরা যদি এরকম ভাবতে পারি তাহলে হয়তো অনুধাবন করতে সক্ষম হব যে, ভাষা অর্থের বাহক কখনোই নয়, বরং সে অর্থের জন্মদাতা। তার ব্যবহারের গরিমায় সে সম্পূর্ণ একটি নতুন অর্থের আভাসকে ত্বরান্বিত করে থাকে, কবিতাতে তো বটেই। সেক্ষেত্রে একই শব্দকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে দেখেছি যে সেই শব্দ তথাকথিত শুদ্ধতম রূপে একরকম দ্যোতনা তৈরি করে, অপভ্রংশ রূপে করে আরেক রকম, আবার আংশিক উচ্চারিত রূপে আরও অন্যরকম বিভা ছড়ায়। এই সূক্ষ্ম পরিবর্তন কী তুমুলভাবে যে প্রভাবিত করে কবিতাকে তা বলে বোঝানো আসান কাজ নয়।"
হে পাঠক, মহিউদ্দিন-কে পড়ুন , মথ- এর সাম্প্রতিক সংখ্যায় ...