BJP 31-R K Pur Vidhansabha Kendra

BJP 31-R K Pur Vidhansabha Kendra R.K PUR MANDAL

আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে মাননীয় কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী Amit Shah জির সাথে এক সাক্ষাতে মিলিত হন রাজ্যের মা...
16/10/2025

আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে মাননীয় কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী Amit Shah জির সাথে এক সাক্ষাতে মিলিত হন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়।

তিনি ত্রিপুরায় চলমান একাধিক উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবগত করেন এবং তাঁর ক্রমাগত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

প্রস্তুত। শক্তিশালী। গর্বিত। 🔥মোদী সরকারের নেতৃত্বে রাষ্ট্রীয় নিরাপত্তা এখন আরও সুদৃঢ়।২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা...
16/10/2025

প্রস্তুত। শক্তিশালী। গর্বিত। 🔥

মোদী সরকারের নেতৃত্বে রাষ্ট্রীয় নিরাপত্তা এখন আরও সুদৃঢ়।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা মূলধনী খাতে বরাদ্দের ৫০% এরও বেশি কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির মার্গদর্শনে এবং প্রফেসর Dr.Manik Saha জির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ত্রিপুরা নির্মাণ...
16/10/2025

প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির মার্গদর্শনে এবং প্রফেসর Dr.Manik Saha জির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে রূপান্তরমূলক উদ্যোগ ও প্রয়াস!

গত ১১ বছর ধরে, সরকারের নিরন্তর প্রয়াস কৃষকদের স্বশক্ত করা এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করা।-প্রধানমন্ত্রী শ্রী Narendra...
16/10/2025

গত ১১ বছর ধরে, সরকারের নিরন্তর প্রয়াস কৃষকদের স্বশক্ত করা এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করা।

-প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জি।

গগনযান - এটা শুধু একটি মিশন নয়, এটা ভারতের স্বপ্নের উড়ান! 🚀যে দেশ একসময় মহাকাশ প্রযুক্তির জন্য অন্যদের উপর নির্ভর করত...
16/10/2025

গগনযান - এটা শুধু একটি মিশন নয়, এটা ভারতের স্বপ্নের উড়ান! 🚀

যে দেশ একসময় মহাকাশ প্রযুক্তির জন্য অন্যদের উপর নির্ভর করত,
আজ সেই ভারত নিজেই নিজের মহাকাশচারীদের মহাকাশে পাঠাচ্ছে! 🇮🇳

আজ নয়াদিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Man...
15/10/2025

আজ নয়াদিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়।

এই সাক্ষাতকালে রাজ্যে চলমান উন্নয়ন সম্পর্কে অবহিত করেন তিনি, একই সাথে সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
✅ খাদ্য সুরক্ষা প্রকল্পে ব্রু-রিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্তি
✅ গনবন্টন ব্যাবস্থায় গমের বরাদ্দ বৃদ্ধি
✅ত্রিপুরায় ডাবল ট্র্যাক রেলপথ
✅আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালু করা
✅বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্পের (ইএপি) সর্বোচ্চ সীমা বৃদ্ধি
✅একলব্য বিদ্যালয়ের সংখ্যা ১৫ টি বৃদ্ধি
✅আগর বোর্ড এবং গবেষণা কেন্দ্র স্থাপন।
✅ শৈবতীর্থ উনকোটির সর্বাঙ্গীণ উন্নয়ন।

বামপন্থার চূড়ান্ত পর্যায় : নকশালবাদের সমাপ্তি আসন্ন! মহারাষ্ট্রের জনগণের শত্রু ৬০ জন নকশালের আত্মসমর্পণ, এর মধ্যে রয়ে...
15/10/2025

বামপন্থার চূড়ান্ত পর্যায় : নকশালবাদের সমাপ্তি আসন্ন!

মহারাষ্ট্রের জনগণের শত্রু ৬০ জন নকশালের আত্মসমর্পণ, এর মধ্যে রয়েছে ৬ কোটি টাকার পুরস্কারপ্রাপ্ত কুখ্যাত নকশাল নেতা ও পলিট ব্যুরো সদস্য ভূপতি!

বন্দুকের নল দিয়ে উন্নয়ন থামানোর দিন শেষ, ৩১ মার্চ ২০২৬-এর মধ্যেই নকশাল-মাওবাদমুক্ত নতুন ভারতের পথে দৃঢ় পদক্ষেপ!

মহাকাশে উজ্জ্বল ভারতের পরাক্রম!
15/10/2025

মহাকাশে উজ্জ্বল ভারতের পরাক্রম!

আজ নয়াদিল্লির রেল ভবনে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী Ashwini Vaishnaw জির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন...
15/10/2025

আজ নয়াদিল্লির রেল ভবনে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী Ashwini Vaishnaw জির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়।

এই সাক্ষাতে নিম্নোক্ত বিষয়গুলির উপর আলোকপাত করেন তিনি।

🚉 আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেনের সূচনা।
🛤️ ডাবল ট্র্যাক রেলপথ।
🚃 বৈদ্যুতিক ট্রেন চলাচল।
🚃 দুরপাল্লার ট্রেনগুলিতে নতুন এবং আপগ্রেড করা কোচ সংযুক্তি এবং বিভিন্ন ষ্টেশন সমূহের রক্ষণাবেক্ষণ।
🏢 টি.এফ.টি.আই-এর জন্য নতুন ভবন এবং ফিল্ম সিটি নির্মাণ ।
📞 কল সেন্টারের জন্য উদ্যোগ এবং উন্নয়ন।
💻 উন্নত সাইবার নিরাপত্তা হাব।

রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে এইমস দিল্লির সাথে চুক্তি সাক্ষর করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ...
15/10/2025

রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে এইমস দিল্লির সাথে চুক্তি সাক্ষর করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়কে বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

এক স্বর্ণিম মূহুর্ত!মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়ের উপস্থিতিতে ত্রিপুরার মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে...
15/10/2025

এক স্বর্ণিম মূহুর্ত!

মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়ের উপস্থিতিতে ত্রিপুরার মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে চিকিৎসা শিক্ষা এবং সুপার-স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরের জন্য ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং নয়াদিল্লির এইমসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও, ত্রিপুরা সরকারের লক্ষ্য আগরতলা সরকারি মেডিকেল কলেজ (AGMC) এবং GBP হাসপাতালকে রোগীদের যত্নের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি মেডিকেল হাবে রূপান্তর করা, যা নয়াদিল্লির এইমসের উৎকর্ষতার আদলে তৈরি করা হবে ।

Address

Udaipur
799120

Telephone

+919862232094

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP 31-R K Pur Vidhansabha Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category