Maharanipur - মহারানীপুর

Maharanipur - মহারানীপুর Local

মহারানীপুর বটতলা বাজারের হরিনাম সংকীর্তন। ৫ দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আজ তৃতীয় দিন। আগামী ১১/০১/২০২৩ ইং রোজ বুধবার বিক...
09/01/2023

মহারানীপুর বটতলা বাজারের হরিনাম সংকীর্তন।
৫ দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আজ তৃতীয় দিন। আগামী ১১/০১/২০২৩ ইং রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরন করা হবে। সকল ভক্তবৃন্দের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি।

ভারতের গোল্ডেন গার্ল মিরাবাই চানুকে অভিনন্দন! বার্মিংহাম এ অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২ এ মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে এ...
31/07/2022

ভারতের গোল্ডেন গার্ল মিরাবাই চানুকে অভিনন্দন!

বার্মিংহাম এ অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২ এ মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে এ ভারতের জন্য প্রথম স্বর্ন পদক জয়ী মিরাবাই চানুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

কলেজে পরীক্ষা দিচ্ছে পুত্র বধূ! আর ক্লাস রুম এর বাইরে দুমাসের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে শাশুড়ি মা। এই ছবি দেখে অবাক স...
08/07/2022

কলেজে পরীক্ষা দিচ্ছে পুত্র বধূ! আর ক্লাস রুম এর বাইরে দুমাসের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে শাশুড়ি মা। এই ছবি দেখে অবাক সবাই! এই নিউক্লিয়ার ফ্যামেলির যুগে এই ছবি বিরল। শাশুড়ি মা বললেন বৌমা পড়তে চায় তাই তার পড়া আমরা বন্ধ করতে চাই না। সেতো আমারও মেয়ে। এই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পর্দার আড়ালে....................আমরা সকলেই নানা কাজে ট্রেন এ চড়ে থাকি। একটা জিনিস খেয়াল করেছেন প্লাটফর্ম এ উঠে আমরা একটা...
02/07/2022

পর্দার আড়ালে....................

আমরা সকলেই নানা কাজে ট্রেন এ চড়ে থাকি। একটা জিনিস খেয়াল করেছেন প্লাটফর্ম এ উঠে আমরা একটা জিনিস সবাই শুনে থাকি।ট্রেন স্টেশনে ঢোকার আগে ভীষণ চেনা একটি মহিলা কণ্ঠ হিন্দি ভাষায় মাইকে বলে ওঠে, ‘যাত্রীগণ কৃপয়া ধ্যান দে...’। তার পরে জানিয়ে দেয় জ্ঞাতব্য বিষয়টি। অনেক বার আপনার নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, এই গলার আওয়াজটি কার? কী সেই মহিলার নাম, কেমন দেখতে তাঁকে? এ বার জেনে নিন সেই প্রশ্নের উত্তর।

এই গলার আওয়াজটি যাঁর, তাঁর নাম সরলা চৌধুরি। ১৯৮২ সালে সরলা সেন্ট্রাল রেলওয়েতে অ্যানাউন্সারের পদের জন্য পরীক্ষা দেন। পরীক্ষা পাসের পরে প্রাথমিক ভাবে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে বছর চারেক কাজ করতে হয় সরলা দেবীকে। কিন্তু তাঁর কণ্ঠস্বর এতই মধুর ছিল যে, ১৯৮৬ সালে সেন্ট্রাল রেলওয়ে তাঁকে স্থায়ী অ্যানাউন্সার হিসেবে নিয়োগ করে।

সেই সময়ে প্ল্যাটফর্মের অ্যানাউন্স সিস্টেম কম্পিউটার নিয়ন্ত্রিত ছিল না। ফলে মূল ঘোষণাগুলো রেকর্ড করে চালানো সম্ভব হলেও, আচমকা তৈরি হওয়া কোনও পরিস্থিতির উপযোগী ঘোষণার জন্য স্টেশন থেকে স্টেশনে ছুটে বেড়াতে হত সরলা দেবীকে।
কিন্তু শুধু হিন্দি ভাষার ঘোষণা তো সর্বত্র চালানো সম্ভব নয়। ফলে মরাঠিতেও বিভিন্ন পরিস্থিতির কথা ভেবে ঘোষণা রেকর্ড করতে হয় সরলা দেবীকে। এই গোটা রেকর্ডিং প্রসেসটি শেষ করতে ৩-৪ দিন সময় লেগেছিল বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সরলা।

পরবর্তী কালে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম (টি এম এস) প্ল্যাটফর্মে ঘোষণার বিষয়টি দেখভাল শুরু করে। তারা সরলার কণ্ঠস্বরের ঘোষণাটিকেই স্ট্যান্ড বাই মোডে কন্ট্রোল রুমগুলিতে সেভ করে ফেলে। ফলে দেশজুড়ে সমস্ত স্টেশনেই হিন্দি ঘোষণাটি এখনও সরলার কণ্ঠেই বেজে ওঠে। বিগত কুড়ি বছর ধরে স্টেশন থেকে স্টেশনে এমনটাই হয়ে আসছে।

১২ বছর হল কিছু ব্যক্তিগত কারণে অ্যানাউন্সারের কাজ ছেড়ে দিয়েছেন সরলা। বর্তমানে রেলওয়ের ওভারহেড ইকুইপমেন্টস বিভাগে রয়েছেন তিনি। কেমন লাগে, যখন রেলওয়ে প্ল্যাটফর্মে নিজের গলার আওয়াজ শুনতে পান? সরলা হেসে বলছেন, ‘খুব খুশি হই। মনে হয়, একদিন আমি থাকব না, কিন্তু আমার গলার আওয়াজ তো লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে থাকবে।’

ইনিই 👇👇👇 সরলা দেবী 👇👇👇

মহারানীপুর গ্রামের রথযাত্রা। মহারানীপুর গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম, কৃষ্ণ মন্দির ও মহারানীপুর কালিবাড়ির নিকট খুদে শিশুদের র...
02/07/2022

মহারানীপুর গ্রামের রথযাত্রা।
মহারানীপুর গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম, কৃষ্ণ মন্দির ও মহারানীপুর কালিবাড়ির নিকট খুদে শিশুদের রথযাত্রা।
জয় জগন্নাথ 🙏🙏

মহারানীপুর গ্রামের বটতলা বাজারের সন্ধ্যার চিত্র। এটি মহারানীপুর গ্রামের  সকল বয়স্ক ও যুবকদের প্রিয় জায়গা যেখানে দিনে একব...
29/06/2022

মহারানীপুর গ্রামের বটতলা বাজারের সন্ধ্যার চিত্র। এটি মহারানীপুর গ্রামের সকল বয়স্ক ও যুবকদের প্রিয় জায়গা যেখানে দিনে একবার হলেও যেতে হয় নয়তো মন ভরে ওঠে না।

মহারানীপুর কালিবাড়িতে আমাবস্যা উপলক্ষে শ্যামামায়ের পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ।
29/06/2022

মহারানীপুর কালিবাড়িতে আমাবস্যা উপলক্ষে শ্যামামায়ের পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ।

মহারানীপুর কালিবাড়ি রোড নং ১ এর পাশে একটি অটো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পরে যায়। ১জনের অবস্থা গুরুতর আর বাকী ৩জ...
25/06/2022

মহারানীপুর কালিবাড়ি রোড নং ১ এর পাশে একটি অটো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পরে যায়। ১জনের অবস্থা গুরুতর আর বাকী ৩জন আহত হয়েছেন।

মেঘালয় || আজ লুমশনং থানার অধীনে শিলং শিলচর এনএইচ রোডে একটি অল্টো গাড়ি এবং একটি ট্রাকের সাথে রাস্তার একটি অংশ আটকে গেছে...
17/06/2022

মেঘালয় || আজ লুমশনং থানার অধীনে শিলং শিলচর এনএইচ রোডে একটি অল্টো গাড়ি এবং একটি ট্রাকের সাথে রাস্তার একটি অংশ আটকে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে 😢

এমন দৃশ্য আর দেখা যায় না সেই দিন গুলি বড় ভাল ছিল!!
13/06/2022

এমন দৃশ্য আর দেখা যায় না
সেই দিন গুলি বড় ভাল ছিল!!

সম্পদ, সাফল্য ও ভালবাসার গল্প এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিন জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের...
07/06/2022

সম্পদ, সাফল্য ও ভালবাসার গল্প

এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিন জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না,তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত,আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছে। মহিলা বললেন না তিনি বাহিরে গেছেন। তাহলে আমরা আসতে পারবোনা, সন্ধায় যখন বাড়ির কর্তায় ঘড়ে ফিরে, সব শুনলেন তখন বললেন যাও তাদের কে গিয়ে বলো, যে আমি ফিরেছি। এবং তাদের ঘড়ে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদের কে ঘড়ে আসতে বললেন,কিন্তু তারা বললো আমরা এভাবে আসতে পারি না,মহিলা জিজ্ঞেস করলেন কেন। কেন আবার কি সমস্যা। বৃদ্ধ লোকদের মাঝে একজন বললেন। আমাদের মাঝে এক জনের নাম সম্পদ আরেক জনের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন। তার নাম সাফল্য। আর আমার নাম ভালবাসা। এখন ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মাঝ হতে কাকে ভিতরে ঢুকতে দিবেন। মহিলা যখন ভিতরে গিয়ে তার স্বামী কে বললেন স্বামী খুব খুশি হলেন। অসাধারন চল আমরা সম্পদ কে ডাকি তাহলে আমরা ধনি হয়ে যাব। তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না, আমার মনে হয় সাফল্য কে ডাকাই উচিত, তাদের মেয়ে ঘড়ের অন্য প্রান্থে বসে তাদের কথা সব শুনছিল, সে বলল তোমা্দের কি মনে হয়না আমাদের ভালবাসা কে ডাকাই উচিত, তাহলে আমাদের ঘড় ভালবাসায় পুর্ণ হয়ে থাকবে, লোকটি বলল ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই শুনবো,তুমি বাইরে যাও এবং ভালবাসা কে আমাদের অতিথী করে নিয়ে আস।মহিলা বাইরে গেলে ন এবং বললেন আপনাদের মধ্যে ভালবাসা কার নাম। অনুগ্রহ করে তিনিই আমাদের ঘড়ের ভিতর আসেন, ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং ঘড়ের দিকে রওনা হলেন। বাকি ২ জন ওঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন। মহিলাটি এতে ভিষন অবাক হলেন। এবং বললেন। আমিত শুধু ভালবাসা নামক বৃদ্ধ কে আসার জন্য আমণ্ত্রন জানিয়েছি,আপনারা কেন তার সাথে আসছেন। বৃদ্ধ লোকেরা বললো আপনে যদি সাফল্য আর সম্পদ কে আমন্ত্রন করতেন, তবে আমরা বাকি ২ জন বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালবাসা কে আমন্ত্রন জানিয়েছেন। আর সে যেখানে যায় আমরা ২ জন সেখানেই যাই, যেখানে ভালবাসা থাকে সে খানে সম্পদ আর সাফল্য ২ টাই থাকে,,,

জোর করে বিয়ে দেওয়া তে মেয়েটি সুসাইড করলো!💔😞   আমি সেই মা বাবাদের বলতে চাই, ভালো চাকরি ছেলে দেখেই  বিয়ে দিলেই যে আপনা...
30/05/2022

জোর করে বিয়ে দেওয়া তে মেয়েটি সুসাইড করলো!💔😞 আমি সেই মা বাবাদের বলতে চাই, ভালো চাকরি ছেলে দেখেই বিয়ে দিলেই যে আপনার মেয়ে যে ভালো থাকবে সেটা কিন্ত সবসময় হয়না, ছেলে তার চরিত্র তাও দেখতে হবে, ছেলেটা কেমন শুধু টাকা ইনকাম করলেই হয়না, যত্ন করে শুখে রাখতে পারবে কিনা সেটাও দেখতে হয়!🖤🙂

Address

Maharanipur
Teliamura
799205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maharanipur - মহারানীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category