Sky Barta T.V News

Sky Barta T.V News আপনারা দেখছেন SKY BARTA T.V NEWS
খবর আপনাদের দেখাবো আমরা।।

14/05/2025

মুক্তি পেলেন পাকিস্তানের হাতে আটক জাবান পুন্য কুমার সাউ।

30/04/2025

পাকিস্তানি পতাকা পোড়ানো যাবে না এটা
সেন্সেটিভ এলাকা, বক্তা পশ্চিমবঙ্গ পুলিশ।।

26/04/2025

লোকসভার সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হাইকোর্টের আইনজীবি অশোক কুমার নাথ।

25/04/2025

বাংলা নববর্ষের দিনেই পথচলা শুরু করলো হুগলী জেলার শ্রীরামপুরের Artistic Professional ফ্যামিলি সেলন

07/04/2025

রামনবমী তে গেরূয়া ঝড় রিষড়া এলাকায় - SKY BARTA T. V NEWS

21/02/2025

সেনট্রাল এন.এস এভিনিউ থেকে কুম্ভ মেলা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীকে !! — Sky Barta T.V News
Mamata Banerjee

20/02/2025
17/02/2025

हस्तरेखा और कामाख्या साधक विशेषज् श्री जगदीश, संपर्क नंबर -6291252956,पता -निजो गृह मंदिर ,महेश जगन्नाथ मंदिर कि निकोट, हुगली।।



ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয়ের জেরে নেপালি তুরুণীকে ব্লাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্ত...
16/01/2025

ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয়ের জেরে নেপালি তুরুণীকে ব্লাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০), সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে কাঠমান্ডুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে এই যুবকের পরিচয় হয়। পরে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশ্যে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও ম্যাসেঞ্জারের মাধ্যমে তার আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে দেয় আসামি জাবেদ ওমর।

তিনি জানান, ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে বাংলাদেশ সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গেছে।
#লোকসভানির্বাচন২০২৪

সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দু...
15/01/2025

সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তানে প্রায় ৬২ মিলিয়ন ডলারের পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ৬২৭ মিলিয়ন ডলারের পণ্য। বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

আরও পড়ুনঃ জোরে গান বাজাতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হত্যা
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় তিনি বলেন,
চলতি বছরই শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। তবে আগে বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালু করলো নাকি পাকিস্তান এয়ারলাইন্স চালু করলো, সেটি কোনো বিষয় না। আমরা দুইদেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই।

সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশের কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিকসহ বিভিন্ন খাতে পাকস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন বক্তারা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও কৃষি, বস্ত্র, ঔষধ, আইসিটিসহ সম্ভাবনাময় অনেক খাত এখনও অনাবিষ্কৃত থেকে গেছে। যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ মিশরে বাস দুর্ঘটনায় ১২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৩৩
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান জাহাজ চলাচলে শক্তিশালী হবে আঞ্চলিক বাণিজ্য: ডিপি ওয়ার্ল্ড

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন প্রভৃতি খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। এফবিসিসিআই এবং এফপিসিসিআই সম্মিলিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, বিটুবি মিটিংসহ ’সিঙ্গেল কান্ট্রি ট্রেড ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নিতে পারে।

আরও পড়ুনঃ ফেসবুক পরিচয়ে বিয়ে, অতঃপর...
এ সময় দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন,
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি, ঔষধ, চামড়া, মেশিনারি, ক্যামিক্যাল, আইসিটি খাতে দু’দেশের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে।

এছাড়া সভায় ভিসা সহজিকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

#বাংলাদেশ #বাংলাদেশী #পাকিস্তান

#লোকসভানির্বাচন২০২৪ #লোকসভাভোট #লোকসভানির্বাচন
#নেটফ্লিক্স







15/01/2025

সাংবাদিকের মুখোমুখি সঞ্জয় ঘোষ — SKY BARTA T.V NEWS

Address

Srirampur
712201

Alerts

Be the first to know and let us send you an email when Sky Barta T.V News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Barta T.V News:

Share