তৃণলিপি - Trinolipi

তৃণলিপি - Trinolipi Trinolipi is a site for whom, who like literature, drama, music,social work, and entertainment media.

তৃণ সংকল্পের মাত্রা পেরিয়ে উতল হয়েছে চিত্ত,নিজের হাতেই গড়া এ বিশ্ব আকুল সময়বৃত্ত;এমনই অনেক শব্দ রচেছি, দিনমান হল ম্লান,আ...
29/10/2025

তৃণ

সংকল্পের মাত্রা পেরিয়ে উতল হয়েছে চিত্ত,
নিজের হাতেই গড়া এ বিশ্ব আকুল সময়বৃত্ত;
এমনই অনেক শব্দ রচেছি, দিনমান হল ম্লান,
আরেক সকালে অকূলে ছুটেছে প্রথম সূর্যস্নান;
একটি বাসনা, নানা ক্রম ক্ষয়ে, থেকে গেছে সেইদিনও,
যেন বিরহীর প্রাণমাঝে হই একলা প্রাণের তৃণ।

23/10/2025
আদিবাসী গ্রামের অনেক মুখ তাকিয়ে আছেন দু'মুঠো অন্নের আশায়। বহু ক্লান্ত চোখ অপেক্ষা করে আছে একটু চিকিৎসার জন্য। এই নাটক থ...
17/10/2025

আদিবাসী গ্রামের অনেক মুখ তাকিয়ে আছেন দু'মুঠো অন্নের আশায়। বহু ক্লান্ত চোখ অপেক্ষা করে আছে একটু চিকিৎসার জন্য। এই নাটক থেকে উপার্জিত অর্থ নিয়ে আমরা সময়বৃত্তের থেকে পৌঁছাবো বোলপুরের সেই পাঁচটি আদিবাসী গ্রামে।

'কমলিকা' নাটক হয়ে নয়, আগুন হয়ে প্রকাশ হোক।

হাত বাড়িয়ে দিন আপনিও।

আপনার এই মাত্র ষাট টাকা খরচাই হয়তো কোনও ঘরে নতুন করে উনুন ধরাতে পারবে। খিদের জ্বালায় পেট ফুলে যাওয়া কোনও বাচ্চার চিকিৎসার খরচ হবে।

আমাদের গুগল পে নম্বর -
৬২৯০৪৪৮৬৫৪
আপনি আসুন, নিয়ে আসুন আপনার কাছের মানুষকেও।

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ







16/10/2025
 ゚viralfbreelsfypシ゚viral  ゚viralシviralシfypシ゚viralシalシ
13/10/2025

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ









 #রাস্তার_বিজয়রিক্সার পিছনের দিকের ছাউনিটা আর কিছুতেই দেয়া হচ্ছে না। প্রত্যেক মাসে সংসার চালানোর পরে, আর আলাদা করে পাঁচ...
11/10/2025

#রাস্তার_বিজয়

রিক্সার পিছনের দিকের ছাউনিটা আর কিছুতেই দেয়া হচ্ছে না। প্রত্যেক মাসে সংসার চালানোর পরে, আর আলাদা করে পাঁচ'শ-হাজার টাকা থাকেনা। এইবার তাই ফন্দি করল লোকনাথ। গুরুর ছবির ফ্লেক্সটা খুলে নিয়ে লাগিয়ে দিল রিক্সার পিছনে। এখন ওর রিক্সার পিছনে রঙিন ছাউনিতে জ্বলজ্বল করছে তিনটে বর্ণ 'ডি''ও''এন'- ডন। কান চাপা চুল রেখে যত না বেশি নাম হয়েছিল, তার থেকে অনেক বেশি 'অমিতা-বচ্চনের ফ্যান' বলে পরিচয় হয়ে গেল এই 'ডন-রিক্সা' বানানোর পর। বাংলা টেনে, মুখে জর্দা পান গুজে, 'খাইকে পান বানারাসওয়ালা' গাইতে গাইতে মেজাজে রিক্সা চালায় লোকু।

এইবারের চাকরিটা না হলে পরের মাস থেকে বাবার হাফের ওষুধটার কী হবে, ভাবতে ভাবতেই কপালে ঘাম চলে আসে সাগরের। ইন্টারভিউ রুমের বাইরে বসে থাকা সেই ঘন্টাটা যেন কিছুতেই পেরোতে চায় না। ওরা বোধহয় ইচ্ছে করেই এভাবে বাইরে বসিয়ে রাখে। ধৈর্যের পরীক্ষা নেয়। নাহ, আর একটুও ভাবতে ইচ্ছা করছে না। সামনের খবরের কাগজে জ্বলজ্বল করছে- 'সাময়িক ধাক্কা কাটিয়ে আবার কুলি ছবির শুটিং শুরু করলেন অমিতাভ বচ্চন'। বাবার ওষুধ, সংসারের অভাব, ইন্টারভিউয়ের আতঙ্ক, সবকিছু যেন একটা দমকা বাতাসের মতো হাওয়ায় উড়ে গেল। উঠে দাঁড়িয়ে বেলব্রোস প্যান্টটা টেনে টেনে ঠিক করে নিল সাগর।

দিনে চারটে সিগারেট বরাদ্দ। নানা, ফুসফুসের জন্য নয়। মানিব্যাগের জন্য। এরপরে বিড়ির প্যাকেটের উপরেই ভরসা করতে হয় বিজয়কে। কিন্তু বন্ধুদের সামনে সিগারেট ছেড়ে বিড়িতে নেমে আসা তো কম অপমানের কথা নয়। আর সেইজন্যই ঠোঁটের এক কোণ থেকে আরেক কোণে জিভ দিয়ে বিড়ি ঘুড়িয়ে নেওয়ার স্টাইল ততদিনে তাকে শিখিয়ে দিয়েছেন এক 'বিজয় বার্মা'। এখন বিড়িটা ওর কাছে 'স্টাইল', লজ্জা নয়।

কো-এড স্কুল থেকে কলেজ পর্যন্ত কোনও মেয়ে কখনো পাত্তা দিল না ঢ্যাঙা,লম্বা,কাঠকাঠ দেখতে অরুনাভকে। হীনমন্যতায় ভোগা খুব স্বাভাবিক। আর তখনই তার ওষুধ হয়ে দেখা দিলেন এক অ্যাংরি ইয়ং ম্যান। 'টল-ডার্ক-হ্যান্ডসাম' নামের এক অদ্ভুত থিওরি দিয়ে অরুনাভর মতো হাজার হাজার নারী বঞ্চিত ছেলেকে উদ্ধার করে দিলেন এক ছ ফুট তিন ইঞ্চির মানুষ।

আর এইভাবেই আসমুদ্র হিমাচলের বহু বিজয়, বহু জয়দেব, বহু অ্যান্টনির বর্ম হয়ে গেলেন একজন নায়ক। তিনি অভিনয় করলেন না, ফুটিয়ে তুললেন একটা গোটা বঞ্চিত ভারতবর্ষকে। আকাশ কুসুম নয়,ভারত তাঁর থেকে খুঁজে পেল নিজের আত্মগরিমা।

'ম্যায় আজ ভি ফেকে হুয়ে প্যায়সে নেহি উঠাতা!'

আজ সেই অহংকার ৮৩ বছরে পা রাখলো।

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

- তৃণ ❤️🌹❤️

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ







 ゚viralfbreelsfypシ゚viral  ゚viralシviralシfypシ゚viralシalシ
10/10/2025

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ








আমার সকল বন্ধুদের জানাই শুভ কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা ❤️🌹❤️
07/10/2025

আমার সকল বন্ধুদের জানাই শুভ কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা ❤️🌹❤️

Address

415 Mahatma Gandhi Road, Nirala, Thakur Bari, Nonamath, Haridebpur, Kolkata/
Tollygunge
700082

Alerts

Be the first to know and let us send you an email when তৃণলিপি - Trinolipi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তৃণলিপি - Trinolipi:

Share