বাংলা টাইমস্

বাংলা টাইমস্ পেজটিকে ফলো করে সাথে থাকুন 🥰
(2)

রাজ্য  সরকার কাজ দেয় না! তা-ও আমি আমার সংসার চালাতে পারছি, নিজেকে লক্ষ্মী বলেই মনে করি: কিছু লোক তো আমার নামে ব্যানার-পো...
25/09/2025

রাজ্য সরকার কাজ দেয় না! তা-ও আমি আমার সংসার চালাতে পারছি, নিজেকে লক্ষ্মী বলেই মনে করি:

কিছু লোক তো আমার নামে ব্যানার-পোস্টার দিয়ে লিখেছিল ‘অসভ্য শ্রীলেখা মিত্র’! আবার লিখেছে যাতে আমাকে ‘বয়কট’ করা হয়। আর ভেবেছিল আমি লক্ষ্মী হয়ে মেনে নেব!

“সংসার চলছে কারণ আমার লোভ নেই, অস’ভ্য বলে বয়কটের ডাক দিলে আমি লক্ষী থেকে চন্ডীও হতে পারে!”

শ্রীলেখা জানান, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ বা প্রসাধনীতে টাকা খরচ না করে সংসারকে গুছিয়ে রাখার দিকেই বেশি মনোযোগী তিনি। মেয়েকে মানুষ করা, পোষ্যদের দেখাশোনা করা কিংবা নিজের বাড়ি টিকিয়ে রাখাই তাঁর কাছে ‘লক্ষ্মীমন্ত’ শব্দের বাস্তব প্রতিফলন

মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে ছবিতে অভিনয়ের জন্য ।সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন রানী মুখোপাধ্যায় ।🥰🥰
25/09/2025

মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে
ছবিতে অভিনয়ের জন্য ।
সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন
রানী মুখোপাধ্যায় ।🥰🥰

পুজো আমার কাছে আতঙ্কের! ভয় হয়, আবার কে বুঝি বিদায় নেবে, শারদীয়া মানেই যেন মৃত্যুমিছিল💔🥹
25/09/2025

পুজো আমার কাছে আতঙ্কের! ভয় হয়, আবার কে বুঝি বিদায় নেবে, শারদীয়া মানেই যেন মৃত্যুমিছিল💔🥹

পরিনীতা আগামীপর্বের আপডেট !!পারুল বলে, দশভূজা মানে তো দশহাত ম্যাডাম, কিন্ত এই দশ হাতে সব কাজ করার দায় শুধু তো বেটিদের ন...
25/09/2025

পরিনীতা আগামীপর্বের আপডেট !!

পারুল বলে, দশভূজা মানে তো দশহাত ম্যাডাম, কিন্ত এই দশ হাতে সব কাজ করার দায় শুধু তো বেটিদের নয় ব্যাটাদের ও বটে,তাই প্লিজ ওদের এই পরিশ্রম টাকে গ্লোরিফাই করতে গিয়ে এই দশ হাতের দায়ভার টা চাপিয়ে দেবেন না ,
এই কথা শুনে রায়ান ভিড়ের মধ্যে উঠে দাঁড়িয়ে পারুল কে সাব্বাশ জানায়
দুই ফাইনালিস্ট হিসেবে পারুল ও রায়ানের মা সিলেক্ট হয়🥰🥰
রায়ান বলে, এবার জমবে মজা😅

#পরিণীতা

বিশ্বের চতুর্থ বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া, জুবিন গর্গ বিশ্ব রেকর্ড করেছেন❤️😭
25/09/2025

বিশ্বের চতুর্থ বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া, জুবিন গর্গ বিশ্ব রেকর্ড করেছেন❤️😭

জ়ুবিন গার্গের মৃত্যুতে হাজার হাজার মানুষ গুয়াহাটির পথে নেমেছিলেন। কোনও শিল্পীর মৃত্যুতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।...
24/09/2025

জ়ুবিন গার্গের মৃত্যুতে হাজার হাজার মানুষ গুয়াহাটির পথে নেমেছিলেন। কোনও শিল্পীর মৃত্যুতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। অসমে তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন তা সারা বিশ্ব দেখতে পেয়েছে। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে প্রয়াত শিল্পীর সম্পত্তির প্রসঙ্গ।
অসমে তাঁর অনুরাগীদের মতে, জ়ুবিন শুধু একজন গায়ক ছিলেন না। একটা গোটা যুগের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। অসমীয়া, বাংলা ও হিন্দি-সহ একাধিক ভাষায় গান গেয়েছিলেন তিনি। ২০০০ সালের মধ্যে অসমের মানুষের অন্যতম প্রিয় শিল্পী হয়ে উঠেছিলেন জ়ুবিন গার্গ। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ছবির গান এবং অনুষ্ঠানে গান গেয়ে রোজগার করেছেন তিনি। ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, জ়ুবিনের সম্পত্তির পরিমাণ ৭০ কোটি টাকা।

সুদীপা পরমার জীবনের ঝড় হয়ে ফিরল কুন্তলা। আদিত্যকে চর মেরে সুদীপাকে বাড়িতে ঢুকতে দিল না বড়মা। কালী মন্দিরে গিয়ে সুদী...
24/09/2025

সুদীপা পরমার জীবনের ঝড় হয়ে ফিরল কুন্তলা। আদিত্যকে চর মেরে সুদীপাকে বাড়িতে ঢুকতে দিল না বড়মা। কালী মন্দিরে গিয়ে সুদীপা জানতে পারলো দীপার কথা।

আদিত্য পিসিমণি কেউ তাদের সাথে আসতে বলে সুদীপার দেখাশোনা করার জন্য। অন্যদিকে দেখায় কুন্তলাকে সুদীপার ছবি দেখছে আর ভাবছে লাবণ্য সেনগুপ্তর বংশদের শেষ করার কথা। কুন্তলা বলে এরা তো যমজ বোন আরেকজন কোথায়।

গ্রামের সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে সুদীপা। রাস্তায় পরমা ভাবে সুদিপাকে সব সত্যি বলে দিবে। তখনই সুদীপা জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে পরমা ধরে ফেলে। পরম আদরে সুদীপার মাথায় হাত বুলিয়ে দেয় পরমা।

রাস্তায় একটি কালী মন্দিরে সবাই আরতি করতে যায়। সুদীপাকে দেখে অস্থির হয়ে যায় পুরোহিত মশাই। দীপা দীপা বলে ডাকতে থাকে। সুদীপা যখন বলে আমি এখানে আগে কখনো আসি নি আর আমার নাম সুদীপা তখন পুরোহিত মশাই আরো অস্থির হয়ে যায়।

তারপরে সুদীপা আর পরমা একসাথে আরতি করে। সুদিপা আর আদিত্য যখন বাসায় পৌঁছায় আদিত্যের বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে যায় বড়মা সহ বাড়ির সবাই। তারপরে বড় মা আদিত্যকে চড় মারে আর বলে এই বিয়ে আমি মানি না ।
এই সব কিছু দেখে কিছুটা ভয় পেয়ে যায় সুদীপা। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব



Anurager Chhowa Today Episode

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া, Anurager Chhowa Today Episode,
অনুরাগের ছোঁয়া আগামী পর্ব, Anurager Chhowa
Anurager Chowa New Promo

#অনুরাগেরছোঁয়া #স্টারজলসা

সত্যের খোঁজে কলকাতার উদ্দেশ্যে উজি- নিশা! ঋষি ব্যানার্জীর প্রতি তীব্র ঘৃণায় দুই বোন নামলো লড়াইয়ের ময়দানে!দেখুন "জোয়া...
24/09/2025

সত্যের খোঁজে কলকাতার উদ্দেশ্যে উজি- নিশা! ঋষি ব্যানার্জীর প্রতি তীব্র ঘৃণায় দুই বোন নামলো লড়াইয়ের ময়দানে!
দেখুন "জোয়ার ভাঁটা", আজ @ 9:00pm শুধুমাত্র -র পর্দায়!

আজকে ঝিল এর বাবার কথাগুলো খুবই পেইনফুল লেগেছে।ওনি ঝিলকে বকা দিলেও মার/লেও ওনার স্নেহ,, ভালোবাসা সবকিছুকে ছাপিয়ে গেছে।মেন...
24/09/2025

আজকে ঝিল এর বাবার কথাগুলো খুবই পেইনফুল লেগেছে।ওনি ঝিলকে বকা দিলেও মার/লেও ওনার স্নেহ,, ভালোবাসা সবকিছুকে ছাপিয়ে গেছে।মেনুকা খারাপ হওয়ার পরও যেভাবে ঝিলের জন্য সহমর্মিতা দেখালো!এক কথায় আজকের পর্ব জাস্ট অসাধারণ।

সামনেই মেয়ে মীরার অন্নপ্রাশন গায়ে হলুদের জন্য কেনাকাটা শুরু করে দিলেন অভিনেত্রী অহনা দত্ত .....
24/09/2025

সামনেই মেয়ে মীরার অন্নপ্রাশন গায়ে হলুদের জন্য কেনাকাটা শুরু করে দিলেন অভিনেত্রী অহনা দত্ত .....

শাড়িতেই বেশি ভালো লাগে সুদীপাকে। সালোয়ার কামিজের একদম ভালো লাগতো না। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব    Anurager Chhowa Tod...
24/09/2025

শাড়িতেই বেশি ভালো লাগে সুদীপাকে। সালোয়ার কামিজের একদম ভালো লাগতো না।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব



Anurager Chhowa Today Episode

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া, Anurager Chhowa Today Episode,
অনুরাগের ছোঁয়া আগামী পর্ব, Anurager Chhowa
Anurager Chowa New Promo

#অনুরাগেরছোঁয়া #স্টারজলসা

পরমাকে জড়িয়ে ধরে কাঁদছে সুদীপা। সুদীপা বুঝতে পারল পরমাকে দেখানোর জন্যই আদিত্য বিয়ে করেছে নিজের স্বার্থে। পরমা যখন সুদ...
24/09/2025

পরমাকে জড়িয়ে ধরে কাঁদছে সুদীপা। সুদীপা বুঝতে পারল পরমাকে দেখানোর জন্যই আদিত্য বিয়ে করেছে নিজের স্বার্থে।

পরমা যখন সুদীপ সাথে কথা বলে পরমের কথা শুনে সুদীপা খুব শান্তি অনুভব করে। এদিকে সুদীপাকে দেখে পরমার মনে হয় জন্মের আগে থেকে চেনা। সুদীপা বুঝতে পারে পরমায় সেই ছোটবেলার বন্ধু। সুদিপা বলে তোমার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল।

সুদীপা আদিত্যকে বলে আমার সিক্স সেন্স অনেক ভালো। আমি বুঝতে পারছি আপনি আমার বাবা বা গ্রামের লোকের কথায় বা আমার জন্য বিয়েটা করেননি। আপনি নিজের স্বার্থে কাউকে দেখানোর জন্য বিয়ে করেছেন।

আপনি যে কারণে বিয়ে করুন না কেন, আমি আপনাকে কখনো ক্ষমা করবো না। আমার বাবার মৃত্যুর দায় আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।

এদিকে আদিত্যের বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। বড়মা কিভাবে রিয়েক্ট করবে। সুদীপাকে কি বাড়িতে তুলবে। পরমার চোখে জল দেখে ফেলে সঞ্চালিকা। জিজ্ঞাসা করে ফেলে এটা কি সুখের জল নাকি দুঃখের জল।

অন্যদিকে মরণ খেলায় মেতে উঠেছে অভ্র। চলে যাচ্ছি বড় একটা মিশনে পরমার থেকে অনেক দূরে।

অন্যদিকে পিসিমণি পরমাকে বলে সুদীপার খেয়াল রাখতে। পরমা বলে আমি খেয়াল রাখব, আপনাদের ভরসার একজন তো আছেই। পিসিমণি বলে তোমাকে দেখে সুদিপার বোনের মত মনে হল।

তারপরে সুদীপা ছোটবেলার সব কথা পরমাকে বলে। পরম আরো মনে পড়ে। সুদিপার কষ্ট দেখে পরম আরো খুব কষ্ট হয়। সুদীপা বলে আমাদের বন্ধু হওয়ার কথা ছিল। সেটা আর হবে কিনা জানিনা।

পিসিমণি পরমার পরিচয় জানতে পেরে ভয় পেয়ে যায়। ভাবে দুই বোনের আবার দেখা হল এবার কি হবে। আদিত্য সুদীপাকে বলে আমরা এখনই বাড়ি ফিরে যাব।আপনার যা কিছু নেওয়ার আপনি নিয়ে নিন।

রুমে গিয়ে সুদীপা বাবার ছবি ধরে কান্না করতে থাকে। পরমা গিয়ে সুদীপাকে বুকে জড়িয়ে ধরে আর বলে আমরা তো আছি। পিসিমণি দুজনকে একসাথে দেখে ভাবে বলেই দিবে ওরা দুই বোন। তারপরে আবার ভাবে যদি শ্বশুর বাড়ির লোকেরা ওদের মেনে নেয়।

এদিকে সঞ্চালিকা পরমা আর সুদীপাকে একসাথে দেখে বলে এদেরকে দেখে মনে হচ্ছে এরা মেলায় হারিয়ে যাওয়া দুই বোন দুই যা নয়। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব



Anurager Chhowa Today Episode

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া, Anurager Chhowa Today Episode,
অনুরাগের ছোঁয়া আগামী পর্ব, Anurager Chhowa
Anurager Chowa New Promo

#অনুরাগেরছোঁয়া #স্টারজলসা

Address

Dhaniakhali , Mahamaya, Hooghly
Srirampur
712302

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা টাইমস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share