Jamal Cinema

Jamal Cinema Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamal Cinema, Media/News Company, 77 Regent Place, KOLKATA.

03/08/2025

দুষ্কৃতীদের ছোড়া পাথরে রেল যাত্রী জখম

02/08/2025

মল্লিকপুরের হরিহরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পরিস্থিতি

31/07/2025
30/07/2025

ফি বছর ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয় বারুইপুর পুরসভার বিস্তীর্ণ ওয়ার্ড। এবারও রাতের বৃষ্টি তে ফের জলমগ্ন পুরসভার ৪, ১০, ১১, ১৪ নম্বর ওয়ার্ড। ৪ নম্বর ওয়ার্ড রাস্তা, বাড়িতে জল। স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা।১০ ও ১১ নম্বর ওয়ার্ড এর বাসিন্দাদের ঘরে জল ঢুকে গিয়েছে। রাস্তা জলমগ্ন। নর্দমার জল ও বৃষ্টির জল মিলে মিশে একাকার। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ ফি বছর জল জমলেও পুরসভার কোনো নজর নেই। পানীয় জলের কল জলের তলায়। বারংবার কাউন্সিলর দের জানিয়েও কাজ হয়নি। ক্ষোভ জমছে বাসিন্দাদের। সামনে বিধানসভা ভোট। সেই ভোটে এর জবাব দেবে বাসিন্দারা এমনই বক্তব্য তাঁদের। বাসিন্দারা বলেন, দুদিন ধরে জল জমে থাকে। অসুবিধায় পড়তে হয়। কাউন্সিলররা দেখতে আসেন না। কবে এই সমস্যা মিটবে প্রশাসন বলতে পারবে। কেন একদিনের ভারী বৃষ্টি হলেই ফি বছর দুর্ভোগ পোহাতে হবে।

28/07/2025

বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক চোর রোহাব শেখ ।তাকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ পিয়ালী এলাকা থেকে। জিতের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে জেলা ছাড়াও বাইরের জেলাতে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ধৃতকে খোঁজ শুরু করে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা। হাতের বালা দেখে চিহ্নিত হন ধর্ষক চোর। ধৃতকে আজ বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। শুধু বারুইপুর থানার একাধিক চুরির ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ধর্ষক চোর। পুলিশ সূত্রে খবর বারইপুর স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গত ১০ দিনে ৩০ জন চোরকে গ্রেপ্তার করে। যার মধ্যে চারটি চুরির ঘটনার চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করেছে পুলিশ। চুরি করতে এসে ধর্ষণের ঘটনায় বারইপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি বারইপুর শহরতলীতে আরো নজরদারি বাড়ানোর আবেদন জানান তারা ।

28/07/2025

বারইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের রক্তদান শিবির

15/07/2025

একুশে জুলাই ধর্মতলায় চলো: চাম্পাহাটিতে পথসভা, বিজেপি ও বামের বিরুদ্ধে তৃণমূলের কড়া বার্তা

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে অনুষ্ঠিত হলো একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে এক বিশেষ পথসভা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভার মূল আহ্বান ছিল – “ধর্মতলায় চলো”। সভাটি পরিচালিত হয় চম্পাহাটি পঞ্চায়েত প্রধান অসিত বরন মন্ডলের তত্ত্বাবধানে।

উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, লোকসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বহু নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকরা।

সভায় নেতৃবৃন্দ একযোগে বলেন, "একুশে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, এটা বাংলার আত্মমর্যাদার প্রশ্ন। যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"

সাংসদ সায়নী ঘোষ বলেন, “বিজেপি আজ বাংলার মানুষকে বাংলাদেশি বলে অপমান করছে। বাংলার সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে যারা অস্বীকার করে, তারা কখনই বাংলার মাটি বুঝবে না।”

বিধায়ক বিভাস সরদার বলেন, “বামেরা অতীতে শহীদের রক্তে রাঙানো এই দিনটিকে কখনও সম্মান করেনি। আজ তারা বিজেপির ছত্রছায়ায় রাজনীতি করছে।”

সভায় বারবার উঠে আসে ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের উপর হওয়া বৈষম্য ও বাংলাদেশি আখ্যা দেওয়ার প্রসঙ্গ। বক্তারা এর বিরুদ্ধে গর্জে ওঠেন এবং সকলকে ২১ জুলাই ধর্মতলায় এসে শহীদদের স্মরণে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভা শেষে একতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে স্থানীয় জনগণের উপস্থিতিতে শপথ নেওয়া হয় — “ধর্ম নয়, উন্নয়নই হবে রাজনীতির মূল হাতিয়ার।”

Big shout out to my newest top fans! 💎 Ankur SahaDrop a comment to welcome them to our community,  fans
13/07/2025

Big shout out to my newest top fans! 💎 Ankur Saha

Drop a comment to welcome them to our community, fans

09/07/2025

সোনারপুর কলেজে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে। ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক। প্রতীক সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র-পরিষদের কো-অর্ডিনেটর। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। রাজপুর টাউন তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন।

Address

77 Regent Place
Kolkata
KOLKATA700040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamal Cinema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share