
24/06/2025
আজ আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক আদিবাসী কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শ্রী Dr.Vikrant Bhuria জি, প্রদেশ কংগ্রেসের ইনচার্জ শ্রী Saptagiri Ulaka জি, প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা জি, বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন জি, CLP নেতা বিধায়ক শ্রী বিরজিত সিনহা জি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি ইনচার্জ শ্রী ক্রিস্টোফার তিলক জি, প্রাক্তন বিধায়ক তথা আদিবাসী নেতা শ্রী দিবাচন্দ্র রাংখল জি, প্রাক্তন বিধায়ক শ্রী অশোক বৈদ্য জি, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্বগণ।
Desher Dak