28/03/2024
হয়তো বাড়ির কেউ জানবেও না কোনোদিন, কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ অসহায় হয়ে রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা আবার কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়। মন রাখতে হয়। শ্যাম-কূল দুটো রাখতে গিয়ে গায়ের রং টা কখন যে ধূসর রঙে নিপতিত হয়ে যায় তা সে নিজেও জানে না। ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা । তারপরও শুনতে পাওয়া যায় পুরুষ নাকি শরীরের পেছনে মরে, আসলে সত্যি বলতে বাস্তবতা যখন দায়িত্ব শেখায় নাহ্? তখন পুরুষ নারীর শরীর তো ছাড়ো, নিজের কথাই ভুলে যায় ।।😊😊