Creative Basket

Creative Basket Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Basket, Digital creator, Sodepur.

28/06/2025
18/06/2025
18/06/2025

❓তুমি ChatGPT-কে এখনো জিগ্গেস করছো: “Give me 20 content ideas?”
তা হলে তোমার ইনকামও শুধু আইডিয়া পর্যন্তই থাকবে।

🤷 কিন্তু যারা AI-কে ব্যবহার করে ইনকাম আনছে, তারা প্রশ্ন করছে:
👉 “How do I turn free value posts into lead magnets + product sales?”
📌 এখন পার্থক্যটা খেয়াল করো...

🔥 Jeff Bezos বই বিক্রির জন্য Amazon খোলেনি!
১৯৯৪ সালে Bezos একটা বইয়ের ওয়েবসাইট বানালো, কিন্তু আসল ভিশন ছিল এই প্রশ্নের উত্তর খোঁজা:

👉 “মানুষ ভবিষ্যতে সবসময় কী চাইবে?”

উত্তর ছিল—
✅ দ্রুত ডেলিভারি
✅ কম দাম
✅ ভাল সিদ্ধান্ত নিতে সাহায্য

এটাই future-thinking।

🤖 তাহলে Prompt কেমন হওয়া উচিত?

১/ 🧠 Buyer-Driven Prompt
“What are my ideal customer’s 3 biggest questions before buying?”

👉 মানুষ আগে justify করে, তারপর buy করে। ধরো তুমি স্কিনকেয়ার বিক্রি করো। কাস্টমারের মাথায় ঘুরবে:
- এটা অন্যদের থেকে আলাদা কী?
- রেজাল্ট কত দিনে পাবে?
- যদি কাজ না করে?

✍️ এই প্রশ্ন নিয়েই পোস্ট বানাও। এটাকেই বলে Emotional Relevance।
👉 উদাহরণঃ “Skincare as simple as your morning coffee.” Result: $1.2 Billion valuation!

২/ 💸 Content Funnel Prompt
“How do I turn value posts into product sales?”
👉 শুধু পোস্ট করলে ইনকাম হবে না। Content = Lead Funnel.

📍 Example: Instagram-এ carousel পোস্ট করো: “5 signs your ads are leaking money” শেষ slide: “Want the fix? DM ‘FIX’ to get the checklist!”
🧲 Content + CTA = Funnel

📊 Hubspot: যারা কনটেন্ট + কনভার্সন স্ট্র্যাটেজি চালায়, তারা ৩.৫ গুণ বেশি lead পায়।

৩/ 🎯 Reframe Prompt
“How can I turn this feature into a benefit that makes people click?”
❌ Feature: “আমাদের কোর্সে ২০টা মডিউল আছে।”
✅ Benefit: “এই কোর্সের ১টা মডিউল আপনার CTA cost ৪০% কমাবে।”
💥 Buyer benefit বোঝে, feature না।

🎬 The Big Short-এ বলেছিল — “তাদের ভয় দেখাও, তারা কিনবে। ব্যাখ্যা দাও, তারা স্কিপ করবে।”

⭐ Bottom Line:
AI prompt মানে কেবল shortcut না —
👉 এটা হলো shortcut to buyer’s brain.
👉 আপনি যখন intention দিয়ে প্রশ্ন করেন, ChatGPT আপনাকে strategy দিয়ে উত্তর দেয়।

🔓 Writing isn’t just art, it’s STRATEGY.
🎯 Prompts aren’t cheat codes, they’re cheat insights.

🔍 যদি এমন আরও powerful, sales-driven prompt শিখতে চাও...
👇 কমেন্ট করো "SELL" এবং পেজ টি ফলো করো 🔥

18/06/2025

🔹 Alt + E + A + A - Clear All (contents, formats, comments)
🔹 Ctrl + Z - Undo
🔹 Ctrl + Y - Redo
🔹 Ctrl + C - Copy
🔹 Ctrl + X - Cut
🔹 Ctrl + V - Paste
🔹 Ctrl + F - Find
🔹 Ctrl + H - Replace
🔹 Ctrl + A - Select all
🔹 Ctrl + N - New workbook
🔹 Ctrl + O - Open workbook
🔹 Ctrl + S - Save workbook
🔹 Ctrl + P - Print
🔹 Ctrl + ; - Insert current date
🔹 Ctrl + Shift + ; - Insert current time
🔹 Alt + = - AutoSum
🔹 Ctrl + 1 - Format Cells dialog
🔹 Ctrl + Arrow Keys - Navigate data edges
🔹 Shift + Space - Select entire row
🔹 Ctrl + Space - Select entire column
🔹 Alt + F1 - Create quick chart
🔹 F11 - Create chart in new sheet
🔹 Alt + A + M - Remove duplicates
🔹 Alt + N + V - Insert PivotTable
🔹 Ctrl + Shift + $ - Currency format
🔹 Ctrl + Shift + % - Percentage format
🔹 Ctrl + Shift + ~ - General format
🔹 Alt + W + F - Freeze panes
🔹 Ctrl + Shift + L - Toggle filters
🔹 Alt + D + F + F - Apply/Remove filter
Tip: The Alt + E + A + A shortcut works in older Excel versions. For newer versions, try Alt + H + E + A for the same function.

17/06/2025
17/06/2025
17/06/2025

🎨 আপনি কি গ্রাফিক ডিজাইনার? 🔥 "Adobe Illustrator এর ৫০টি মাস্টার শর্টকাট – ডিজাইন করুন প্রোফেশনাল গতিতে!"
এই ৫০টি Illustrator শর্টকাট আপনার কাজকে করবে ৫ গুণ দ্রুত!
🔰 ১. ফাইল অপারেশন (নতুন ফাইল, সেভ, ক্লোজ)
1️⃣ Ctrl + N – নতুন প্রজেক্ট শুরু
🔹 Illustrator-এ একটি নতুন আর্টবোর্ড বা ফাইল তৈরি হয়, যেখানে আপনি ডিজাইন শুরু করতে পারেন।
2️⃣ Ctrl + O – ফাইল ওপেন
🔹 পূর্বে সেভ করা AI, EPS, বা PDF ফাইল খুলে এডিট করার জন্য।
3️⃣ Ctrl + S – সেভ করুন
🔹 আপনার কাজটি হারানোর আগেই সেভ করে ফেলুন।
4️⃣ Ctrl + Shift + S – নতুন নামে সেভ
🔹 বর্তমান কাজের একটি কপি আলাদা নামে সংরক্ষণ করতে পারেন।
5️⃣ Ctrl + W – ফাইল ক্লোজ করুন
🔹 যে ফাইলটিতে কাজ করছেন সেটি বন্ধ হয়ে যাবে (সেভ না করলে প্রম্পট দেবে)।
🔰 ২. সিলেকশন টুল ও মুভমেন্ট
6️⃣ V – সিলেকশন টুল (Move Tool)
🔹 যেকোনো অবজেক্ট নির্বাচন ও সরানোর জন্য ব্যবহৃত হয়।
7️⃣ A – ডিরেকশন সিলেকশন টুল
🔹 নির্দিষ্ট অ্যাংকর পয়েন্ট বা পাথ এডিট করার জন্য।
8️⃣ Ctrl + A – সব কিছু সিলেক্ট করুন
🔹 পুরো আর্টবোর্ডের সব অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে।
9️⃣ Shift + Ctrl + A – সব সিলেকশন বাতিল করুন
🔹 সব সিলেক্ট হওয়া অবজেক্ট আনসিলেক্ট হয়ে যাবে।
🔟 Ctrl + G – গ্রুপ তৈরি করুন
🔹 একাধিক অবজেক্ট একসাথে গ্রুপ করে রাখা যায়।
🔢 Ctrl + Shift + G – গ্রুপ আনগ্রুপ
🔹 গ্রুপ করা অবজেক্ট আলাদা করে ফেলতে পারেন।
🔰 ৩. কপি-পেস্ট ও ডুপ্লিকেট
1️⃣3️⃣ Ctrl + C – কপি করুন
🔹 নির্বাচিত অবজেক্ট কপি হবে ক্লিপবোর্ডে।
1️⃣4️⃣ Ctrl + V – পেস্ট করুন
🔹 ক্লিপবোর্ডের কন্টেন্ট আর্টবোর্ডে বসবে।
1️⃣5️⃣ Ctrl + F – পেস্ট ইন ফ্রন্ট
🔹 কপি করা অবজেক্ট একই জায়গায় সামনের দিকে বসে।
1️⃣6️⃣ Ctrl + B – পেস্ট ইন ব্যাক
🔹 একই জায়গায় অবজেক্ট ব্যাকগ্রাউন্ডে বসে।
1️⃣7️⃣ Alt + ড্র্যাগ – ডুপ্লিকেট অবজেক্ট
🔹 অবজেক্ট ধরে Alt চেপে টানলে তা কপি হয়।
🔰 ৪. জুম ও ভিউ কন্ট্রোল
1️⃣8️⃣ Ctrl + + (Plus) – জুম ইন
🔹 আর্টবোর্ড বড় করে দেখার জন্য।
1️⃣9️⃣ Ctrl + - (Minus) – জুম আউট
🔹 আর্টবোর্ড ছোট করে দেখার জন্য।
2️⃣0️⃣ Ctrl + 0 – আর্টবোর্ড ফিট টু স্ক্রিন
🔹 পুরো আর্টবোর্ড স্ক্রিনে ফিট করে দেখায়।
2️⃣1️⃣ Ctrl + 1 – 100% জুমে ফিরে যান
🔹 অবজেক্টকে আসল মাপে দেখতে পারবেন।
🔰 ৫. অ্যালাইনমেন্ট ও লেয়ারিং
2️⃣2️⃣ Ctrl + [ – একধাপ নিচে পাঠান
🔹 নির্বাচিত অবজেক্ট নিচের লেয়ার বা অবজেক্টের নিচে যাবে।
2️⃣3️⃣ Ctrl + ] – একধাপ উপরে আনুন
🔹 নির্বাচিত অবজেক্ট উপরের দিকে যাবে।
2️⃣4️⃣ Ctrl + Shift + [ – একেবারে নিচে পাঠান
🔹 অবজেক্টটি নিচের সব কিছুর নিচে চলে যাবে।
2️⃣5️⃣ Ctrl + Shift + ] – একেবারে উপরে আনুন
🔹 সব কিছুর উপরে চলে আসবে অবজেক্ট।
🔰 ৬. ট্রান্সফর্ম ও ঘোরানো
2️⃣6️⃣ R – Rotate Tool
🔹 অবজেক্ট ঘোরানোর জন্য ব্যবহৃত হয়।
2️⃣7️⃣ S – Scale Tool
🔹 আকার বড়-ছোট করার জন্য।
2️⃣8️⃣ O – Reflect Tool
🔹 অবজেক্ট উল্টে দেওয়ার জন্য ব্যবহৃত হয় (Horizontal/Vertical)।
2️⃣9️⃣ Shift + drag – প্রোপারশন বজায় রেখে স্কেল
🔹 অবজেক্ট আকৃতি নষ্ট না করে বড়-ছোট হয়।
🔰 ৭. কালার, ফিল ও স্ট্রোক
3️⃣0️⃣ X – Fill ও Stroke টগল করুন
🔹 ফিল ও স্ট্রোক অপশনের মধ্যে সুইচ করতে পারেন।
3️⃣1️⃣ Shift + X – ফিল ও স্ট্রোক এক্সচেঞ্জ
🔹 ফিল কালার স্ট্রোকে, স্ট্রোক ফিলে চলে যাবে।
3️⃣2️⃣ D – ডিফল্ট কালার এ ফিরে যান (White fill, black stroke)
🔹 অরিজিনাল কালারে রিসেট হয়ে যায়।
🔰 ৮. টাইপ ও টেক্সট
3️⃣3️⃣ T – টাইপ টুল
🔹 আর্টবোর্ডে টেক্সট টাইপ করার জন্য ব্যবহৃত হয়।
3️⃣4️⃣ Ctrl + Shift + O – টেক্সটকে আউটলাইন করুন
🔹 টেক্সটকে Editable vector shape-এ রূপান্তর করে।
3️⃣5️⃣ Ctrl + T – ক্যারেক্টার প্যানেল আনুন
🔹 ফন্ট, সাইজ, লাইন হাইট ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন।
🔰 ৯. পাথ, পেন ও শেইপ টুল
3️⃣6️⃣ P – Pen Tool
🔹 কাস্টম শেইপ বা পাথ ড্র করার জন্য।
3️⃣7️⃣ Shift + M – Shape Builder Tool
🔹 একাধিক শেইপ Merge বা কেটে ফেলার জন্য।
3️⃣8️⃣ M – Rectangle Tool
🔹 বক্স/আয়তক্ষেত্র আঁকার টুল।
3️⃣9️⃣ L – Ellipse Tool
🔹 গোলাকৃতি বা বৃত্ত আঁকার টুল।
4️⃣0️⃣ ` (Backtick) – Perspective Grid টগল করুন
🔹 Perspective Grid চালু/বন্ধ করার জন্য।
🔰 🔟 এক্সপোর্ট ও ফাইনাল আউটপুট
4️⃣1️⃣ Ctrl + E – দ্রুত Export করুন
🔹 JPEG, PNG, SVG ইত্যাদি ফরম্যাটে ফাইল সেভ করতে পারবেন।
4️⃣2️⃣ Ctrl + Shift + S – Save As (নতুন ফাইল)
🔹 নতুন নামে কাজ সংরক্ষণ করার জন্য।
4️⃣3️⃣ Ctrl + Alt + Shift + S – Save for Web
🔹 ওয়েব-অপটিমাইজড ইমেজ তৈরি করতে পারবেন।
🔰 ১১. মিক্সড শর্টকাট (প্রফেশনাল ইউজারদের জন্য)
4️⃣4️⃣ Ctrl + D – Transform Again
🔹 শেষ যে পরিবর্তনটি করেছিলেন তা আবার রিপিট হবে।
4️⃣5️⃣ Ctrl + 2 – অবজেক্ট লক করুন
🔹 নির্দিষ্ট অবজেক্ট লক হয়ে যাবে।
4️⃣6️⃣ Ctrl + Alt + 2 – আনলক করুন
🔹 সব লক করা অবজেক্ট আনলক হবে।
4️⃣7️⃣ Ctrl + 3 – হাইড করুন
🔹 অবজেক্ট আর্টবোর্ড থেকে লুকিয়ে রাখা যাবে।
4️⃣8️⃣ Ctrl + Alt + 3 – সব কিছু দেখান
🔹 সব হাইড করা অবজেক্ট আবার দেখা যাবে।
4️⃣9️⃣ Ctrl + K – Preferences সেটিংস
🔹 Illustrator এর সাধারণ সেটিংস কাস্টমাইজ করার জন্য।
5️⃣0️⃣ Ctrl + Shift + F9 – Pathfinder প্যানেল খুলুন
🔹 Shape একত্রিত, কাটা বা বিভক্ত করার প্যানেল চালু হয়।
✅ পোস্টটি সেভ করুন 📌
✅ ডিজাইনার বন্ধুদের সাথে শেয়ার করুন 🤝
✅ কমেন্টে জানান, আপনার প্রিয় শর্টকাট কোনটি?

াংলা

Address

Sodepur

Website

https://www.hipi.co.in/@diyadasdbe95b?utm_source=Android&utm_medium

Alerts

Be the first to know and let us send you an email when Creative Basket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Basket:

Share