নীরবতায় উপলব্ধি

নীরবতায় উপলব্ধি "जोनदेगी मे हर कइ चाता ह आप बेहतर करो,लेकिन उससे जादा नेही"।
(2)

😁😁
22/09/2025

😁😁

😁😁😁 Good night everyone
21/09/2025

😁😁😁 Good night everyone

ট্রাম্প যদি থাকতো ✍️✅
21/09/2025

ট্রাম্প যদি থাকতো ✍️✅

♦ এরকম লেখা খুব কম পেয়েছি। ♦ জাস্ট অসাধারণ।♦ একদিন অংকের শিক্ষক একটি অংক দিয়ে বলল - তোমাদেরমধ্যে যে অংকটি পারবে তাকে আমি...
21/09/2025

♦ এরকম লেখা খুব কম পেয়েছি।
♦ জাস্ট অসাধারণ।
♦ একদিন অংকের শিক্ষক একটি অংক দিয়ে বলল - তোমাদের
মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতো
গিফট করব।
♦ সকল ছাত্র অংকটি সঠিক উত্তর দিল।
♦ শিক্ষক: আমি তো একজনকে জুতো দিতে পারব।
♦ একটা কাজ কর, লটারি করি।
♦ বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে দিও।
♦ ছাত্ররা নাম আর রোল নম্বর লিখে বাক্সে রাখল।
♦ শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন।
♦ শিক্ষকঃ আমি কি নামটি পড়ব?
♦ ছাত্ররা একত্রে বলল, পড়েন স্যার। পুরো ক্লাস Pin drop silence। শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ।
♦ শিক্ষক পড়লেন, আব্দুল। রোল নম্বর ১।
♦ ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানাল।
♦ শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেন, তোমরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দাও।
♦ টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন। স্যার, আপনার চোখে জল কেন?
♦শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বলল - আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায় ক্লাসে আসে।
♦ আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিল।
♦ সবচেয়ে অবাক লাগল, লটারির বাক্স খুলে দেখি - সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম না লিখে, লিখেছিল - আব্দুল, রোল ১, যাতে করে জুতো জোড়া আব্দুল পায়।
♦ সেই ছাত্রটি আর কেউ নন,
A. P. J. Abdul Kalam

সত্যিই তাই,,, মানুষের এখন বড্ড তাড়া ☠️☠️
21/09/2025

সত্যিই তাই,,, মানুষের এখন বড্ড তাড়া ☠️☠️

HR: আপনার স্যালারি এক্সপেকটেশন কত?Candidate: মাসিক ২,৫০,০০০ টাকা।HR: আমরা আপনার প্রোফাইল খুব পছন্দ করেছি, কিন্তু এটা আমা...
21/09/2025

HR: আপনার স্যালারি এক্সপেকটেশন কত?

Candidate: মাসিক ২,৫০,০০০ টাকা।

HR: আমরা আপনার প্রোফাইল খুব পছন্দ করেছি, কিন্তু এটা আমাদের বর্তমান বাজেটের চেয়ে কিছুটা বেশি।

Candidate: আমি সত্যিই এই রোলে আগ্রহী। যদি ২,৪০,০০০ টাকা ঠিক থাকে, আমি অ্যাডজাস্ট করতে রাজি।

HR: গ্রেট। তাহলে ২,২০,০০০ টাকায় ফাইনাল করি।

প্রার্থী রাজি হলো- একটু দ্বিধায়, কিন্তু আশা রেখেই।

পরে অফিসে:

"পজিশন ফিল্ড," HR রিপোর্ট দিল।

"বাজেট ছিল ২,৮০,০০০ টাকা ডিল ক্লোজ হলো ২,২০,০০০ টাকায়। মাসে ৬০,০০০ টাকা বাঁচলো!"

HR Manager: "এক্সেলেন্ট। খুব স্মার্ট হায়ারিং।"

কয়েক সপ্তাহ পর...

নতুন নিয়োগপ্রাপ্ত জানতে পারলো একই রোলে কাজ করা সহকর্মীরা পাচ্ছে ২,৭০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

* মোটিভেশন শেষ

* বিশ্বাস ভেঙে যায়

* পারফরম্যান্স পড়ে যায়

* রেজিগনেশন চলে আসে

এবং কোম্পানি আবার শূন্যতে:

নতুন ভ্যাকেন্সি

নতুন রিক্রুটমেন্ট সাইকেল

অনবোর্ডিং খরচ

সময় ও প্রোডাক্টিভিটি অপচয়

আসল সত্য?

ট্যালেন্টেড প্রফেশনালকে আন্ডারপে করা কোনো সেভিংস নয় এটা শুধু খরচকে দেরি করায়।

যদি আপনি টপ ট্যালেন্ট রিটেইন করতে চান, তবে প্রথম দিন থেকেই তাদের ফেয়ারলি কমপেনসেট করুন।

কারণ তারা শুধু স্কিল আনে না তারা আনে স্ট্যাবিলিটি, লয়্যালটি আর লং-টার্ম ভ্যালু।

কালেক্টেড

‘সধবা হয়ে নোয়া খুলব কেন’? SSC পরীক্ষা না দিয়ে ফিরে গেলেন তরুণী, জানালেন, সবে বিয়ে হয়েছে। , রবিবার পরীক্ষা হল একাদশ-দ্বাদ...
21/09/2025

‘সধবা হয়ে নোয়া খুলব কেন’? SSC পরীক্ষা না দিয়ে ফিরে গেলেন তরুণী, জানালেন, সবে বিয়ে হয়েছে।

, রবিবার পরীক্ষা হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। কিন্তু সেই পরীক্ষা দিতে এসেও পরীক্ষাকেন্দ্র থেকে ফিরে গেলেন এক তরুণী। হাতের নোয়া খুলে পরীক্ষা হলে ঢুকতে হবে বলা হয়েছিল।

সদ্য বিবাহিত ওই তরুণী হাতের নোয়া খুলতে রাজি হলেন না। বরং পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গেলেন।

# # # আপডেট: এখন জানা যাচ্ছে উনি প্রথমে চলে গেলেও নাকি পরে পরীক্ষায় বসেছিলেন। সমস্ত সংবাদপত্রে প্রথম এ লেখা হয়েছিল যে তিনি চলে গেছিলেন কিন্তু আজকে একটু আগে জানা গেল তিনি পরীক্ষায় বসেছেন।

এতে অনেকেই বলছে এটা করা উচিত হয়নি। পরীক্ষার নিয়ম অনুযায়ী যদি নোয়া যেটা ধাতব জিনিস, খুলতে বলা থাকে তাহলে তাই করা উচিত ছিল। আবার কেউ বলছে নোয়া পরে পরীক্ষা দিলে কি সমস্যা হবে?

আপনার কি মতামত ?
©

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগা...
21/09/2025

৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ...

জানা গেছে, বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান জুবিন। সে সময় চিকিৎসকেরা স্পষ্টই বলেছিলেন, তাঁর মৃগীরোগ আছে এবং সে কারণেই তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন।

মাথার গুরুতর চোট থেকে সুস্থ হলেও সেই থেকে তাঁর শারীরিক দুর্বলতা বেড়েছিল। মঞ্চে গান গাইতে গিয়ে বহুবার গলা কেঁপে উঠত, শ্বাসকষ্ট দেখা দিত। তবু তিনি থামেননি, ভক্তদের জন্য গান গেয়ে গেছেন।

কিন্তু এ অবস্থায় স্কুবা ডাইভিংয়ের মতো ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নেওয়াটা কতটা নিরাপদ ছিল? চিকিৎসক, পরিবার, নাকি বন্ধু—কেউ কি তাঁকে এ ব্যাপারে নিরস্ত করেছিল? নাকি শিল্পীর নিজের জেদই তাঁকে ঠেলে দিয়েছে এ সিদ্ধান্তে?

সিঙ্গাপুরের সমুদ্রতটে ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জুবিন অচেতন হয়ে ভেসে ওঠেন। উদ্ধারকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।

মাথায় আবারও গুরুতর আঘাত পান তিনি, যা আগের চোটের জায়গার সঙ্গেই মিলে যায়। শিল্পীর মৃত্যুর পর চিকিৎসক মহলেও আলোচনা শুরু হয়েছে। মৃগীরোগে আক্রান্ত কেউ যদি জলের নিচে যায়, হঠাৎ খিঁচুনি হলে তার জীবন রক্ষা প্রায় অসম্ভব।
Clctd

21/09/2025

"মানুষ যখন প্রতিটি সম্পর্কে সাবস্টিটিউট খুঁজে পায়,, তখন গুরুত্বপূর্ণ সম্পর্ক গুলো ও তাঁর কাছে মূল্যহীন হয়ে যায়"।
✍️✍️C.B

শুভ মহলায়ার শুভেচ্ছা রইলো সকলকে 🙏🙏
21/09/2025

শুভ মহলায়ার শুভেচ্ছা রইলো সকলকে 🙏🙏

Address

Tufanganj

Alerts

Be the first to know and let us send you an email when নীরবতায় উপলব্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share