Tripura Samay

Tripura Samay The first online weekly news paper of Gomati District, Tripura, India. Tripura Samay is only registered & approved (by Govt. of India & Govt.

of Tripura) newspaper published from South Tripura District. Publication started from 12th Dec, 1982 from Udaipur, Headquarter of South Tripura District, India
Editor: Subrata Kumar Deb, M.Com (C.U)
Publisher/Owner: Smt. Sima Deb
R.N.I Registration No. 40759/82
Postal Registration No. NE 988

Paper Specifications
Size of the Newspaper: 38cms x 25cms (Print area)
Number of Pages: 4 Pages
Cost of the newspaper: र1.50
Circulation: 3725 copies per issue

বিশ্ব শিল্পকলা দিবসআজ ১৫ এপ্রিল 'বিশ্ব শিল্পকলা' দিবস। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন উপলক্ষে এ দ...
15/04/2025

বিশ্ব শিল্পকলা দিবস
আজ ১৫ এপ্রিল 'বিশ্ব শিল্পকলা' দিবস। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন উপলক্ষে এ দিনটি উদযাপন করা হয়। এ বছরের বিশ্ব শিল্পকলা দিবসের থিম হচ্ছে 'আনন্দ উদ্যান : শিল্পের মাধ্যমে সমাজ উন্নয়ন'। লিওনার্দো দা ভিঞ্চি শিল্পের বহুত্ববাদ এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। শিল্পকে কাঁটাতারের বেড়ায় আটকে রাখা যায় না। শিল্প মানবতার ভাষাতেই 'কথা' বলে।
সারা বিশ্বের সাথে আমাদের দেশেও এই দিনটি উদযাপন করা হচ্ছে।

যোগীর ছবি নিয়ে মিছিল নেপালেকাঠমন্ডু, ১৩ মার্চ : নেপালকে রাজতন্ত্রের যুগে ফিরিয়ে নিতে আন্দোলনে উত্তাল নেপালের একাংশ মানু...
13/03/2025

যোগীর ছবি নিয়ে মিছিল নেপালে
কাঠমন্ডু, ১৩ মার্চ : নেপালকে রাজতন্ত্রের যুগে ফিরিয়ে নিতে আন্দোলনে উত্তাল নেপালের একাংশ মানুষ। পাশাপাশি ধর্ম নিরপেক্ষ থেকে ফের হিন্দু রাষ্ট্র গঠনেরও দাবি উঠেছে। গতকাল নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ'র সমর্থনে মানুষের ঢল নেমেছিল কাঠমান্ডুতে। মিছিলে অনেকের হাতেই দেখা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি সম্বলিত পোস্টার। এ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠেছে, তাহলে কি এর পেছনে যোগীর কোনও মদত রয়েছে ? উল্লেখ্য, রাজা জ্ঞানেন্দ্রর সাথে যোগীর সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। এ বছরের জানুয়ারিতে রাজা জ্ঞানেন্দ্র ভারত সফরে এসে যোগীর সাথে দেখা করে যান।

ঐতিহ্য : গরু গাড়িতে চড়ে বিয়েকাটোয়া, ৫ মার্চ : বঙ্গের কাটোয়ায় এই হাইটেকের যুগে গত সোমবার গরুগাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন ব...
05/03/2025

ঐতিহ্য : গরু গাড়িতে চড়ে বিয়ে
কাটোয়া, ৫ মার্চ : বঙ্গের কাটোয়ায় এই হাইটেকের যুগে গত সোমবার গরুগাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন বিশ্ব ভারতীর কর্মী জীবনানন্দ দে। নতুন বউকে নিয়ে ছয় কিলোমিটার রাস্তা ফিরলেন গরুগাড়িতেই। গ্রাম বাংলায় একসময় গরুগাড়ি বা পালকিতে চড়ে বিয়ে করার রেওয়াজ ছিল। জীবনানন্দ বিয়ে করেন গোবিন্দপুরের মেয়ে পারমিতা মাঝিকে। এ নিয়ে জীবনানন্দ জানান, দাদুর মুখে ছোটবেলায় শুনেছি, তিনি গরুগাড়িতে চড়েই বিয়ে করতে গিয়েছিলেন। তাছাড়া গরুগাড়িতো বাংলার জীবনযাত্রার অঙ্গ। বিয়ে উপলক্ষে আপ-ডাউন গরুগাড়ির ভাড়া দিতে হয়েছে দেড় হাজার টাকা। বরযাত্রীদের পাশাপাশি গরুদেরও ভাগ্যেও জুটেছে ভালো খাবার ও আপ্যায়ন।

দেশে হাইপারলুপ ট্রেন ঘন্টায় ১১০০ কিলোমিটার বেগে চলবেনয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : বিমানের চেয়ে দ্বিগুন গতি সম্পূর্ণ হাইপারল...
26/02/2025

দেশে হাইপারলুপ ট্রেন ঘন্টায় ১১০০ কিলোমিটার বেগে চলবে
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : বিমানের চেয়ে দ্বিগুন গতি সম্পূর্ণ হাইপারলুপ ট্রেন চালু হবে ভারতে। প্রথম এর যাত্রাপথ হবে দিল্লি থেকে জয়পুর। ঘন্টায় ১১০০ কিলোমিটার বেগে এই ৩৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। ভারতীয় রেলের সহযোগিতায় আইআইটি মাদ্রাজের ইঞ্জিনিয়ারগণ তৈরি করছে এই হাইপারলুপ ট্রেন। বৈদ্যুতিক এই হাইপারলুপ ট্রেন চলবে একটি ক্যাপসুল টিউবের মধ্য দিয়ে একটি মাত্র কামরা নিয়ে। ইতিমধ্যেই ৪২২ মিটার লাইন তৈরি হয়েছে, এমনকি এর পরীক্ষামূলক ট্রায়ালও হয়েছে। ট্রেনটি যখন চলবে, তখন রেল লাইনের একটু উপর দিয়ে চলবে চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে। গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক মাধ্যমে এ সংবাদ জানিয়েছেন। তবে কবে নাগাদ এই ট্রেন চলবে তা রেল কতৃপক্ষ জানায়নি।

দেশের প্রথম ধর্মহীন নাগরিক থিরুপাত্তুর, ২১ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর থিরুপাত্তুর শহরের মেয়ে স্নেহা প্রতিভারাজা দেশের প্রথ...
21/02/2025

দেশের প্রথম ধর্মহীন নাগরিক
থিরুপাত্তুর, ২১ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর থিরুপাত্তুর শহরের মেয়ে স্নেহা প্রতিভারাজা দেশের প্রথম 'ধর্মহীন নাগরিক'-এর মর্যাদা লাভ করলেন। পেশায় আইনজীবী স্নেহা ধর্মহীন নাগরিকের শংসাপত্র পাওয়ার জন্য নয় বছর লড়াই করেছেন। তাঁর স্বামী প্রফেসর পার্থিব রাজা। পছন্দ করেই তাঁদের বিয়ে হয় প্রায় সতেরো বছর আগে। বিয়েতে কোনও ধর্মীয় প্রথা মানা হয়নি। শুধুমাত্র মালাবদল হয়েছে। মঙ্গলসূত্রও পরেননি স্নেহা। ছোটবেলা থেকেই ধর্ম, বর্ণ, জাত পাত এসব মানতেন না। স্নেহা-পার্থিবের তিন কন্যা। বৌদ্ধ, খৃস্টান, মুসলিম স্টাইল মাফিক তিন মেয়ের নামকরণ করা হয়েছে। স্নেহার দেখাদেখি তামিলনাড়ুর অর্ধ শতাধিক মানুষ 'ধর্মহীন নাগরিক' হওয়ার আবেদন জানিয়েছেন।

যানজট এড়াতে গ্লাইডারপাসারনি, মহারাষ্ট্র, ১৭ ফেব্রুয়ারি  : দেশে যানজট দিন দিনই বাড়ছে। কোনও কোনও রাজ্যে মারাত্মক যানজটের ...
17/02/2025

যানজট এড়াতে গ্লাইডার
পাসারনি, মহারাষ্ট্র, ১৭ ফেব্রুয়ারি : দেশে যানজট দিন দিনই বাড়ছে। কোনও কোনও রাজ্যে মারাত্মক যানজটের কারণে মানুষের লাইফস্টাইলও পাল্টে যাচ্ছে। কোথাও যেতে, যেখানে এক ঘন্টা লাগার কথা সেখানে তিন থেকে চার ঘন্টা লাগছে। মোটকথা কর্মস্থলে রীতিমতো যুদ্ধ করে যেতে হয় কোনও কোনও এলাকায়। দিন কয়েক আগে মহারাষ্ট্রের এক কলেজের ছাত্রকে যানজটের কারণে গ্লাইডিং করে পরীক্ষা দিতে যেতে হয়েছে। পাসারনি গ্রামের সমার্থ মহাঙ্গদে নামে ওই কলেজ ছাত্র পরীক্ষা দেবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েই দেখলো রাস্তায় কয়েক কিলোমিটার জ্যাম। এই অবস্থায় সে বুদ্ধি করে স্হানীয় গ্লাইডার প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তায় আকাশে উড়ে খুব কম সময়ে পৌঁছে গেলো কলেজে। ঐ ছাত্রের গ্লাইডিং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। নেটিজনদের কটাক্ষ, যানজট এড়াতে যদি গ্লাইডারের ভরসা করতে হয়, তাহলে সারা দেশেই এর পরিকাঠামো তৈরি করতে হবে !

সুরাট, ৩০ ডিসেম্বর : দেশের অত্যাচারিত স্বামীরা এবার 'পুরুষ কমিশন'-এর দাবিতে সোচ্চার হলো। সম্প্রতি বেঙ্গালুরুতে অতুল সুভা...
30/12/2024

সুরাট, ৩০ ডিসেম্বর : দেশের অত্যাচারিত স্বামীরা এবার 'পুরুষ কমিশন'-এর দাবিতে সোচ্চার হলো। সম্প্রতি বেঙ্গালুরুতে অতুল সুভাষ নামে এক ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি একটি ভিডিও তৈরি করেছিলেন। ঐ ভিডিওতে তিনি স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের ঘটনাকে সামনে রেখে গুজরাটের সুরাট শহরে বেশ কিছু লাঞ্ছিত স্বামী হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানান। তাঁদের প্রধান দাবি ছিল, দেশে স্ত্রীদের হাত থেকে স্বামীদের রক্ষা পেতে 'পুরুষ কমিশন' গঠন করতে হবে। অন্যান্য দাবি গুলোর মধ্যে ছিল : Save family save nation, Men are not ATM, Men's right are Human rights, Fake case is a crime against humanity. অত্যাচারিত স্বামীরা জানান, মিথ্যে মামলা দিয়ে অনেক পরিবারের সদস্য সদস্যাদের মানসিক নির্যাতন করা হচ্ছে। শুধু যে পুরুষরাই প্রতিবাদে সামিল তা নয়, এবার দিল্লিতেও পুরুষদের হয়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন নারীরাও। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, Men also deserves love and support, Stop misuse of Dowery laws এবং মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়।

কলকাতা বিমান বন্দরের শতবর্ষ, আগামী এক বছর নানা অনুষ্ঠান কলকাতা, ২২ ডিসেম্বর : কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দ...
22/12/2024

কলকাতা বিমান বন্দরের শতবর্ষ, আগামী এক বছর নানা অনুষ্ঠান
কলকাতা, ২২ ডিসেম্বর : কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরের শতবর্ষ শীর্ষক একটি অনুষ্ঠানে গতকাল কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এদিন তিনি কলকাতা বিমান বন্দরের স্মারক কয়েন, ডাকটিকিট এবং উড়াণ ক্যাফের উদ্বোধন করেন। এই ক্যাফেটেরিয়ায় সাধারণ বিমান যাত্রীরা সস্তায় খাওয়া দাওয়া করতে পারবেন। মন্ত্রী বলেন, গোটা দেশে এই প্রথম উড়াণ ক্যাফে চালু হলো কলকাতায়। এটা পাইলট প্রজেক্ট। অন্য বিমান বন্দরেও চালু হবে। শ্রীনাইডু জানান আগামী এক বছর শতবর্ষ শীর্ষক নানা অনুষ্ঠান হবে। উল্লেখ্য, গত, ১০ ডিসেম্বর নয়াদিল্লির রাজীব ভবনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কলকাতা বিমান বন্দরের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি লোগোর প্রকাশ করেছিলেন।

শতবর্ষে কলকাতা বিমানবন্দরের নতুন লোগোকলকাতা, ১৫ ডিসেম্বর : কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শতবর্ষ...
15/12/2024

শতবর্ষে কলকাতা
বিমানবন্দরের নতুন লোগো
কলকাতা, ১৫ ডিসেম্বর : কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার নয়াদিল্লির রাজীব গান্ধী ভবনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, কলকাতা বিমান বন্দরের নতুন লোগো প্রকাশ করলেন। নতুন লোগোর উন্মোচন করে মন্ত্রী সাংবাদিকদের জানালেন, খুব শীঘ্রই কলকাতা বিমান বন্দরে 'উড়ান যাত্রী কাফে' নামে একটি বাজেট ফ্রেন্ডলি ক্যাফেটেরিয়া চালু করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান।

Address

Hospital Road
Udaipur
799120

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Samay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripura Samay:

Share