28/04/2025
লেখা এখনও আশানুরূপ আসে নি, তাই অনুরোধ থাকলো যাঁরা এখনও লেখা পাঠান নি, পাঠিয়ে দিন আজকের মধ্যে।
এপ্রিল, ২০২৫ | বিশ্ব ধরিত্রী দিবস সংখ্যা
উদিত সাহিত্য পত্রিকা (ই-মাসিক সংখ্যা)
_____________________________________________
••• লেখা আহ্বানপত্র •••
• বিনামূল্যের বাংলা ভাষায় প্রকাশিত ব্যতিক্রমী লেখালিখির প্ল্যাটফর্ম
"উদিত ই-ম্যাগাজিন" এ নির্দিষ্ট কোনো বিষয় না থাকলেও
২৯ তম সংখ্যায় থাকছে—
১. অণু ছড়া-কবিতা : সর্বনিম্ন ৪ লাইন থেকে সর্বোচ্চ ৮ লাইনের মধ্যে,
২. ছড়া-কবিতা : সর্বনিম্ন ১০ লাইন থেকে সর্বোচ্চ ২০ লাইনের মধ্যে,
৩. অণুগল্প : ১০০ থেকে ২৫০ শব্দের মধ্যে,
৪. ছোটগল্প : ২৫০ থেকে ৭০০ শব্দের মধ্যে।
• নিজে লেখা পাঠান, অন্যকে লেখা পাঠাতে সাহায্য করুন
"উদিত ই-ম্যাগাজিন" এর প্রদত্ত ইমেইল এড্রেস ::::
[email protected]
• বিঃ দ্রঃ লেখার শুরুতেই নীচের লেখাটা থাকা অতি আবশ্যক।
April, 2025 অথবা
এপ্রিল, ২০২৫ | উদিত সাহিত্য পত্রিকা (ই-মাসিক সংখ্যা)
• উপরের লেখাটির পাশাপাশি আপনার মূল্যবান অপ্রকাশিত, মৌলিক লেখার সঙ্গে পাঠাবেন অবশ্যই নিজের নাম, ঠিকানা (জেলা, পোষ্ট অফিস, পিন নম্বর, কোন এরিয়া) চালু ফোন নম্বর। পরের পোস্টে আপনার নিজের বর্তমান ছবি পাঠানো আবশ্যক। #শর্তাবলী_প্রযোজ্য সব কয়টি ক্ষেত্রে।
• লেখা পাঠানোর শেষ তারিখ : ২৬ এপ্রিল, ২০২৫ রাত সাড়ে ১১ টার মধ্যে।
• নীচের লিঙ্কে ক্লিক করে Blogger Site টিকে Follow দিয়ে অনলাইন উদিত ই-পত্রিকাটি বিনামূল্যে পড়তে পারবেন নীচের ব্লগার ঠিকানায় : https://apv-g.blogspot.com/
অথবা Aimik Publishing Ventures এই ফেসবুক পেজ এ Follow/Like & Share করে।
• আইমিক পাবলিশিং হাউজ যোগাযোগ/হেল্পডেস্ক •
+91 8250 393 602 (Only WhatsApp)
• রাজনৈতিক ও বিতর্কিত বিষয় গ্রহণযোগ্য নয়। প্রকাশকাল ও নিয়মাবলীর পরিবর্তন হতে পারে, এক্ষেত্রে উদিত ই-ম্যাগাজিন এর প্রকাশক ও সম্পাদক এর সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো রকমের বিতর্ক সৃষ্টি চলবে না। অন্যের লেখা চুরি করে নিজের বলে পাঠাবেন না, বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তার সম্পূর্ন দায়ভার কবি-লেখকের।
সম্পাদক ও প্রকাশকদ্বয়
উদিত ই-ম্যাগাজিন প্ল্যাটফর্ম
*******************************************
• Bengali Writers New e-Platform
• Monthly Bengali e-Magazine
• Powered & Designed By AimikMate.
© & ℗ 2025 Aimik Publishing Ventures & Monthly Magazines.
_____________________________________________