14/11/2024
তুমি_আমার_মুগ্ধতা
পার্ট:০২
Writer: মারশিয়া_জাহান_মেঘ
৮.
"প্রান্তিক ধা ক্কা দিয়ে ফে'লে দেয় অর্ষাকে। অর্ষা'র ব্যাপারটা বুঝতে বেশ ক্ষানিক সময় লাগলো। প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে বললো,
" আমার বউ সাজার শখ তোমার তাইনা? তোমার শখ পূরণ করছি ওয়েট।"
"মা্ মানে?"
প্রান্তিক অর্ষার কথা কর্ণপাত না করে গার্ডদের মধ্যে একজনকে ডেকে বললো,
"এক্ষুনি লয়ার জাঈনকে কল করো। কুইক..."
"অর্ষা বিছানা থেকে উঠে গিয়ে বললো, " লয়ারকে ডাকবে মানে? কি চাইছেন আপনি?"
"বিয়ে, বিয়ে করতে চাইছি তোমাকে।"
ডন্ট কেয়ার ভাব নিয়ে প্রান্তিক কথাটি বলতেই অর্ষা মনে মনে বিড়বিড় করে বললো,
"যেই বিয়ের জন্য বাসা থেকে পা'লি'য়ে এলাম, এখনো সেই বিয়ে আমার পেছন পড়ে আছে?"
৯.
"প্রান্তিক মেয়েটি কে?"
অত্যান্ত ক'ঠি'ন কন্ঠে কথাটি বললেন, প্রান্তিকের মা 'মিসেস আহানা চৌধুরী।"
মিসেস আহানা চৌধুরী 'চৌধুরী ম্যানশনে থাকেন। আর প্রান্তিক তাদের বাগান বাড়িতে। তার মা এতোটাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে যে, প্রান্তিক'কে কখনোই সময় দিতে পারেনি। প্রান্তিকের মনে ব্যাপার'টা ভীষণ দা'গ কা টে। তাই সে আলাদা বাগান বাড়িতে থাকে। মাঝে মাঝে প্রান্তিকের কাজিন টয়া এই বাগান বাড়িতে আসে। টয়া'কে প্রান্তিক যদিও পছন্দ করে না। তবে, বাধ্য হয়েই সহ্য করতে হয়। মেয়েটা বড্ড গায়ে পড়া টাইপের। এমন না, যে প্রান্তিকের মা মিসেস আহানা চৌধুরীও টয়াকে পছন্দ করেন। তিনিও তেমন একটা পছন্দ করেন না টয়াকে। টয়া বোনের মেয়ে হওয়া সত্ত্বেও টয়াকে তিনি তার স্বামী নিহাল চৌধুরীর থেকে ভীষণ কম পছন্দ করেন।
"সেইটা জেনে আপনি কি করবেন মিসেস আহানা চৌধুরী?"
"প্রান্তিক আমি জানি তুমি আমার আসাটা ভালোভাবে নাওনি কিন্তু তাও তোমাকে বলতে হবে মেয়েটি কে? আমি মা হিসেবে জানতেই পারি..কি জানতে পারিনা?"
"না জানতে পারেন না। কারণ আপনি সেই অধিকার হারিয়েছেন।"
"প্রান্তিক..."
"এইটা ভদ্রলোকের বাসা। এইটা আপনার চৌধুরী ম্যানশন পাননি, যে যা ইচ্ছে তাই করবেন। আর টয়া গিয়ে আপনাকে বলেছে তাইনা? টয়াকে বলে দিবেন এইখানে যেনো আর না আসে। ওকে আমি নিতে পারছিনা আর। কেবলমাত্র আপনার হাসবেন্ড এতোটা প্রশ্রয় দিয়েছে বলে, মেয়েটা এতোটা বাড় বেড়েছে।"
আহানা চৌধুরী বেরিয়ে যান ছেলের কথা শুনে। সেই শান্ত সৃষ্ট ছেলেটা সময়ের সাথে সাথে কেমন জানি বদলে গেলো।
অর্ষা সিঁড়িতে দাঁড়িয়ে সব কথা শুনছিল। অবাক হয়ে ভাবছে, তার আর এই লোকটার ভাগ্য এতোটা মিল কেন?!
চলবে