
01/07/2025
"বন্ধুত্ব এমন একটা জিনিস যে আমাদের জীবনের শেষ অব্দি থেকে যায়"
আজকে থেকে এক বছর আগে আমরা দুজনে একসাথে ছিলাম একটা বছর হয়ে গেল তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি হয়তো কেও আগে বা পরে কিন্তু তুই এমন সময় যে চলে যাবে কেউ ভাবতেও পারেনি।
তুই চলে যাওয়ার পর থেকে আমার এমন কোন বন্ধু নেই যে তোর মতন গভীরতা থাকবে,
ভালো থাকিস ভাই যেখানে থাকিস।