11/07/2025
#বইয়েরখোঁজ
#নাটক
লেখকঃ রামজীবন মিত্র
প্রকাশকঃ টাইমলাইন পাবলিকেশন
মুদ্রিত মূল্যঃ ১৮০
প্রাপ্তিস্থান:
কলেজ স্ট্রিট:
👉 দে'জ পাবলিশিং
👉 আদি দে বুক স্টোর
👉 দে বুক স্টোর (দীপুদা)
👉 বিমলা বুক এজেন্সি
👉শহরতলি
ফ্লিপকার্ট
চরিত্র: নিখিল ও সুনির্মল
(নিচে দরজার কাছ থেকে ডাকছে সুনির্মলকে, ওর বন্ধু- "এই সুনি -এই সুনি দরজা খোল কথা আছে ")
সুনির্মল : এই চেঁচাচ্ছিস কেন, খুলবো না দরজা -
নিখিল : কেন রে, দরকার আছে তো, খুলবি না কেন?
সুনির্মল : তুই আগে আমার নামটা ঠিক করে বল
তারপর -
নিখিল : ওঃ তাই! আচ্ছা বলছি "সু-নি-র্ম-লো- দরজা খোলো" (ছন্দ মিলিয়ে)
সুনির্মল : (দরজা খোলার শব্দ) কি হলো, নাম ছোট করা, সুনির্মলো, দরজা খোলো এসব কে করতে বলেছে এ! ছোটদের ছড়া হচ্ছে?
নিখিল : এ আবার বলবে কে? তাড়াতাড়ি ডাকতে গিয়ে আদরের নামটা তো ছোট করেই সবাই ডাকে যেমন ধর 'দেবব্রত' নামটা কি কেউ সবসময় অত বড় নাম নেয় " দেবু " বলেই তো ডাকে। তাতে কি ক্ষতি হয় ব-লে-ছে "সুনি" (হাসি)
সুনির্মল : মুখে কিছু থাকলে তখন ওই নামটা মনে হত "শনি" বলছিস। দেখবি তোর নামটা ভাঙবো -
নিখিল : কি করে ভাংবি তিন অক্ষরে প্রথম দুটোতে' নিখি' পরের দুটোতে' খিল'- দরজার খিল যাকগে, ঝগড়া ছাড় – সুনির্মল চল দরকারী কথা আছে-
সুনির্মল : তোর আবার দরকারি কথা!
নিখিল : এই তোর আজ কি হয়েছে তখন থেকে কেমন যেন কথা বলছিস।
সুনির্মল : ওহো সরি স্যার! একটু বেশি হয়ে গেল না? বল কি দরকারি কথা। কোথায় এখানে দরজার কাছেই বলবি, নাকি...