ISHAN BARTA

ISHAN BARTA Thanks for Watching Ishan Barta

17/07/2025

ইঞ্জিনে ইঞ্জিনে ছেয়ে গেছে, কিন্তু সুফল পাচ্ছে না রাজ্যবাসী! অভিযোগ পিসিসি সভাপতি আশিস কুমার সাহার।

17/07/2025

চুরি যাওয়া লেপটপ সহ দুই চোরকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ

17/07/2025

পরীক্ষা শুরু হতে কিছু সময় বাকি,
তারপরও স্কুলে আসেননি শিক্ষক শিক্ষিকা!বৃষ্টিতে অপেক্ষায় ছাত্রছাত্রী!! ঘটনা উদয়পুর তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়।

17/07/2025

বৃষ্টির মধ্যও ছাতা মাথায় রতনের দপ্তরের বিরুদ্ধে রাস্তায় নামলো এলাকাবাসী ! স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিজেপির মেম্বার সহ বেজিমারা এলাকার জনগণ সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে!

17/07/2025

"আমরা খাইতে পাই না এত টাকার বিল কেমনে দিমু" বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চায় ২০২৪ সালের বন্যায় আ*ক্রা*ন্ত বেজিমারা এলাকার মহিলারা !

17/07/2025

প্রতিমা ভূমিকের এস কটার গাড়ির সাথে মুখামুখি সংঘর্ষ অপর এক পুলিশে গাড়ি। গুরুতর আহত পি এস আর জোয়ান। আহত টি এস আর জোয়ানকে রেফার করা হলো আগরতলা জিবি হাসপাতালে। ঘটনা মেলাঘর BOC সংলগ্ন এলাকায়।

16/07/2025

বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও একইভাবে মৃত্যু! ২০ বছরের বিশাল চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া ফটিকরায় থানাধীন গকুলনগর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায়।

16/07/2025

৫ দফা দাবিতে দুই ঘন্টার গন অবস্থান এবং মহকুমা শাসকের নিকট ডেপুটেশন কর্মসূচি সংঘটিত করলো ডি ওয়াই এফ আই সোনামুড়া মহকুমা কমিটি।

16/07/2025

গোমতী নদীর উপর নির্মিত জীর্ণ দশা গ্রস্ত সোনামুড়া স্টিল ফুড ব্রীজের করুণ দশা পর্যবেক্ষণে মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল।

16/07/2025

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (Intensive Revision) অন্তর্গত চার দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। গোটা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সোনামুড়ার নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম কুমার দে।

15/07/2025

সরকারি জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত কৈলাসহর। উত্তপ্ত পরিবেশ সামাল দিতে গোটা কৈলাসহরে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার ব্যাপারে কৈলাসহরের প্রবীন ঠিকাদার তেরা মিঞা জানান যে, বিগত দেড় বছর পূর্বে জেলা হাসপাতালের পাশে আব্দুল মান্নান সম্পুর্ন অবৈধভাবে বিটুমিনাস প্ল্যান্ট গড়ে তোলেছিলেন। সেই বিটুমিনাস প্ল্যান্টটি সাম্প্রতিক কালে জেলা হাসপাতালের চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। বিটুমিনাস প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার পর থেকে ঠিকাদার আব্দুল মান্নান জেলা হাসপাতালের চিকিৎসকদের ভয় ভীতি দেখাতে থাকেন এবং এমনকি প্রাননাশের হুমকিও দিয়েছেন বলে জানান তেরা মিঞা। জেলা হাসপাতালের চিকিৎসকরা ভয়ে হাসপাতালের কোয়ার্টার থেকে বের হচ্ছেন না এবং চিকিৎসকরা নিয়মিতভাবে হাসপাতালে রোগী দেখতে ভয় পাচ্ছেন বলে জানান তেরা মিঞা। আব্দুল মান্নান কি কারনে জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন সে ব্যাপারে কৈলাসহর মহকুমার ছোট বড় সমস্ত ঠিকাদাররা একত্রিত হয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহরের হকার্স কর্নার এলাকার বাসিন্দা ঠিকাদার আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে আব্দুল মান্নানকে খোঁজেন। তাছাড়া ইদানীং কালে কৈলাসহরের বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে আব্দুল মান্নান তালবাহানা শুরু করছেন এবং কাউকে না জানিয়ে বিশেষকরে ঠিকাদার এসোসিয়েশনকে ঘুমে রেখে ক্রশ টেন্ডার করে শহর এলাকার ঠিকাদারদের ক্ষেপিয়ে তোলেছেন বলেও জানান তেরা মিঞা। আব্দুল মান্নানকে বাড়িতে না পেয়ে ঠিকাদাররা আব্দুল মান্নানের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করে। পরবর্তী সময়ে আব্দুল মান্নান বাড়িতে এসে ঠিকাদারদের উপর ধারালো দা লাঠি নিয়ে আক্রমণ করতে শুরু করেন। দুই পক্ষের মধ্যে ঠেলা ধাক্কায় আব্দুল মান্নানের পাশের বাড়ির এক মহিলা আঘাতপ্রাপ্ত হন এবং অপরদিকে প্রবীণ ঠিকাদার তেরা মিঞা এবং উনার ছেলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তী সময়ে ঠিকাদার আব্দুল মান্নান নিজেও ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালে দুই পক্ষের মানুষেরা চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই পক্ষের অনুগামীরা মারামারিতে লিপ্ত হবার পর উপস্থিত পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে প্রবীণ ঠিকাদার তেরা মিঞার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তেরা মিঞাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন। তেরা মিঞা এবং উনার ছেলেকে আক্রমণ করেছেন আব্দুল মান্নান নিজেই বলে জানান তেরা মিঞা। তবে, বিকেল ৫টা অব্দি কৈলাসহর থানায় লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। এই ঘটনায় গোটা কৈলাসহর শহর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে, ঠিকাদার আব্দুল মান্নান এবং উনার ছেলে আঘাতপ্রাপ্ত হয়ে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল মান্নানের পাশের বাড়ির ফারুক মিঞার স্ত্রীর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার আব্দুল মান্নান। আব্দুল মান্নানকে কৈলাসহর থানার ওসির গাড়ি দিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানোয় কৈলাসহরের ঠিকাদাররা পুলিশের ভুমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং পুলিশকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়েছেন ঠিকাদাররা

বাইট- তেরা মিঞা।

15/07/2025

সড়ক সংস্কারে প্রশাসনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ

Address

Sonamura

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISHAN BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share