
25/09/2025
রাজ্য সরকার কাজ দেয় না! তা-ও আমি আমার সংসার চালাতে পারছি, নিজেকে লক্ষ্মী বলেই মনে করি:
কিছু লোক তো আমার নামে ব্যানার-পোস্টার দিয়ে লিখেছিল ‘অসভ্য শ্রীলেখা মিত্র’! আবার লিখেছে যাতে আমাকে ‘বয়কট’ করা হয়। আর ভেবেছিল আমি লক্ষ্মী হয়ে মেনে নেব!
“সংসার চলছে কারণ আমার লোভ নেই, অস’ভ্য বলে বয়কটের ডাক দিলে আমি লক্ষী থেকে চন্ডীও হতে পারে!”
শ্রীলেখা জানান, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ বা প্রসাধনীতে টাকা খরচ না করে সংসারকে গুছিয়ে রাখার দিকেই বেশি মনোযোগী তিনি। মেয়েকে মানুষ করা, পোষ্যদের দেখাশোনা করা কিংবা নিজের বাড়ি টিকিয়ে রাখাই তাঁর কাছে ‘লক্ষ্মীমন্ত’ শব্দের বাস্তব প্রতিফলন