Banga News

Banga News বাংলা ও বাঙালির নিউজ চ্যানেল। ব্রেকিং নিউজ, ক্রাইম, খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ও ডিবেট সব খবর।

18/09/2024

পাঁশকুড়া কংসাবতী নদীর জদড়া নদীর বাঁধ ভেঙেছে। পাঁশকুড়ার পাশাপাশি তমলুক ব্লকের বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

#বন্যা

16/09/2024

বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোত।
প্রজা বাড়ির কাছে কাঁসাই নদীর উপর বাঁশের সেতু ভেঙে পড়লো। যোগাযোগ বিচ্ছিন্ন পাঁশকুড়া ও ময়না ব্লকের।

#ময়না

11/09/2024

পুজোর আগে পুলিশের আন্তরিক প্রয়াস, খুশি জেলাবাসী!

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আন্তরিক প্রয়াস। আর তাতেই পুজোর আগে খুশির ঢেউ উঠলো দিঘা থেকে কোলাঘাট পর্যন্ত। বিভিন্ন সময়ে পুলিশের কাজের সমালোচনায় ব্যস্ত নেটিজেন। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ বা আন্তরিক প্রয়াসে খুশির উচ্ছ্বাস ধরা পড়ল সাধারণ মানুষের মনে। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আগেই জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া দুশোর বেশি মুঠোফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

13/05/2024

নন্দীগ্রামে রনংদেহি মেজাজে বাম প্রার্থী সায়ন

Advocate Sayan Banerjee

13/05/2024

প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময়

10/11/2023

খড়্গপুরে বাসে আগুন! ডেবরা, তমলুক এবং মেদিনীপুর হাসপাতালকে এলার্ট জারি করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর হাসপাতাল কে যেতে বলা হয়েছে মানস ভূঁইয়াকে। ডেবরা হাসপাতালে যেতে বলা হয়েছে সৌমেন মহাপাত্রকে। বাসের ভিতর থেকে সকলকে উদ্ধার করা হয়েছে বাসের ভিতরে কেউ আটকে নেই জানাল দমকল। বাসটি বালুরঘাট থেকে কলকাতা হয়ে পুরী যাচ্ছিল। ৩১ জন কে উদ্ধার করা হয়েছে।

26/10/2023

দুর্গাপূজা কার্নিভাল ২০২৩

08/09/2023

ইচ্ছে থাকলে সব হয়, প্রমাণ করলেন নন্দকুমারের ' নাপিতের' ছেলে!

নন্দকুমার: ইচ্ছে থাকলে সব হয় আবারও প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের এক নাপিত পরিবারের ছেলে। বাবার ছোট্ট সেলুন দোকান। রোজকার কম। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও অসম্ভব জেদ আর মেধাকে কাজে লাগিয়ে ওই পরিবারের ছেলে ডাব্লু বি সি এস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে রেভিনিউ অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন। পড়াশোনার শুরু গ্রামের স্কুলে, নন্দকুমারের কল্যাণচক জগন্নাথ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি পাস করার পরেই ডাব্লু বি সি এস পরীক্ষায় প্রস্তুতি নেয়, অবশেষে সফল তিনি।

নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোদলপুর গ্রামের বাসিন্দা বিকাশ মান্না। বাবা ভোলানাথ মান্না। পেশায় ক্ষৌরকার, নন্দকুমার বাজারে একটি ছোট্ট সেলুন দোকান। তা থেকে কোনরকম সংসার চলে। সেই টাকাতেই নিজেরা না খেয়ে ছেলের পড়াশোনার টাকা যুগিয়েছেন। বিকাশ মান্নাও উচ্চশিক্ষার জন্য নিজের পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থ উপার্জনের জন্য টিউশন করেছেন। কিন্তু কলেজ পাশের পর তার লক্ষ্য ছিল ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হওয়া। পড়াশোনা শুরু করেন তিনি। ছোট থেকেই মেধাবী ছাত্র বিকাশ মান্না, তাই বাবা মা ছেলের পড়াশোনার জন্য আধপেট খেয়েও ছেলের মুখ চেয়ে খুশি থেকেছেন। সেই গরিব বাবা-মার মুখ উজ্জ্বল করল বিকাশ!

বিকাশ মান্না প্রথম দু'বার ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু তৃতীয়বার প্রতিটি স্তরের সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি হাওড়া জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর কর্মরত। বিকাশের এই সাফল্যে খুশি তার বাবা-মা সহ প্রতিবেশীরা। মা নমিতা মান্না বলেন, 'পড়াশোনা ছেলের স্বপ্ন ছিল তাই সব সময় পড়াশোনা নিয়েই থাকত আমরা কোনদিন তাকে বাধা দিইনি। আমরা আজ আনন্দিত ও খুশি।'

কথায় আছে ইচ্ছে থাকলে সবই সম্ভব। আর তাই করে দেখালেন নন্দকুমারের দিন আনি দিন খায় পরিবার থেকে উঠে আসা বিকাশ মান্না। বিকাশ মান্না'রা সমাজের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত! তাঁর এই সফলতার কাহিনী প্রেরণা যোগাবে অনেক ছাত্র-ছাত্রীদের।

01/09/2023

তাজপুর গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ আগুন।

Address

Tamluk
721636

Alerts

Be the first to know and let us send you an email when Banga News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banga News:

Share