16/10/2025
নন্দকুমারে একটি পরিত্যক্ত পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। নন্দকুমার থানার অন্তর্গত শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যানচক এলাকার ঘটনা। কল্যানচক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত পুকুর রয়েছে। আজ সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই পুকুরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নন্দকুমার থানায়, এরপর নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির নাম বিকাশ বেরা, বয়স আনুমানিক (৪০), পেশায় বাস কন্ডাক্টর। মৃত ব্যক্তি গত ৩দিন নিখোঁজ ছিলেন।