Colours News Bangla

Colours News Bangla In search of truth

08/07/2025

দশ বছর পর আবার দেব - শুভশ্রী প্রেম জমে ক্ষীর

বিজেপিতে নতুন-পুরনো ভেদ বলে কিছু নেই, সভাপতি হওয়ার পরই এই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হিসে...
08/07/2025

বিজেপিতে নতুন-পুরনো ভেদ বলে কিছু নেই, সভাপতি হওয়ার পরই এই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হিসেবে শমীকের অভিষেকের মাত্র পাঁচদিন পরই বিজেপি দফতরে শমীকের সঙ্গে সাক্ষাতে দিলীপ ঘোষ। মঙ্গলবার সকাল থেকেই শমীক-দিলীপ সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছেন দিলীপ ঘোষ। সেই সাক্ষাতের আগেই আরও একবার ঐক্যের বার্তা দিলেন শমীক।

এদিন বিজেপি দফতরে কর্মীদের উদ্দেশে শমীক ভট্টাচার্য বলেন, “ক্ষণিকের দূরত্ব তৈরি হতেই পারে, তাই বলে কাউকে দূরে সরিয়ে রাখবেন না। বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে।” নয়া রাজ্য সভাপতি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নতুন ঐক্যবদ্ধ বিজেপি দেখতে পাবেন। তাঁর কথায়, বিজেপির সব কর্মীরা একটাই প্রতীকের অনুগামী, কেউ কোনও নেতার অনুগামী নয়।

১৯২৫-এর ২৭ সেপ্টেম্বর যে চারাগাছটি পুঁতেছিলেন কেবি হেডগেওয়ার। আজ তা মহীরুহে পরিণত। বিজেপির রিমোট রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংস...
08/07/2025

১৯২৫-এর ২৭ সেপ্টেম্বর যে চারাগাছটি পুঁতেছিলেন কেবি হেডগেওয়ার। আজ তা মহীরুহে পরিণত। বিজেপির রিমোট রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতে। প্রতিষ্ঠানের জন্ম শতবর্ষে হিন্দু সমাজকে একত্রিত করতে দেশে এক লক্ষ হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্র নিল আরএসএস। দেশজুড়ে ৫৮ হাজার ৯৬৪ মণ্ডল এবং ৪৪ হাজার ৫৫টি বস্তিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্মেলন। পাশাপাশি ভাষা বিতর্কে অস্বস্তিতে পড়া বিজেপিকে উদ্ধার করতেও মাঠে নামছে সংঘ নেতৃত্ব।

শতবর্ষ উদযাপনে রূপরেখা স্থির করতে সংগঠনের প্রান্ত প্রচারকদের নিয়ে গত শুক্রবার থেকে রবিবার (৪-৬ জুলাই) পর্যন্ত দিল্লিতে বৈঠক করে আরএসএস। বৈঠক সংঘের মুখপাত্র সুনীল আম্বেকর জানান, শতবর্ষে গ্রামীণ অঞ্চলে মণ্ডল স্তরে এবং শহরাঞ্চলে বস্তি স্তরে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে, যাতে করে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে দেশে ৫৮ হাজার ৯৬৪টি মণ্ডল ও ৪৪ হাজার ৫৫টি বস্তি রয়েছে। এই সম্মেলনগুলিতে সামাজিক উৎসব, সামাজিক ঐক্য ও সম্প্রীতি নিয়ে আলোচনা হবে। সম্মেলনের লক্ষ্য হল, হিন্দু সমাজের বিভাজন দূর করা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সঙ্খের মতাদর্শ প্রচার, সংঘ সাহিত্য বিতরণ করবেন দলীয় কর্মীরা।

07/07/2025

সেনার উর্দিতে বাহুবলী কিন্তু কেনো জানেন?

৯০ তম জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসোকে রবিবার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই...
07/07/2025

৯০ তম জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসোকে রবিবার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই বার্তায় তেলে-বেগুনে জ্বলে উঠল চিন। সোমবার এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে প্রতিবেশী দেশের তরফে। দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ উল্লেখ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও বিশেষ সমারোহে ভারতীয় আধিকারিকদের যোগ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে চিন।

৯ জুলাই অফিস কামাই করা চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ...
07/07/2025

৯ জুলাই অফিস কামাই করা চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ্য প্রশাসন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিল নবান্ন। ৯ তারিখ দেশজুড়ে বন্‌ধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। আর এই ‘বন্‌ধ’ সংস্কৃতির ঘোর বিরোধী তৃণমূল সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সকল কর্মচারীকে হাজিরাও দিতে হবে। ওই দিন কোনও ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। পাশাপাশি শোকজও করা হতে পারে। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করা হতে পারে। তবে চার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

07/07/2025

দেবের নতুন ছবি প্রজাপতি পার্ট টু এর নায়িকা কে?কেনো হঠাৎ তাকে নিলো পরিচালক?দেখুন পুরোটা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলকে হারাতে অবিজেপি সমর্থকদেরও কাছে টানতে চাইছে গেরুয়া শিবির। এবা...
06/07/2025

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলকে হারাতে অবিজেপি সমর্থকদেরও কাছে টানতে চাইছে গেরুয়া শিবির। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে জ্যোতি বসুর স্মৃতি উসকে বাম কর্মী-সমর্থকদের বার্তা দিতে দেখা গেল রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শমীক ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থনের কথা তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি। শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানোর বার্তা দিলেন।

ব্রাজিলে শুরু হয়েছে ব্রিকস সামিট। আর পঞ্চদেশীয় সফরে বেরিয়ে তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ব্রাজিলের ...
06/07/2025

ব্রাজিলে শুরু হয়েছে ব্রিকস সামিট। আর পঞ্চদেশীয় সফরে বেরিয়ে তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ব্রাজিলের রিও শহরে মডার্ন আর্ট মিউজিয়াম ঘুরে দেখার পরেই ব্রিকস শীর্ষ সম্মেলনে গিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে রবিবার সেই সম্মেলনের প্রসঙ্গে দু-কথা লিখে ছবি তুলে ধরতে দেখা যায় তাঁকে। মোদী লেখেন, ‘রিও-দে-জেনেরিওতে এই বছর ব্রিকস সামিট আয়োজনের জন্য রাষ্ট্রপতি লুলার কাছে আমি কৃতজ্ঞ। এই শীর্ষ সম্মেলন বিশ্বের অর্থনৈতিক শক্তি ও সহযোগিতার প্রতীক।’

ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এদিন ব্রিকস সম্মেলনের ‘মিটিং পয়েন্টে’ পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ততক্ষণে উপস্থিত হয়েছিলেন বিশ্বের আর সকল রাষ্ট্রনেতারাও। সেখানে হাতে হাত মিলিয়ে ছবি তুলতেও দেখা যায় রাষ্ট্রনেতাদের। প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগত ভাবে দেখা করেন মোদী।

06/07/2025

Instagram থেকে সব মুছে দিল রণবীর।কিন্তু কেনো?

06/07/2025

রতন টাটা কার প্রেমে পড়েছিলেন ? জানতে ভিডিও টা দেখুন

জগন্নাথের কৃপা পেতে দিঘা-মাহেশ-মায়াপুরে পুণ্যার্থীর ঢল
05/07/2025

জগন্নাথের কৃপা পেতে দিঘা-মাহেশ-মায়াপুরে পুণ্যার্থীর ঢল

Address

Tollygunge

Telephone

+919339498394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colours News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colours News Bangla:

Share