30/12/2024
সুরাট, ৩০ ডিসেম্বর : দেশের অত্যাচারিত স্বামীরা এবার 'পুরুষ কমিশন'-এর দাবিতে সোচ্চার হলো। সম্প্রতি বেঙ্গালুরুতে অতুল সুভাষ নামে এক ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি একটি ভিডিও তৈরি করেছিলেন। ঐ ভিডিওতে তিনি স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের ঘটনাকে সামনে রেখে গুজরাটের সুরাট শহরে বেশ কিছু লাঞ্ছিত স্বামী হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানান। তাঁদের প্রধান দাবি ছিল, দেশে স্ত্রীদের হাত থেকে স্বামীদের রক্ষা পেতে 'পুরুষ কমিশন' গঠন করতে হবে। অন্যান্য দাবি গুলোর মধ্যে ছিল : Save family save nation, Men are not ATM, Men's right are Human rights, Fake case is a crime against humanity. অত্যাচারিত স্বামীরা জানান, মিথ্যে মামলা দিয়ে অনেক পরিবারের সদস্য সদস্যাদের মানসিক নির্যাতন করা হচ্ছে। শুধু যে পুরুষরাই প্রতিবাদে সামিল তা নয়, এবার দিল্লিতেও পুরুষদের হয়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন নারীরাও। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, Men also deserves love and support, Stop misuse of Dowery laws এবং মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়।