Pratham Alor Barta

Pratham Alor Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pratham Alor Barta, Media/News Company, Tarakeswar.

প্রথম আলোর বার্তা একটি আঞ্চলিক সংবাদ কেন্দ্র যা আপনাকে পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারত ও বিশ্বের ব্যাপক আপ-টু-ডেট সংবাদ কভারেজ প্রদান করে। সর্বশেষ শীর্ষ গল্প পান।
News ,Business Advertisements ,Cultural Program ,Health Camp ,Family Ocassion etc

বালুরঘাট রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনবালুরঘাট, ১২ই জানুয়ারী: বালুরঘাট রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্...
12/01/2026

বালুরঘাট রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন

বালুরঘাট, ১২ই জানুয়ারী: বালুরঘাট রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও ১২ই জানুয়ারী সোমবার সকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে মিশনের মহারাজ, ভক্ত, শিষ্য-শিষ্যা ও অনুরাগীদের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করল।

শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের এনসিসি ক্যাডেটরাও যোগদান করে। এদিন সকালে রামকৃষ্ণ মিশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুভারম্ভ হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মিশনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বালুরঘাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যধর্মানন্দ জী মহারাজ।

স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন উপলক্ষ্যে বালুরঘাটে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে স্মরণ করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বালুরঘাটের সাহেবকাছারীতে "আমরা ক'জনের" পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে নরনারায়ণ সেবা :-বালুরঘাট, ১২ই জানু...
12/01/2026

বালুরঘাটের সাহেবকাছারীতে "আমরা ক'জনের" পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে নরনারায়ণ সেবা :-

বালুরঘাট, ১২ই জানুয়ারী: প্রতিবছরের মতো এবছরও বারোই জানুয়ারী সোমবার দুপুরে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" - এই বাণীকে আদর্শ করে বালুরঘাটের সাহেবকাছারীতে "আমরা ক'জনের" পরিচালনায় নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই নরনারায়ণ সেবায় প্রায় ছয় হাজার মানুষ প্রসাদ পায়।

নরনারায়ণ সেবার পাশাপাশি প্রত্যন্ত গ্রামীণ এলাকার দুঃস্থদের বস্ত্র, চাল, ডাল, তেল, নুন ও অর্থ দিয়ে সাহায্য করা হয়। এছাড়াও এইদিন দুপুরে "আমরা ক'জনের" পরিচালনায় নয় বছর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বিবেকানন্দের বেশে "যেমন খুশি সাজো" প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২০১৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে বারোই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে "আমরা ক'জনের" পরিচালনায় এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এই বছর এই কর্মসূচী সপ্তম বর্ষে পড়লো। ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিষ্ণুরূপানন্দজী মহারাজ এই নরনারায়ণ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

"আমরা ক'জনের" পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে এই কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এই নরনারায়ণ সেবার আয়োজন করা হচ্ছে।

বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা :-বালুরঘাট, ১২ই জানুয়ারী: বাল...
12/01/2026

বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা :-

বালুরঘাট, ১২ই জানুয়ারী: বালুরঘাটের সাহেব কাছারীর রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও ১২ই জানুয়ারী সোমবার সকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে মিশনের সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণী, ভক্ত, শিষ্য-শিষ্যা ও অনুরাগীদের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করল।

এদিন সকালে রামকৃষ্ণ সারদা মিশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুভারম্ভ হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ সারদা মিশনে এসে সমাপ্ত হয়।

বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছেমালদায় প্রধানমন্ত্রীর সফরে একাধিক রেল প্রকল্পের উদ্বোধনBalurghat, Janu...
11/01/2026

বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে
মালদায় প্রধানমন্ত্রীর সফরে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন

Balurghat, January 10:-
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে দক্ষিণ দিনাজপুরবাসীর। বালুরঘাট থেকে সরাসরি বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পথে। আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত পশ্চিমবঙ্গের মালদা সফর ঐতিহাসিক হতে চলেছে। এই সফরেই রেল দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, মালদা থেকে প্রধানমন্ত্রী একসঙ্গে একাধিক নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা দেশের প্রথম দীর্ঘপথের বন্দে ভারত স্লিপার সংস্করণ হিসেবে চালু হতে চলেছে। আধুনিক সুযোগ–সুবিধা, উন্নত স্লিপার কোচ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুতগতির পরিষেবার মাধ্যমে এই ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করবে।
এছাড়াও একই দিনে যেসব নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো বালুরঘাট–বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। প্রস্তাবিত এই ট্রেনটির চূড়ান্ত টার্মিনাল হিসেবে বেঙ্গালুরুর এসএমভিটি (Sir M. Visvesvaraya Terminal) ধরা হচ্ছে। রেল আধিকারিকদের মতে, এই ট্রেনটি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকার মানুষদের জন্য দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ করে বেঙ্গালুরুর আইটি হাব এলাকায় কর্মরত ও পড়াশোনা করা বহু মানুষ এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবেন, সাথে সাথে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসার ক্ষেত্রে বিরাট সুবিধা হবে ।
রেল সূত্র আরও জানাচ্ছে, বালুরঘাট–SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক পরিষেবা হিসেবে চালু হবে । যদিও রুট, সময়সূচি ও কোচ বিন্যাস চূড়ান্তভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে।
একইসঙ্গে, বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের কথাও উঠে এসেছে রেল দপ্তরের পরিকল্পনায়। এই ট্রেনটি চালু হলে রাধিকাপুর আন্তর্জাতিক সীমান্ত স্টেশন পর্যন্ত সরাসরি দক্ষিণ ভারতের যোগাযোগ আরও জোরদার হবে। ফলে সীমান্তবর্তী এলাকা, বালুরঘাট ও আশপাশের জেলার যাত্রীদের জন্য রেল যাত্রা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।
এই ট্রেনগুলি চালু হলে বালুরঘাটের রেল মানচিত্রে বড় পরিবর্তন আসবে। এতদিন কলকাতা বা অন্য বড় জংশন ঘুরে বেঙ্গালুরু যেতে হলেও, এবার সরাসরি বালুরঘাট বা রাধিকাপুর থেকেই দক্ষিণ ভারতের উদ্দেশে যাত্রা করা সম্ভব হবে।
এ বিষয়ে বালুরঘাট লোকসভার সাংসদ ডা. সুকান্ত মজুমদার বলেন,
“এটি দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য ঐতিহাসিক সুখবর। বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। বালুরঘাট থেকে বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি মালদা থেকে এর অফিসিয়াল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।”
তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ রেল পরিষেবা চালুর জন্য বালুরঘাট লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন,
“গত ৭ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সংসদীয় এলাকায় এসে বলেছিলেন—আমি যদি কথা দিয়ে কথা রাখতে পারি, তবে আমাকেই ভোট দিতে। আমরা কথা দিলে কথা রাখি। এবার তৃণমূল নেতা-কর্মীরা যেন তাঁদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথাই মেনে বিজেপিকে ভোট দেন।"

কুমারগঞ্জে বিজেপির বুথ বিজয় কর্মশালা, ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্য :- কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, ১০ জানুয়ারি:শনিবা...
11/01/2026

কুমারগঞ্জে বিজেপির বুথ বিজয় কর্মশালা, ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্য :-
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, ১০ জানুয়ারি:
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা সংলগ্ন গোপালগঞ্জ কমিউনিটি হলে বিজেপি “বুথ বিজয় কর্মশালা” আয়োজন করে। এই কর্মশালার লক্ষ্য আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দলের পায়ের তলায় শক্তি বাড়ানো।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত দাস,সঙ্গে রাজ্য ও জেলা স্তরের নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল, সুবোধ সরকার, দেবশ্রী সরকার, বিজেপি জেলা সম্পাদক রজত ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরা।
অজিত দাস সভায় বলেন, এই কর্মশালা বিজেপির বৃহত্তর কৌশল ও পরিকল্পনার অংশ এবং তা আগামী বিধানসভা নির্বাচনে দৃঢ় প্রভাব ফেলার জন্য অপরিহার্য। তিনি বুথ পর্যায়ের প্রস্তুতি এবং সমন্বয়ের গুরুত্বে জোর দেন, যা নির্বাচনী সাফল্য নিশ্চিত করতে সাহায্য করবে।
জেলা সম্পাদক রজত ঘোষ জানান, কর্মশালার উদ্দেশ্য ছিল কুমারগঞ্জ (সংখ্যা ৩৮) বিধানসভা অঞ্চলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। তিনি আরও যোগ করেন, এ ধরনের প্রোগ্রামগুলি দলের কর্মীদের উদ্দীপ্ত করতে এবং পায়ের তলার সমর্থন সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলীয় সূত্রে জানা যায়, ৪১ জন শক্তি কেন্দ্র প্রমুখের মধ্যে ৪০ জন কর্মশালায় উপস্থিত ছিলেন।কুমারগঞ্জ বিধানসভার চারটি মন্ডলের সভাপতি, শক্তি কেন্দ্র ইনচার্জ এবং নির্বাচিত জন প্রতিনিধি-রাও উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের সময়, অজিত দাস আই-প্যাক সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসা ও অফিসে Enforcement Directorate এর অভিযান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড নিয়ে তীব্র মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কঠোরভাবে সমালোচনা করেন।
বিজেপি নেতৃত্ব পুনরায় জোর দেন যে, আগামী মাসগুলোতে রাজ্যের অন্যান্য অংশে একই ধরনের কর্মশালা চলবে, যা ২০২৬ সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার অংশ হবে।

*জিমেলে আসছে এআই ওভারভিউ, দীর্ঘ ই-মেল পড়ার ঝামেলা কমাবে গুগল*ই-মেল ব্যবহারে বড়সড় পরিবর্তন আনতে চলেছে গুগল। জনপ্রিয় ম...
11/01/2026

*জিমেলে আসছে এআই ওভারভিউ, দীর্ঘ ই-মেল পড়ার ঝামেলা কমাবে গুগল*

ই-মেল ব্যবহারে বড়সড় পরিবর্তন আনতে চলেছে গুগল। জনপ্রিয় মেল পরিষেবা Gmail-এ যুক্ত হচ্ছে নতুন **AI Overviews** ফিচার। এর ফলে ইনবক্সে জমে থাকা দীর্ঘ ই-মেল থ্রেড আর পড়ে সময় নষ্ট করতে হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গুরুত্বপূর্ণ ই-মেলগুলির সারাংশ নিজে থেকেই তুলে ধরবে জিমেল, এমনটাই জানিয়েছে গুগল।

নতুন এই ফিচারের মাধ্যমে একাধিক রিপ্লাই-সহ লম্বা ই-মেল থ্রেডের মূল বক্তব্য সংক্ষেপে দেখাবে AI। বিশেষ করে অফিস সংক্রান্ত বা গ্রুপ ই-মেলে এই সুবিধা ব্যবহারকারীদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছে প্রযুক্তি মহল। গুগলের শক্তিশালী **Gemini AI** মডেলের সাহায্যে এই ওভারভিউ তৈরি হবে, যা ব্যবহারকারীর সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে।

এছাড়াও জিমেলে ইতিমধ্যেই থাকা ‘Help Me Write’ ও স্মার্ট রিপ্লাইয়ের মতো AI ফিচারগুলিকে আরও উন্নত করা হচ্ছে। ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল। প্রযুক্তিবিদদের মতে, এই আপডেটের ফলে জিমেল আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে, বদলে যাবে ই-মেল ব্যবহারের অভিজ্ঞতা।

*পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহ, বাংলার ২০টি জায়গায় তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে*পশ্চিম মেদিনীপুর-সহ গোটা পশ্চিমবঙ্গে শীতের দ...
11/01/2026

*পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহ, বাংলার ২০টি জায়গায় তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে*

পশ্চিম মেদিনীপুর-সহ গোটা পশ্চিমবঙ্গে শীতের দাপট এখনও বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পৌষের শেষ লগ্নেও রাজ্য থেকে শীত বিদায় নিচ্ছে না। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে ‘কোল্ড ডে’ পরিস্থিতি ও শৈত্যপ্রবাহের প্রভাব থাকবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ছিল চলতি সপ্তাহে কলকাতার সবচেয়ে ঠান্ডা দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ ছিল ২২ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের প্রায় ২০টি জায়গায় তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাত নামলেই শীতের কামড় স্পষ্ট হচ্ছে।

উত্তরবঙ্গেও শীতের প্রকোপ কমেনি। দার্জিলিং, দিনাজপুর-সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভোরের দিকে দৃশ্যমানতা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয়ার্ধে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত হঠাৎ করে বিদায় নেবে না। ফলে আরও কিছুদিন রাজ্যবাসীকে কনকনে ঠান্ডার মধ্যেই থাকতে হবে।

*শুভেন্দুর গাড়িতে হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন? প্রতিবাদ সভার ডাক শুভেন্দুর*গড়বেত...
11/01/2026

*শুভেন্দুর গাড়িতে হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন? প্রতিবাদ সভার ডাক শুভেন্দুর*

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: আবারো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার ঘটনা ঘটলো। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ শুভেন্দু। হামলা চালানোর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের মেরেছে এমনও অভিযোগ শুভেন্দু র! অধিকারীর নিরাপত্তা রক্ষীই, পাল্টা বলছে তৃণমূল। ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামনেই বিধানসভা নির্বাচন একদিকে সাংগঠনিকভাবে ঘর গোছাচ্ছে তৃণমূল অপরদিকে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে বিজেপিও। তেমনি এক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া জেলা থেকে ফেরার পথে বাঁকুড়া পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে গরবেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে বিরোধী দলনেতার কনভয় পৌঁছলে সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দেখে পাশে তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা সংগ্রহ করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দুর মাঝখানে ঢুকলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে বিরোধী দলনেতার কনভয়কে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করেন। তাতে সিআরপিএফ জওয়ানের দ্বারা বিজেপি নেতা গৌতম কৌড়ী আক্রান্ত হন তৃণমূল বিজেপি শুরু হয় মুখোমুখি সম্মুখ সমর ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মনি কাঞ্চন রায় কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা ঘুরে গিয়ে সামনে পুলিশ বীট হাউসের ভিতরে বসে পড়েন। ৮:৫০ থেকে রাত্রি ১:১০ পর্যন্ত বসে থাকেন বীট হাউসে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে অভিযোগ জানান। পুলিশের উপর চাপ বাড়তে থাকে। অবশেষে রাত দেড়টা নাগাদ এফ আই আর করে বিট হাউস থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সবার ডাক দেন শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করবেন এমনটাই জানিয়েছেন।

*বালুরঘাটে নেতাজী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা*বালুরঘাট, ১১ই জানুয়ারী: বালুরঘাট...
11/01/2026

*বালুরঘাটে নেতাজী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা*

বালুরঘাট, ১১ই জানুয়ারী: বালুরঘাটের নেতাজি স্পোটিং ক্লাব গৌরবময় ৭৫ বছরে পদার্পণ করলো। এগারোই জানুয়ারী রবিবার বিকেলে ক্লাবের গৌরবময় ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে দীপালি নগর ময়দান থেকে ক্লাবের সদস্যবৃন্দ, ক্লাবের বিভিন্ন ক্রীড়ার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।

বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্লাবের গৌরবময় ৭৫ বছরের প্রবাহমান ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। শোভাযাত্রার পরে দীপালি নগর ময়দানে ক্লাবের পক্ষ থেকে আতশবাজি ফুটানো হয়। ক্লাবের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের পরিচালনায় সারা বছরব্যাপী বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হবে।

ক্লাব সভাপতি মৃগাঙ্ক সরকার জানিয়েছেন - "ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি ক্যান্সার নির্ণয় শিবিরের আয়োজন করা হবে। বিশেষ করে, ক্যান্সার আক্রান্ত মহিলাদের রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচারের ক্ষেত্রে ক্লাব বিনামূল্যে সহায়তা প্রদান করবে। এছাড়াও প্রতিবছর ক্লাব জেলার দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করবে এবং বছরব্যাপী আরও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।"

দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার চিত্র উঠে এল সাম্প্রতিক এক সমীক্ষায়। শনিবার থেকে শুরু ...
11/01/2026

দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার চিত্র উঠে এল সাম্প্রতিক এক সমীক্ষায়। শনিবার থেকে শুরু হওয়া তিনদিনের এই পাখি সমীক্ষা রবিবার ও মঙ্গলবার পর্যন্ত চলবে। জেলার জলাভূমি, পুকুর, নদী ও জলাশয়গুলিতে পাখির বর্তমান অবস্থান খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন পাখিপ্রেমী ও পরিবেশ সংগঠন যৌথভাবে এই সমীক্ষা চালাচ্ছে।
সমীক্ষায় অংশ নেওয়া পরিবেশপ্রেমীরা জানিয়েছেন, পাখির সংখ্যার এই হ্রাস অত্যন্ত উদ্বেগজনক। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছর যেখানে প্রায় দেড় লক্ষ পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল, সেখানে চলতি বছরে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৩১ হাজার ৫০০-তে। এতে স্পষ্টভাবে ধরা পড়ছে পাখির সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার প্রবণতা।
এই পরিস্থিতির পিছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাছ চাষের জন্য পুকুরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে জলজ পরিবেশের ক্ষতি এবং জাল পেতে অবৈধভাবে পাখি শিকার—বিশেষত শীতকালে পরিযায়ী পাখির আগমনের সময়—বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তবে সমীক্ষায় কিছু প্রজাতির পাখির উপস্থিতিও নথিভুক্ত হয়েছে। একসময় শীত এলেই জেলার জলাশয় ও নদীতীরে প্রচুর পাখির সমাগম দেখা যেত, কিন্তু এখন সেই দৃশ্য বিরল হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে পাখি সংরক্ষণে কঠোর পদক্ষেপ, শিকার বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
বাইট বিশ্বজিৎ বসাক পরিবেশপ্রেমী এবং পাখি বিশারদ

*বালুরঘাটে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের প্রস্তুতি*বালুরঘাট, ১১ই জানুয়ারী: ১২ জানুয়ারি বীর সন্...
11/01/2026

*বালুরঘাটে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের প্রস্তুতি*

বালুরঘাট, ১১ই জানুয়ারী: ১২ জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে বালুরঘাটের হিলি মোড়ে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রবিবার সকাল ন'টায় হিলি মোড়ে অবস্থিত বিবেকানন্দের মূর্তি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হলো।

১২ জানুয়ারি সোমবার সকাল ছটায় হিলি মোরে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এরপর সেখান থেকে সর্বসাধারণের উপস্থিতিতে একটি ম্যারাথন দৌড় আয়োজন করা হবে।

ম্যারাথন দৌড়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কারের পাশাপাশি শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী সকলকেই বিশেষ পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য।

11/01/2026

রোগীর রক্ত নয়, ব্লাড ব্যাগে ছাগল-ভেড়ার রক্ত
#রোগীর , #ব্লাড , #প্রথমআলোরবার্তা

Address

Tarakeswar
712410

Alerts

Be the first to know and let us send you an email when Pratham Alor Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share