23/09/2025
গল্পের নাম: "বুদ্ধিমান গাধা"
একবার এক গাধা ছিল। নাম ছিল ভোলা। মালিক তাকে রোজ কাজ করাত, ভার বহাতে হত। কিন্তু ভোলার একটাই সমস্যা—সে বড্ড বেশি "বুদ্ধিমান" হবার ভান করত।
🐴 ঘটনাটা এমন:
একদিন ভোলা দেখল, মালিক তাকে নিয়ে বাজারে যাচ্ছে। মালিকের হাতে একটা মোটা দড়ি, গাধার গলায় বাঁধা।
ভোলা ভাবল:
"রোজ রোজ দড়ি টেনে টেনে নিয়ে যায়! আমি যদি নিজেই মালিককে টানি, তাহলে তো আমি 'মাস্টার' হয়ে যাবো!"
সেই ভাবেই ভোলা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দড়ি টেনে মালিককে টানতে লাগল! মালিক হতবাক!
লোকজন হাসতে হাসতে পাগল —
"দ্যাখো! গাধা মালিককে হাঁটাচ্ছে!"
মালিক রেগে গিয়ে দড়ি ছিঁড়ে দিয়ে বলল:
"যা! খুব চালাক হস? তো চলে যা!"
ভোলা খুশি মনে ছুটে গেল। স্বাধীনতা!
🐴 এরপর কী হল?
ভোলা ভাবল:
"এখন আমি স্বাধীন। যা খুশি করব।"
সে গেল এক মাঠে ঘাস খেতে। হঠাৎ একটা ষাঁড় এসে ধাওয়া করল।
ভোলা দৌড় দিল, ছুটতে ছুটতে একটা বাথরুমে ঢুকে পড়ল!
লোকজন বলল:
"বাহ! সভ্য গাধা! টয়লেট ব্যবহার করে!"
🎉 শেষ কথা:
সন্ধ্যেবেলা হঠাৎ বৃষ্টি নামল। ভোলা ভিজে একেবারে চুপসে গেল।
তখন মনে পড়ল মালিকের কথা, শুকনো ঘর, খাওয়াদাওয়া…
শেষমেশ নিজেই ফিরে এল মালিকের কাছে।
মালিক বলল:
"বুদ্ধিমান হয়েছিস ভালো, তবে বেশি চালাকি করিস না!"
✨ মোরাল:
> "সব গাধাই বোকা নয়। তবে যারা বেশি চালাক হতে চায়, তারা মাঝেমধ্যে আবার গাধাই হয়ে যায়।" 😄