20/08/2025
প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ এগরার যুবক। স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দাবাড় গ্রামের বাসিন্দা জেইরুদ্দিন সাহা নামের বছর ত্রিশের এক যুবক ওড়িষ্যায় বেশ কয়েক বছর চুলের ব্যবসা করতেন। প্রায়শই, বাড়ি থেকে ট্রেনে করে যাতায়াত করতেন ওই যুবক। কিন্তু আট দিন আগে ব্যবসার জন্য ওড়িশার পুরী যান ওই যুবক। শেষ চার দিন আগে বাড়িতে ফোন করে জেইরুদ্দীন বলেন যে তিনি পুরী থেকে ধেউলি এক্সপ্রেসে ট্রেনে বাড়ি ফিরছেন। তারপর থেকে নিখোঁজ ওই যুবক। বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজার পর শেষ পর্যন্ত বেলদা রেল পুলিশের শরণাপন্ন হয়। পরিবার সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম জেইরুদ্দিন সাহা, বয়স - ৩০, উচ্চতা - ৫ ফুট, গায়ের রং - ফর্সা। যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে বলে জানিয়েছেন যুবকের মা ও স্ত্রী- সহ পুরো এলাকাবাসী। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।