21/03/2025
জুমু‘আর দিনের গুরুত্ব ও ফযীলত অপরিসীম। এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে জুমু‘আর দিনের বিস্তারিত নির্দেশনা ও ফযীলত তুলে ধরা হলো:
* জুমু‘আর দিনের শ্রেষ্ঠত্ব:
* হযরত আবূ হুরাইরা রাযি. হতে বর্ণিত, হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে জুমু‘আর দিন সর্বোত্তম। এই দিন হযরত আদম আ. কে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাঁকে বেহেশতে দাখিল করা হয়েছে এবং এই দিন তাঁকে বেহেশত থেকে বের করে (পৃথিবীতে পাঠিয়ে) দেয়া হয়েছে এবং জুমু‘আর দিনই কিয়ামত কায়েম হবে। (সহীহ মুসলিম; হাদীস ৮৫৪)
* জুমু‘আর দিনের আমলসমূহ:
* গোসল করা: জুমু‘আর নামাযে যাওয়ার আগে গোসল করা সুন্নত। (সহীহ বুখারী; হাদীস ৮৭৭, সহীহ মুসলিম; হাদীস ৮৪৪)
* সুগন্ধি ব্যবহার ও মিসওয়াক করা: জুমু‘আর দিন সুগন্ধি ব্যবহার করা ও মিসওয়াক করা সুন্নত। (সহীহ বুখারী; হাদীস ৮৮৮, সহীহ মুসলিম; হাদীস ৮৪৬)
* নামাযের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া: জুমু‘আর নামাযের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা উত্তম। (সহীহ মুসলিম; হাদীস ৮৫০)
* খুতবা মনোযোগ দিয়ে শোনা: জুমু‘আর খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। (সুনানে আবূ দাঊদ; হাদীস ১০৫১)
* সূরা কাহফ তিলাওয়াত করা: জুমু‘আর দিন সূরা কাহফ তিলাওয়াত করা উত্তম। (মুসতাদরাকে হাকেম; হাদীস ৩৩৯২)
* বেশী বেশী দরুদ পাঠ করা: জুমু‘আর দিনে নবীজির (সা:) উপর বেশী বেশী দরুদ পাঠ করা উত্তম। (সুনানে আবী দাঊদ; হাদীস ১০৪৭)
* বিশেষ দোয়া করা: জুমু‘আর দিনে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে, তাই এই দিনে বেশি বেশি দোয়া করা উচিৎ। (সহীহ বুখারী; হাদীস ৯৩৫, সহীহ মুসলিম; হাদীস ৮৫২)
* জুমু‘আর নামাযের ফযীলতঃ
* জুমু‘আর নামাযে গুনাহ মাফ হয়। (সহীহ মুসলিম; হাদীস ৮৫৭, ২৩৩)
* জুমু‘আর নামায ত্যাগকারীর প্রতি সতর্কবাণী রয়েছে। (সহীহ মুসলিম; হাদীস ৮৬৫)
* জুমু‘আর নামাযের আদব:
* মসজিদে গিয়ে কারো জায়গা দখল না করা। (সহীহ বুখারী; হাদীস ৯১১, সহীহ মুসলিম; হাদীস ২১৭৮)
* খুতবার সময় চুপ থাকা। (সহীহ বুখারী; হাদীস ৯৩৪, সহীহ মুসলিম; হাদীস ৮৫১)
* জুমু‘আর আগে ও পরে সুন্নত নামায আদায় করা। (মুসান্নাফে আব্দুর রাযযাক; হাদীস ৫৫২৫, সহীহ মুসলিম; হাদীস ৮৮১)
* জুমু‘আর পরে চার রাকা‘আত সুন্নাত পড়ে আরো দুই রাকা‘আত পড়া উচিত। (ত্বহাবী; হাদীস ১৯৮০, ১৯৭৮)