13/09/2025
➡️➡️বিদয়াতের উসূল অনুযায়ী মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম) বিদয়াত হলে সিরাতুন্নবীও বিদয়াত।
একইভাবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস ও দিনকে কেন্দ্র করে বইমেলা, পডকাস্ট, নৌকা-ভ্রমণসহ যত ধরণের অনুষ্ঠান করা হয় সবই বিদয়াত।
আর যদি এগুলো বিদয়াত না হয়, তাহলে মিলাদুন্নবীও বিদয়াত নয়।
তিন যুগের কেউ করেনি কিংবা দিন বা মাসকে নির্দিষ্ট করা বিদয়াত হওয়ার মূল কারণ হলে, সিরাতুন্নবীসহ অন্যান্য ক্ষেত্রেও একই কারণ পাওয়া যায়। তিন যুগের কেউ সিরাতুন্নবী নামে কোন মাহফিল করেনি। একইভাবে মাস বা দিনকে নির্দিষ্ট করে কেউ করেনি। বিদয়াত হওয়ার মূল কারণ যদি উভয় ক্ষেত্রে একই হয়, তাহলে দু'টোই বিদয়াত হবে। বস্তুর মূল হাকিকত ঠিক রেখে শুধু নাম পাল্টিয়ে সিরাতুন নবী করলেই সেটা বিদয়াত হওয়া থেকে মুক্ত হবে না। নিজেরা করলে দাত আর অন্যরা করলে বিদয়াত, এটা তো শরীয়াত নয়। এটা নিজের নফসানিয়াত ও প্রবৃত্তির অনুসরণ।
এ বিষয়ে আমার নিচের পোস্টগুলোতেও কিছুটা আলোচনা করেছি।
১। https://www.facebook.com/hm.ijhar/posts/2392311317584933
২। https://www.facebook.com/hm.ijhar/posts/2392765924206139
৩। https://www.facebook.com/hm.ijhar/posts/2391139871035411
কপি