11/10/2025
#রাস্তার_বিজয়
রিক্সার পিছনের দিকের ছাউনিটা আর কিছুতেই দেয়া হচ্ছে না। প্রত্যেক মাসে সংসার চালানোর পরে, আর আলাদা করে পাঁচ'শ-হাজার টাকা থাকেনা। এইবার তাই ফন্দি করল লোকনাথ। গুরুর ছবির ফ্লেক্সটা খুলে নিয়ে লাগিয়ে দিল রিক্সার পিছনে। এখন ওর রিক্সার পিছনে রঙিন ছাউনিতে জ্বলজ্বল করছে তিনটে বর্ণ 'ডি''ও''এন'- ডন। কান চাপা চুল রেখে যত না বেশি নাম হয়েছিল, তার থেকে অনেক বেশি 'অমিতা-বচ্চনের ফ্যান' বলে পরিচয় হয়ে গেল এই 'ডন-রিক্সা' বানানোর পর। বাংলা টেনে, মুখে জর্দা পান গুজে, 'খাইকে পান বানারাসওয়ালা' গাইতে গাইতে মেজাজে রিক্সা চালায় লোকু।
এইবারের চাকরিটা না হলে পরের মাস থেকে বাবার হাফের ওষুধটার কী হবে, ভাবতে ভাবতেই কপালে ঘাম চলে আসে সাগরের। ইন্টারভিউ রুমের বাইরে বসে থাকা সেই ঘন্টাটা যেন কিছুতেই পেরোতে চায় না। ওরা বোধহয় ইচ্ছে করেই এভাবে বাইরে বসিয়ে রাখে। ধৈর্যের পরীক্ষা নেয়। নাহ, আর একটুও ভাবতে ইচ্ছা করছে না। সামনের খবরের কাগজে জ্বলজ্বল করছে- 'সাময়িক ধাক্কা কাটিয়ে আবার কুলি ছবির শুটিং শুরু করলেন অমিতাভ বচ্চন'। বাবার ওষুধ, সংসারের অভাব, ইন্টারভিউয়ের আতঙ্ক, সবকিছু যেন একটা দমকা বাতাসের মতো হাওয়ায় উড়ে গেল। উঠে দাঁড়িয়ে বেলব্রোস প্যান্টটা টেনে টেনে ঠিক করে নিল সাগর।
দিনে চারটে সিগারেট বরাদ্দ। নানা, ফুসফুসের জন্য নয়। মানিব্যাগের জন্য। এরপরে বিড়ির প্যাকেটের উপরেই ভরসা করতে হয় বিজয়কে। কিন্তু বন্ধুদের সামনে সিগারেট ছেড়ে বিড়িতে নেমে আসা তো কম অপমানের কথা নয়। আর সেইজন্যই ঠোঁটের এক কোণ থেকে আরেক কোণে জিভ দিয়ে বিড়ি ঘুড়িয়ে নেওয়ার স্টাইল ততদিনে তাকে শিখিয়ে দিয়েছেন এক 'বিজয় বার্মা'। এখন বিড়িটা ওর কাছে 'স্টাইল', লজ্জা নয়।
কো-এড স্কুল থেকে কলেজ পর্যন্ত কোনও মেয়ে কখনো পাত্তা দিল না ঢ্যাঙা,লম্বা,কাঠকাঠ দেখতে অরুনাভকে। হীনমন্যতায় ভোগা খুব স্বাভাবিক। আর তখনই তার ওষুধ হয়ে দেখা দিলেন এক অ্যাংরি ইয়ং ম্যান। 'টল-ডার্ক-হ্যান্ডসাম' নামের এক অদ্ভুত থিওরি দিয়ে অরুনাভর মতো হাজার হাজার নারী বঞ্চিত ছেলেকে উদ্ধার করে দিলেন এক ছ ফুট তিন ইঞ্চির মানুষ।
আর এইভাবেই আসমুদ্র হিমাচলের বহু বিজয়, বহু জয়দেব, বহু অ্যান্টনির বর্ম হয়ে গেলেন একজন নায়ক। তিনি অভিনয় করলেন না, ফুটিয়ে তুললেন একটা গোটা বঞ্চিত ভারতবর্ষকে। আকাশ কুসুম নয়,ভারত তাঁর থেকে খুঁজে পেল নিজের আত্মগরিমা।
'ম্যায় আজ ভি ফেকে হুয়ে প্যায়সে নেহি উঠাতা!'
আজ সেই অহংকার ৮৩ বছরে পা রাখলো।
শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।
- তৃণ ❤️🌹❤️
゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ