31/10/2024
আপনি কি একজন ব্যবসায়ী ? আপনি কি অনলাইনে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? অথবা অনলাইনে ব্যবসা করে সুবিধা করতে পারছেন না ?
তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই।
বাজারে ব্যবসা করতে যেমন একটা দোকান লাগে,সুন্দর করে দোকানটিকে সাজাতে হয়। অনেক টাকা খরচ করে আমরা দোকান ভাড়া নিই,নিজের জায়গা না থাকলে সিকিউরিটির জন্য টাকা দিই, দোকান ডেকোরেশন থেকে শুরু করে,আসবাবপত্র-চেয়ার-টেবিল আরও কত কি ! কাস্টমার যেন দেখেই বুঝতে পারে দোকানটিতে এসব জিনিস পাওয়া যায়,সেজন্য আমাদের কতই না প্রচেষ্টা !
কিন্তু আপনি কি জানেন এত ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি প্রফেশনাল পেইজ ও ওয়েবসাইট দিয়ে আপনি বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন,লাগবে না কোনো দোকান ভাড়া,লাগবে না কোনো আসবাবপত্র !
আপনাদের মনে প্রশ্ন জাগবে, কি ভাই ! অনলাইনে ব্যবসা কি এতই সহজ ?
না,মোটেই না।
ব্যবসা সহজ না এবং ফেইসবুকে অনেক প্রতিযোগিতার জন্যই শুরু থেকে একটা সঠিক গাইডলাইন এবং পরিকল্পনা নিয়ে ব্যবসা শুরু করা উচিত,যাতে ফেইসবুকের অন্যসব দোকানের পেইজ থেকে আপনাদের পেইজটি একটু আলাদাভাবে ফুটে ওঠে সবার সামনে । আপনার পেইজে কাস্টমার কিছু কিনতে আসলেই যেন একটা ভাললাগা কাজ করে ! এরপরই তো কাস্টমার কিনবে ! তাই না ?
ফেসবুক পেইজ শুধু একটি পেইজ নয়,এটি আপনার ব্যবসার ডিজিটাল ভিজিটিং কার্ড। সঠিকভাবে সাজানো একটি পেইজ আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।প্রফেশনাল পেজ সেটআপের মাধ্যমে আপনি আপনার ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন খুব সহজেই।
কিন্তু কোথা থেকে,কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না ?
আমরাই দিচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রফেশনাল+সব ধরণের সাপোর্ট সহ পেইজ সেট আপ।
আমরা শুধু আপনার পেইজ-ই সেটআপ করব না ,আপনি যদি বুঝতে না পারেন আপনার কোন্ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা উচিত ,আপনি সেল কেন পাচ্ছেন না ,বা মার্কেটে সেই প্রোডাক্টের চাহিদা আছে কিনা তাহলে আমরাই আমাদের দক্ষ টিমের মাধ্যমে আপনার সাথে অনলাইন বা অফলাইন মিটিং এর ব্যবস্থা করব,আপনার সকল প্রশ্ন শুনে প্রোডাক্ট সিলেক্ট থেকে শুরু করে সেই প্রোডাক্ট সবচেয়ে কমদামে পাইকারী কোথায় থেকে কিনবেন,প্যাকেজিং কিভাবে করবেন,ডেলিভারি কিভাবে দিবেন,সবই জানাবো। মোট কথা ,আপনারা যেন অনলাইনে নিজের একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড তৈরি করতে পারেন এজন্য আপনাদের যা যা লাগে সব সাপোর্ট দিব।