নীরবতায় উপলব্ধি

নীরবতায় উপলব্ধি "जोनदेगी मे हर कइ चाता ह आप बेहतर करो,लेकिन उससे जादा नेही"।
(2)

বাবা মা বলল,বৌ টা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!ছেলের আর টাকা খরচ হবে না।কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের ব...
26/08/2025

বাবা মা বলল,বৌ টা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!
ছেলের আর টাকা খরচ হবে না।

কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে 😭😭!!সে আমার সব ছিল। তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকেও শূন্য হয়ে গেছে 😭!

এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি।

ভালোবেসে বিয়ে করেছিলেন বলে,বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনভাবেই এই বিয়ে মেনে নেন নি তার বাবা মা।

উপার্জনের তেমন মজবুত কোন পথ ছিল না বিধায়,ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা।

স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন।

একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন,তার স্ত্রীর ক্যান্সার হয়েছে 😥!!!!

মাথায় যেন আকাশ ভেঙে পরল,এই ভয়ংকর বজ্রপাতের মত কথাটা শুনে!!

একে তো প্রাণপ্রিয় স্ত্রী।
তার উপর নেই কোন উপার্জনের বাহুল্য।
এত ভি আই পি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি?
তবে, যত কষ্ট-ই হোক।স্ত্রী কে চিকিৎসা করতেই হবে!

কি করবেন তিনি??

পাগলের মত ছুটেছেন সব আত্মীয়ের কাছে। কিন্তু কেউ তাকে সাহায্য করে নি।

ডাক্তার বললেন,তার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারেন,এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেন নি😭।

বরং ছেলেকে বলেছেন,মরেই তো যাবে।তাহলে এত পয়সা খরচ করে দরকার কি!!

নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুড়ির মত বিদ্ধ হয়েছে বুকে😭😭!!

বলেছেন,আড়াইটা বছরও তো তাকে আমি কাছে পাব।এটাই আমার কাছে অনেক!
এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব।তার সাথে কাটানো একটা মুহুর্তও আমার কাছে অনেক দামী!!!

এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই!

অনেক পরিশ্রম করে, স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি।

স্ত্রী দূর্বল হয়ে দিনদিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন😥!!

তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রী কে তিনি এতটুকু অযত্ন করেন নি।
বরং পূর্বের তুললাম আরও ভালোবেসেছেন।

খুব করে চেয়েছেন,এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক।তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি।

কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই😭!!
হায়াতের উপর মানুষের কোন অধিকার নেই!!

তাই প্রিয়তমা স্ত্রী কে তিনি ধরে রাখতে পারলেন না।
তারই জন্মদিনের দিন, তার স্ত্রী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল😭😭!!

বহুদিন হল, স্ত্রী চলে গেছে। কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে।

এক মুহূর্তের জন্য, এক রাতের জন্যও স্ত্রী কে ভুলতে পারেন না তিনি 😥!

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন সারারাত 😭😭।

তার একটাই দুঃখ, তার স্ত্রী যতদিন এ পৃথিবীতে ছিল, ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল,শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য 😭!

আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ। কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই।

তিনি চান,তার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে।

তিনি কেঁদে কেঁদে বললেন, স্ত্রীর অসুস্থতার সময়,সেই অসহায় মুহূর্তে যাদের দ্বারে দ্বারে দৌঁড়িয়েছি,তাদের সামর্থ্য থাকা সত্বেও তারা কেউ আমাকে সাহায্য করে নি।

স্ত্রী বেশিদিন বাঁচবে না জেনেও নূন্যতম সহানুভূতি টুকুও স্ত্রী কে দেখায় নি।বরং তাচ্ছিল্য করেছে!

আজ তাদের বিপদে আমাকে লাগে!

কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে চাই না।
আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব।যাতে আমার স্ত্রী এই ওসীলায় পরপারে শান্তিতে থাকতে পারে😭😭।
সেখানে যেন তার আর কোন কষ্ট না হয়😭! ゚

❤️🙏🥺
21/08/2025

❤️🙏🥺

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে প...
21/08/2025

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে।

আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

পজেটিভ জিনিসটা কয়জনের মধ্যেই থাকে...🙂

19/08/2025

পরীক্ষা
🥺

সুবল সোরেন মারা গেলেন, স্ট্রোক। আমি চিকিৎসা শাস্ত্রের ছাত্র নই, কিন্তু শুনেছি উচ্চরক্ত চাপের কারণে স্ট্রোক হয়। আর রক্তে ...
16/08/2025

সুবল সোরেন মারা গেলেন, স্ট্রোক। আমি চিকিৎসা শাস্ত্রের ছাত্র নই, কিন্তু শুনেছি উচ্চরক্ত চাপের কারণে স্ট্রোক হয়। আর রক্তে চাপ বাড়ে কী করে? মস্তিষ্কে? শরীরে? কিংবা হৃদয়ে চাপ বাড়ে কী করে?

মাটি-ঝিঁটাবেড়া বা ত্রিপলের ঘেরা বাড়িতে থাকা যে ছেলেবা মেয়েটা প্রতিভা পরিশ্রম দিয়ে অনেক লড়াই করে স্কুল শিক্ষক হয়েছিলেন, তারপর হয়ত একটা লোন নিয়ে বাড়ি কিনেছিলেন, বা হয়ত বাবার চিকিৎসা, বোনের বিয়ের জন্য লোন? মাসের ১ তারিখে যার ১০ -১৫ - ২০ হাজারের একটা ইএমআই আছে, হঠাৎ এক সকালে তাদের কারও চাকরি চলে গেলে চাপ বাড়ে, রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে....

যে মেয়েটা অনেক বাধা, অপবাদ, সমালোচনা, চোখ রাঙানি, পেরিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে, স্কুল মাস্টারির চাকরিটা যার কাছে সব কিছুর জবাব, সব প্রশ্নের উত্তর, হঠাৎ কোনও কারণ ছাড়াই এক সকালে তার চাকরিটা চলে গেলে তার চাপ বাড়ে, চাপ বাড়ে, রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে....

যে জামাই বা হবু জামাইয়ের মুখের উপর মেয়ের বাড়ির দরজটা বন্ধ করে বলে দেওয়া হয়েছে, চাকরি তো নেই কী খাওয়াবে মেয়েকে?
তার চাপ বাড়ে চাপ বাড়ে, রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে....

ও স্যার, ও মাস্টারমশায়, শুনে গর্বে বুকটা চওড়া করে স্কুল যাওয়া এক সময়ের ক্লাসের ফার্স্টবয়ের চাকরিটা হঠাৎ চলে গেলে, অলিখিত অঘোষিত অযোগ্য তালিকায় তার নাম উঠলে চাপ বাড়ে, ি চাপ বাড়ে, রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে....

যে মেয়েটা একটু অল্প আয় করা ছেলেটির হাত ধরেছিল সাহস করে, জানত প্ররিশ্রম করে পাওয়া চাকরির স্যালারিতে ঘর গুছিয়ে নেবে,
হঠাৎ কোনও কারণ ছাড়াই এক সকালে তার চাকরিটা চলে গেলে তার চাপ বাড়ে চাপ বাড়ে, রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে....

সুবল সোরেন, একা কারও নাম নয়৷ সুবল সরেন একটা সমাজ, একটা ফুরিয়ে যাওয়া সভ্যতার নাম। সুবল সরেনদের চাপ বাড়ছে, বুঝলেন? সৎ পরিশ্রম, প্রতিভা, চেষ্টা দিয়ে লড়ে মাটি তৈরি করে নিতে চাওয়া সুবল সোরেনদের চাপ বাড়ছে, ভীষণ চাপ বাড়ছে, আপনারা আমরা কি বুঝতে পারছি? আদৌও বুঝতে পারছি সুবল সোরেনদের চাপ বাড়ছে? রক্তে, ধমনীতে, হৃদয়ে, মস্তিষ্কে?

Collected

16/08/2025

শুভ জন্মাষ্টমী

🙏❤️🙏,,,, লেখককে অসংখ্য ধন্যবাদ
15/08/2025

🙏❤️🙏,,,, লেখককে অসংখ্য ধন্যবাদ

195টি দেশ থাকতেও আমি ভারতীয় 🇮🇳🙏PROUD TO BE AN INDIAN 🇮🇳🇮🇳
15/08/2025

195টি দেশ থাকতেও আমি ভারতীয় 🇮🇳🙏
PROUD TO BE AN INDIAN 🇮🇳🇮🇳

Address

Tufanganj

Alerts

Be the first to know and let us send you an email when নীরবতায় উপলব্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share