Purba Medinipur News

Purba Medinipur News আপনাদের যেকোনো খবর জানান এই নং এ
9800343652 (Call/Whatsapp)

24/08/2025

নন্দীগ্রাম ২নং নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতর ভোটে বিজেপির ১২-০ তে জয়লাভ, জয়ের পর তৃণমূলের ক্যাম্পের সামনে দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় চরম উত্তেজনা!! তৃণমূল নেতা কর্মীদের লক্ষ করে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা বিজেপি নেতা কর্মীদের লক্ষ করে জয় বাংলা স্লোগান... হাতাহাতি পর্যন্ত গড়ায়, তৎক্ষণাৎ পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

23/08/2025

ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় মদের আসর একদল তরুণ- তরুণীর!! মদ খেয়ে বেসামাল একদল তরুণ তরুণী। প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককের কপালে জুটলো বেদম মার, লাথি। বেলঘরিয়ার ঘটনা। সূত্রের খবর প্রতিবাদী যুবক নিরুপম পাল বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সিসিটিভি ফুটেজ।

20/08/2025

প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ এগরার যুবক। স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দাবাড় গ্রামের বাসিন্দা জেইরুদ্দিন সাহা নামের বছর ত্রিশের এক যুবক ওড়িষ্যায় বেশ কয়েক বছর চুলের ব্যবসা করতেন। প্রায়শই, বাড়ি থেকে ট্রেনে করে যাতায়াত করতেন ওই যুবক। কিন্তু আট দিন আগে ব্যবসার জন্য ওড়িশার পুরী যান ওই যুবক। শেষ চার দিন আগে বাড়িতে ফোন করে জেইরুদ্দীন বলেন যে তিনি পুরী থেকে ধেউলি এক্সপ্রেসে ট্রেনে বাড়ি ফিরছেন। তারপর থেকে নিখোঁজ ওই যুবক। বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজার পর শেষ পর্যন্ত বেলদা রেল পুলিশের শরণাপন্ন হয়। পরিবার সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম জেইরুদ্দিন সাহা, বয়স - ৩০, উচ্চতা - ৫ ফুট, গায়ের রং - ফর্সা। যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে বলে জানিয়েছেন যুবকের মা ও স্ত্রী- সহ পুরো এলাকাবাসী। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর ! ৯১ বছর বয়সে না ফেরার দেশে অচ্যুত পোদ্দার। আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-...
19/08/2025

প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর ! ৯১ বছর বয়সে না ফেরার দেশে অচ্যুত পোদ্দার। আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর এই চরিত্রের জন্যই তাঁকে অনেকে মনে রেখেছে আজও। তাঁর মুখেই ছিল সেই বিখ্যাত সংলাপ ‘কহেনা ক্যায়া চাহতে হো ?’। ১৮ অগাস্ট সোমবার তাঁর মৃত্যু হয়।

15/08/2025

স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানে। মৃত ১০ জন, আহত অনেক। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসা হয়েছে।

11/08/2025

পূর্ব মেদিনীপুরের তমলুকের ডহরপুর তপসিলী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌণ হেনস্থা করতেন ছাত্রীদের বলে অভিযোগ। ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোন উত্তর না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র - ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকে দু- চার ঘা প্রহারও করা হয়। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা। এর পর ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়ে ওই প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় তমলুক থানার পুলিশ।

10/08/2025

"টেলিগ্রাম প্রিপেইড স্ক্যাম" এ প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কী ভাবে বাঁচবেন এদের পাতা জাল থেকে? প্রতারকদের সঙ্গে প্রতারনার পদ্ধতি অনেকেই অবলম্বন করতে চান কিন্তু তার ফল কি হতে পারে??
#মুখুজ্যে_মশাই
Purba Medinipur District Police West Bengal Police

06/08/2025

হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে একটি যাত্রীবাহী লঞ্চ যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকের উদ্দেশ্যে রওনা দেয়, এর পরই কুঁকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় লঞ্চএর নীচের অংশের পাটাতন ফুটো হয়ে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চটি। স্থানীয় সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে, যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি না হলেও ভেসেলের অনেকাংশই নষ্ট হয়ে গিয়েছে। বুধবার বিকেল নাগাদ এই ঘটনায় লঞ্চএর মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।.

05/08/2025

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি!! দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদায় পথ অবরোধ করে বিক্ষোভ।

02/08/2025

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর বাশুলি বিদ্যাভবনে উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে ৬৫ টি আসনের ৫৪ টিতে জয়লাভ করলো রাজ্যের শাসক দল তথা তৃণমূল। বাকি ১১টি আসন পায় বিজেপি। বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই শিবিরে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। এদিন ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এই সমবায় সমিতির ভোট প্রক্রিয়ায় ৬৫ টি প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক দল সমর্থিত ৬৫ জন প্রতিনিধি এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত ৬২ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বীতা করেছেন। শাসক দলের ৩টি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলন আগেই। প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকে পুরো এলাকায় বিশাল পুলিশি বাহিনী ও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। নির্বাচন শেষে কার্যত সবুজ ঝড় উড়লো। জয়লাভ করায় শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠে।

#বিজেপি #তৃনমূল

তমলুক সাংগঠনিক জেলার তৃনমূলের চেয়ারপারসন বদল।
02/08/2025

তমলুক সাংগঠনিক জেলার তৃনমূলের চেয়ারপারসন বদল।

30/07/2025

দিনে দুপুরে কোলাঘাটে জাতীয় সড়কে ব্যবসায়ীকে ব্যাগ ভর্তি টাকা সমেত কয়েকজন দুষ্কৃতি জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে। ফিল্মি কায়দায় প্রায় ঝুলন্ত অবস্থায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই চলে ব্যবসায়ীর। এরপর ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। পিছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে।। ব্যবসায়ীর নাম কৃশানু সামন্ত বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে। আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করায়। ওই ব্যবসায়ীকে যে বোলেরো গাড়িতে অপহরন করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিলো কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া- মেছেদা রাজ্য সড়কের বুড়ারীতে গাড়ি ও চালক কে আটক করেছে। গাড়িতে থাকা মূল অপহরণ কারীরা পালিয়ে গিয়েছে। কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারীর ওসি রাজকুমার কুন্ডু জানান মঙ্গলবার বিকালে বর্ধমান জেলার দেবিপুর থানার মেমারি গ্রামের ইন্টারেরিয়ার ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতি ব্যবসায়ী কৃশানু সামন্তের গাড়ি আটকে কৃশানু সামন্তের গাড়ি থেকে জোর করে বের করে অপহরন কারীদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে। পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারী দের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Address

Purba Medinipur
Tamluk
721636

Telephone

+919933680687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Medinipur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purba Medinipur News:

Share