07/06/2022
সম্পদ, সাফল্য ও ভালবাসার গল্প
এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিন জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না,তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত,আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছে। মহিলা বললেন না তিনি বাহিরে গেছেন। তাহলে আমরা আসতে পারবোনা, সন্ধায় যখন বাড়ির কর্তায় ঘড়ে ফিরে, সব শুনলেন তখন বললেন যাও তাদের কে গিয়ে বলো, যে আমি ফিরেছি। এবং তাদের ঘড়ে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদের কে ঘড়ে আসতে বললেন,কিন্তু তারা বললো আমরা এভাবে আসতে পারি না,মহিলা জিজ্ঞেস করলেন কেন। কেন আবার কি সমস্যা। বৃদ্ধ লোকদের মাঝে একজন বললেন। আমাদের মাঝে এক জনের নাম সম্পদ আরেক জনের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন। তার নাম সাফল্য। আর আমার নাম ভালবাসা। এখন ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মাঝ হতে কাকে ভিতরে ঢুকতে দিবেন। মহিলা যখন ভিতরে গিয়ে তার স্বামী কে বললেন স্বামী খুব খুশি হলেন। অসাধারন চল আমরা সম্পদ কে ডাকি তাহলে আমরা ধনি হয়ে যাব। তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না, আমার মনে হয় সাফল্য কে ডাকাই উচিত, তাদের মেয়ে ঘড়ের অন্য প্রান্থে বসে তাদের কথা সব শুনছিল, সে বলল তোমা্দের কি মনে হয়না আমাদের ভালবাসা কে ডাকাই উচিত, তাহলে আমাদের ঘড় ভালবাসায় পুর্ণ হয়ে থাকবে, লোকটি বলল ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই শুনবো,তুমি বাইরে যাও এবং ভালবাসা কে আমাদের অতিথী করে নিয়ে আস।মহিলা বাইরে গেলে ন এবং বললেন আপনাদের মধ্যে ভালবাসা কার নাম। অনুগ্রহ করে তিনিই আমাদের ঘড়ের ভিতর আসেন, ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং ঘড়ের দিকে রওনা হলেন। বাকি ২ জন ওঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন। মহিলাটি এতে ভিষন অবাক হলেন। এবং বললেন। আমিত শুধু ভালবাসা নামক বৃদ্ধ কে আসার জন্য আমণ্ত্রন জানিয়েছি,আপনারা কেন তার সাথে আসছেন। বৃদ্ধ লোকেরা বললো আপনে যদি সাফল্য আর সম্পদ কে আমন্ত্রন করতেন, তবে আমরা বাকি ২ জন বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালবাসা কে আমন্ত্রন জানিয়েছেন। আর সে যেখানে যায় আমরা ২ জন সেখানেই যাই, যেখানে ভালবাসা থাকে সে খানে সম্পদ আর সাফল্য ২ টাই থাকে,,,