আবেগী পেন্সিল - Aabegi Pencil

  • Home
  • India
  • Suri
  • আবেগী পেন্সিল - Aabegi Pencil

আবেগী পেন্সিল - Aabegi Pencil নাই বা থাকলো সব সম্পর্কের ছন্দে অন্তমিল...!
তবু আজও তাদের জন্য সমান আবেগী আমাদের পেন্সিল।

জয় মা তারা 🔆শিল্পী - .ray_1
22/08/2025

জয় মা তারা 🔆

শিল্পী - .ray_1

সুন্দর গোপাল ❤️শিল্পী - .ray_1
15/08/2025

সুন্দর গোপাল ❤️

শিল্পী - .ray_1

🌸 শ্রদ্ধাঞ্জলী 🌸শ্রাবণ মাসের শেষভাগ।বৃষ্টির ধারা যেন থেমে থেমে ভিজিয়ে দিয়ে যাচ্ছে একান্ত কিছু স্মৃতি।তৃষা চুপ করে বসে, জ...
08/08/2025

🌸 শ্রদ্ধাঞ্জলী 🌸

শ্রাবণ মাসের শেষভাগ।বৃষ্টির ধারা যেন থেমে থেমে ভিজিয়ে দিয়ে যাচ্ছে একান্ত কিছু স্মৃতি।
তৃষা চুপ করে বসে, জানালার পাশে, হাতে ধরা একটি চিঠি।
চিঠির প্রথম লাইনে লেখা —
“হে বন্ধু, বিদায়…”
তারপর আর কিছু নয়।
তৃষা জানে, কিছু শব্দ না বলেও অনেক কিছু বোঝানো যায়।
কিছু ভালোবাসা বলার নয়— শুধুই অনুভবের।
এক বছর আগেও এই দিনেই অর্ণব বলেছিল—
“তুমি যে আমার, এ জানি
তবু যেন কেন বলিতে ভয় পাই…”

তাদের প্রেমটা ছিল অদ্ভুত এক সুরেলা ভাসা,
যেন রবীন্দ্র-গীতের মতো— গভীর অথচ অপ্রকাশ্য।

তৃষা ভাবত, “তোমার সাথে আমার হৃদয় বাঁধা আছে সেই সুতোয়—যা ছিঁড়ে না, শুধু চোখে দেখা যায় না।”
একদিন তারা হাঁটছিল শান্তিনিকেতন-এর পথে।
চারপাশে বৃক্ষ, ঘাসে জল, আর বাতাসে রবির গান ভেসে আসছিল— “আমার এই পথ চাওয়াতেই আনন্দ,
যদিও পাইনি তোমারে…”

সেদিনই তৃষা চুপ করে বলেছিল—
“আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের প্রতি অনাদিকালের হৃদয় উৎস হতে…”
অর্ণব শুধু তাকিয়েছিল।কোনো উত্তর দেয়নি।
কিন্তু সেই চোখেই ছিল প্রতিশ্রুতির মতো এক নীরবতা।
তবে প্রতিশ্রুতি সবসময় পূরণ হয় না।একদিন অর্ণব চলে গেল।না রাগ, না অভিমান— শুধু দূরত্ব।
রবীন্দ্রনাথ যেভাবে বলেন—
"সে যে আমারে ফেলিয়া চলে গেছে,
আমি তাকে ভুলিতে পারি না…"
তৃষা জানে, সে আর ফিরবে না।
তবু তৃষা প্রতিদিন সেই গান শোনে— “তুমি রবে নিরবে হৃদয়ে মম…”

সে জানে, “তুমি নেই।তবু রয়ে গেছো—
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।”
আজকের শ্রাবণ যেন আরও ভারী লাগে।
চোখের জলে ভেজে যায় ডায়েরির পাতা।
তৃষা লেখে—“বিদায়ে যদি থাকে ভালোবাসা,
তবে দেখা না হোক আর কখনো…”
সে মনে মনে ভাবে—“তুমি যে হৃদয়ের একান্ত গোপন কথা,
প্রকাশ নয়— উপলব্ধি।”
সেই শেষ মুহূর্তে রবীন্দ্রনাথের কণ্ঠ ভেসে আসে তার কানে—
“স্মরণে রেখো যদি দূরে চলে যাই…”
বৃষ্টি থেমে যায়,কিন্তু শ্রাবণ তার মনের ভিতরে রয়ে যায় চিরকাল।
ভালোবাসা ভাঙে, মানুষ দূরে সরে যায়,
তবু কিছু অনুভব থাকে—
রবীন্দ্রনাথের গান হয়ে, কবিতার ছায়া হয়ে—
একখণ্ড শ্রাবণ হয়ে হৃদয়ে।

লেখায় - কোয়েল।
কারুকার্যে - চন্দন।
#আবেগী_পেন্সিল

@ সুপ্রভা  #আবেগী_পেন্সিল
15/07/2025

@ সুপ্রভা
#আবেগী_পেন্সিল

হিসেবী ভালোবাসা ভুল প্রেমে কেটে গেছে একুশটি বসন্ত তবু আমি সেই অবহেলিত, আমি সেই নতমুখা, তোমার গ্রহণ না করা এক ভোগ্য পতিতা...
06/07/2025

হিসেবী ভালোবাসা

ভুল প্রেমে কেটে গেছে একুশটি বসন্ত
তবু আমি সেই অবহেলিত, আমি সেই নতমুখা, তোমার গ্রহণ না করা এক ভোগ্য পতিতা।
উৎসব থেকে পালিত,পরিজন দ্বারা পরিত্যক্ত,
আমি সেই মেঘলাকাশের ঘোলাটে চাঁদ।

মানুষ কখনো অন্য মানুষকে কি ভুলতে পারে?যদি সে ভালোবাসার হয়?
নাকি অভিমানের পর্দা টেনে জীবন অতিবাহিত হয়?

কতটুকু ভালোবেসেছিলে আমায়?
প্রশ্ন থাকুক অভিমানী ভালবাসার কাছে!
আচ্ছা কটি স্মৃতি আগলে রেখেছিলে একুশ বছর জুড়ে?
কটা লাল গোলাপ দিয়েছিলে? কতক্ষন ধৈর্য্য ধরে মাথায় হাত বুলিয়েছিলে? কত ঘন্টা,কত মিনিট কত সেকেন্ড টাক ফাটা রোদে অপেক্ষা করেছিলে? মনে পরে একেরপর এক প্রেমের যত উৎসব এসেছিল জীবনে প্রতিটি উৎসবের আমেজকে শোকে পরিনত করেছিলে!
ভালোবাসার যা ব্যখ্যা দিতে গিয়ে যা মন ভোলানো গল্পঃ বলতে তা তোমার কাজে কোনো দিন ফোটেনি।

যেদিন ভীষণ আবেগপ্রবণ ধারায়, ঝর্ণার জলে মেল ইগোর সেটিসফেকশনে অপমানের পাহাড় তুলে ধরেছিলে সেইদিন বুঝতে পেরেছিলাম তুমি হিসেবে কষেছো!

অনেক শারিরীক, মানুষিক বেদনাদায়ক মুহূর্তে তোমায় কখনো মনেও করিনি কারণ পাছে তুমি আমার দুর্বল মুহূর্তগুলোকে নাটকের তকমা না দিয়ে দাও।

আসলে কি বলোতো ভালোবাসা তখনই মধুর যতদিন সেটি অন্ধ, প্রশ্নহীন এবং বেহিসাবি থাকবে!

✍️ Aritri Biswas (sona)
Edited by Chandan

স্নান যাত্রা 💓ছবি সংগৃহীত।Dm for credit
11/06/2025

স্নান যাত্রা 💓

ছবি সংগৃহীত।
Dm for credit

জামাইরা রেডি তো ??শিল্পী - বিল্টু দে। #আবেগী_পেন্সিল
29/05/2025

জামাইরা রেডি তো ??

শিল্পী - বিল্টু দে।
#আবেগী_পেন্সিল

লেখা ঋণ  #কোয়েল য়েল কারুকার্যে  #চন্দন #আবেগী_পেন্সিল
27/05/2025

লেখা ঋণ #কোয়েল য়েল
কারুকার্যে #চন্দন
#আবেগী_পেন্সিল

শ্রী কৃষ্ণ 💓শিল্পী -   #আবেগী_পেন্সিল
25/04/2025

শ্রী কৃষ্ণ 💓

শিল্পী -
#আবেগী_পেন্সিল

আমার মা— মা শব্দটা বড়ই কঠিনমূল্য তার কিভাবে কই?মায়ের মত মুধুর শব্দ কোথায় পাবো সই।।কেবল এক অক্ষরেসমাহিত সব ভালবাসা।পৃথ...
10/04/2025

আমার মা


মা শব্দটা বড়ই কঠিন
মূল্য তার কিভাবে কই?
মায়ের মত মুধুর শব্দ
কোথায় পাবো সই।।
কেবল এক অক্ষরে
সমাহিত সব ভালবাসা।
পৃথিবীর সকল কষ্ট কমাতে
মায়ের কাছে আসা।।
মূর্তি সে এক অনন্য মমতার
পাই না খুঁজে তফাৎ,
ঠাকুর মায়ের মধ্যে দেখি
মোর মায়ের রূপের আভাস।
বকাবকি চেঁচামেচি
যতই করে সারাদিনে,
রাত্রি হলেই বুকে টেনে নেয়
ঘুম পাড়ানোর জন্যে।
মন খারাপের মিথ্যা হাসি
ধরে ফেলে সে এক নিমিষে:
"কি হয়েছে বল দেখি,
কি জন্য কষ্ট জমেছে।"
সবশেষে বলতে পারি
মা ছাড়া অচল মোরা।
জীবনটা পুরোটাই
মায়ের মমতায় ঘেরা।।

ব্যাকগ্রাউন্ড ছবি ঋণ - Last Chapter- শেষ অধ্যায়।
#আবেগী_পেন্সিল

পাপড়ি মেলো, মানুষ হওনীরবে নিভৃতে।চিত্র গ্রাহক - অভিনন্দন  #আবেগী_পেন্সিল
27/03/2025

পাপড়ি মেলো,
মানুষ হও
নীরবে নিভৃতে।

চিত্র গ্রাহক - অভিনন্দন
#আবেগী_পেন্সিল

পেন্সিলে -  #আবেগী_পেন্সিল
02/03/2025

পেন্সিলে -
#আবেগী_পেন্সিল

Address

Suri

Alerts

Be the first to know and let us send you an email when আবেগী পেন্সিল - Aabegi Pencil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবেগী পেন্সিল - Aabegi Pencil:

Share

Category