Purba Medinipur News

Purba Medinipur News আপনাদের যেকোনো খবর জানান এই নং এ
9933680687 (Call/Whatsapp)
(1)

30/07/2025

দিনে দুপুরে কোলাঘাটে জাতীয় সড়কে ব্যবসায়ীকে ব্যাগ ভর্তি টাকা সমেত কয়েকজন দুষ্কৃতি জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে। ফিল্মি কায়দায় প্রায় ঝুলন্ত অবস্থায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই চলে ব্যবসায়ীর। এরপর ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। পিছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে।। ব্যবসায়ীর নাম কৃশানু সামন্ত বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে। আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করায়। ওই ব্যবসায়ীকে যে বোলেরো গাড়িতে অপহরন করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিলো কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া- মেছেদা রাজ্য সড়কের বুড়ারীতে গাড়ি ও চালক কে আটক করেছে। গাড়িতে থাকা মূল অপহরণ কারীরা পালিয়ে গিয়েছে। কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারীর ওসি রাজকুমার কুন্ডু জানান মঙ্গলবার বিকালে বর্ধমান জেলার দেবিপুর থানার মেমারি গ্রামের ইন্টারেরিয়ার ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতি ব্যবসায়ী কৃশানু সামন্তের গাড়ি আটকে কৃশানু সামন্তের গাড়ি থেকে জোর করে বের করে অপহরন কারীদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে। পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারী দের খোঁজে তল্লাশি শুরু করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন দিলীপ ঘোষ।
27/07/2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন দিলীপ ঘোষ।

26/07/2025

'ঘোষ বাবু'র কীর্তি নামে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া।

26/07/2025

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মালিকদের মারিশদা থানায় ডেকে পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস।


Purba Medinipur District Police

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইনে।                          ...
26/07/2025

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইনে।
Purba Medinipur District Police West Bengal Police

22/07/2025

AI-এর মদতে ভুয়া ভিডিও ছড়াচ্ছেন? কি সাজা হতে পারে জানেন? সেবকের ব্রিজ ভাঙার ভাইরাল ভিডিও প্রসঙ্গে পুলিশ কর্তার বয়ান।

উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়।
21/07/2025

উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়।

প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ফিশ ভেঙ্কট।
19/07/2025

প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ফিশ ভেঙ্কট।

19/07/2025

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বেহাল রাস্তার জেরে সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। এবার বেহাল রাস্তার জেরে রোগীকে চ্যাঙদোলা করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দ্যামারী জালপাই গ্রাম পঞ্চায়েতের ভাসুরকাটা গ্রামের প্রায় দেড় কিমি রাস্তার এক্কেবারে বেহাল। দেড় দশক আগে এই রাস্তায় শেষবার পড়েছিল লালমাটি মোরামের প্রলেপ। ব্যাস আর কোনো কিছু নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এরপরে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অনুরোধ করেও লাভ হয়নি কিছুই। রাস্তার এতটাই বেহাল দশা যে, ডাক্তার বাড়িতে আসতে পারছেনা। ঢুকতে পারছেনা অ্যাম্বুলেন্স থেকে টোটো কিংবা ভ্যানরিকশাও। ফলে দেড়কিমি রোগীকে চ্যাঙদোলা করে আর অন্য হাতে সেলাইন ধরে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা চাইছেন এই দূর্বিসহ অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে।

গতকাল রাত প্রায় ১টা নাগাদ ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় "জন শতাব্দী এক্সপ্রেস" এর ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। এদের মধ্য...
18/07/2025

গতকাল রাত প্রায় ১টা নাগাদ ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় "জন শতাব্দী এক্সপ্রেস" এর ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। এদের মধ্যে দুটি হাতির শাবক এবং একটি পূর্ণবয়স্ক হাতি ছিল। ১০ হাতির এই দলে ৩ জনের মৃত্যু হতেই বাকিরা এসে রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। ব্যাহত হয় ট্রেন চলাচল।

ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ! জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।     ...
18/07/2025

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ! জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকের বদলি।
17/07/2025

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকের বদলি।

Address

Purba Medinipur
Tamluk
721636

Telephone

+919933680687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Medinipur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purba Medinipur News:

Share