Rupasi Moyna News

Rupasi Moyna News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rupasi Moyna News, News & Media Website, Tamluk.

রূপসী ময়না নিউজ ফেসবুক পেজে সবাইকে স্বাগতম।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং রাজ্যের খবর ও বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারে কর্ণধার সুমন জানাকে ম্যাসেজ করুন 8391804133 নং এ। এই পেজের রিপোর্টার এবং ভয়েস আর্টিস্ট স্বস্তি পাহাড়ি পান্ডা।

22/08/2025

৮৫ বছরের পুরনো শিরিস গাছের প্রা*ণ*স*ঙ্ক*ট!

উন্নয়নের নামে কি শেষ হয়ে যাবে এক জীবন্ত ইতিহাস?

আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি অঞ্চলের বড়োচৌকিরবস গ্রামের আইটিডিপি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় দাঁড়িয়ে আছে এক অমর সাক্ষী—প্রায় ৮৫ বছরের পুরনো এক শিরিস গাছ।

বিদ্যালয় তৈরির বহু আগেই জন্মেছিল সে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ক্ষুদ্র চারাটি আজ পরিণত হয়েছে মহীরুহে। প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রী তার ছায়ায় বসে পড়াশোনা করেছে, খেলেছে, স্বপ্ন দেখেছে। সূর্যের তাপ যখন অসহনীয়, তখন তারই বিশাল সবুজ পাতার আড়ালে শিশুরা শান্তি খুঁজে পেয়েছে। ঝড়-বৃষ্টি-অতলান্ধকারেও এই গাছ যেন বুক চিতিয়ে বিদ্যালয়কে আগলে রেখেছে।

এটি শুধু একটি গাছ নয়—এটি বিদ্যালয়ের আত্মা, স্থানীয় মানুষের আবেগ, এবং ইতিহাসের জীবন্ত সাক্ষী।

কিন্তু আজ সেই গাছ বিপদে!

সম্প্রতি দুই ব্যক্তি প্রস্তাব দিয়েছেন— গাছটি কেটে বিক্রি করে তার টাকায় মাঠ ভরাট করা হোক।
তাদের যুক্তি—বর্ষার দিনে মাঠে জল জমে থাকে।

এমন প্রস্তাবে শুরু হয়েছে তীব্র ক্ষোভ আর বিতর্ক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সেন স্পষ্ট জানিয়েছেন “বিদ্যালয় উন্নয়নের জন্য ‘আমার পড়া আমার সমাধান’ প্রকল্পের ১০ লক্ষ টাকাই যথেষ্ট। উন্নয়নের নামে গাছ কেটে ফেলার কোনও দরকার নেই। বিদ্যালয়কে সাজানো যায় গাছ বাঁচিয়েই। তাছাড়া এই বিদ্যালয় একটি ভোটকেন্দ্র ও নেচার ক্লাবের অঙ্গীকার: গাছ বাঁচাতেই হবে!

আলিপুরদুয়ার নেচার ক্লাব ইতিমধ্যেই সরব হয়েছে ।

সহ-সম্পাদক অরিজিৎ মালাকার বলেন
“আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে আবেদন করেছি। প্রশাসনকেও জানানো হবে। এই গাছ শুধু ১০০ নয়, ২০০ বছর বেঁচে থাকুক—সেটাই আমাদের লড়াই।”

আজ প্রশ্নটা সবার— যে গাছ ৮৫ বছর ধরে শ্বাস-প্রশ্বাস দিয়ে অসংখ্য মানুষকে অক্সিজেন দিয়েছে, তাকে কি কেবল কিছু টাকার বিনিময়ে কেটে ফেলা হবে?
যে গাছ এতদিন ধরে বিদ্যালয়কে আঁচলের মতো আগলে রেখেছে, তার বুকে কি কুঠার পড়বে?

এই শিরিস গাছ শুধু কাঠ নয়, শুধু পাতা নয়—
👉 এটি শিশুদের হাসি,
👉 এটি শিক্ষকদের ভরসা,
👉 এটি মাটির প্রতি মানুষের ভালোবাসা।

একটি গাছ কাটা মানে শুধু একটি কাণ্ড ফেলা নয়,
👉 মানে ইতিহাস মুছে দেওয়া,
👉 মানে ভবিষ্যৎকে অক্সিজেনবিহীন করে দেওয়া।

৮৫ বছরের এই শিরিস কি টিকে থাকবে? নাকি মানুষের লোভের কাছে হেরে যাবে প্রকৃতির মহীরুহ?
উত্তরটা আমাদেরই দিতে হবে—আজই, এখনই।

22/08/2025

স মিল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির ক্যাম্পাসে পূর্ব মেদিনীপুর জেলা স মিল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সেই সঙ্গে আজ বেলা এগারো টায় পূর্ব মেদিনীপুর জেলা স মিল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বটবৃক্ষ রোপনের অঙ্গীকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে যোগদান করেন। আজকের কর্মসূচি প্রসঙ্গে আয়োজক সংগঠনের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের।

22/08/2025

বিজেপি নেতা গৌতম গুরুর
মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন
তৃণমূলের ময়না ব্লক
সভাপতি সন্দীপব্রত দাস।

22/08/2025

ময়না ফিসারী অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কি বললেন শুনুন।

22/08/2025

ময়না ফিসারী অ্যাসোসিয়েশন এর সম্পাদক পিন্টু দাসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাজাহান আলী এবং বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু কি বললেন।

22/08/2025

সংগীত। আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার স মিল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

22/08/2025

স্বেচ্ছায় রক্তদান শিবির। আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার স মিল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

22/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/08/2025

অভিনেত্রী কৌশানী মুখার্জী।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই উৎসবে নিজেকে এবং পরিবারকে সুন্দর পোশাকে সাজানোর জন্য কাঁচরাপাড়ার লঙ্গলিতে ঈশানি কালেকশনে রয়েছে প্রচুর নতুনত্বের ছোঁয়ায় নানা ধরনের পোশাক আজ কাঁচরাপাড়া রাঙ্গলি ঈশানের কালেকশন লঞ্চে আসলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী। উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী সমাজ সেবক খোকন বণিক মলয় ঘোষ বিশ্বজিৎ পাল রাজীব কাঞ্জিলাল সহ রাঙ্গলির ডিরেক্টর নিখিল জৈন, কালেকশনের ব্রান্ড ম্যানেজার তুহিন দাস।

ময়নার পূর্ব দোবান্দি পাটনা এলাকায় কংসাবতী নদী বাঁধে ধ্বস।
21/08/2025

ময়নার পূর্ব দোবান্দি পাটনা এলাকায় কংসাবতী নদী বাঁধে ধ্বস।

21/08/2025

সুন্দরবনে বাড়ছে কুমিরের সংখ্যা।কুমির সংরক্ষণ জোর বনদপ্তরের,শুরু হয়েছে ম্যানগ্রোভ রক্ষা।

সুন্দরবন: সামনেই দুর্গাপুজো। লম্বা ছুটি। বহু ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এই সময়। হাতে কম সময় থাকলে কারও কারও গন্তব্য হয় সুন্দরবনও। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা। আর তার আগেই ভালো খবর। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা। গত দু’বছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে, পরবর্তী সময়ে আরো বাড়াতে হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে, যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের। সাহস জগতে উঠে পড়ে লেগেছে বনদপ্তর। একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বনে আধিকারিক।জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে।”বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ সালের গণনায় মোটামুটি ১১০-১৩২ এবং ২০২৩-২৪ সালের গণনায় মোটামুটি ১২০-১৪০ টার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। এবার ২০২৫-২৬ সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে। আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে।
তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয়ে কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বনো আধিকারিকরা, যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের। ভাগবতপুর কুমির প্রকল্পে কুমিরের সংখ্যাও বেড়েছে প্রচুর। আগামী এক মাসের মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়া হবে। যার ফলে আরো কুমিরের সংখ্যা বাড়বে নদী বা সমুদ্রে।

20/08/2025

৫৭ তম বর্ষে হোগলাবাড়ি দুর্গোৎসব।
ময়না ব্লকের ময়না ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় হোগলাবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে দুর্গোৎসবের মাঙ্গলিক খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। আজ সকাল ন'টায় এই উৎসবের ৫৭ তম বর্ষের মাঙ্গলিক খুঁটিপূজায় এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ঢাক, কাঁসরের সুমধুর শব্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে। এবারের পূজো প্রসঙ্গে উৎসব কমিটির এক সদস্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের।

Address

Tamluk
721642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupasi Moyna News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share