
08/07/2025
আমরা আসলেই গরীব। তবে আমরা অর্থের অভাবে নয়, নিজের অনুভূতি চেপে রাখার কষ্টে গরীব। আমরা মানুষকে ভালোবাসি, অথচ মুখে বলি না। আমরা য'ন্ত্র'ণায় কুঁকড়ে যাই, অথচ কাউকে বলার সাহস রাখি না। আমরা হাসি, অথচ ভেতরে কাঁদি। এই যে ভিতরের ক'ষ্ট—এটাই আমাদের সত্যিকারের দারিদ্র্য।
আমরা সেই মানুষ, যারা অভাবের মাঝেও আত্মসম্মান বাঁচিয়ে চলি। ঋণ করে অতিথি আপ্যায়ন করি, কারণ ‘ল'জ্জা’ নামক সমাজের এক অদৃশ্য দেয়াল আমাদের ঘিরে রেখেছে। বাচ্চার স্কুল ফি দিতে হিমশিম খাই, অথচ মুখে হাসি রাখি—"সব ঠিক আছে" বলি। পোশাক পুরনো হয়ে গেলেও পরি, কারণ নতুন কেনার মতো অবস্থা নেই। তবুও লোকচক্ষুর ভয়েই বলি না, "আমরা পারছি না।"
আমরা সেই মধ্যবিত্ত, যারা হাসপাতালের দরজায় দাঁড়িয়ে হিসাব কষি— বাবার চিকিৎসা আগে হবে, নাকি মেয়ের কলেজ ফি দেই আগে? আমরা চিৎকার করতে পারি না, কারণ আমাদের ক'ষ্ট সমাজের চোখে বিলাসিতা।
আসলে আমরা 'লো'কল'জ্জার মধ্যবিত্ত'— না গরীব বলে সাহায্য পাই, না ধনী বলে সম্মান জোটে। সব কিছুতেই মাপে সমাজ, আর আমরা মেপে মেপে নিঃশ্বাস নিই।
তবুও আমরা বেঁচে থাকি— কারণ আমাদের জীবনযু*দ্ধ কেবল টিকে থাকার নয়, সম্মান নিয়ে বাঁচারও।
আমরা আসলেই গরীব—অর্থে নয়, অনুভূতিতে। আর এই গরিবত্বই সবচেয়ে কঠিন। কারণ এই গরিবের কান্না কেউ শোনে না, শুধু দেখে মুখের হাসি। এটাই "লো'কল'জ্জার মধ্যবিত্ত" জীবনের নির্মম বাস্তবতা।
#জীবন_চক্র