27/07/2025
🔥 আজকের ‘স্বাধীন নারী’—একটি সম্পর্কের মৃতুভয়ী ছায়া?
সবাইকে ভালো লাগবে না, তবু বলতেই হয়।
একটা সময় ছিল, মেয়েরা যখন সংসারে আসত, তখন ঘর আলো করে তুলত। এখন তারা আসে স্লোগান আর ইগো নিয়ে—‘আমিও মানুষ’, ‘আমারও স্বপ্ন আছে’, ‘পার্সোনাল স্পেস চাই’।
আর এভাবেই শুরু হয় এক নিষ্প্রাণ সংসারের যাত্রা।
আজকের শিক্ষিত নারী কি সত্যিই সফল?
তার চাকরি আছে, নিজের গাড়ি আছে, ফ্ল্যাট আছে, কিন্তু নেই একটা ভালোবাসার সংসার, নেই এক মমতাময়ী ছোঁয়া, নেই এক গরম জল হাতে নিয়ে ক্লান্ত স্বামীর পাশে বসার সময়।
শুধু ডিগ্রি আর দম্ভ নিয়ে গড়ে উঠছে এক ‘প্রফেশনাল নারী’, যে অফিসে বসকে ইমপ্রেস করতে পারে, কিন্তু স্বামীর ব্যথা বুঝে পাশে দাঁড়াতে জানে না।
এই নারীবাদ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের?
নারী এখন মিটিং রুমে দক্ষ, কিন্তু শিশুর কান্না শুনলে বিরক্ত হয়। সে হাই-হিল পরে পার্টিতে যায়, কিন্তু নিজের সন্তানকে পিঠে নিয়ে ঘুম পাড়াতে জানে না। সে সোশ্যাল মিডিয়ায় নিজের ‘সেল্ফ লাভ’ পোস্ট দেয়, কিন্তু ঘরের মানুষটাকে একটু আদর দিয়ে বলতে পারে না—"তুমি কেমন আছো?"
স্বামী এখন প্রেমিক নয়, বরং এক সহকর্মী বা প্রতিদ্বন্দ্বী।
সম্পর্কে আর কোমলতা নেই, আছে শর্ত আর যুক্তি।
সংসার এখন ‘টাইম ম্যানেজমেন্টে’র প্রজেক্ট।
ভালোবাসা এখন ‘ইমোশনাল লেবার’।
আর নারী? সে এখন আর ঘরের লক্ষ্মী নয়, বরং এক ‘স্মার্ট প্যাকেজিং’-এর ভেতরে অফিসিয়াল দায়িত্বে আবদ্ধ মানবদেহ।
এমনটা তো আমাদের সনাতন শিক্ষা শেখায়নি।
একটা সংসার বাঁচে যখন স্ত্রী হয় কোমল, সংযমী, স্নেহশীলা। স্ত্রী যদি ঘরে প্রেম, যত্ন, নারীত্ব নিয়ে আসে—তবে স্বামী হয় রাজার মতো। আর স্ত্রী যদি হয় প্রতিদ্বন্দ্বী, তবে সংসার হয় যুদ্ধক্ষেত্র।
আজকাল নারীর ‘স্বাধীনতা’ মানে— ✅ বিয়ে না করেও সুখী থাকা ✅ মাতৃত্ব ছাড়াও জীবন উপভোগ ✅ সম্পর্ক ছাড়াই নিজের শর্তে বাঁচা
কিন্তু বাস্তব বলছে— 🔻 মানসিক অসুস্থতা বাড়ছে 🔻 বিবাহবিচ্ছেদ আকাশ ছুঁয়েছে 🔻 বন্ধ্যাত্ব এখন নতুন ‘নর্মাল’ 🔻 সম্পর্ক শুধু শরীর কেন্দ্রিক, আত্মা অনুপস্থিত
এই তো আমাদের ‘উন্নত নারী’-র জীবন।
পশ্চিমারা এখন ধীরে ধীরে বুঝতে পারছে—নারীকে ঘরে ফেরানোই আসল সমাধান।
কিন্তু আমরা? আমরা এখনো সেই ফাঁদে ঢুকছি, যেখানে নারী নিজের নারীসত্তা হারাচ্ছে—চাকরি, স্বাধীনতা আর ইগোর নামে।
তাই সময় থাকতে ভাবুন—
আপনার কন্যাকে কেবল ডিগ্রিধারী বানাবেন, নাকি একজন গৃহলক্ষ্মীও করবেন, যে ঘরে ঈশ্বরের ছায়া নিয়ে আসে?
নারী মানেই অফিস নয়। নারী মানে কোমলতা, সহমর্মিতা, আর একটা পরিপূর্ণ সংসার গড়ার দক্ষতা।
এই লেখা সবার মন জয় করবে না। কিন্তু যারা এখনো মনে একটু সত্যি ধারণ করেন—তারা নিশ্চয়ই বুঝবেন, আজকের নারীর মুক্তি কীভাবে ঘরেই সম্ভব।